বাংলাদেশে তৈরি পণ্য বিক্রি করছে ট্রাম্পের কোম্পানি

trump_golf_made_in_bangladesh_64938_1512016510স্টকমার্কেট প্রতিবেদক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি চলতি মাস থেকে বাংলাদেশে তৈরি পণ্য বিক্রি শুরু করেছে। ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্পস্টোর ডটকম নামে অন লাইন শপ চালু করেছে। এ শপের মাধ্যমে বাংলাদেশে তৈরি ট্রাম্প গলফ টুপি বিক্রি করা হচ্ছে। যার প্রতিটির মূল্য ৩২ ডলার।

এ ছাড়া অনলাইন শপটি চীনের তৈরি কিছু পণ্যও বিক্রি করছে। ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মালিক এখনও প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। আর এগুলো পরিচালনা করেন তার ছেলে এরিক এবং ডোনাল্ড জুনিয়র। খবর দ্য ডেইলি বিস্ট।

ওয়াশিংটন পোস্টের অপর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার নামে একটি পোশাকের ব্র্যান্ড রয়েছে। আর এ ব্র্যান্ডের কাপড় তৈরি হয় বাংলাদেশ, চীন, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াসহ আরও কয়েকটি দেশে। ৯৭ শতাংশ কাপড়ই এ দেশগুলো থেকে আমদানি করা হয়। বাংলাদেশ থেকে জিন্স জ্যাকেটই বেশি আমদানি করা হয়।

যুক্তরাষ্ট্রে ইভাঙ্কা ট্রাম্পের বেশ জনপ্রিয়তা রয়েছে। রাজনৈতিক কারণ ছাড়াও তার ফ্যাশনকে অনেকে অনুকরণ করেন। তাই ইভাঙ্কা ট্রাম্প ব্র্যান্ডের প্রচলনও বেশ। ২০১৬ সালে পোশাক বিক্রির তালিকায় এ ব্র্যান্ড ছিল এগিয়ে। এ ব্র্যান্ডটি তাদের পোশাক তৈরিতে বাংলাদেশ থেকে পোশাক আমদানি করে। বাংলাদেশে তৈরি পোশাকের মান অনেক ভালো হওয়ায় এখানকার কাপড়ের অনেক চাহিদা।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিক ইস্যু নিয়ে নানা কথা থাকলেও এখানকার কাপড় অনেক উন্নত মানের। তাই ইভাঙ্কা ট্রাম্পের ব্র্যান্ড ছাড়া অন্য নামিদামি ব্র্যান্ডগুলোও বাংলাদেশ থেকে পোশাক আমদানি করে।

এদিকে ট্রাম্প প্রশাসন ‘হায়ার অ্যামেরিকান’ ও ‘মেইড ইন অ্যামেরিকা’ নামের ক্যাম্পেইনের মাধ্যমে বিদেশ থেকে পণ্য উৎপাদন করে দেশে বিক্রি করার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। এর মধ্যেও ডোনাল্ড ট্রাম্প ও ইভাঙ্কা ট্রাম্প ব্র্যান্ডের পোশাক বাংলাদেশ থেকে আমদানি করা হয়। পোশাকের মান ধরে রাখার জন্য তারা বাংলাদেশ থেকে পোশাক নিচ্ছে বলে রিপোর্টে বলা হয়েছে।

বাংলাদেশের রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ৫২০ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। আগের অর্থবছরে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানির পরিমাণ ছিল ৫৬২ কোটি ডলার। অর্থাৎ গেল অর্থবছরে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানি কমেছে প্রায় সাড়ে ৭ শতাংশ। এর আগে ২০১৪-১৫ অর্থবছরে রফতানি হয়েছে ৫২৯ কোটি ডলার।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/এমএ

বাংলাদেশ ধীরে ধীরে রফতানিকারক দেশে হিসেবে রূপান্তরিত হচ্ছে : বানিজ্যমন্ত্রী

tofailস্টকমার্কেট প্রতিবেদক :

বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সিরামিক এক্সপো প্রমাণ করে বাংলাদেশ ধীরে ধীরে রফতানিকারক দেশে হিসেবে রূপান্তরিত হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হলে সিরামিক পণ্যের মেলা ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০১৭’ এর উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

তিন দিনব্যাপী এ মেলায় থাকবে সিরামিক বিষয়ে বিভিন্ন সেমিনার। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। দেশীয় সব সিরামিক কোম্পানির বাইরে ১৩টি দেশের ৬০টি কোম্পানির বিশ্বখ্যাত ৫৪টি ব্রাঞ্চ তাদের সিরামিকের কাঁচামাল, মেশিনারিজ, প্রযুক্তি নিয়ে মেলায় অংশ নিচ্ছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, এই এক্সপো প্রমাণ করে আমরা ধীরে ধীরে রফতানিকারক দেশ হিসেবে রূপান্তরিত হচ্ছি। ১৯৬২ সালে দেশে প্রথম সিরামিক কারখানা প্রতিষ্ঠিত হলেও বর্তমানে তিন ক্যাটাগরিতে ৬২টি কারখানা রয়েছে। এতে বিনিয়োগ হয়েছে ১ বিলিয়ন ডলার। এই খাত থেকে বছরে ৩ হাজার কোটি টাকা রাজস্ব পায় সরকার। রফতানি আয় ৫০ মিলিয়ন ডলার।

সিরামিক এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ অন্যান্যরা। সিরামিক খাতকে এগিয়ে নিতে সিরামিক পণ্য আমদানিতে উচ্চহারে কর ধার্য করেছে সরকার। ফলে দেশে এ শিল্পের প্রসারও ঘটেছে।

এ খাতের অসুবিধার কথা বলতে গিয়ে তোফায়েল আহমেদ বলেন, গ্যাস ও বন্দর সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছে। ভোলাতে প্রচুর পরিমাণে গ্যাস থাকায় অনেক কোম্পানি সেখানে সিরামিক কারখানা করার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া, ২০১৮ সালে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি শুরু হলে এই সমস্যার সমাধান হবে। আর বন্দর সমস্যা সমাধানের জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছে সরকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা এমপি, সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমূখ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

ফারমার্স ব্যাংককে তিন মাস সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

bbস্টকমার্কেট ডেস্ক :

ফারমার্স ব্যাংকসংকট মেটাতে বেসরকারি খাতের আলোচিত ফারমার্স ব্যাংককে তিন মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৯ নভেম্বর) ব্যাংকটির নতুন পর্ষদের সঙ্গে এক বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই সময় দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ফারমার্স ব্যাংকের পরিচালক ড. মোহাম্মদ আতাহার উদ্দিন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ফারমার্স ব্যাংক ছেড়ে যাওয়ার একদিনের মাথায় বুধবার নতুন পরিচালনা পর্ষদের সব সদস্যের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠক প্রসঙ্গে ড. মোহাম্মদ আতাহার উদ্দিন বলেন, ‘আমাদের ম্যানেজমেন্ট নতুন এবং বোর্ডও নতুন। তাই আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে পরিচিত হতে এসেছি। ব্যাংকটিকে আমরা ভবিষ্যতে কিভাবে চালাবো, তা নিয়েও আলোচনা হয়েছে।’

আতাহার উদ্দিন বলেন, ‘আমাদের যে আর্থিক সংকট তৈরি হয়েছে, তা আমরা নিজেরাই মেটাবো এবং যে বন্ড ছেড়েছি, তাও কাল-পরশুর মধ্যে পেয়ে যাবো। আমরা পাঁচশ কোটি টাকার দু’টি বন্ড ছেড়েছি। এটা এলেই হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আমরা তিন মাসের সময় পেয়েছি। এছাড়া এমডি তার অবস্থানে থাকবেন। তার ব্যাপারে বাংলাদেশ ব্যাংককে জবাব দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ঋণে ব্যাপক অনিয়মের কারণে ফারমার্স ব্যাংক বড় ধরনের তারল্য সংকটে পড়ে। এরপর বাংলাদেশ ব্যাংক নতুন এ বেসরকারি ব্যাংকের সংকট নিরসনে জোরালো উদ্যোগ নেয়।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে সোমবার (২৭ নভেম্বর) ফারমার্স ব্যাংক থেকে পদত্যাগ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি হিসাব-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর। তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। একই দিন ব্যাংকটির অডিট কমিটির চেয়ারম্যান মাহাবুবুল হক চিশতীও পদত্যাগ করেন। আরেক পরিচালক ড. মোহাম্মদ আতাহার উদ্দিন শুধু ভাইস চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। এরপর বৈঠকে ব্যাংকের পরিচালক মোহাম্মদ মাসুদকে চেয়ারম্যান ও মারুফ আলমকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

সোমবারের পর্ষদ সভায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাহী, অডিট ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করা হয়। নতুন করে নির্বাহী কমিটির চেয়ারম্যান হয়েছেন ব্যাংকের পরিচালক সাঈদ আহমেদ। তানভীর মারজান হুদাকে অডিট কমিটির চেয়ারম্যান করা হয়েছে। আর ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হয়েছেন শরিফ চৌধুরী।

এর আগে, রবিবার ব্যাংকের এমডি এ কে এম শামীমকে অপসারণের বিষয়ে একটি চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে ঋণ বিতরণ ও তারল্য সংকট কাটিয়ে উঠতে ব্যর্থ হওয়ায় তাকে এই নোটিশ দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/এম/

মিরপুরে এজিএম ও ইজিএম করবে ওআইম্যাক্স ইলেক্ট্রোড

oiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ওআইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেডের পরিচালনা বোর্ড বার্ষিক সাধারণ সভার (এজিএম) এবং বার্ষিক সাধারণ সভার (ইজিএম) ভেন্যু ঘোষণা করেছে।

মিরপুর অবস্থিত বিলাস ভবন কমনিউটি সেন্টার পূর্বনির্ধারিত দিনে এই সভাগুলো অনুষ্ঠিত হবে।

সর্বশেষ বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৭০ টাকা।

আগামী ২০ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) এবং বার্ষিক সাধারণ সভার (ইজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ২৬ নভেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.

রিকেট বেনকাইজারের অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা

Reckit ben bdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি রিকেট বেনকাইজার লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ২৭৫ শতাংশ নগদ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসইতে সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫.৬৫ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩৮.১৮ টাকা।

কোম্পানিটির রেকর্ড ডেট ২০ ডিসেম্বর ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.

স্টক ডিলারের সনদ পেল ইষ্টার্ণ ক্যাপিটাল

bsecস্টকমার্কেট ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ইষ্টার্ণ ক্যাপিটাল লিমিটেডকে স্টক ডিলার রেজিষ্ট্রেশন সনদ প্রদান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আবেদনের প্রেক্ষিতে ইষ্টার্ণ ক্যাপিটাল লিমিটেডকে স্টক ডিলারের রেজিষ্ট্রেশন সনদ প্রদান করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)।

ইষ্টার্ণ ক্যাপিটাল লিমিটেডের স্টক ডিলার রেজিষ্ট্রেশন সনদ নম্বর হলো: REG.-3.1/DSE-40/2016/546। প্রতিষ্ঠানটির ডিএসই সদস্য নং হলো-৪০ এবং ছয় সংখ্যার আইডি হলো: ডিএলআরইসিএল (সংখ্যায়-২০০০৪০)।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৬ জানুয়ারি

bbস্টকমার্কেট প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য ১৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম এ কে এম মাঈন উদ্দিন সিদ্দিকী নতুন এ দিন ধার্য করেন। এ দিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় নতুন দিন ধার্য করা হয়।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ওই ঘটনায় গত বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতানামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪-সহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় একটি মামলা করেন। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

ন্যাশনাল লাইফের বীমা তহবিল ৩,২১৯ কোটি টাকা

national life-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের প্রথম ৯ মাসে শেষে জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩,২১৯ কোটি টাকার উপরে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। চলতি বছরের ৯ মাস শেষে বিমাটির জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২১৯ কোটি ৪৯ লাখ ৫৫ হাজার ১০৭ টাকা। গত বছর ৩১ ডিসেম্বর এই তহবিল ছিল ৩ হাজার ২৩৯ কোটি ১৬ লাখ ২৬ হাজার ৪৯০ টাকা।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে বিমাটি প্রিমিয়াম জমা হয়েছে ১৪ কোটি ৮ লাখ ৫৯ হাজার ২৭০ টাকা। যা গত বছর শেষে এই প্রিমিয়াম দাঁড়িয়েছিল ১৯ কোটি ৪১ লাখ ৯ হাজার ৭৮৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.

ফারমার্স ব্যাংকের এমডিকে অপসারণের নোটিশ

farmarsস্টকমার্কেট ডেস্ক :

ফারমার্স ব্যাংকফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম শামীমকে কেন অপসারণ করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী তাকে এ চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত রবিবার (২৬ নভেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ফারমার্স ব্যাংকের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে আগামী সাত দিনের মধ্যে এমডিকে কেন অপসারণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, ব্যাংকে তারল্য ব্যবস্থাপনা করতে এমডি ব্যর্থ হয়েছেন। এ কারণে নগদ জমা বা সিআরআর ও সংবিধিবদ্ধ জমা বা এসএলআরের অর্থ রাখতে ব্যর্থ হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞা সত্ত্বেও নতুন করে ঋণ বিতরণ করা হচ্ছে। এসব নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা গনমাধ্যমকে বলেন, ‘চিঠির বিষয়ে পরিষ্কার কিছু বলতে পারব না।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

শেয়ারবাজারে সূচকের বড় পতনে লেনদেন বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। যদিও এদিন ডিএসইতে সূচকের বড় পতন হয়েছে। অন্যদিকে ট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বাড়লেও কমেছে সবগুলো সূচক। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১২.৩৬ পয়েন্ট কমে অবস্থান করে ২২৬৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯২৮ কোটি ৯১ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেনের পরিমাণ ছিল ৭৯০ কোটি ৮৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৩টির। আর দর অপরিবর্তিত আছে ৪২টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – লংকা-বাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, স্ট্যান্ডার্ড ব্যাংক, ফুয়াং ফুডস, বিডি থাই, প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক ও ঢাকা ব্যাংক।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৮০৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১২২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এ দিন টাকায় লেনদেন হয়েছে ৪৪ কোটি ৮২ লাখ টাকা। গতকাল রবিবার ছিল ৩৩ কোটি ৬৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লংকা-বাংলা ফাইন্যান্স ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ