ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধির তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষদ ও রসায়ন শিল্প খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২১ জুন এ শেয়ারের দর ছিল ১২৮.৮০ টাকা এবং গত রবিবার এ শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৪১.৭০ টাকা।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

বিশ্ববাজারে চালের দাম ১১ বছরের মধ্যে সর্বোচ্চ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারতে কৃষকদের অর্থসহায়তা বাড়ানোর উদ্যোগ নেওয়ায় বিশ্বব্যাপী চালের দাম ১১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চাল উৎপাদনে প্রতিকূল আবহাওয়া প্রভাব ফেললে দাম আরও বাড়বে।

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের চাল রপ্তানির ৪০ শতাংশেরও বেশি ভারত থেকে আসে। ২০২২ সালে দেশটি ৫৬ মিলিয়ন টন চাল রপ্তানি করেছে। তবে, প্রতিকূল আবহাওয়ার কারণে ‍উৎপাদন কমে যাওয়ায় ভারত থেকে চাল রপ্তানি কমতে পারে। পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে চালের রপ্তানি কমলে এই খাদ্যপণ্যের দাম আরও বাড়বে।

স্টকমার্কেটবিডি.কম/////

শেয়ারবাজারে সরকারি বন্ডের উন্নতি দেখতে চায় আইএমএফ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সেকেন্ডারি মার্কেটে সরকারি বন্ড উন্নয়নে কাজ করবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ ও বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি জানান, সরকারি বন্ড মার্কেটের উন্নয়নে কাজ করতে চায় আইএমএফ ও বিশ্বব্যাংক। গতকাল বুধবার তারা ঢাকায় এসেছেন। আজকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সরকারি বন্ড নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে আইএমএফের ৫ জন ও বিশ্বব্যাংকের ২ জন উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, সরকারি বন্ড নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গেও এই প্রতিনিধি দল বৈঠক করবেন। তাদের মূল লক্ষ্যই সেকেন্ডারি মার্কেটে সরকারি বন্ডের উন্নতি করা।

স্টকমার্কেটবিডি.কম/////

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস ; ২য় লুব-রেফ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৫৩ কোটি ৭৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৪৫ কোটি ২৭ লাখ।

মালেক স্পিনিং মিলস্‌ লিমিটেড ৪৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রূপালি লাইফ ইন্সুরেন্সের ২৬ কোটি, অলিম্পিক এক্সেসরিসের ১৯ কোটি ৩ লাখ, জেনারেসন নেক্সট ফ্যাশানসের ১৮ কোটি ১১ লাখ, খান ব্রাদাস্‌ পি.পি. ওভেনের ১৭ কোটি ৮৬ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৬ কোটি ৫৩ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ১৩ কোটি ৬৫ লাখ ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্‌ লিমিটেডের ১৩ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

বগুড়ার দইসহ জিআই পেল আরো চার পণ্য

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে স্বীকৃতি পেয়েছে আরো চারটি পণ্য। সেগুলো হলো—বগুড়ার দই, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা জাতের আম এবং শেরপুর জেলার তুলসীমালা ধান। এই চারটিসহ বাংলাদেশের মোট জিআই পণ্যের সংখ্যা দাঁড়াল ১৫টিতে।

গতকাল বুধবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) ডেপুটি রেজিস্ট্রার মো. জিল্লুর রহমান।

গত মাসের ২৬ জুন ডিপিডিটির সভায় পণ্যগুলোর জিআই অনুমোদন দেওয়া হয়।

ডিপিডিটি সূত্রে জানা গেছে, দেশে সর্বপ্রথম জিআই সনদ পায় জামদানি শাড়ি। এরপর ইলিশ মাছ, ক্ষীরশাপাতি আম, মসলিন কাপড়, বাগদা চিংড়ি, কালিজিরা চাল, বিজয়পুরের সাদা মাটি, রাজশাহীর সিল্কের শাড়ি, রংপুরের শতরঞ্জি ম্যাট, দিনাজপুরের কাটারিভোগ চাল, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম।

কোনো দেশের নির্দিষ্ট অঞ্চলের মাটি, পানি, আবহাওয়ার কারণে স্থানীয় জনগোষ্ঠী যদি বিশেষ কোনো পণ্য তৈরি করে, একই সঙ্গে সেই পণ্যটি যদি ওই এলাকার নির্দেশক হয় তাহলে তাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. ফু-ওয়াং ফুডস
  2. লূব রেফ বিডি
  3. মালেক স্পিনিং মিলস
  4. রূপালী লাইফ ইন্স্যুরেন্স
  5. অলিম্পিক এক্সেসরিস
  6. জেনারেশন নেক্সট ফ্যাশন
  7. খান ব্রাদার্স পিপি
  8. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
  9. সি পার্ল বিচ রিসোর্ট
  10. বিবিএস লিমিটেড।

দিনশেষে সূচকের মিশ্র অবস্থায় বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র অবস্থায় লেনদেন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩৩৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৯১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৯৯ কোটি ২৫ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮৯০ কোটি ৬৯ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৮টির আর দর অপরিবর্তিত আছে ১৭১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং ফুডস, লূব রেফ বিডি, মালেক স্পিনিং মিলস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক এক্সেসরিস, জেনারেশন নেক্সট ফ্যাশন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ও বিবিএস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭২০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৯৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ২২ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ২১ কোটি ৪৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লূব রেফ বিডি ও অলিম্পিক এক্সেসরিস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

পাইওনিয়ার ইন্সুরেন্সের নগদ লভ্যাংশ বিতরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পাইওনিয়ার ইন্সুরেন্স লিমিটেডের গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমানিটি গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২২ অর্থবছরে ঘোষিত নগদ লভ্যাংশটি নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।

আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেবিডি.কম/রাজু

সেনা কল্যাণ ইন্সুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১২ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির ৩০ জুন, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মহাখালীতে বিমাটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

৩০০ টাকার আদা এখন ১৮০

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পাইকারিতে আদার বিক্রি ও দামে ধস নেমেছে। কোরবানি ঈদের আগে যে আদা নিয়ে হৈচৈ চলছিল, বাজারে অস্থিরতা বিরাজ করছিল, এখন সেই একই আদার ক্রেতা মিলছে না বাজারে। আর খাতুনগঞ্জের আড়তে পাইকারিতেই ঈদের আগে কেজি ৩০০ টাকায় ছিল আদা; এখন সেটি ১৮০ থেকে ২২০ টাকায় নেমেছে। ব্যবসায়ীরা বলছেন, তিন কারণে আদার দামে ধস নেমেছে।

একটি হচ্ছে, কোরবানি ঈদের পরে চাহিদা ব্যাপকভাবে কমেছে, দ্বিতীয়ত আমদানি বেড়েছে, তৃতীয়ত দাম আরো কমবে এই শঙ্কায় বিক্রিও কমেছে।
জানতে চাইলে টেকনাফ স্থলবন্দরের আমদানিকারক জারিফ ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মনজুর মোরশেদ বলেন, ‘বিপুল আদা এসেছে মিয়ানমার থেকে। আরো আসছে। সেই সঙ্গে গতকাল বুধবার থেকে বেসরকারি এবি ব্যাংক আদা আমদানিতে ড্রাফট সুবিধা বাড়িয়ে সাতটিতে উন্নীত করেছে।

অর্থাৎ এখন ২১ হাজার ডলারের পণ্য আমদানি করা যাচ্ছে। সরকারি সোনালী ব্যাংকও যদি ড্রাফট সুবিধা চালু করত তাহলে আমদানি আরো বাড়ত। সরবরাহ বাড়লে দামও কমে আসত। জানা গেছে, খাতুনগঞ্জের পাইকারি বাজারে গতকাল তিন দেশের আদা বিক্রি হয়েছে।

এর মধ্যে মিয়ানমারের আদা কেজি ১৮০ থেকে ২২০ টাকা, ইন্দোনেশিয়ার আদা ১৮০ থেকে ২০০ টাকা আর ভিয়েতনামের আদা ১৯০ থেকে ২২০ টাকায়।

অথচ কোরবানি ঈদের আগেও আদার দাম আড়তে ৩০০ টাকা ছাড়িয়েছিল। দাম ক্রমাগত বাড়তে থাকায় ব্যবসায়ীদের শঙ্কা ছিল কোরবানি ঈদ ঘিরে দাম আরো চড়া হবে। কিন্তু বিভিন্ন দেশ থেকে আমদানি বেড়ে বাজারে পৌঁছে যাওয়ায় দাম আরো বাড়ার সুযোগ হয়নি। খাতুনগঞ্জের আড়তদার মোহাম্মদ ইদ্রিস কালের কণ্ঠকে বলেন, ‘ঈদের আগে আদা নিয়ে যে হৈচৈ ছিল এখন তার উল্টো।

স্টমার্কেটবিডি.কম///