বিওতে লভ্যাংশ পাঠিয়েছে ডিবিএইচ

dbhস্টকমার্কেট ডেস্ক :

বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে লভ্যাংশের টাকা পাঠিয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে টাকা পাঠানো হয়েছে বলে ডিবিএইচের পক্ষ থেকে জানানো হয়েছে।

ডিবিএইচ গত ১১ সেপ্টেম্বর ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

মোবাইল ফোনে সেবা দেবে সিডিবিএল

cdblস্টকমার্কেট ডেস্ক :

অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনের ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে বিনিয়োগ সেবা দেবে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, সিডিবিএলে আগে থেকে অনলাইন সেবা ব্যবস্থা চালু ছিল। তবে বিনিয়োগকারীদের সুবিধার্থে এসএমএস সেবা এই প্রথম চালু করা হচ্ছে।

জানা গেছে, এই পদ্ধতিতে সিডিবিএলের ওয়েবসাইটে বিনিয়োগকারীরা নিবন্ধন (রেজিষ্ট্রার) করলে তাদের পোর্টফলিওর (পত্রকোষ) হালনাগাদ তথ্য জানতে পারবেন সহজে। কোনো কোম্পানির শেয়ারের দাম কত টাকায় অবস্থান করছে এবং গ্রাহক কত টাকা মুনাফা বা লোকসানে আছেন তা সহজে জানা যাবে।

এছাড়া বিও হিসাব থেকে টাকা ডেবিট-ক্রেডিট হলে সংশ্লিষ্ট বিনিয়োগকারীর মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠাবে সিডিবিএল।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

অগ্নির সিস্টেমসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Agni_Logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে আইটি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কতৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটাই জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অগ্নি সিস্টেমসের শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, অগ্নি সিস্টেমসের কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য নাই।

বিশ্লেষণে দেখা যায়, গত ৯ কার্যদিবসের মধ্যে মাত্র ২ দিন অগ্নি সিস্টেমসের দর কমেছে। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কতৃপক্ষ।

এদিকে গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ১৯ টাকা ৭০ পয়সা থেকে ৩৭ টাকা ১০ পয়সা পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

এমডি পদে বহাল থাকাকে ভুল বললেন জাহেদুল

Shurid-Industries-Logoনিজস্ব প্রতিবেদক :

দীর্ঘদিন স্বপদে বহাল থাকাকে ভুল বলে স্বীকার করে সুহৃদ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহেদুল হক বলেছেন, পাবলিক লিমিটেড কোম্পানি পরিচালনা করতে এত কমপ্লায়েন্স মেনে চলতে হয় তা আমাদের মাথায় ছিল না। তাই অজান্তেই ভুল হয়ে গেছে। যা আমরা আগামীতে সংশোধন করে নেব।

রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় জাহেদুল হক বলেন, দীর্ঘদিন আমি সুহৃদ ইন্ডাস্ট্রিজের এমডি হিসেবে নিয়োজিত ছিলাম। কোম্পানির ভালোর জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, সুহৃদ ইন্ডাস্ট্রিজের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রভাব খাটিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে বর্তমান চেয়ারম্যান মো. তুহিন রেজা ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহমুদুল হাসানের সরাসরি যোগসাজস রয়েছে।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আমার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি তদন্ত করে তা সঠিক কি না যাচাই করবে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি, আইনানুযায়ী এখনও আমি এমডি পদে বহাল রয়েছি। তাই আমরা ন্যায় বিচার চাচ্ছি। এ জন্য আমরা আইনি সহায়তা নিয়েছি। আইন যা বলবে আমরা তা মেনে নিব।
শনিবার বার্ষিক সাধারণ সভায় প্রভাব খাটিয়ে মো. তুহিন রেজা চেয়ারম্যান এবং ইঞ্জিনিয়ার মো. মাহমুদুল হাসান এমডির দায়িত্ব নেন। এরই পরিপ্রেক্ষিতে রবিবার ডিআরইউতে সংবাদ সম্মেলন করেন জাহিদুল হক। ‍

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

ইফাদ অটোসের আইপিও লটারি ড্র আগামীকাল

ifadনিজস্ব প্রতিবেদক :

ইফাদ অটোস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি ড্র আগামীকাল ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আইপিওতে আবেদনকারীদের শেয়ার বরাদ্দ দিতে আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে লটারি করবে কোম্পানি কর্তৃপক্ষ।

জানা গেছে, কোম্পানিটির আইপিওতে ৯২৫ কোটি ১৯ লাখ ২৫ হাজার ৭০০ টাকার আবেদন জমা পড়েছে। এর মধ্যে সাধারণ, ক্ষতিগ্রস্ত ও মিউচ্যুয়াল ফান্ড খাতে ৯২১ কোটি ৯৪ লাখ ৩১ হাজার ৭০০ টাকার এবং প্রবাসী আবেদনকারীদের কাছ থেকে ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার টাকার আবেদন জমা পড়েছে। যা কোম্পানির উত্তোলনকৃত টাকর ১৪.৫১ গুণ। ৩০ নভেম্বর পর্যন্ত তথ্যানুযায়ী।

কোম্পানিটির আইপিওতে গত ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিলো ৬ ডিসেম্বর পর্যন্ত।

ইফাদ অটোস শেয়ারবাজার থেকে ৬৩ কোটি ৭৫ লাখ টাকা উত্তোলনের জন্য ২ কোটি ১২ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। ২০০টি শেয়ারে মার্কেট লট।

আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.১৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে (রিভেলুয়েশনসহ) ৪৪.১২ টাকা।

কোম্পানিটির আইপিওতে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেনকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

জিপিএইচ ইস্পাতের শেয়ার হস্তান্তরের ঘোষণা

gphস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই উদ্যোক্তা পরিচালক কোম্পানির মোট ১০ লাখ শেয়ার তার মেয়েকে হস্তান্তর করবেন।

জানা গেছে, জাহাঙ্গীর আলমের কাছে কোম্পানির মোট ৪ কোটি ৬৪ লাখ ১০ হাজার শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার তার মেয়ে সাদমান সাইকা শেফাকে হস্তান্তর করবেন।

উল্লেখ্য, এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমতিতে শেয়ার হস্তান্তর করতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. সামিট এলায়েন্স পোর্ট
  2. অগ্নি সিস্টেমস
  3. বেক্সিমকো ফার্মা
  4. ফু-ওয়াং ফুড
  5. আরএকে সিরামিক
  6. লাফার্জ সুরমা সিমেন্ট
  7. তুং হাই নিট
  8. দেশবন্ধু পলিমার
  9. স্কয়ার ফার্ম
  10. গ্রামীণফোন।

প্রথম কার্যদিবসেই কমল সূচক

low indexনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার পুনরায় সূচক কমেছে উভয় বাজারে। তবে এদিন টাকার অংকে লেনদেন সামান্য বেড়েছে।

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৪৯ পয়েন্টে। লেনদেন হওয়া ৩০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। লেনদেন হয়েছে ২৩৭ কোটি ৮৮ লাখ ৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ২৩১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

এদিন ডিএসইতে বেশি শেয়ার লেনদেন হয়েছে সামিট এলায়েন্স পোর্ট, অগ্নি সিস্টেমস, বেক্সিমকো ফার্মা, ফু-ওয়াং ফুড, আরএকে সিরামিক, লাফার্জ সুরমা সিমেন্ট, তুং হাই নিটিং, দেশবন্ধু পলিমার, স্কয়ার ফার্ম ও গ্রামীণফোন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১২৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির।

এদিন লেনদেন হয়েছে ২১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে

আইসিবির আট ফান্ডের এনএভি প্রকাশ

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইসিবি আটটি মিউচ্যুয়াল ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

১৫ ডিসেম্বর ২০১৪ তারিখের হিসাব অনুযায়ী আইসিবি মিউচ্যুয়াল ফান্ড খাতের ১০ টাকা ফেস ভ্যালুর বিপরীতে প্রথম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট অ্যাসেট (এনএভি) ভ্যালু ক্রয় মূল্য অনুসারে ২২২.৮৩ টাকা এবং বাজার মূল্য অনুসারে ১,৫৩৬.০৯ টাকা। দ্বিতীয় আইসিবির ইউনিটপ্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ক্রয় মূল্য অনুসারে ৯৫.০৮ টাকা এবং বাজার মূল্য অনুসারে ২৯৬.৮১ টাকা, তৃতীয়টির ক্রয় মূল্য অনুসারে ৬৬.১৬ আর বাজার মূল্য অনুসারে ৩২৯.৯৪ টাকা, চতুর্থটির ক্রয় মূল্য অনুসারে ৭০.৭১ আর বাজার মূল্য অনুসারে ২৮৬.৪৪ টাকা।

পঞ্চমটির ক্রয় মূল্য অনুসারে ৫৬.৪১ আর বাজার মূল্য অনুসারে ২৪৮.১৫ টাকা, ষষ্ঠটির ক্রম মূল্য অনুসারে ২৬.৪১ আর বাজার মূল্য অনুসারে ৬০.৮৫ টাকা, সপ্তমটির ক্রম মূল্য অনুসারে ৩৪.৮৪ আর বাজার মূল্য অনুসারে ১০৮.৮৭ টাকা এবং অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ক্রয় মূল্য অনুসারে ৩০.০২ টাকা আর বাজার মূল্য অনুসারে ৭২.৮১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে

সুহৃদ ইন্ডাস্ট্রিজের এজিএম স্থগিত

dse1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজের  বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল শনিবার কোম্পানির এজিএম অনুষ্ঠিত হয়। গাজিপুরে কোনাবাড়িতে কোম্পানির চতুর্থ এজিএম ও ইজিএম অনুষ্ঠিত হয়। কিন্তু অনিবার্য কারণেই কোম্পানি কতৃপক্ষ এজিএম স্থগিত করেছে।

ডিএসই থেকে আরো বলা হয়েছে, এজিএমের পরবর্তী তারিখ নোটিসের মাধ্যমে জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে