শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে বিএসইসির উদ্যোগ

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নির্বাচনের বছরে শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে নির্ধারিত বিনিয়োগসীমার মধ্যে থেকেই শেয়ারবাজারে বাড়তি অর্থ বিনিয়োগ করতে পারে, সে জন্য অর্থ মন্ত্রণালয়ে দুটি প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর একটি হলো, অমেয়াদি মিউচ্যুয়াল ফান্ডে উদ্যোক্তা হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকে শেয়ারবাজারে বিনিয়োগসীমা গণনা থেকে অব্যাহতি দেওয়া। অনুমোদন মিললে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বর্তমানে ১৪টি অমেয়াদি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করা এক হাজার ২২০ কোটি টাকা বিনিয়োগসীমার বাইরে চলে যাবে। তখন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো চাইলে এই পরিমাণ অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে।

বিএসইসির দ্বিতীয় প্রস্তাব হলো, অ-রূপান্তরযোগ্য অগ্রাধিকারমূলক শেয়ার (নন-কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার), অ-রূপান্তরযোগ্য ডিবেঞ্চার ও অ-রূপান্তরযোগ্য বন্ড (নন-কনভার্টেবল বন্ড ও ডিবেঞ্চার) এবং শুধু ডেব্ট ইনস্ট্রুমেন্টে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যে বিনিয়োগ করে তাকেও বিনিয়োগসীমার বাইরে হিসাব করা। অনুমোদন মিললে বিদ্যমান বিনিয়োগসীমার মধ্যে থেকে সমপরিমাণ অর্থ শেয়ারবাজারে অতিরিক্ত বিনিয়োগ করার সুযোগ হবে। জানা যায়, ভারতের রিজার্ভ ব্যাংক এরই মধ্যে ব্যাংকগুলোর শেয়ারবাজারে এক্সপোজার হিসাব বিবেচনায় অ-রূপান্তরযোগ্য অগ্রাধিকারমূলক শেয়ার, ডিবেঞ্চার, বন্ড বাদ দেওয়ার নির্দেশনা জারি করেছে।

সংস্থাটির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এই দুই প্রস্তাবে বলা হয়েছে, এগুলো বাস্তবায়ন করা হলে শেয়ারবাজারে স্থিতিশীলতা আসবে এবং বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সহজতর হবে। এর ফলে বাংলাদেশের আর্থিক বাজার ও শেয়ারবাজারে বড় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে বিএসইসি। লিখিত প্রস্তাব দুটি গত ৪ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিএসইসি।

বিএসইসির প্রস্তাবে বলা হয়েছে, ‘শেয়ারবাজার তথা দেশের বৃহত্তর স্বার্থে মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ কর্মকাণ্ড ত্বরান্বিত করা একান্ত প্রয়োজন। বাংলাদেশের শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ডের অবদান ১ শতাংশের নিচে, অথচ ভারতে এটি ১১ শতাংশ এবং উন্নত দেশগুলোতে ২০ শতাংশের বেশি। ক্ষুদ্র বিনিয়োগকারীরা দক্ষ ব্যবস্থাপকের অধীন পরিচালিত মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগ করলে তাদের ক্ষতির আশঙ্কা কমবে, বাজারে স্থিতিশীলতা আসবে এবং সর্বোপরি বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের দ্বার উন্মোচিত হবে।’

স্টকমার্কেটবিডি.কম/এসটি

অ্যাডভেন্ট ফার্মার ২য় প্রান্তিক প্রকাশ

adventস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের জন্য সদ্য আইপিও অনুমোদন পাওয়া এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড ২০১৭-২০১৮ হিসাব বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির আইপিওর আগে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১পয়সা। আর আইপিওর পরে শেয়ার প্রতি আয় হয়েছে ২২ পয়সা।

এই সময় কোম্পানিটির মোট আয় হয়েছে ১ কোটি ৫৩ লাখ টাকা।

৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির আইপিওর আগে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। আর আইপিওর পরে শেয়ার প্রতি আয় হয়েছে ৪৬ পয়সা।

এই সময় মোট আয় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা।

৩১ ডিসেম্ববর ২০১৭ সাল পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.১১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ইজিএমের ভেন্যু নির্ধারণ

oiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) ভেন্যু নির্ধারণ করা হয়েছে। বুধবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, কোম্পানির আগামী ৬ মে ধানমন্ডি সাত মসজিদ রোডে অবস্থিত রোড-৫/এ, প্লট-৭৫/এ, সুগন্ধা কনভেনশন হলে সকাল ৯টায় ইজিএম অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

উসমানিয়া গ্লাসের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

usmaniaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি লিমিটেডের একজন কর্পোরেট পরিচালক ৪ লাখ ৪০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ৪ লাখ ৪০ হাজার শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ৭,৫৬,৭২৩ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে ব্লক মার্কেটে এই কর্পোরেট পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

৩ লাখ শেয়ার কিনবে আরডি ফুড

RD-Milkস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি আরডি ফুড লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৩ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রুমানা কবির নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৩ লাখ শেয়ার কিনবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

পদ্মা অয়েলের ৩য় প্রান্তিকের বোর্ড সভা ১৯ এপ্রিল

padma1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি খাতের কোম্পানি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের চলতি বছরের তৃর্তীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৯ এপ্রিল আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০১৮ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৫টায় কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মার্কেন্টাইল ব্যাংকের ১.১২ লাখ শেয়ার কেনা সম্পন্ন

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ ১২ হাজার ২২৪টি শেয়ার কেনা সম্পন্ন করেছেন। বুধবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এম.এস. আহসান নামে এক উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১ লাখ ১২ হাজার ২২৪টি শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্দ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে ব্লক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা শেষ করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এশিয়া ইন্স্যুরেন্সের বার্ষিক বোর্ড সভা আহবান

Asia-Insurance-Limited SMBDস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২২ এপ্রিল আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর বাংলা মটরে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে, গত বছরে প্রতিষ্ঠানটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বার্ষিক বোর্ড সভা ১৯ এপ্রিল

bni-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৯ এপ্রিল আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে, গত বছরে প্রতিষ্ঠানটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. কেয়া কসমেটিকস
  3. নর্দার্ণ জুট
  4. মুন্নু সিরামিক্স
  5. ইফাদ অটোস
  6. আলিফ ইন্ডাষ্ট্রিজ
  7. গ্রামীন ফোন
  8. ড্রাগন সোয়েটার
  9. পপুলার লাইফ ইনস্যুরেন্স
  10. আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।