মূলধন ঘাটতি পূরণে অর্থ মন্ত্রণালয় ও ব্যাংকের এমডিরা

minitry-smbdনিজস্ব প্রতিবেদক :

সরকারি মালিকানার ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে আরও পর্যালোচনা করা হবে। সরকারি আট ব্যাংকের মধ্যে সাতটিতেই বর্তমানে ১৫ হাজার কোটি টাকা মূলধন ঘাটতি আছে। এ ঘাটতি কীভাবে মেটানো হবে_ সে বিষয়ে আলোচনার জন্য বৈঠকটি ডাকা হয়েছিল।

অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ইউনুসুর রহমান এবং ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

ব্যাংকগুলোর মূলধন ঘাটতির ওপর অর্থ মন্ত্রণালয়ের তৈরি করা প্রতিবেদন উপস্থাপন করা হয় বৈঠকে। এর মধ্যে ৬টি বাণিজ্যিক ও দুটি বিশেষায়িত ব্যাংক রয়েছে। এগুলো হলো- সোনালী, জনতা, রূপালী, অগ্রণী, বেসিক, বিডিবিএল এবং বিশেষায়িত কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত এসব ব্যাংকের মোট মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৯৯ কোটি ৩৫ লাখ টাকা।

সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতিতে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটির ঘাটতি দাঁড়িয়েছে সাত হাজার ৮৩ কোটি টাকা। আগের বছর শেষে ছিল ছয় হাজার ৮১৮ কোটি টাকা। আগের বছরের তুলনায় সোনালী ব্যাংকের ঘাটতি সামান্য কমে তিন হাজার ৪৭৫ কোটি টাকায় নেমেছে। তালিকায় তৃতীয় সর্বোচ্চ অবস্থানে থাকা বেসিকের ঘাটতি ১ হাজার ৭৭৭ কোটি টাকা থেকে বেড়ে ২ হাজার ৬৮৩ কোটি টাকা হয়েছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি ৭৮১ কোটি টাকা থেকে কমে ৭৪৩ কোটি টাকা হয়েছে। অন্যদিকে ডিসেম্বর শেষে প্রয়োজনীয় মূলধনের তুলনায় বেশি সংরক্ষণে সক্ষম হয়েছে তিন সরকারি ব্যাংক। এগুলোর মধ্যে অগ্রণীর ৪৭ কোটি, বিডিবিএলের ৭৬১ কোটি ও জনতা ব্যাংকের ৭৩ কোটি টাকা উদ্বৃত্ত রয়েছে।

ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক সম্পদের ন্যুনতম ১০ শতাংশ অথবা ৪০০ কোটি টাকার মধ্যে যেটি বেশি, সে হারে মূলধন সংরক্ষণ করতে হয়। ঋণ জালিয়াতি, অর্থ লোপাটসহ বিভিন্ন অনিয়মের কারণে এসব ব্যাংকে দীর্ঘদিন ধরে মূলধন ঘাটতি হয়ে আসছে। সরকারও বারবার জনগণের করের টাকায় ব্যাংকগুলোর মূলধন জোগান দিয়ে আসছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে।

গতকাল রবিবার অনুষ্ঠিত এই বৈঠক সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যাংকের এমডিরা নিজ নিজ ব্যাংকের সমস্যার কথা বললেও বৈঠকে বেসিক ব্যাংক নিয়ে বেশি আলোচনা হয়েছে। বেসিক ব্যাংকের পক্ষ থেকে আলাদা প্রতিবেদন উপস্থাপন করে বলা হয়, এর অবস্থা ভালো হচ্ছে। লোকসান অতিক্রম করে গত বছর ব্যাংকটি ৯ কোটি টাকা মুনাফা করেছে। ব্যাংকটির মূলধন ঘাটতি বর্তমানে ২ হাজার ২৮৬ কোটি টাকা। এ ঘাটতি পূরণে নগদ টাকা অথবা বন্ড ইস্যুর প্রস্তাব করা হয়।

অন্যান্য ব্যাংকের এমডিরা মূলধন ঘাটতি মেটানোর জন্য নিজ নিজ যুক্তি তুলে ধরেন। কিন্তু মূলধন জোগানের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এসএ

শান্তা এ্যাপারেলের শেয়ার বিক্রি সম্পন্ন

lankaস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের একটি কর্পোরেট স্পন্সর শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

শান্তা এ্যাপারেল নামে কোম্পানিটির এই কর্পোরেট স্পন্সর ৩ লাখ শেয়ার বিক্রয় করলেন।

এই কর্পোরেট স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেটে বিক্রয় সম্পন্ন করলেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা সম্পন্ন হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

শেয়ার কেনা সম্পন্ন করলো ইবনে সিনা ট্রাষ্ট

ibnস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা লিমিটেডের একটি কর্পোরেট স্পন্সর শেয়ার ক্রয় সম্পন্ন করেছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ইবনে সিনা ট্রাষ্ট নামে কোম্পানিটির এই কর্পোরেট স্পন্সরের প্রতিনিধি আতাউর রহমান ১ হাজার শেয়ার ক্রয় করলেন।

এই কর্পোরেট স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক ও ব্লক মার্কেটে ক্রয় সম্পন্ন করলেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা সম্পন্ন করা হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. আইএফআইসি
  2. সিটি ব্যাংক
  3. বিবিএস
  4. রতনপুর স্টিল
  5. এবি ব্যাংক
  6. লংকাবাংলা ফাইন্যান্স
  7. ন্যাশনাল পলিমার
  8. বেক্সিমকো লিমিটেড
  9. বেক্স ফার্মা
  10. এসিআই ফর্মূলেশন।

শেয়ারবাজারে লেনদেন কমলেও স্থিতিশীলতায় সূচক

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের সূচকের অবস্থান আগের মতো স্থিতিশীলতায় রয়েছে। এদিন কমেছে দিনের লেনদেন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, সোমবার ডিএসইতে ১১০৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ১১০৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আজ দিনশেষে দিনের লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ০.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৬১ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৭৩টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – আইএফআইসি, সিটি ব্যাংক, বিবিএস, রতনপুর স্টিল, এবি ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল পলিমার, বেক্সিমকো লিমিটেড, বেক্স ফার্মা ও এসিআই ফর্মূলেশন।

এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ৭২ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আইএফআইসি ও এবি ব্যাংক।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭০৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

কেপিসিএলের ঋণমান ‘এএএ’ ও ‘এসটি-ওয়ান’

kulnaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) দীর্ঘমেয়াদে ঋণমান ‘এএএ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। কোম্পানির ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত, ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পর্যালোচনা করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ১৮ মাসের জন্য মোট ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে খুলনা পাওয়ার। এর মধ্যে ২০১৫ সালের ৩১ পর্যন্ত এক বছরের জন্য ৪০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

পদ্মা লাইফের মূল্য সংবেদনশীল তথ্য নেই

padma lifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

শেয়ারটির সম্প্রতি দর ও লেনদেন বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে কোম্পানিটিকে নোটিশ করে সিএসই কর্তৃপক্ষ।

এসময় পদ্মা লাইফ কর্তৃপক্ষ জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

জাপান থেকে নতুন মেশিন কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল

paraস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল কারখানার জন্য জাপান থেকে নতুন মেশিন ক্রয় করবে। ইতিমধ্যে এসব মেশিন ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, কারখানার জন্য জাপান থেকে এয়ার লুম মেশিন কিনবে কোম্পানিটি। এছাড়া জার্মানী ও ইতালী থেকে আরো কিছু মেশিন কিনবে। মেশিনগুলোর দাম পড়বে ১ লাখ ১৩ হাজার ইউরো।

জাপানের এয়ারলুমের দাম পড়বে প্রায় ১৯.৪৫ কোটি ইয়ান ও বাকি মেশিনগুলোর দাম পড়বে ৩২ লাখ ৬৩ হাজার ইউরো ইউরো।

এসব মেশিন কিনতে ব্যাংকিং সুবিধা দিবে পূবালী ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আইএফআইসি ব্যাংকের রাইট সাবস্ক্রিপশন : চলবে ২৯ জুন

ific-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজার তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেডের রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ৩১ মে। আর এটা শেষ হবে ২৯ জুন। সোমবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, ব্যাংকটির রাইট ইস্যুর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ এপ্রিল।

গত ১৫ মার্চ ৬০০তম সভায় এ ব্যাংকটিকে ১:১ হারে রাইট অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির নিবার্হী পরিচালক ও মুখপাত্র এম. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএফআইসি ব্যাংক ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়তে পারবে। আর প্রতিটি রাইট শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা। এর মাধ্যমে কোম্পানিটি ৫৬ কোটি ৩৮ লাখ ২১ হাজার ৯০৭টি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৫৬৩ কোটি ৮২ লাখ ১৯ হাজার ৭০ টাকা পুজিবাজার থেকে উত্তোলন করবে। এর মাধ্যমে কোম্পানিটি মূলধনের পর্যাপ্ততা এবং ব্যাসেল ৩-র আলোকে মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

৩০ জুন, ২০১৬ তারিখে অর্থবার্ষিকী আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১ টাকা ৬১ পয়সা। আর এনএভি ২৪ টাকা ৩৮ পয়সা।

এই রাইট ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/বিএ

সাইফ পাওয়ারটেকের রাইট সাবস্ক্রিপশন শেষদিন

SAIF powerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শেষ দিন চলছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই রাইট আবেদন শুরু হয়েছে। এটা শেষ হবে আজ ২০ মার্চ। কোম্পানি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, কোম্পানিটির রাইট ইস্যুর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল গত ৭ ফেব্রুয়ারি।

গত ১৭ জানুয়ারি ৫৯৫ তম কমিশন সভায় ১:১ হারে রাইট শেয়ার অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

এই রাইটের মাধ্যমে কোম্পানিটি ১১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৩৪৮টি রাইট শেয়ার ইস্যু করবে। ফেসভ্যালু ১০ টাকার সাথে ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকায় রাইট ইস্যু করা হবে। রাইট ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ১৭৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ২২০ টাকা সংগ্রহ করবে।

১:১ হারে এই রাইট অনুমোদন দেওয়া হয়। অর্থ্যাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট।

রাইট শেয়ার ছেড়ে উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও আংশিক ঋণ পরিশোধে ব্যয় করবে।

এতে ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে ব্যানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ