দ্যা পেনিনসুলার পরিচালকদের শেয়ার ক্রয় সম্পন্ন

peninস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও অবকাশ খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেডের দুই জন পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, গত ১৮ নভেম্বর আয়েশা সুলতানা এবং ইন্জি. মোশাররফ হোসাইন নামে হোটেলটির পরিচালকরা নিজ কোম্পানির ২ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দেন। তারা চলমান বাজার দরে এসব শেয়ার ক্রয় করেছেন।

ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে ক্রয় করতে হবে বলে সময় বেধে দেয় ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. এসিআই লিমিটেড
  2. বেক্সিমকো ফার্মা
  3. স্কয়ার ফার্মা
  4. এমারেল্ড অয়েল
  5. কাশেম ড্রাইসেলস
  6. এসিআই ফরমুলেশন
  7. সিঙ্গার বাংলাদেশ
  8. কেডিএস এক্সেসরিজ
  9. বেক্সিমকো লি.
  10. লাফার্জ সুরমা।

লেনদেন কমলেও বেড়েছে সূচক ও দর

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচক বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনভর ডিএসইতে ৩৯০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৪১৩ কোটি টাকার শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৯৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৪ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০২ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল – এসিআই লিমিটেড, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, এমারেল্ড অয়েল, কাশেম ড্রাইসেলস, এসিআই ফরমুলেশনস, সিঙ্গার বাংলাদেশ, কেডিএস এক্সেসরিজ, বেক্সিমকো এবং লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।

মঙ্গলবার সিএসইতে সিএসই সার্বিক সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৮ পয়েন্টে। সেখানে ২১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকাল সোমবার ছিল ২২ কোটি টাকা।

দিনভর সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ৯৯টি এবং অপরিবর্তিত ছিল ৪৮টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

অগ্নি সিস্টেমসের এজিএম আজ

Agni_Logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেডের লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ২০১৪ সালের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামীকাল বুধবার সকাল ১০টায় রাজধানীর গুলশানে স্প্রেকট্রা কনভেনসেন্টারে এজিএম অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

কাসেম ড্রাইসেলের মূল্য সংবেদনশীল তথ্য নেই

qasem 1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কাসেম ড্রাইসেল লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৭ ডিসেম্বর কোম্পানির শেয়ারের দর ছিল ৯১ টাকা। গতকাল ২৮ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ১১৭.৯০ টাকা। এসময় শেয়ারটির দর ওঠানামা করলেও দর বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় কাসেম ড্রাইসেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিএসইসিতে ৮৯৫ কোটি টাকার বন্ড অনুমোদন

bsecনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকসহ একটি কোম্পানির নামে মোট ৮৯৫ কোটি টাকার বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার বিএসইসির ৫৬২ তম কমিশন সভায় ঢাকা ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও বিএসআরএম স্টিলস লিমিটেডের নামে এসব বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

ঢাকা ব্যাংকের ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ডটি ৭ বছরে সম্পূর্ণ অবসায়ন হবে। স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, কর্পোরেট বডি এবং যে কোনো যোগ্য ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড কিনতে পারবেন।

এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

আইএফআইসি ব্যাংকের ৩৫০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ডটি ৭ বছরে সম্পূর্ণ অবসায়ন হবে। ব্যাংক, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদধারী ব্যক্তিদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করা হবে। এর বৈশিষ্ট্য হচ্ছে- সম্পূর্ণ অবসায়ন যোগ্য এবং কুপন বেয়ারিং বন্ড।

এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

বিএসআরএম স্টিলস লিমিটেডের ২৪৫ দশমিক ০৫৯ কোটি টাকার জিরো কুপন বন্ডের মেয়াদ হবে ৪ বছর। বন্ডটির বৈশিষ্ট্য – সম্পূর্ণ অবসায়ন যোগ্য।

বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক লিমিটেড এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

পাবলিক ইস্যু রুলের চূড়ান্ত : প্রিমিয়াম থাকছে না আইপিওতে

ipoনিজস্ব প্রতিবেদক :

নির্ধারিত মূল্যের পর প্রাথমিক শেয়ারে (আইপিও) আর প্রিমিয়াম (অধিহার) নয়। অভিহিত মূল্যের পর কোম্পানির শেয়ারে প্রিমিয়াম পেতে হলে ওই কোম্পানিকে বুক বিল্ডিং পদ্ধতিতে আবেদন করতে হবে।

সোমবার পাবলিক ইস্যু রুলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে ৭ ডিসেম্বর রুলসটির খসড়া অনুমোদন দেয়া হয়েছিল। শিগগিরই এ ব্যাপারে গেজেট প্রকাশ করা হবে।

জানা গেছে, কোনো বেসরকারি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে দুটি পদ্ধতি রয়েছে। একটি হল নির্ধারিত মূল্যের আইপিও এবং অন্যটি বুক বিল্ডিং পদ্ধতি। নির্ধারিত পদ্ধতিতে কোনো কোম্পানির ইস্যু মূল্য কত হবে, তা বিএসইসি ঠিক করে দেয়।

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিডিংয়ের মাধ্যমে দাম নির্ধারণ করে। কিন্তু এর আগে কিছু কোম্পানির আইপিওতে অতিরিক্ত প্রিমিয়াম দিয়ে বেশ সমালোচিত হয়েছে বিএসইসি। ফলে মূল্য নির্ধারণের বিষয়টি বুক বিল্ডিং পদ্ধতিতে ছেড়ে দেয়া হচ্ছে।

নতুন নিয়ম অনুসারে পরিশোধিত মূলধনের ১০ শতাংশ অথবা অভিহিত মূল্যে ১৫ কোটি টাকার মধ্যে যেটি সর্বোচ্চ, অথবা পরিশোধিত মূলধন কমপক্ষে ১৫ কোটি টাকা রয়েছে, সে কোম্পানি আইপিওতে আসতে পারবে।

শর্ত রয়েছে প্রসপেক্টাসে উল্লেখ করা নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের পর পরিশোধিত মূলধন বাড়াতে পারবে না। এছাড়াও যেসব শর্ত রয়েছে তা হল- বিএসইসির অডিটর প্যানেল দ্বারা আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করতে হবে, নিয়মিত সাধারণ সভা (এজিএম) করতে হবে, কর্পোরেট গভর্ন্যান্স গাইড লাইন মেনে চলা, পুঞ্জীভূত লোকসান বন্ধ, সম্পদ পুনর্মূল্যায়নের ক্ষেত্রে কমিশনের গাইড লাইন মানতে হবে।

ফিক্সড প্রাইজ মেথডে আবেদনে আরও যেসব শর্ত পূরণ করতে হবে তার মধ্যে রয়েছে ইতিবাচক প্রবৃদ্ধি, কমপক্ষে ৩৫ শতাংশ শেয়ার আন্ডার রাইটারদের (অবলেখন) নেয়ার নিশ্চয়তা। বুক বিল্ডিং পদ্ধতির জন্য আরও শর্তের মধ্যে রয়েছে পরিশোধিত মূলধনের চেয়ে কমপক্ষে ১৫০ শতাংশ সম্পদমূল্য, টানা ৩ বছর বাণিজ্যিক উৎপাদন।

এর মধ্যে দুই বছরে মুনাফায় থাকতে হবে। কমপক্ষে পূর্ববর্তী ২ বছরে নিট কারেন্ট অ্যাসেট এবং নিট অপারেটিং ক্যাশ ফ্লো পজেটিভ হতে হবে। ইস্যু ম্যানেজার এবং রেজিস্টার দ্য ইস্যু আলাদা হতে হবে।

পাবলিক ইস্যু রুলে বাংলাদেশে ব্যবসা বা বিনিয়োগ কার্যক্রম পরিচালনাকারী ৯ ক্যাটাগরির প্রতিষ্ঠানের জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে বিডিং কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ রাখা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ