ডিএসইতে পিই রেশিও বেড়েছে দশমিক ০২ পয়েন্ট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দশমিক ২ পয়েন্ট বা ০.১৩ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সপ্তাহের শুরুতে ডিএসইর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ছিল ১৪.৩৯ পয়েন্টে। যা সপ্তাহ শেষে অবস্থান করছে ১৪.৪১ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/

টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়া দেওয়া প্রক্রিয়া (হাই পাওয়ার্ড মানি) বা কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারকে ঋণ দেওয়া বন্ধ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক। তিনি বলেন, সংযত মূদ্রানীতির মাধ্যমে এটি করে হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) অর্থনৈতিক বর্তমান অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গৃহিত নীতি নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থনৈতিক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের পরামর্শের জবাবে গভর্নর আব্দুর রউফ তালুকদার এ কথা বলেন। পরে সংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখপাত্র এ কথা জানান।

এ অর্থনীতিবিদের সঙ্গে বৈঠক শেষে মুখপাত্র মো. মেজবা উল হক বলেন, দেশের অর্থনৈতিক সংকট নিরসনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ জরুরি। তাই আমরা অর্থনীতির অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি। সেখান থেকে পরামর্শ আসবে সে অনুযায়ী আগামী মুদ্রানীতি করা হবে। তবে বৈশ্বিক সংকটের মধ্যেও অন্যান্য দেশের তুলনায় আমরা ভালোভাবে নিয়ন্ত্রণে রেখেছি। আমরা যে সংকটের মধ্যে আছি তা সত্য। তবে সেই সংকট নিরসনে চেষ্টা করে যাচ্ছি। যেমন আমদানি নিয়ন্ত্রণ, রপ্তানি বৃদ্ধি ও রেমিটেন্স সংগ্রহ বাড়াতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, উন্নত দেশগুলোতে মূল্যস্ফীতি এবং সুদের হার বেড়ে যাওয়ায় আমাদের দেশও তার মাশুল গুনছে।

মেজবাউল হক আরও বলেন, আজ ওয়াহিদ উদ্দিন মাহমুদ মুদ্রানীতির যথাযথ বাস্তবায়ন এবং নতুন করে টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দেওয়ার পরামর্শ দিয়েছেন। ভবিষ্যতে আরও অর্থনীতিবিদ, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম চেম্বার অব কমার্স এবং অর্থনৈতিক খাতের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হবে।

আইএমএফ-এর কাছে প্রতিশ্রিুতি দেওয়া আছে নির্দিষ্ট সময়ে ২৪ বিলিয়ন রিজার্ভ সংরক্ষণ করা হবে। কিন্তু তা না হলে অর্থনৈতিক ভাবে ব্যর্থ হচ্ছি, এমন না। আমাদের প্রবৃদ্ধি ঠিক আছে, মাথাপিছু আয় ইতিবাচক আছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা

স্টকমার্কেটবিডি.কম////

বাংলাদেশকে পুরো ঋণ পরিশোধ করল শ্রীলঙ্কা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

মুদ্রা বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে নেওয়া ২০০ মিলিয়ন ডলার ঋণের পুরোটাই পরিশোধ করেছে শ্রীলঙ্কা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জানান।

বাংলাদেশ ২০২১ সালে শ্রীলঙ্কাকে তিন কিস্তিতে ঋণ দিয়েছিল। ওই বছরের ১৯ আগস্ট প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার, এর ১১ দিন পর দ্বিতীয় কিস্তিতে ১০০ মিলিয়ন ডলার এবং সেপ্টেম্বরে আরও ৫০ মিলিয়ন ডলার দিয়েছিল। ২০০ মিলিয়নের সুদসহ পুরো অর্থ পরিশোধ করেছে শ্রীলঙ্কা।

এর আগে, গত ২ সেপ্টেম্বর বাংলাদেশকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ফেরত দেয় শ্রীলঙ্কা। তার আগে ১৭ আগস্ট প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছিল দেশটি। মুদ্রা বিনিময় চুক্তির সময় শ্রীলঙ্কাকে তিন মাসের মধ্যে লন্ডন ইন্টারব্যাংক অফার রেট +২ শতাংশ সুদ হারসহ ঋণ পরিশোধের কথা ছিল।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিতিশীলতায় শ্রীলঙ্কা একটি দারুণ উদাহরণ হতে পারে। কারণ দেশটি এখন তাদের সংকটময় পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াচ্ছে।

প্রসঙ্গত, মাত্র এক বছর আগে শ্রীলঙ্কা তাদের ইতিহাসে চরম অর্থনৈতিক সংকটে পড়েছিল এবং গত বছরের সেপ্টেম্বরে দেশটির মূল্যস্ফীতি ছিল ৬৯ দশমিক ৮ শতাংশ। কিন্তু, চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি হয় ৬ দশমিক ৩ শতাংশ, যা জুনের ১২ শতাংশের চেয় অনেক কম।

স্টকমার্কেটবিডি.কম////

২০ বিলিয়নের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৫ কোটি ডলার। গত ২০ দিনের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ১ দশমিক ৬২ বিলিয়ন বা ১৬২ কোটি মার্কিন ডলার।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ চিত্র দেখা যায়।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত ৩১ আগস্ট রিজার্ভ ছিল ২ হাজার ৩০৬ কোটি ৯৫ লাখ ডলার। যা এখন কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৫ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, চলতি সেপ্টেম্বর মাসে জুলাই-আগস্ট মাসের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ব্যয় পরিশোধে ১৩১ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমে এসেছে। এ ছাড়া বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস প্রবাসী আয়ের প্রবাহ কমে এসেছে।

স্টকমার্কেটবিডি.কম////

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস; ২য় প্রভাতী ইন্সুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১২৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১২০ কোটি ৫৬ লাখ টাকার।

প্যারামাউন্ট ইন্সুরেন্স লিমিটেডের ১০৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন হাউজিংয়ের ১০৩ কোটি ১১ লাখ, ইউনিক হোটেল এন্ড রিসোর্টের ১০২ কোটি ৫০ লাখ, জেমিনী সী ফুডের ১০১ কোটি ৪৫ লাখ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৯২ কোটি ৭৭ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্সের ৮৯ কোটি ৯৩ লাখ, রিপাবলিক ইন্সুরেন্সের ৮৬ কোটি ৩ লাখ ও এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮৪ কোটি ২৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ডিএসইতে ৫ দিনে মূলধন বেড়েছে ৩,১৬৮ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৩,১৬৮ কোটি টাকা বেড়েছে। এই সপ্তাহে সেখানে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে ৩৯.৮১ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৪ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৬৪ কোটি টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩৯.৮১ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে দিনের গড় লেনদেন ৮০০ কোটি টাকার হয়েছে। আগের সপ্তাহে এই লেনদেন হয়েছিল ৫৭২ কোটি ৮৮ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৩৯.৮১ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১১.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৪৬ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৪.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৪ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৯২টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৬টির শেয়ার ও ইউনিটের দর। আর ২২টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৫ হাজার ৯৩৩ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৯ হাজার ১০১ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৩,১৬৮ কোটি টাকা বা ০.৪১ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু