এসএস স্টিলসের ৬ মাসের ইপিএস ৯৮ পয়সা

ss steelস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এসএস স্টিলস লিমিটেডের চলতি বছরের প্রথম ৬ মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৮ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৯৮ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৫৮ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১৮.৮৫ টাকা, যা গত ৩০ জুন ২০১৮ সালে ছিল ১৬.৯১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বেসিক ব্যাংকের ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসিক ব্যাংকের ডিজিএম মো. ইমরুল ইসলাম ও শাকির মাহমুদ শরফুদ্দীনসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যহার করে অসৎ উদ্দেশ্যে অপরাধমূলক অসদাচারণ ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে বেসিক ব্যাংক লিঃ, গুলশান শাখার ৬ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ৩৯ টাকা যা সুদ-আসলে ৭ কোটি ৯২ রাখ ৪২ হাজার ৩৯৩ টাকা ঋণ আদান-প্রদানের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) রাজধানীর গুলশান থানায় দণ্ডবিধির ৪০৯/৪০৬/১০৯/১৬৮ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করেছেন দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম।

আসামিরা হলেন- মিসেস রোজিনা আহম্মেদ, মো. মোশারফ হোসেন, ঢালী মোয়াজ্জেম হোসেন, মো. মোতলেব হোসেন, মো. মোফাজ্জল হোসেন, মো. শাহ আলমভুইয়া, ফারুক আহমেদ ভুইয়া, মো. ইমরুল ইসলাম, শাকির মাহমুদ শরফুদ্দীন, এস আসিফ আহমেদ, ইঞ্জিনিয়ার এম (মোশারফ) হোসেন ভুঁইয়া, ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন সিকদার, মো. খলিলুর রহমান ভূইয়া।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

বাংলাদেশ থেকে ওষুধ কিনতে আগ্রহী ফিলিপাইন : বাণিজ্যমন্ত্রী

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফিলিপাইন বাংলাদেশ থেকে ওষুধ কিনতে আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়া ফিলিপাইন বাংলাদেশে বৈদ্যুতিক সামগ্রী, এ্যাগ্রো ফুড প্রসেসিং ও চামড়া শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে তিনি জানান।

বুধবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্টে ভিভেনসিও টি. ব্যান্ডিলোর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সেবা খাতে ফিলিপাইনের কিছু জনবল বাংলাদেশে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্পেশাল ইকোনমিক জোনে ফিলিপাইন বিনিয়োগ করবে। বর্তমানে ফিলিপাইনের সঙ্গে বাংরাদেশের বাণিজ্য খুব বেশি নয়। বাংলাদেশ ফিলিপাইনে প্রধানতঃ তৈরি পোশাক শিল্পের এক্সেসরিজ, ওষুধসহ কিছু পণ্য রফতানি করে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গত ২০১৭-২০১৮ অর্থ বছরে বাংলাদেশ ফিলিপাইনে ৪৭ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে, একই সময়ে ৮ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে। উভয় দেশ বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী।’

টিপু মুনশি বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য ফিলিপাইনের প্রতি আহ্বান জানানো হলে রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান। আগামী দিনগুলোতে উভয় দেশের বাণিজ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশে বৈদ্যুতিক সামগ্রী এবং এগ্রো ফুড প্রসেসিং কারখানা স্থাপনের আহ্বান জানানো হয়।

এ সময় বাণিজ্যসচিব মো. মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

ইউনিপে’র এমডিসহ ৬ জনকে ২৭০২ কোটি টাকা জরিমানা

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপে টু ইউ’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাসির হোসেন ইমনসহ (৩৭) ছয়জনকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের দুই হাজার ৭০২ কোটি ৪১ লাখ ১১ হাজার ৭৮৪ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। বুধবার ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক দিলদার হোসেন এ রায় ঘোষণা করেন।

মামলার অপর আসামিরা হলেন- ইউনিপে টু ইউ’র বাংলাদেশের চেয়ারম্যান ও ইউনিল্যান্ডের পরিচালক শহীদুজ্জামান, নির্বাহী পরিচালক মাসুদুর রহমান, জিএম এম জামসেদ রহমান, উপদেষ্টা মঞ্জুর এহসান চৌধুরী এবং ইউনিল্যান্ড লি. এর পরিচালক এইচ এম আরশাদ উল্লাহ।

জানা গেছে, আসামিদের মধ্যে এমডি মুনতাসির হোসেন ইমন কারাগারে আছেন। বাকিরা পলাতক।

অভিযোগ সূত্রে জানা গেছে, অবৈধভাবে প্রায় সাড়ে ১৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে ২০১১ সালের ২৫ জানুয়ারি শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম। এরপরে ওই বছরের ২২ জুন আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ২০১৫ সালের ৬ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়। ওই মামলায় মোট ২৭ জন সাক্ষীর মধ্যে ২৩ জন সাক্ষ্য দেন।
স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

সোনালী ব্যাংকের আট কর্মকর্তার বিভিন্ন মেয়াদে সাজা

sonali-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থ আত্মসাতের অভিযোগে গোপালগঞ্জ সোনালী ব্যাংক প্রধান শাখার হেড ক্যাশিয়ারসহ আট কর্মকর্তাকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক।

আজ বুধবার বেলা ১১টার দিকে বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় ছয়জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই আসামিদের জেলহাজতে পাঠানো হয়।

দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি অ্যাডভোকেট মজিবর রহমান জানান, সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার পেনশন হোল্ডার ও ভুয়া পেনশন হোল্ডারদের নাম দেখিয়ে ৪৭ লাখ ২ হাজার ৬২৮ টাকা ৩৮ পয়সা সরকারি টাকা আত্মসাতের অভিযোগে ওই শাখার তৎকালীন হেড ক্যাশিয়ার শওকত হোসেন মোল্লাসহ আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে প্রধান আসামি শওকত হোসেন মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড একই সাথে অনাদায়ে আরো ১৭ বছর, একই সাথে ৪৮ লাখ ২ হাজার ৬২৮ টাকা জরিমানা আদায়, অনাদায়ে আরো ১ বছর ৪ মাস কারাদণ্ড প্রদান করা হয়। বাকি সাতজনকে ১৮ বছর সশ্রম কারাদণ্ড একই সাথে ৯০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড প্রধান করেন আদালত।

তিনি বলেন, এর আগে ২০০৩ সালের ৮ ডিসেম্বর ওই শাখার ব্যবস্থাপক আব্দুস সোহবান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। এর মধ্যে দুই আসামি মারা গেছেন। এই মামলাটি তদন্ত করেছেন ফরিদপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল বাশার।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

বিডি ল্যাম্পসের ২য় প্রান্তিক বোর্ড সভা আহবান

bdlams-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ জানুয়ারি আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় কারওয়ানবাজার এলাকায় অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

জেনারেশন নেক্সটের ২য় প্রান্তিক বোর্ড সভা ৩১ জানুয়ারি

Generation Next Fashions Limited_company_logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩১ জানুয়ারি আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর বারিধারা এলাকায় অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

এমএল ডায়িংয়ের ২য় প্রান্তিক বোর্ড সভা ৩০ জানুয়ারি

ML Dyingস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি এমএল ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর গুলশানে এলাকায় অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

এসকে ট্রিমস ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

SK-Trims-স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস ও ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি এসকে ট্রিমস বোনাস ও নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে লভ্যাংশ পাঠিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর