মিনিস্টারের ‘কোটি কোটি টাকার ঈদ সালামি’ অফার জিতল যারা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্প্রতি মিনিস্টার গ্রুপের‘কোটি কোটি টাকার ঈদসালামি’ অফারের মাধ্যমে ঢাকার মিরপুরস্থ মিনিস্টারের নিজস্ব শো-রুম থেকে ফ্রিজ কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে ১০০% ফ্রি পেলেন মিরপুর শাহ আলীবাগের মোঃ হাবিবুর রহমান। অন্যদিকে ডেমরায় মিনিস্টারের নিজস্ব শো-রুম থেকে ফ্রিজ কিনে ৫০% ফ্রি পেলেন ডেমরা ডগাইয়ের মোঃ রাসেল।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সবার মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে মিনিস্টার গ্রুপ নিয়ে এসেছে’কোটি কোটি টাকার ঈদসা লামি’ অফার ।

এ অফারের মাধ্যমে একজন গ্রাহক মিনিস্টার গ্রুপের যে কোন মডেলের ফ্রিজ, এলইডি টিভি, এসি এবং হোম এ্যাপ্লায়েন্স পণ্য কিনলেই পেতে পারেন স্ক্র্যাচকার্ড। আর কার্ড ঘষেই পাওয়া যাবে ক্যাশ ভাউচার, ইনস্ট্যান্টগিফট, ১০০% পর্যন্ত ফ্রি, নগদ মূল্য ছাড়া সহ আকর্ষণীয় নি্শ্চিত সব উপহার।

১০০% ফ্রি পেয়ে অত্যন্ত খুশি মোঃ হাবিবুর রহমান । তিনি১০০% ফ্রি পেয়ে উচ্ছ্বাসিত কন্ঠে বলেন,“আমি এখনো বিশ্বাস করতে পারছিনা যে, ফ্রিজ কিনে ১০০% ফ্রিপেয়েছি! এই খুশি ভাষায় প্রকাশ করার মত নয়।

৫০% ফ্রি পেয়ে ব্যাপক আনন্দিত ডগাইয়ের মোঃ রাসেল । পুরস্কার পাওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,“আমি অত্যন্ত আনন্দিত। আমার ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে। মিনিস্টার কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এমন অফার রাখার জন্য।

এ বিষয়ে মিনিস্টার গ্রুপের হেডঅবব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনকে এমজি কিবরিয়া বলেন, “ঈদ হচ্ছে আনন্দ উদযাপন ও উপহার দেওয়ার সময়।

আর তাই এবার ঈদে আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য আমাদের পণ্য পভোগের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করার সুবিধার্থে মিনিস্টার গ্রুপ এই ঈদ স্পেশাল ক্যাম্পেইন চালু করেছে”।

স্টকমার্কেটবিডি.কম////

 

বাংলাদেশের পোশাকখাত আরও প্রতিযোগিতা সক্ষম হয়ে উঠেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, দেশে ও বিদেশে আন্তর্জাতিক প্রদর্শনী ও পারস্পারিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাকখাত আরও শক্তিশালী ও প্রতিযোগিতা সক্ষম হয়ে উঠেছে। বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে টেক্সটাইল খাতের আন্তর্জাতিক প্রদর্শনী ‘ইনটেক্স সাউথ এশিয়া’ এর উদ্বোধনী এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী। এতে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মো. হাতেমসহ বস্ত্রখাতের সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, সরকার কার্যকরী নীতিমালা প্রণয়ন, পণ্যের বহুমুখীকরণ, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং এ খাতের স্টেকহোল্ডারদের মধ্যে শক্তিশালী অংশীদারত্ব সৃষ্টির মাধ্যমে বস্ত্রখাতের উন্নয়নে কাজ করছে। পাশাপাশি টেকসই ও যুগোপযোগী বস্ত্রখাত তৈরি করতে নানামুখী নীতিমালা-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, বস্ত্রখাতে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত বিশেষ প্রণোদনার কারণে এ খাত জাতীয় রপ্তানির ধারাকে করোনার ক্ষতিকর প্রভাবমুক্ত রাখতে সক্ষম হয়েছে। বস্ত্রশিল্পের ধারাবাহিক উন্নয়ন ও আধুনিকায়নের গতি বেগবান করা এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে চাহিদা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করেছে।

স্টকমার্কেটবিডি.কম///

মালয়েশিয়ায় সেকেন্ড হোমের আবেদন বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাড়া পড়েনি মালয়েশিয়ার প্রিমিয়াম ভিসায়, আবেদন বেড়েছে সেকেন্ড হোমে। মাই সেকেন্ড হোম (এমএমটুএইচ) প্রোগ্রামে সরকার কঠোর শর্ত প্রয়োগ করা সত্ত্বেও আবেদনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বুধবার পুত্রযায়ায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল তার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানিয়েছেন।

দেশটির সেকেন্ড হোম ক্যাটাগরিতে এ পর্যন্ত ১,৮০০ থেকে ১,৯০০টি আবেদন জমা পড়েছে। এর আগে বাংলাদেশ সর্বোচ্চ আবেদনকারী ছিলো বলে জানিয়েছেন দেশটির স্বারাষ্ট্রমন্ত্রী।

ফ্রি মালয়েশিয়া টুডেসহ কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদে জানা গেছে, মোট সেকেন্ড হোম আবেদনকারীদের মধ্যে ৮০০ জন আবেদনকারীকে প্রাক-অনুমোদন দেওয়া হয়েছে। তবে এর মধ্যে কতজন বাংলাদেশির আবেদন অনুমোদন হয়েছে তা জানানো হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, (এমএমটুএইচ) প্রোগ্রামে সরকার আরও কঠোর শর্ত প্রয়োগ করার পর টপটেনে রয়েছে যুক্তরাজ্য, জাপান এবং সিঙ্গাপুর থেকে আরও বেশি আবেদনকারী অংশ নিয়েছেন এবং তাদের আবেদনগুলো এখনও পুলিশ দ্বারা যাচাই করা হচ্ছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া মাই সেকেন্ড হোম (এমএমটুএইচ) প্রোগ্রামে ২০১৮ সালে ৫,৬১০টি এবং ২০১৯ সালে ৩,৯২৯টি আবেদন অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সাইফুদ্দিন। যদিও এই প্রোগ্রামটি ২০২০ সালে সাময়িক বন্ধ করা হয়েছিল। এরপর ২০২১ সালের অক্টোবর থেকে প্রায় ১,৪৬৮টি আবেদন অনুমোদন দেওয়া হয়েছিল।

এর মধ্যে একজন পার্টিসিপেন্ট এবং একজন ডিপেন্ডেন্ট আবেদনকারীকে প্রিমিয়াম ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। এতে অসন্তোষ প্রকাশ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। তিনি আরও জনিয়েছেন, প্রোগ্রামটি বাতিল না করে প্রিমিয়াম ভিসার লক্ষ্য পূরণে পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম///

ঈদে ব্যাংকের ছুটিও মঙ্গলবার থেকে শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সব ব্যাংক এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন কার্যক্রম চার দিন বন্ধ থাকবে। নির্বাহী ক্ষমতায় সরকার ঈদ উপলক্ষে সাধারণ ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার প্রেক্ষাপটে বৃহস্পতিবার সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আগামী ২৭ জুন সাধারণ ছুটি ঘোষণা হওয়ায় ২৭ জুন থেকে ৩০ জুন (আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে শুক্রবার) পর্যন্ত চার দিন দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে গত বুধবার আরেকটি সার্কুলারে বলা হয়েছে, রপ্তানিমুখী শিল্প ও গার্মেন্ট শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস প্রদানের স্বার্থে ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের বাণিজ্যিক ব্যাংকের লেনদেন কার্যক্রম আগামী মঙ্গল ও বুধবার চলবে। এ লেনদেন কার্যক্রম সীমিত আকারে চলবে। সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে শেষ হবে বেলা ৩টায়।

স্টকমার্কেটবিডি.কম///

ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৮ থেকে ২২ জুন) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২১ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.২৯ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.৩৫ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০৬ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়েছে।

এর আগের সপ্তাহের শুরুতে (১১ থেকে ১৫ জুন) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৪৭ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.২৯ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.১৮ পয়েন্ট বা ১.২৪ শতাংশ কমেছিল।

স্টকমার্কেটবিডি.কম///

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মেঘনা লাইফ; ২য় জেমিনী সী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১০৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেমিনী সী ফুডের শেয়ার লেনদেন হয়েছে ৭৯ কোটি ৬২ লাখ টাকার।

নাভানা ফার্মাসিউটিক্যালসের ৬৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬৫ কোটি ৬৫ লাখ, ইস্টার্ন হাউজিংয়ের ৬১ কোটি ৫৪ লাখ, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫৭ কোটি ৮১ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্সের ৫৭ কোটি ২৮ লাখ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৪৯ কোটি ৫৮ লাখ, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৪৭ কোটি ৬৭ লাখ ও খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৬ কোটি ৯১ লাখ শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

৫ দিনে ডিএসইতে মূলধন কমেছে ২ হাজার কােটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ২ হাজার কোটি টাকা বেড়েছে। এই সপ্তাহে সেখানে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে ০.২৬ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ৯৫৮ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮৬৯ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৩.৫৫ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে দিনের গড় লেনদেন ৫৯১ কোটি ৬৯ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে এই লেনদেন হয়েছিল ৭৭৩ কোটি ৯২ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ২৩.৫৫ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৮৭ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৭.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৭২ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬২টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৮টির শেয়ার ও ইউনিটের দর। আর ১০টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৯ হাজার ৫২৯ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭১ হাজার ৫২৯ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ২০০০ কোটি টাকা বা ০.২৬ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেলেন ব্রাহ্মণবাড়িয়ার হাসান আহামদ

ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া গাড়ির চাবি ক্রেতা হাসান আহামদের হাতে তুলে দিচ্ছেন প্রতিষ্ঠানের ডিএমডি এমদাদুল হক সরকার ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেলেন আরো একজন ক্রেতা। তিনি হলেন ব্রাহ্মণবাড়িয়া সদরের হাসান আহামদ। দেশব্যাপী চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮’তে ঘোষিত বিশেষ ক্রেতাসুবিধার আওতায় ফ্রিজ কিনে ওই গাড়িটি পান তিনি।

ইতোমধ্যে এই সিজনে ওয়ালটন থেকে গাড়ি ফ্রি পেয়েছেন ৪ জন ক্রেতা। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার হাসান আহামদ, যশোরের শার্শার শ্রী রতন লাল বাসফোড়, নওগাঁর খাদিজা বিবি ও নারায়ণগঞ্জের মাসুদ করিম। এছাড়া ওয়ালটন ফ্রিজ, টিভিসহ লাখ লাখ উপহার পেয়েছেন অসংখ্য ক্রেতা। ১৫ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত এই সুবিধা থাকছে।

বুধবার (২১ জুন) বিকেলে শহরের মোদকবাড়ি মোড়ে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম আহাদ এন্টারপ্রাইজে এক জমকালো গাড়ি হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সৌভাগ্যবান ক্রেতা হাসানের হাতে গাড়ির চাবি তুলে দেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এমদাদুল হক সরকার এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর নেয়ামুল হক, ওয়ালটনের রিজিওনাল সেলস ম্যানেজার রাকিবুল হাসান এবং আহাদ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আব্দুল আহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান বলেন, দেশীয় ব্র্যান্ড ওয়ালটন যে গ্রাহকদের দেয়া প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করে আজকের অনুষ্ঠান তারই প্রমাণ। বাংলাদেশে তৈরি আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়ালটন পণ্য কিনতে সবার প্রতি তিনি আহ্বান জানান।

স্টকমার্কেটবিডি.কম////

১০০ টাকা লিটার দরে ভোজ্যতেল বিক্রি করবে সরকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এবার ১০০ টাকা লিটার দরে ৫০ লাখ লিটার রাইস ব্র্যান অয়েল (ধানের কুঁড়ার তেল) বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বৃহস্পতিবার (২২ জুন) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদিত হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ৮০ কোটি টাকায় ৫০ লাখ লিটার তেল কেনার সিদ্ধান্ত হয়েছে। এসব তেল ১০০ টাকা লিটার দরে স্বল্প আয়ের এক কোটি পরিবারের কাছে বিক্রি করা হবে। টিসিবি সাশ্রয়ী মূল্যে যে চাল, ডাল, পেঁয়াজ, ভোজ্যতেল বিক্রি করে সেই তালিকায় ঢুকবে এই তেল।

সচিব বলেন, প্রতি লিটার তেলের দাম ১৬০ টাকা দরে কিনবে সরকার। তবে বিক্রি করবে ১০০ টাকায়।

ক্রয় প্রক্রিয়া দ্রুত শেষ করতে দরপত্র ছাড়াই সরাসরি এই তেল কেনা হবে জানিয়ে তিনি আরও বলেন, যশোরের মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেড এবং ঢাকার মজুমদার প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ২৫ লাখ লিটার করে মোট ৫০ লাখ লিটার তেল কেনা হবে। কোম্পানি দুটি দুই ভাইয়ের মালিকানাধীন।

স্টকমার্কেটবিডি.কম////