কুইন সাউথের ৬ মাসে ইপিএস ৪৩ পয়সা

qstml logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের ২য় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৩ টাকা । সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৩৪ টাকা। এ হিসাবে চলতি বছরে কোম্পানির আয় বেড়েছে ।

এ সময় কোম্পানিটি কর পরিশোধ করার পর মুনাফা হয়েছে ৩.৬৫ কোটি টাকা। যা আগের বছরে ছিল ২.৫৬ কোটি টাকা।

৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৮৬ টাকা। আর

এ সময় কোম্পানিটির কর পরিশোধ করার পর মুনাফা হয়েছে ৭.৫৩ কোটি টাকা। যা আগের বছরে ছিল ৬.২৪ কোটি টাকা।

চলতি বছরের ৩০ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৮৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এ্যাডভেন্ট ফার্মার আইপিও লটারী ড্র মঙ্গলবার

adventনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের জন্য সদ্য আইপিও অনুমোদন পাওয়া এ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের লটারী ড্র আগামীকাল ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন সকাল ১০ টায় রমনায় ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন ১১ হতে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত জমা নেওয়া হয়েছে।

এর আগে ৬২২তম সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।

জানা যায়, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। আর উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মান এবং আইপিওর খরচ বাবদ ব্যয় করবে।

এদিকে, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৪৫ পয়সা। এছাড়া, বিগত চার বছরের অার্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে ৯১ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং সিএপিএম এ্যাডভাইজরি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

ফুড-এগ্রোক্যাম-পোল্ট্রি এক্সপো শুরু ২১ মার্চ

indexস্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকায় ফুড অ্যান্ড এগ্রো, এগ্রোক্যাম এবং পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৮ শুরু হবে আগামী ২১ মার্চ।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চার দিনব্যাপী এ এক্সপোর আয়োজন করেছে সেমস গ্লোবাল।

সোমবার (১২ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেমস-এর গ্রুপ প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম।

তিনি বলেন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, আমেরিকা, শ্রীলংকা, চীন, রাশিয়া, ভিয়েতনাম, ভারত ও বাংলাদেশের খাদ্যপণ্য, কৃষিজাত উপকরণ উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রায় ১৩০টি প্রতিষ্ঠান ১৮০টি স্টলের এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেবে। সেখানে খাদ্যপণ্য, পানীয়, কৃষিজাত পণ্য, পোল্ট্রি পণ্য, বিভিন্ন ধরনের কৃষি উপকরণ, পণ্য প্রক্রিয়াজাতকরণ মেশিনারিজ, রাসায়নিক উপকরণসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদর্শন করা হবে।

প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক, টিএম জাহিদ হোসেন, তানভীর কামরুল ইসলাম, নাঈম শরিফ প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

নতুন বাজেট হবে ৪ লাখ ৭৫ হাজার কোটি টাকা

Muhitস্টকমার্কেটবিডি ডেস্ক :

আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের আকার চার লাখ ৬০ হাজার কোটি টাকা থেকে চার লাখ ৭৫ হাজার কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সম্প্রতি এক প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী বলেন, ‘এ বছর নির্বাচনী বছর। প্রতিবার যে ধরনের উচ্চাভিলাষী বাজেট দেওয়া হয়, এবার হয়তো তা থাকবে না। বলা যেতে পারে বাজেট উচ্চাভিলাষী হবে না। আগের বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারের বাজেট দেওয়া হবে।’ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় টিআর-কাবিখা বন্ধ করে দেওয়া উচিত বলেও মত দেন অর্থমন্ত্রী। এটি হবে বর্তমান সরকারের শেষ বাজেট।

প্রতিবারের ধারাবাহিকতা এবারও বাজেট তৈরির আগে বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক শুরু করেছেন অর্থমন্ত্রী। গতকাল বৈঠক ছিল অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সঙ্গে। গতকালের প্রাক-বাজেট আলোচনায় নির্বাচনকে সামনে রেখে আগামী বাজেট সাজানোর প্রস্তাব করেছেন সংসদ সদস্যরা। সাধারণ জনগণের উপকারে বেশি বেশি উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

এ জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বাড়ানো, স্কুল-কলেজের উন্নয়ন, স্বাস্থ্যসেবা সহজ করা, সড়ক অবকাঠামো উন্নয়নের প্রস্তাব করেছেন। চালের দাম কমানোর জোর প্রস্তাব করেছেন কয়েকজন এমপি। এ জন্য কৃষকদের প্রয়োজনে ভর্তুকি দেওয়ারও সুপারিশ করেছেন তাঁরা। পাশাপাশি সরকারি কর্মকর্তা ও ঠিকাদারদের দুর্নীতি বন্ধ, ব্যাংক ব্যবস্থায় সুশাসন, সুদহার কমানোরও পরামর্শ এসেছে।

একই সঙ্গে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ব্যবস্থা বন্ধ করে চলতি বাজেটেই থোক বরাদ্দ বাড়ানোরও দাবি করেছেন এমপিরা।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

‘বাংলাদেশের জনশক্তি ও সিঙ্গাপুরের পুঁজি যৌথভাবে কাজে লাগালে উভয়ই লাভবান হবে’

fe3af46fee14a3ec1149e6d6fe9f16a2-5aa6354fa7c20স্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য কাজ করার উপযুক্ত পরিবেশ সৃষ্টির জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারলে বাংলাদেশের বিপুল পরিমাণ জনশক্তি এবং সিঙ্গাপুরের পুঁজি কাজে লাগিয়ে দুই দেশই আরও লাভবান হতে পারবে।’

সোমবার সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ভবন ইস্তানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লং মধ্যাহ্নভোজের আয়োজন করেন। এতে অংশ নিয়েই তিনি এসব কথা বলেন। চারদিন সফরে বর্তমানে সিঙ্গাপুরে আছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আপনাদের আছে পুঁজি, আধুনিক প্রযুক্তি আর জ্ঞান। আর আমাদের (বাংলাদেশ) আছে বিপুল জনশক্তি। আমাদের মোট জনসংখ্যার বড় একটি অংশ তরুণ এবং শিক্ষিত। বিষয়গুলো যৌথভাবে কাজে লাগাতে পারলে দুই দেশই আরও লাভবান হতে পারে। আশা , সিঙ্গাপুরে এমনই একটি পরিবেশ সৃষ্টি করবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কর্মীদের জন্য সিঙ্গাপুর একটি আকর্ষণীয় গন্তব্য। আমি আশা করি সিঙ্গাপুর সরকার তাদের জন্য সম্মানজনক একটি কর্মপরিবেশ দেবে।’

তিনি আরও বলেন, ১৯৭২ সালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সূচনা হওয়ার পর থেকেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রয়েছে। এই সম্পর্ক গড়ে উঠেছে অতীত ইতিহাস, অভিন্ন দৃষ্টিভঙ্গি ও অর্থনৈতিক সহযোগিতার ওপর ভিত্তি করে।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে এক লাখ ৬০ হাজারের বেশি বাংলাদেশি সিঙ্গাপুরে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। এর মধ্যে ৩০ হাজার বাংলাদেশি কাজ করেন জাহাজ নির্মাণ শিল্পে।

এই মধ্যাহ্ন ভোজে অংশ নেওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব এবং প্রধানমন্ত্রী লি সিয়েন লোংয়ের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। পরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ এবং বিমান চলাচলে সহযোগিতার বিষয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (১৩ মার্চ) সকালে প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের বিশ্ব ঐতিহ্য স্থান বোটানিক্যাল গার্ডেনে যাবেন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে একটি অর্কিডের নামকরণ করা হবে। পরে তিনি সাংগ্রিলা হোটেলে বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরামের গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। সোমবার (১২ মার্চ) শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দেওয়া এক মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

এর আগে, রবিবার (১২ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সকাল সাড়ে ৮টায় ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিঙ্গাপুরের স্থানীয় সময় রবিবার দুপুর আড়াইটার দিকে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি। এ সময় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির পরিবেশ, পানিসম্পদ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে সিনিয়র মন্ত্রী ড. অ্যামি খর এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান। খবর বাসস।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

  1. মুন্নু সিরামিক্স
  2. ড্রাগন সোয়েটার
  3. গ্রামীন ফোন
  4. স্কয়ার ফার্মা
  5. এ্যাপেক্স ফুটওয়্যার
  6. মার্কেন্টাইল ব্যাংক
  7. ইউনিক হোটেল
  8. ইফাদ অটোস
  9. ফরচুন সুজ
  10. লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

ডিএসই ও সিএসইতে লেনদেন বাড়লেও সূচক কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ২৯৮ কোটি টাকা। যা আগের লেনদেনের চেয়ে অনেক বেড়েছে। এদিন লেনদেন বাড়লেও সূচক কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৮ কোটি ২৪ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ২৩৬ কোটি ৭৩ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৭.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৮.৭৩ পয়েন্ট কমে অবস্থান করে ২১০৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৩ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩০ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৭৩ টির। আর দর অপরিবর্তিত আছে ৩০টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মুন্নু সিরামিক্স, ড্রাগন সোয়েটার, গ্রামীন ফোন, স্কয়ার ফার্মা, এ্যাপেক্স ফুটওয়্যার, মার্কেন্টাইল ব্যাংক, ইউনিক হোটেল, ইফাদ অটোস, ফরচুন সুজ ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫১.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৬৩৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ১৯১টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৫টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ৪৭ কোটি ৩৫ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ১২ কোটি ৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীন ফোন ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মঙ্গলবার স্পট মার্কেটে যাবে লিগ্যাসি ফুটওয়্যার

spotস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড ১৩ মার্চ, মঙ্গলবার স্পট মার্কেট যাবে। লেনদেন চলবে ১৪মার্চ, বুধবার পযর্ন্ত। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায় , কোম্পানিটি আগামী ১৩ ও ১৪ মার্চ অর্থাৎ মঙ্গলবার ও বুধবার দুই দিন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। আগামী ১৫ মার্চ, বৃহস্পতিবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়ছে।

আর রেকর্ড ডেটের কারণে কোম্পানিটি আগামী ১৫ মার্চ লেনদেন স্থগিত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন শুরু মঙ্গলবার

Reliance-Insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের ১৩ মার্চ, মঙ্গলবার শেয়ার লেনদেন শুরু হবে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, আজ ১২ মার্চ, সোমবার কোম্পানির বিশেষ সাধারন সভা (ইজিএম) রের্কড ডেট ছিল। আর এ কারণে কোম্পানিটি লেনদেন বন্ধ রাখে ।

আগামীকাল ১৩ মার্চ, মঙ্গলবার থেকে কোম্পানির যথা নিয়মে শেয়ার লেনদেন চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ড্রাগন সোয়েটারের ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

dragonস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং লিমিটেডের একজন স্পন্সর পরিচালক ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কামরুস সোবহান নামে এই স্পন্সর পরিচালক কোম্পানিটির ২০ লাখ শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ৩,১২,২৩,১৮৫টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই স্পন্সর পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম