বস্তিবাসীদের জন্য ৫৩৩টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে : ইঞ্জিনিয়ার মোশাররফ

Perlamentস্টকমার্কেটবিডি ডেস্ক :

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, গৃহহীনদের গৃহায়নের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে রাজধানীর মিরপুরে ১১ নং সেকশনে বস্তিবাসীদের জন্য ৫৩৩টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘সকলের জন্য আবাসন/কেউ গৃহহীন থাকবে না’ এ ঘোষণা বাস্তবায়নে প্রধানমন্ত্রী গত বছর ২৬ অক্টোবরে এ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আজ সংসদে সরকারি দলের আলী আজমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তিনি বলেন, এছাড়া সরকারি অর্থায়নে ঢাকার মিরপুরে আলাদা দুটি প্রকল্পে বস্তিবাসী ও স্বল্প আয়ের মানুষের জন্য ভাড়া ভিত্তিক আরও ১০ হাজার ৫৩০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।

মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সকল জেলার গৃহহীন ও গরীব মানুষের মাঝে স্বল্প খরচে ফ্ল্যাট ও প্লট বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গৃহহীন মানুষের জন্য বাসস্থান বা ফ্ল্যাট তৈরির পদক্ষেপ গ্রহণ করেছে।

মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার ছিন্নমূল মানুষের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে দেশের চিহ্নিত তিনটি পৌরসভা/সিটি কর্পোরেশন (কুমিল্লা, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জ) এলাকায় বাসস্থান উন্নয়ন প্রকল্পটি সম্প্রতি অনুমোদন করেছে।

তিনি বলেন, বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ট প্রকল্পটিতে ৫ হাজার ৭শ’ ইউনিট বাসস্থান নির্মাণের সংস্থান রাখা হয়েছে। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি

কোটি টাকার গাড়ি কাস্টমস বিক্রি করছে লাখ টাকায়

carস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যুক্তরাজ্যের তৈরি বিশ্বের শীর্ষ পর্যায়ের বিলাসবহুল গাড়ি ল্যান্ড রোভার। এই ব্র্যান্ডের কালো রঙের রেঞ্জ রোভার স্পোর্টস ভি৮ মডেলের গাড়ি বিক্রির জন্য ২০১৬ সালে নিলামে তুলেছিল কাস্টমস কর্তৃপক্ষ। নিলামে প্রায় ১২ বছরের পুরোনো ৪৩৯৪ সিসির এই গাড়ির জন্য ১ কোটি ১১ লাখ টাকার সর্বোচ্চ দর প্রস্তাব করেছিল চট্টগ্রামের পিএইচপি গ্রুপ। কিন্তু ওই দরে বিক্রি না করে ২০১৭ সালে আবার নিলামে তোলা হয়। সেবার কোনো ক্রেতা ছিল না এই গাড়ির। এবার নিলামে এই গাড়ির সর্বোচ্চ দর পড়েছে ২১ লাখ ৫ হাজার টাকা।

২১ লাখ টাকায় হলেও নিলামে এই গাড়ি ক্রেতা পাওয়া গেছে, কিন্তু একই ব্র্যান্ডের ৪১৯৭ সিলিন্ডার ক্যাপাসিটির আরেকটি গাড়ির কোনো ক্রেতা খুঁজে পায়নি কাস্টমস কর্তৃপক্ষ। অথচ প্রথম দফায় ৯০ লাখ এবং দ্বিতীয় দফায় ১ কোটি ১৩ লাখ টাকা দর পড়েছিল গাড়িটির।

এই দুটো গাড়ির মতো এবার ১১১টি গাড়ি তৃতীয় দফায় নিলামে তোলা হয়েছিল। গত ২৯ ও ৩০ মে এই নিলাম অনুষ্ঠিত হয়। গত সোমবার নিলামে সর্বোচ্চ দরদাতার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কাস্টম। তাতে দেখা যায়, আগের তুলনায় এবার নিলামে খুব বেশি সাড়া পড়েনি। বেশির ভাগ গাড়ির দরও কম পড়েছে আগের তুলনায়।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকেরা কারনেট বা পর্যটন সুবিধায় ছয়-সাত বছর আগে এসব বিলাসবহুল গাড়ি এনেছিলেন। কিন্তু ওই সুবিধার অপব্যবহারের অভিযোগে কাস্টমস কর্তৃপক্ষ কড়াকড়ি আরোপ করায় আমদানিকারকেরা গাড়িগুলো বন্দরে ফেলে রেখে সটকে পড়েন। তাই এসব গাড়ি বিক্রির জন্য বারবার এ নিলাম আয়োজন হচ্ছে।

কাস্টমস সূত্রে জানা গেছে, এবার ১১১টি গাড়ি নিলামে তোলা হলেও ৪৫টি গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেছেন দরদাতারা। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হয়েছে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান, যা আগের নিলামের চেয়ে কম। আবার এই ৪৫ গাড়ির মধ্যে ২৫টিতে সর্বোচ্চ দরদাতা হয়েছেন দুজন। এর আগে ২০১৬ সালে ৫৬টি গাড়ির সর্বোচ্চ দরদাতা হয় ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান। ২০১৭ সালে ৯৩টি গাড়ির সর্বোচ্চ দরদাতা হয় ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠান।

জানতে চাইলে কাস্টমসের নিলাম শাখার উপকমিশনার তপন চন্দ্র দে বলেন, নিলামে সর্বোচ্চ দরদাতাদের তালিকা যাচাই-বাছাই করে নিলাম কমিটি ঠিক করবে, কোনটি বিক্রির অনুমোদন দেওয়া হবে আর কোনটি দেওয়া হবে না। যেসব গাড়ি বিক্রির অনুমোদন দেওয়া হবে না সেগুলো আবার নিলামে তুলে বিক্রির উদ্যোগ নেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

মার্কিন পণ্যে ইউরোপের পাল্টা শুল্ক আরোপ

pppস্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতিকে কেন্দ্র করে বাণিজ্যযুদ্ধ প্রায় বেঁধেই গেল। যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধ নিতে কয়েক হাজার কোটি ডলারের মার্কিন পণ্যে আমদানি শুল্ক বসানোর জন্য যে ঘোষণা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দিয়েছিল, গতকাল শুক্রবার থেকে তা কার্যকর হয়েছে। এসব পণ্যের মধ্যে হুইস্কি থেকে শুরু করে আছে মোটরসাইকেল ও কমলার জুসও।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ জাংকার বলেছেন, অন্যান্য দেশের পণ্যে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছে, তা ‘যুক্তি ও ইতিহাসের পরিপন্থী’। আয়ারল্যান্ডের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি আরো বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ সুরক্ষায় যা যা করণীয়, তার সবই আমরা করব।’ ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লা মায়ার বলেছেন, ‘মার্কিন পণ্যে শুল্ক আরোপ ছিল ট্রাম্পের সিদ্ধান্তের অবধারিত পরিণতি।’

গতকাল থেকে ইউরোপীয় ইউনিয়ন যেসব মার্কিন পণ্যে আমদানি শুল্ক বসিয়েছে, সেগুলোর মধ্যে আছে তামাকজাত পণ্য, হার্লি ডেভিডসন মোটরসাইকেল, ক্র্যানবেরি, চীনাবাদাম থেকে তৈরি খাদ্য। এসব পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে। জুতা, বেশ কিছু কাপড় ও হুইস্কির মতো কয়েকটি পণ্যে শুল্ক বসানো হয়েছে ৫০ শতাংশ। সব মিলিয়ে ৩৩০ কোটি ডলারের মার্কিন পণ্যে এ শুল্ক বসবে।

বিবিসির খবরে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন বেছে বেছে এমন সব পণ্যে শুল্ক বসিয়েছে, যেগুলোর সঙ্গে রাজনৈতিক হিসাব-নিকাশ রয়েছে। যেমন—যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি হুইস্কি তৈরি হয় কেনটাকি অঙ্গরাজ্যে। ওই অঙ্গরাজ্যে ট্রাম্পের রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। বলা হচ্ছে, সেখানে এখন রিপাবলিকানরা হুইস্কি উৎপাদনকারীদের তোপের মুখে পড়বে। আবার মার্কিন নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ফ্লোরিডা অঙ্গরাজ্যের। সেখানকার মূল রপ্তানি পণ্য হলো কমলার জুস। এই জুসের ওপরও শুল্ক বসিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সূত্র : বিবিসি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

রোহিঙ্গাদের জন্য বিশ্ব ব্যাংকের অনুদানের ছাড় এ মাসেই

worldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ৪০ কোটি ডলার (৩ হাজার ২০০ কোটি টাকা) অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। এর মধ্যে ২২ কোটি ডলার বা ১ হাজার ৭৬০ কোটি টাকা আগামী ৩০ জুনের মধ্যে ছাড় করা হচ্ছে।

রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংকের এটিই প্রথম কোনো সহায়তা। ৪০ কোটি ডলারের অনুদান দেয়ার বিষয়টি চূড়ান্ত করা হলেও অর্থছাড়ের অনুমোদনের জন্য বিশ্বব্যাংকের বোর্ড সভায় উপস্থাপন করতে হয়।

আগামী ২৮ জুন চলমান প্রকল্পের আওতায় অনুদানের প্রস্তাবটি তোলা হচ্ছে বোর্ড সভায়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ নিয়ে কথা হয় ইআরডির অতিরিক্ত সচিব ও বিশ্বব্যাংক উইংয়ের প্রধান মাহমুদা বেগমের সঙ্গে। তিনি জানান, এরই মধ্যে বিশ্বব্যাংক থেকে ৪০ কোটি মার্কিন ডলার সহায়তা পাওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

তিনটি খাতে এই সহায়তা দেয়া হবে। খাতগুলো হচ্ছে- স্বাস্থ্য, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা এবং মাল্টি সেক্টরাল (আবাসন, পানি, খাদ্য, রাস্তাঘাটসহ অবকাঠামো ইত্যাদি) খাত।

বিশ্বব্যাংক সূত্র জানায়, অনুদানের অর্থ ৪০ কোটি ডালারের বেশিও হতে পারে। এই অর্থ থেকে চলমান প্রকল্পে অর্থছাড় করা ছাড়াও নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হবে।

অর্থছাড় দ্রুত করতে প্রথম পর্যায়ে স্বাস্থ্য খাতের চলমান একটি প্রকল্পে অতিরিক্ত অর্থায়ন হিসেবে রোহিঙ্গা সহায়তার প্রথম প্রস্তাব বিশ্বব্যাংকের বোর্ড সভায় উপস্থাপনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আগের পদ্ধতিতে বিদেশি কর্মী নিয়োগ করবে মালয়েশিয়া!

labourস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুযায়ী মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর প্রক্রিয়া স্থগিত করেছে মালয়েশিয়া। দেশটির মানবসম্পদ উন্নয়নমন্ত্রী এম কুলাসেগারা সেখানকার জাতীয় দৈনিক ‘দ্য স্টার’কে এমনটি জানিয়েছেন।

দৈনিকটির অনলাইনে শুক্রবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মন্ত্রী বলেছেন, ‘চলমান প্রক্রিয়াকে স্থগিত ঘোষণা করছি। আবার পুরনো প্রক্রিয়ায় কর্মী নিয়োগ দেয়া হবে। সরকার এর ব্যবস্থাপনায় থাকবে।’

কুলাসেগারা আরও বলেন, বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগের পদ্ধতিতে ফিরে না যাওয়া পর্যন্ত আবেদন প্রক্রিয়া সরাসরি সরকারের নিয়ন্ত্রণে থাকবে। অভিবাসী কর্মীদের বিরুদ্ধে মানবপাচার ও অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ ওঠায় এ স্থগিতাদেশ দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।

তবে মালয়েশিয়ার সরকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানায়নি বলে নিশ্চিত করেছে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস।  বাংলাদেশের শ্রম কাউন্সিলর মো. সাইয়েদুল ইসলাম গনমাধ্যমকে বলেন, এখনও আনুষ্ঠানিকভাবে দূতাবাসকে বিষয়টি জানানো হয়নি।

সাইয়েদুল ইসলাম বলেন, ‘আমরা মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাদের আনুষ্ঠানিক বক্তব্য পেলে বিস্তারিত বলতে পারব।’ তিনি বলেন, ‘এক্ষেত্রে এককভাবে কোনো কিছু করার সুযোগ নেই। কারণ এটি একটি দ্বিপক্ষীয় চুক্তি এবং এর যেকোনো সমস্যা দুই পক্ষকে বসে ঠিক করতে হবে।’

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ডিএসইতে পিই ২.৫৬ শতাংশ বেড়েছে

PE-300x197স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে উত্থানে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন। সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাতও (পিই রেশিও) বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৪.৪৫ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৪.৮২ পয়েন্টেই অবস্থান করে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই বেড়েছে ০.৩৭ পয়েন্ট বা ২.৫৬ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ১২.২৯ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৮.৩১ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৮.৩৫ পয়েন্টে, প্রকৌশলী খাতের ১৬.৭৬ পয়েন্টে, বীমা খাতের ৯.৮২ পয়েন্টে, বস্ত্র খাতের ১৬.৩২ পয়েন্টে, বিবিধ খাতের ১৯.৩২ পয়েন্টে।

এছাড়াও খাদ্য খাতের ২০.৫৩ পয়েন্টে, চামড়া খাতের ২৩.০৪ পয়েন্টে, সিমেন্ট খাত ৩৬.৯২ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাত ১৩.২৩ পয়েন্টে, আর্থিক খাত ১৬.৮৯ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ২৪.৪৪ পয়েন্টে, টেলিযোগাযোগ খাত ২১.৯১ পয়েন্টে, সেবা ও আবাসন খাত ১৫.৩৬ পয়েন্টে, সিরামিক খাত ২১.২৮ পয়েন্টে এবং পাট খাট (-) ৫৫.৫৫ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন ছিল ৬৬৪ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৬৪ কোটি টাকা। যা আগের সপ্তাহে ছিল ৪৩৮ কোটি টাকা। লেনদেনের সাথে গত সপ্তাহে বেড়েছে সব ধরণের সূচক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ২৬৫৭ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ১৩১৫ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১০১.৯৯ শতাংশ বেশি।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৬৬৪ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৪৩৮ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫১.৪৯ শতাংশ বেশি।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৮৭,৭৭৫ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৭৯,৯০০ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে বেড়েছে ২.০৭ শতাংশ।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৭৬.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ২৩.৫৯ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১৯৮১ পয়েন্টে। শরিয়াহ সূচক ২৫.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৬৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০৯টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৯০ কোটি টাকার শেয়ার। সার্বিক সূচক বেড়েছে ১ দশমিক ৮৯ শতাংশ।

সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টি কোম্পানির। আর দর কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড