বড় অর্থনৈতিক মন্দার ঝুঁকিতে যুক্তরাজ্য, সতর্কতা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বছর শেষে যুক্তরাজ্যের অর্থনীতি নিয়ে সতর্কতামূলক দুঃসংবাদ দিলো বিশ্বের বৃহত্তম সক্রিয় বন্ড তহবিল বা বিনিয়োগ সংস্থা পিআইএমসিও(PIMCO)। ২০২৪ সালে বড় অর্থনৈতিক মন্দার ঝুঁকিতে রয়েছে যুক্তরাজ্য বলে ভবিষ্যদ্বাণী করেছেন পিমকোর প্রধান বিনিয়োগ কর্মকর্তা ড্যানিয়েল ইভাসিন।

তিনি বলেন, আগামী বছর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয় দেশেই জাতীয় নির্বাচন। তখন যুক্তরাজ্য মার্কিন অর্থনীতির চেয়ে বেশি অর্থনৈতিক চাপের সম্মুখীন হবে।

ইভাসিন ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, উচ্চ সুদের হার তাদের আমেরিকান প্রতিপক্ষের তুলনায় ব্রিটিশ ভোক্তাদের উপর বেশি প্রভাব ফেলছে। একটি ছোট, উন্মুক্ত অর্থনীতির ক্ষেত্রে যুক্তরাজ্যের একজন ভোক্তা মার্কিন সমকক্ষদের তুলনায় কেন্দ্রীয় ব্যাংকের নীতির প্রভাব অনেক বেশি অনুভব করছেন।

এছাড়া ইউরোপের অর্থনীতিও ২০২৪ সালে কঠিন সময়ে পড়বে। যুক্তরাজ্য এবং ইউরোপ উভয়ই যুক্তরাষ্ট্রের তুলনায় আরও উল্লেখযোগ্য অবনতির ঝুঁকিতে রয়েছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক উভয়ই সাম্প্রতিক মাসগুলোতে সুদের হার সীমাবদ্ধ করেছে- যুক্তরাজ্যে শতকরা ৫.২৫ ভাগ এবং যুক্তরাষ্ট্রে শতকরা ৫.২৫-৫.৫ ভাগ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আশাবাদ বাড়ছে যুক্তরাষ্ট্র মুদ্রাস্ফীতি কমিয়ে আনবে। এতে ফেডারেল রিজার্ভ ২০২৪ সালে পলিসি সহজ করার সুযোগ দেবে ।

স্টকমার্কেটবিডি.কম////

চলতি বছরে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩ কোটি ৯২ লাখ টন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলমান ২০২৩-২৪ অর্থবছরে আমন ও বোরোতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে ৩ কোটি ৯২ লাখ মেট্রিক টন। এরই মধ্যে আমনে ১ কোটি ৭০ লাখ ও বোরোতে ২ কোটি ২২ লাখ মেট্রিক টন চাল উৎপাদন হবে।

সম্প্রতি সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুসারে, চলমান ২০২৩-২৪ অর্থবছরে আমন ধান কাটা চলছে। এখন পর্যন্ত প্রায় ৮২ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। এবার ৫৮ লাখ ৭৪ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এ বছর চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে ১ কোটি ৭০ লাখ মেট্রিক টন। ২০২২-২৩ অর্থবছরে আমনে প্রায় ১ কোটি ৫৫ লাখ টন আর ২০২১-২২ অর্থবছরে ১ কোটি ৫০ লাখ টন চাল উৎপাদিত হয়েছিল।

অন্যদিকে, আসন্ন বোরো মৌসুমে আবাদ লক্ষ্যমাত্রা ৫০ লাখ ৪০ হাজার হেক্টর ও ২ কোটি ২২ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে কাজ করছে কৃষি মন্ত্রণালয়।

প্রসঙ্গত, অভ্যন্তরীণ উৎপাদন ভালো হওয়ার কারণে ২০২৩ সালের ১ জুলাই থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত কোনো চাল আমদানি করার প্রয়োজন হয়নি। প্রায় সাড়ে ২৯ লাখ কৃষকের মাঝে ১৯৮ কোটি টাকার সার, বীজসহ বিভিন্ন প্রণোদনা বিনামূল্যে বিতরণ কার্যক্রম মাঠ পর্যায়ে চলমান আছে।

স্টকমার্কেটবিডি.কম////

প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে সপ্তম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রবাসী আয়ের দিক থেকে বিশ্বে সপ্তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। আর এই আয় সব থেকে বেশি আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। একই সঙ্গে ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়ে বৈধ চ্যানেলে বাংলাদেশের মোট প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াতে পারে ২৩ বিলিয়ন বা ২ হাজার ৩০০ কোটি ডলার।

সম্প্রতি বিশ্বব্যাংক ও নোমাডের মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের পরেই বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে সৌদি আরব থেকে। এ ছাড়া গালফ কো অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) বেশ কয়েকটি দেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণে প্রবাসী আয় আসছে। এর মধ্যে রয়েছে- কুয়েত,বাহারাইন, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক। ২০২২ সালে বাংলাদেশের রেমিট্যান্স বা প্রবাসী আয়প্রাপ্তিতে নেতিবাচক ধারা থাকলেও এ বছরে প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

প্রবাসী আয়ে শীর্ষ দেশ ভারত। চলতি বছর দেশটির প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াতে পারে ১২৫ বিলিয়ন বা ১২ হাজার ৫০০ কোটি ডলার। যুক্তরাষ্ট্র ও ইউরোপের শ্রমবাজারের চাঙা ভাব, উচ্চ আয়ের দেশগুলোতে মূল্যস্ফীতি কমার কারণে প্রবাসী আয়প্রবাহ বাড়বে বছর শেষে। তবে সৌদি আরব ও কুয়েতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রীতিমতো ধস নামার কারণে বাংলাদেশের প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব পড়বে।

দেশভিত্তিতে প্রবাসী আয়প্রাপ্তিতে দ্বিতীয় স্থানে থাকবে মেক্সিকো। দেশটি মোট ৬ হাজার ৭০০ কোটি ডলারের প্রবাসী আয় পেতে পারে। ৫ হাজার কোটি ডলারের প্রবাসী আয় নিয়ে তৃতীয় স্থানে থাকবে চীন। চতুর্থ স্থানে থাকবে ফিলিপাইনস, তারা পাবে ৪ হাজার কোটি ডলার।

মিশর ও পাকিস্তান উভয় দেশই ২ হাজার ৪০০ কোটি ডলার যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকবে। সপ্তম স্থানে থাকবে বাংলাদেশ। নাইজেরিয়া, গুয়েতেমালা ও উজবেকিস্তান যথাক্রমে ২ হাজার ১০০ কোটি, ২ হাজার কোটি ও ১ হাজার ৬০০ কোটি ডলারের প্রবাসী আয় নিয়ে অষ্টম, নবম ও দশম স্থানে থাকবে। তথ্যসূত্র: নোমাড

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে অলিম্পিক এক্সেসরিজ; ২য় ওরিয়ন ইনফিউশন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ওরিয়ন ইনফিউশন লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ৪৮ লাখ টাকা।

সেন্ট্রাল ফার্মার ২৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্যাসিফিক ডেনিমসের ২৬ কোটি ৩৩ লাখ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ২৫ কোটি ৯ লাখ, ইভেন্সি টেক্সটাইলের ২০ কোটি ৯৫ লাখ, বিডি থাই এলুমিনিয়ামের ১৫ কোটি ৩৩ লাখ, স্কয়ার ফার্মার ১৪ কোটি ৪৫ লাখ, বিচ হ্যাচারির ১৪ কোটি ৪২ লাখ ও এশিয়ান টাইগার গ্রোথ ফান্ডের ১২ কোটি ৪৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. অলিম্পিক এক্সেসরিজ
  2. ওরিয়ন ইনফিউশন
  3. সেন্ট্রাল ফার্মা
  4. প্যাসিফিক ডেনিমস
  5. খুলনা প্রিন্টিং
  6. ইভেন্সি টেক্সটাইল
  7. বিডি থাই এলুমিনিয়াম
  8. স্কয়ার ফার্মা
  9. বিচ হ্যাচারি
  10. এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড।

সূচকের সামান্য উত্থান হলেও অনেকটা বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের সামান্য উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৬১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৯৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৮৯ কোটি ৪৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫২১ কোটি ৮৪ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮২টির আর অপরিবর্তিত আছে ১৭৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – অলিম্পিক এক্সেসরিজ, ওরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মা, প্যাসিফিক ডেনিমস, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ইভেন্সি টেক্সটাইল, বিডি থাই এলুমিনিয়াম, স্কয়ার ফার্মা, বিচ হ্যাচারি ও এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৭১পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৫২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৩১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ১৯ কোটি ৩৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনিক হোটেল ও ড্যাফোডিল কম্পিউটার্স।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ন্যাশনাল ব্যাংকের এজিএম স্থগিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকি খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২১ ডিসেম্বর ব্যাংকটির এই বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছিল। এটা অনিবার্যকারণ বশত স্থগিত করা হয়েছে।

ব্যাংকটির এজিএমের দিন ও স্থান নির্ধারণ করে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের নতুন সিএস কাজী ফারহানা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন কোম্পানি সচিব (সিএস) নিয়োগ পেয়েছেন কাজী ফারহানা। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় বিমাটির নতুন সিএস হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর পাশাপাশি তিনি বিমাটির হেড অফ এইচআরডির দ্বায়িত্ব পালন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

জিএসপি ফাইন্যান্স প্রতি শেয়ারে লোকসান ২.৭৫ টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স  লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২.৭৫ টাকা। গত বছরের এ সময়ের প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল ০.১৪ টাকা।

চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪.২৫ টাকা। গত বছরের এ সময়ের প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল ০.৬৩ টাকা।

এ প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫.৫৩ টাকা। গত ২০২২ সালের ৩১ ডিসেম্বর এই এনএভি ছিল ২৭.৭৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নতুন সিএস আব্দুর রব

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নতুন কোম্পানি সচিব (সিএস) নিয়োগ পেয়েছেন আব্দুর রব। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় বিমাটির নতুন সিএস হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১৭ ডিসেম্বর থেকে বিমাটির সচিবের দ্বায়িত্ব পালন করছেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি