১৫ দিনে এলো ১০৭ কোটি ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডিসেম্বরের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় এলো ১০৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১১ হাজার ৭১৩ কোটি টাকা ৯৮ লাখ ১৫ হাজার টাকা। (প্রতি ডলার ১০৯ টাকা ৭০ পয়সা হিসাবে)। তথ্য অনুযায়ী, এটি আগের মাস নভেম্বর ও আগের বছরের ডিসেম্বর মাসের চেয়ে বেশি।

রবিবার (১৭ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য বলছে, ডিসেম্বরের ১৫ দিনের প্রতিদিনে প্রবাসী আয় এসেছে সাত কোটি ১৩ লাখ ১৮ হাজার মার্কিন ডলার। আগের বছর একই সময়ে এসেছিল পাঁচ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার ৬৬৬ মার্কিন ডলার। এছাড়া চলতি বছরের নভেম্বরে প্রতিদিন এসেছিল ছয় হাজার ৪৩ লাখ ৩৪ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

এ হিসাবে ডিসেম্বর মাসের ১৫ দিনে প্রবাসী আয় ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ডিসেম্বরের প্রথম ১৫ দিনে রাষ্ট্রায়ত্ত খাতের ছয় ব্যাংকর মাধ্যমে এসেছে ১০ কোটি ৮০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে তিন কোটি ৭৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ‍৯২ কোটি ১৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ লাখ ৭০ হাজার মার্কিন মার্কিন ডলার।

স্টকমার্কেটবিডি.কম////

৫ ব্যাংকের টাকার ঘাটতি, যা বলছে বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংককে চলতি হিসাবের টাকার ঘাটতি পূরণ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

গত ২৮ নভেম্বর ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের ২০ কার্যদিবসের মধ্যে চলতি হিসাবের এই ঘাটতি মেটাতে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক।

যদি তারা এই সময়সীমার মধ্যে অর্থের ঘাটতি পূরণ করতে না পারে তাহলে তাদের সব ক্লিয়ারিং প্ল্যাটফর্ম থেকে ব্লক করা বা লেনদেন বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে, কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে- ব্যাংকগুলোর লেনদেন ইতোমধ্যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে আজ রবিবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা তাদের সতর্ক করে দিয়েছি। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

নিয়ম অনুযায়ী, বিভিন্ন ক্লিয়ারিং পেমেন্ট সিস্টেমের জন্য ব্যাংকগুলোকে তাদের চলতি হিসাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ রাখতে হয়। কিন্তু, গত এক বছর ধরে পাঁচটি ব্যাংকের চলতি হিসাব ঘাটতিতে আছে বলে দ্য ডেইলি স্টারের দেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, ‘আপনার চলতি হিসাবের অর্থের পরিমাণ পর্যালোচনা করলে দেখা যায়, দীর্ঘদিন ধরে ঘাটতিতে আছে এবং এটি সাধারণ ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিষয়টি নিয়ে আপনাকে বারবার সতর্ক করা হলেও এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়নি।’

স্টকমার্কেটবিডি.কম////

বাংলাদেশে যাত্রা শুরু ইউরোপীয়ান ব্র্যান্ড কালে সিরামিকসের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বের সবচেয়ে হালকা পোরসেলিন টাইলস ‘কালেসিন্টারফ্লেক্স’ বাংলাদেশে নিয়ে এসেছে তুরস্কের সবচেয়ে বড় সিরামিক টাইল প্রস্তুতকারক কালে সিরামিকস।

রবিবার ঢাকার বনানীর তাজওয়ার সেন্টারে একটি অনুষ্ঠানে উচ্চ মানসম্পন্ন টাইলস এবং স্যানিটারিওয়্যার সামগ্রী নিয়ে যাত্রা শুরু করে কালে সিরামিকস বাংলাদেশ। ইউরোপের তৃতীয় বৃহত্তম এই সিরামিক প্রস্তুতকারক এখন থেকে বাংলাদেশে স্যানিটারিওয়্যারের পাশাপাশি কালেসিন্টারফ্লেক্স, ইতালীয় মার্বেল এবং রয়্যাল মার্বেল সিরিজসহ তাদের প্রিমিয়ার টাইলসগুলো সরবারহ করবে।

ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বাংলাদেশে কালের এই যাত্রাকে স্বাগত জানিয়েছেন।

এসময় তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়াতে সাহায্য করবে এবং বিভিন্ন কোম্পানিকে বিনিয়োগে উৎসাহিত করবে। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের সাথে তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে মন্তব্য করে তিনি তুরস্কের কোম্পানিগুলো বাংলাদেশে ভালো ব্যবসা করায় সন্তোষ প্রকাশ করেন।

কালে সিরামিক বাংলাদেশের সিরামিক শিল্পে ঐতিহ্য, উদ্ভাবন এবং স্থায়িত্বের সমন্বয়ে শ্রেষ্ঠত্বের প্রতীক। বাংলাদেশে যাত্রা শুরুর মাধ্যমে ব্র্যান্ডটি দেশের স্থপতি, ইন্টেরিওর ডিজাইনার ও বাড়ি-মালিকদের টাইলস ও স্যানিটারিওয়্যারের জগতে এক নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে।

শান্তা লাইফস্টাইলের প্রধান নির্বাহী ও কালে এর লোকাল পার্টনার দেওয়ান সাজিদ আফজাল বলেন, “বাংলাদেশে পোর্সেলিন টাইলস ও স্যানিটারিওয়্যারের মার্কেটে কালেকে শীর্ষস্থানে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। দেশের ক্রমবর্ধমান চাহিদার সাথে মিল রেখে আমরা পরিবেশবান্ধব, দীর্ঘস্থায়ী এবং উদ্ভাবনী পণ্য ও সেবা দেওয়ার লক্ষ্যে আমরা বরাবর নিবেদিতপ্রাণ। কালের ইপিডি সার্টিফিকেশন নিঃসন্দেহে স্থপতিদের ও নকশাকারদের জন্য যুগান্তকারী মাত্রা যোগ করবে।” কালের তুরস্কের প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিরামিক টাইলস, স্যানিটারি ওয়্যার ও বাথরুম ফিটিংস ক্যাটাগরিতে সাড়ে চার হাজারেরও বেশি আকর্ষণীয় পণ্যের পাশাপাশি প্রতি বছর দুই শতাধিক নতুন পণ্য আনে প্রতিষ্ঠানটি। ৮৬টি দেশে বিস্তৃত এই কোম্পানিটি বিশ্বের সিরামিক শিল্পে আস্থার এক অন্য নাম।

স্টকমার্কেটবিডি.কম////

বাংলাদেশে আরব বসন্তের সুযোগ নেই : পররাষ্ট্রমন্ত্রী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

“বাংলাদেশে ‘আরব বসন্ত’ ঘটাতে পারে যুক্তরাষ্ট্র” রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার এমন বক্তব্য নাকচ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, ‘আমার তো মনে হয় না। এ ধরনের কোনো সুযোগ নেই। আমরা একটা গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনার কারণে আমাদের দেশে গণতন্ত্র সমুন্নত আছে। আর আমরা ৭ জানুয়ারি নির্বাচন করব। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা করব। আমরা খুব ভালোভাবে চলছি।’

আজ রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘৫২ বছরে বাংলাদেশের অর্জন’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “রাশিয়া কী বলেছে, এটা আমাদের ইস্যু না। এটা ওদের জিজ্ঞেস করেন। অনেকে অনেক ধরনের কথা বলবে কিন্তু আমরা এটা নিয়ে কিছু বলতে চাই না। আমরা সার্বভৌম, আমাদের ভারসাম্য পররাষ্ট্রনীতি। ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’-এটার পরিপ্রেক্ষিতে আমাদের পররাষ্ট্রনীতি। কে কি বলল না বলল, এটা তাদের মাথাব্যথা। আমরা পরাশক্তিগুলোর টানাটানিতে পা দিতে চাই না। আমাদের ভারসাম্য কূটনীতি নিয়ে আমরা চলতে চাই।”

স্টকমার্কেটবিডি.কম/////

দেশের রিজার্ভ ২০৪৫ কোটি ডলার : বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইএমএফ ও এডিবির ঋণের টাকা যোগ হওয়ার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। আজ রবিবার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪২০ কোটি ডলার।

গত বৃহস্পতিবার রিজার্ভ ছিল ১,৯১৭ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি মাসের মধ্যে কোরিয়ান সরকারের ঋণের ৯ কোটি ডলার এবং বিভিন্ন উৎস থেকে আরও ১৩ কোটি ডলার যোগ হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে প্যাসিফিক ডেনিমস; ২য় ওরিয়ন ইনফিউশন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ওরিয়ন ইনফিউশন লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮২ লাখ টাকা।

অলিম্পিক এক্সেসরিজের ৩২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওয়েষ্টার্ণ মেরিণ শিপইয়ার্ডের ২০ কোটি ৪১ লাখ, সেন্ট্রাল ফার্মার ১৮ কোটি ৭৯ লাখ, ইন্দো বাংলা ফার্মার ১৭ কোটি ৯৩ লাখ, ইভেন্সি টেক্সটাইলের ১৬ কোটি ৮৩ লাখ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংর ১৬ কোটি ৪৬ লাখ, ইয়াকিন পলিমারের ১২ কোটি ৩২ লাখ ও জাহিন স্পিনিং মিলসের ১১ কোটি ৮০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. প্যাসিফিক ডেনিমস
  2. ওরিয়ন ইনফিউশন
  3. অলিম্পিক এক্সেসরিজ
  4. ওয়েষ্টার্ণ মেরিণ
  5. সেন্ট্রাল ফার্মা
  6. ইন্দো বাংলা ফার্মা
  7. ইভেন্সি টেক্সটাইল
  8. খুলনা প্রিন্টিং
  9. ইয়াকিন পলিমার
  10. জাহিন স্পিনিং।

দিনশেষে সূচকের পতন হলেও বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৫৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২১০১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬২৪ কোটি ৬৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৮১ কোটি ১৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩১টির আর দর অপরিবর্তিত আছে ১৭৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – প্যাসিফিক ডেনিমস, ওরিয়ন ইনফিউশন, অলিম্পিক এক্সেসরিজ, ওয়েষ্টার্ণ মেরিণ শিপইয়ার্ড, সেন্ট্রাল ফার্মা, ইন্দো বাংলা ফার্মা, ইভেন্সি টেক্সটাইল, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ইয়াকিন পলিমার ও জাহিন স্পিনিং মিলস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৭৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ৫৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৯৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১০ কোটি ৭৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্যাসিফিক ডেনিমস ও ইভেন্সি টেক্সটাইল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

পিঁয়াজ রপ্তানির বন্ধের প্রতিবাদে গুজরাট ও মহারাষ্ট্রে বিক্ষোভ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত ৮ ডিসেম্বর থেকে হঠাৎ করেই পিঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারতের কেন্দ্রীয় সরকার। ঘোষণা অনুসারে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত বহাল থাকবে এ নিষেধাজ্ঞা। আর তারই প্রতিবাদে রাস্তায় নেমেছে গুজরাট ও মহারাষ্ট্রের পিঁয়াজ উৎপাদনকারী কৃষক ও ব্যবসায়ীরা।

গুজরাটজুড়ে টানা এক সপ্তাহ ধরে তাদের এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটিগুলো (এপিএমসি) তাদের পণ্যের নিলাম বন্ধ রেখেছে। সেই সাথে বিভিন্ন জাতীয় সড়কগুলোতে দফায় দফায় অবরোধ করে চলেছে। যার ফলে দেশটিতে পিঁয়াজের দামে প্রভাব পড়েছে।
শুক্রবার গুজরাটের গোন্ডালের কৃষকরা ২৭ নম্বর জাতীয় সড়কে পিয়াজ ফেলে রেখে অবরোধে সামিল হয়। তারা পিঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার রাজ্যটির গোন্ডালের এপিএমসি মান্ডি গেটও অবরুদ্ধ করে রাখে। ফলে সাময়িকভাবে ইয়ার্ডে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। পিয়াজসহ অন্য পণ্যের নিলামেও ব্যাঘাত ঘটে। এ সময় বিক্ষোভকারীদের থামাতে পুলিশকে ডাকতে হয়। বিক্ষোভকারীরাও পাল্টা স্লোগান দিতে থাকে। পুলিশ এসে চার বিক্ষোভকারী কৃষককে আটক করে নিয়ে যায়, যদিও পরে সন্ধ্যাবেলার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

গোন্ডাল এপিএমসি সচিব তরুণ পাচানি বলেন, ‌‘কৃষকরা সাময়িকভাবে এপিএমসির গেটের নিয়ন্ত্রণ নেয়। যদিও পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পিঁয়াজকে বাদ দিয়ে, কৃষকরা আমাদের এখানে অন্য যেসব পণ্য নিয়ে আসছে তা আমরা নিলাম করতেই পারি।’

বৃহস্পতিবারও পেঁয়াজ ফেলে ২৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কৃষকরা। সেইসাথে এপিএমসি প্রশাসনকে পিঁয়াজ নিলাম পুনরায় শুরু করার পরিকল্পনা প্রত্যাহার করতে বাধ্য করে।

রাজ্যটির ধোরাজিতে ঠিক একইভাবে বিক্ষোভ প্রদর্শন করে আসছে সেখানকার পিঁয়াজ চাষিরা। পাশাপাশি এপিএমসিগুলোকে পিঁয়াজের বেচাকেনা স্থগিত রাখতে বাধ্য করেছে।

স্টকমার্কেটবিডি.কম/////

বিএসসি’র মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১৬ ডিসেম্বর, ২০২৩ তারিখ ৫২ তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন হতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ব্যবস্থাপনা পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এরপর পথ শিশু ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়। পথ শিশু ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোঃ জিয়াউল হক মহোদয়।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের সভাপতিত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠানে ড. পীযুষ দত্ত(যুগ্ম সচিব), নির্বাহী পরিচালক (বাণিজ্য), বিএসসি, ইঞ্জি. মোহাম্মদ ইউসুফ, নির্বাহী পরিচালক (প্রযুক্তি), বিএসসি এবং আবু সাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলাম (উপ-সচিব),সচিব, বিএসসি-সহ বিএসসি’র সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবস -২০২৩ উপলক্ষে সংস্থার কর্মকর্তা- কর্মচারী এবং তাঁদের সন্তানদের অংশগ্রহনে চিত্রাঙ্কন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে মহান বিজয় দিবস -২০২৩ উপলক্ষে বিএসসি কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও মুক্তিযুদ্ধো ভিত্তিক কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে পরুস্কার বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের অংশ হিসেবে সংস্থায় কর্মরত দু’জন কর্মচারীর পিতা জনাব মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী, বীর প্রতীক এবং জনাব জামাল উদ্দিন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে বিএসসির এবাদতখানায় বাদ জোহর মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস-২০২৩ এতিম শিশুদের মাঝে খাবার বিতরন করা হয়।

এছাড়া দেশী ও বিদেশী বন্দরে অবস্থিত বিএসসির জাহাজ সমূহে স্থানীয় এজেন্টদের সহায়তায় মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএসসি’র মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ আশরাফুল আমিন, উপ-সচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন), বিএসসি, চট্টগ্রাম। প্রেস রিলিজ

স্টকমার্কেটবিডি.কম/////