সেরা অভিজ্ঞতা প্রদানে স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এম০২এস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রাহকদের ডিভাইস ব্যবহারের সেরা অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে স্যামসাং বাংলাদেশ বাজারে নিয়ে এসেছে বাজেটবান্ধব স্মার্টফোন গ্যালাক্সি এম০২এস। ডিভাইসটি দারাজ বাংলাদেশে মাত্র ১২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। সাথে থাকছে মূল্যছাড় এবং ইএমআই সুবিধা।

স্যামসাং গ্যালাক্সি এম০২এস-এর বিশাল ৬.৫ ইঞ্চি এইচডি+ ইনফিনিটি-ভি ডিসপ্লে এবং ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহারকারীদের বিনোদন উপভোগের মাত্রা অনেকাংশে বাড়িয়ে তুলবে। সাউন্ডের সেরা অভিজ্ঞতা প্রদানে এতে করা হয়েছে ডলবি অ্যাটমস।

ব্যবহারকারীদের প্রিয় মুহূর্তগুলো দক্ষতার সাথে ক্যামেরায় বন্দি করতে এবং ছবিতে লাইকের সংখ্যা বাড়াতে স্মার্টফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এর প্রাইমারি সেন্সর ১৩ মেগাপিক্সেলের আর প্রতিটি ম্যাক্রো ক্যামেরা ২ মেগা পিক্সেলের। অসাধারণ সেলফির জন্য ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৫ মেগাপিক্সেল সেন্সর। এছাড়াও, ব্যবহারকারীরা ছবিতে সৃজনশীল উপায়ে এআর ইমোজি, স্টিকার এবং স্ট্যাম্প ব্যবহার করতে পারবেন।

ডিভাইসটিতে রয়েছে ৪ জিবি র্যা ম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই বিশাল স্টোরেজ আর পারফরমেন্স গ্রাহকদের ফোনের জায়গা পূর্ণ হয়ে যাওয়ার চিন্তা ছাড়াই বিপুল পরিমাণ কনটেন্ট স্টোরেজে সহায়তা করবে। চমকপ্রদ পারফরমেন্স এবং শক্তিশালী ব্যাটারি ব্যবহারকারীদের ডিভাইসটি অনায়াসে ও বিরামহীনভাবে চালাতে এবং সর্বাধিক গেমিং টাইম নিশ্চিত করতে সহায়তা করবে। এছাড়াও, ডিসকর্ডের সাহায্যে গেমাররা অন্য প্লেয়ারদের সাথে ভয়েস চ্যাটের মাধ্যমে দ্রুত যোগাযোগ করতে পারবেন।

স্যামসাং গ্যালাক্সি এম০২এস কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০, অক্টা কোর ১.৮ গিগাহার্টজ দ্বারা চালিত এবং এতে রয়েছে অ্যাড্রেনো ৫০৬ গ্রাফিক্স প্রসেসিং। গ্রাহকরা দারাজ বাংলাদেশ থেকে ৫০০ টাকা ছাড়ে স্যামসাং গ্যালাক্সি এম০২এস কিনে এই সকল অসাধারণ ফিচার সহজেই উপভোগ করতে পারবেন। এছাড়াও, গ্রাহকরা দারাজ বাংলাদেশ থেকে ডিভাইসটি কিনলে ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘বৈশ্বিক মহামারি বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তির, বিশেষ করে স্মার্টফোনের ব্যবহার আরও বাড়িয়ে তুলেছে। তাই, যারা ডিজিটাল প্রযুক্তি গ্রহণ করতে আগ্রহী সেসব গ্রাহকদের জন্য এই দুর্দান্ত এবং সাশ্রয়ী মূল্যের ডিভাইসটি আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

স্টকমার্কেটবিডি.কম/

রাজশাহীতে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজশাহীতে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে নগর ভবনের গ্রিন প্লাজায় ফিতা, কেক কেটে ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

৪ মার্চ থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় তরুণ-তরুণীদের ২৮টি স্টলে বিভিন্ন পণ্যের স্থান পেয়েছে।

‘রাজশাহীর উদ্যোক্তা’ নামক ফেসবুক গ্রুপ এ মেলার আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, করোনা ভাইরাস সংক্রমণের আগে আমরা বিভিন্ন মেলার আয়োজন করেছি। করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পর প্রথমবারের মতো এ মেলার আয়োজন করেছে রাজশাহীর উদ্যোক্তারা।

এখানে তরুণ উদোক্তারা বিশেষ করে নারী উদ্যোক্তারা তাদের পণ্য মানুষের সামনে উপস্থাপন করেছে। মেলায় মহানগরবাসী আসবেন, পণ্য কিনবেন। এর মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। তিনি মেলার সফলতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক রাজশাহীর উপ-মহাব্যবস্থাপক জাফর বায়েজীদ, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মনিরুজ্জামান মনি, আল আকসা ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী।

স্টকমার্কেটবিডি.কম/

হিলি স্থলবন্দর দিয়ে আবার পিয়াজ আমদানি শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দীর্ঘ এক মাস পর আবারো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পিয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভারত থেকে পিয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়।

আমদানিকারকরা জানান, ভারত সরকার পিয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর চলতি বছর জানুয়ারী মাসে পিয়াজ আমদানি শুরু হয়। কিন্তু দেশে ভরা মওসুমে পিয়াজ আমদানি করে বড় ধরনের লোকসান গুনতে হয়। তাই ২৭ জানুয়ারি থেকে পিয়াজ আমদানি বন্ধ করে দেয় সকল ব্যবসায়ী।

বর্তমানে দেশের বাজারে দেশীয় পিয়াজের সরবরাহ কমে যাওয়ায় দীর্ঘ এক মাস পর আবারো পিয়াজ আমদানি করেছি। আমদানিকৃত এসব পিয়াজ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। তবে আমদানিকৃত পিয়াজের দাম ভালো পেলে আমদানি স্বাভাবিক থাকবে। প্রতি কেজি পিয়াজ বিক্রি হয়েছে ৩০ টাকা কেজি দরে।

উল্লেখ্য, হিলি কাষ্টমসের তথ্য মতে, বৃহস্পতিবার ভারতীয় একটি ট্রাকে ৩০ মেট্রিক টন পিয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে। এদিকে, নতুন করে ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানির অনুমতি পেয়েছেন ১০ আমদানিকারক। হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রæপের সভাপতি হারুন উর রশিদ হারুন বিষয়টি নিশ্চিত করেন। অনুমোদিত ১০ প্রতিষ্ঠান এবার নতুন করে ৩০ হাজার টন চাল আমদানি করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

পোশাক খাতে আরও ৫ হাজার কোটি টাকা চায় মালিকরা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের রপ্তানিযোগ্য তৈরি পোশাক শিল্প শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধের জন্য আগামী ঈদের আগে আরও ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণের দাবি জানানো হয়েছে।

পোশাক খাতের মালিকদের তিন সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এ দাবি জানায়।

বৃহস্পতিবার (৪ মার্চ) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, করোনার কারণে তৈরি পোশাক শিল্পে যে ধাক্কা লেগেছে তা কাটিয়ে উঠতে দুই ঈদ পর্যন্ত নতুন করে আরও ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ প্রয়োজন হবে। এছাড়া, পোশাক খাতের বর্তমান অবস্থা কাটিয়ে উঠতে উদ্যোক্তাদের ঋণের কিস্তি পরিশোধে দীর্ঘমেয়াদী সুযোগ দেওয়া প্রয়োজন।

এদিকে, ৩ মার্চ বিকেএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ঋণ প্রণোদনা প্যাকেজ এবং আগের প্রণোদনা ঋণ প্যাকেজের পরিমাণ এক করে উদ্যোক্তাদের ১৮ মাসের পরিবর্তে কমপক্ষে ৩৬ মাসের কিস্তি পরিশোধের সময় দিতে হবে। এতে পোশাক খাত আবার ঘুরে দাঁড়াতে পারবে। অন্যথায় এই শিল্পের ওপর নির্ভরশীল ৪৫ লাখ মানুষ এবং পরোক্ষভাবে দুই কোটি মানুষের জীবন-জীবিকা ও দেশের সার্বিক অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়বে।

করোনা পরিস্থিতিতে পোশাক শিল্প খাতে যে অবস্থা তৈরি হয়েছে তা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা পাওয়ার লক্ষ্যে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিকেএমইএ’র সদস্যদের নিয়ে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

দ:এশিয়ায় অর্থনৈতিক শক্তি হিসেবে দাঁড়াচ্ছে বাংলাদেশ: ওয়াল স্ট্রিট জার্নাল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত সপ্তাহে বাংলাদেশ অর্থনৈতিক একটি মাইলফলক অর্জন করেছে। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য সুপারিশ করেছে। স্বাধীনতার পর প্রায় ৫০ বছর বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর এই উপ-বিভাগে (সাব-গ্রুপ) ছিল।

এ ঘটনাকে বাংলাদেশের জন্য বড় অর্জন হিসেবে আখ্যা দিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। দক্ষিণ কোরিয়া, চীন ও ভিয়েতনামের উন্নয়নের সঙ্গে বাংলাদেশের মিল আছে উল্লেখ করে সংবাদমাধ্যমটিতে প্রকাশিত ‘বাংলাদেশ ইজ বিকামিং সাউথ এশিয়াস ইকোনমিক বুল কেস’ শীর্ষক এক নিবন্ধে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া, চীন ও ভিয়েতনামে সফল যেসব উন্নয়ন মডেলের মাধ্যমে বড় ধরনের অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, সেদিক থেকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নাম উল্লেখযোগ্য। স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার ক্ষেত্রে রপ্তানিমুখী উন্নয়ন বর্তমানে সবচেয়ে কার্যকর। আর বাংলাদেশে এই কাজটি হয়েছে খুব ভালোভাবে।

গত এক দশকে ডলারের হিসেবে বাংলাদেশের রপ্তানি বেড়েছে প্রায় ৮০ শতাংশ। মূলত তৈরি পোশাক খাতের মাধ্যমে এই অগ্রগতি। বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্পখাত। অন্যদিকে, বাংলাদেশের প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান রপ্তানিতে তুলনামূলক অনেকটা পিছিয়ে পড়েছে।

২০১১ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল ভারতের চেয়ে ৪০ শতাংশ কম। কিন্তু গত বছর বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যায়। করোনা মহামারির কারণে ভারতের অর্থনীতিতে মন্দা দেখা দেওয়ায় এমনটা ঘটেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অবশ্য পূর্বাভাস দিয়েছে, এই ব্যবধান কম-বেশি এমনই থাকবে।

বাংলাদেশের উন্নয়নের পেছনে আরও কিছু কারণ আছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের নিবন্ধে বলা হয়েছে। সেগুলো হলো- সংখ্যাগরিষ্ঠ তরুণ জনগোষ্ঠী, প্রতিযোগিতামূলক মজুরি, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় শ্রমবাজারে শক্তিশালী ও ক্রমবর্ধমান হারে নারীদের অংশগ্রহণ।

বাংলাদেশের এই উন্নয়ন ধারায় সম্ভাব্য কিছু বাধাও রয়েছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে। যেমন, ভিয়েতনাম ও কম্বোডিয়ার তুলনায় বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি কম। এই দুটি দেশের রপ্তানি গত ১০ বছরে যথাক্রমে তিন গুণ ও দ্বিগুণ হয়েছে। তবে ২০০০-এর দশকের প্রথম দিকে ভারতের রপ্তানি অনেক বাড়লেও একপর্যায়ে স্থবির হয়ে যায়। সুতরাং এটা মনে রাখতে হবে, ক্রমাগত ঊর্ধ্বমুখী প্রবণতার নিশ্চয়তা সবসময় থাকবে না।

নিবন্ধে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের জন্য এখন পরবর্তী ধাপ হবে উচ্চমূল্যেও রপ্তানিপণ্য উৎপাদন, যেমনটা করেছে ভিয়েতনাম। বাংলাদেশের রপ্তানি আয় এখন অতিমাত্রায় তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উৎপাদন সক্ষমতার সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৩টি দেশের মধ্যে ১০৮তম। অথচ ১৯৯৫ সালে বাংলাদেশের অবস্থান এর চেয়ে ভালো ছিল।

এ ছাড়া বাংলাদেশ এশিয়া অঞ্চলের প্রধান বাণিজ্য জোটগুলোর অন্তর্ভুক্ত নয়। বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান, রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনোমিক পার্টনারশিপ কিংবা কম্প্রিহেনসিভ অ্যান্ড প্রোগ্রেসিভ ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপের সদস্য নয়।

তাই বাংলাদেশকে আন্তঃএশিয়া সরবরাহ ব্যবস্থায় আরও বেশি যুক্ত হতে হবে। পূর্বাঞ্চলের প্রতিবেশীদের সঙ্গেও ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক তৈরি করতে হবে। আর এর জন্য বাংলাদেশের রপ্তানিমুখী উৎপাদন খাতে আরও বৈচিত্র্য আনার প্রয়োজন পড়বে।

নিবন্ধে বলা হয়েছে, এসব সীমাবদ্ধতা সত্ত্বেও এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ দেশটির উজ্জ্বলতর ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে বলেই ধরে নেওয়া যায়। দক্ষিণ এশিয়ায় যারা উন্নয়নে ভিন্ন পথ অবলম্বন করছে, তাদের জন্য এটা সতর্কবার্তা।

স্টকমার্কেটবিডি.কম/

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় বিমাটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ২০২১ সালের ২ মার্চ পর্যন্ত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা রেটিং।

স্টকমার্কেটবিডি.কম/বিএক্সপ্রেস ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

‘হ্যালো ওয়ালটন’ বললেই চালু হবে এসি

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানায় এসি সার্ভিস এক্সপার্টদের নিয়ে অনুষ্ঠিত দেশের সর্ববৃহৎ সম্মেলনে নতুন মডেলের অফলাইন ভয়েস কমান্ড প্রযুক্তির এসি উন্মোচন করেন প্রতিষ্ঠানটির পরিচালক এস এম মাহবুবুল আলম।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কথা বলেই নিয়ন্ত্রণ করা যাবে এসি। রিমোট ব্যবহারের আর প্রয়োজন পড়বে না। অফলাইন ভয়েস কমান্ড প্রযুক্তির ওই এসি বাজারে ছেড়েছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। ‘ওশেনাস সিরিজ’-এর ওই এসিতে ব্যবহৃত হয়েছে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি। আছে ইউভি (আল্ট্রা ভায়োলেট) কেয়ার, ফ্রস্ট ক্লিনসহ অত্যাধুনিক সব সুবিধা।

বৃহস্পতিবার (৪ মার্চ, ২০২১) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানায় এসি সার্ভিস এক্সপার্টদের নিয়ে অনুষ্ঠিত দেশের সর্ববৃহৎ সম্মেলনে নতুন মডেলের ওই এসি উন্মোচন করেন প্রতিষ্ঠানটির পরিচালক এস এম মাহবুবুল আলম। সম্মেলনে অংশ নিয়েছিলেন সারা দেশের সহ¯্রাধিক এসি সার্ভিস এক্সপার্ট।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার ও হুমায়ূন কবীর, ওয়ালটন এসির প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান, চিফ টেকনিক্যাল অফিসার ওয়াল্টার কিম, এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, উদয় হাকিম, ইউসুফ আলী, কর্নেল (অব.) শাহাদাত আলম, আমিন খান, মফিজুর রহমান, চিফ সার্ভিস অফিসার মুজাহিদুল ইসলাম, এসির চিফ অপারেটিং অফিসার সন্দীপ বিশ্বাস, গবেষণা ও উন্নয়ণ বিভাগের প্রধান আরিফুল ইসলাম প্রমুখ।

প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, অফলাইন ভয়েস কমান্ড এসি ইনস্টলেশনের পর পাওয়ার সংযোগ থাকা অবস্থায় ভয়েস কমান্ড দিয়ে পরিচালনা করা যাবে। বিদ্যুৎ সংযোগ থাকা অবস্থায় এসিটি স্ট্যান্ডবাই মোডে থাকবে। এ সময় ‘হ্যালো ওয়ালটন’ বললে এসিটির ‘একটিভ মোড’ অন হবে। এরপর ‘এসি স্টার্ট’ বললে এটি চালু হবে। এ সময় ব্যবহারকারী কথা বলে নির্দেশনা দিয়ে এসিটি পরিচালনা করতে পারবেন। নির্দিষ্ট তাপমাত্রা সেট করতে ‘কুল মোড’ কমান্ড দিয়ে কাক্সিক্ষত তাপমাত্রা বলতে হবে। যেমন ‘টুয়েন্টি ডিগ্রি’ বললে এসিটি তাপমাত্রা ২০ ডিগ্রিতে সেট হবে।। এসি বন্ধ করতে ‘এসি অফ’ বলতে হবে।

উল্লেখ্য, ১০ সেকেন্ড কোনো কমান্ড না দিলে এসিটি ‘স্ট্যান্ডবাই মোড’-এ চলে যাবে। এক্ষেত্রে পুনরায় ‘হ্যালো ওয়ালটন’ বলে ‘একটিভ মোড’ অন করতে হবে। একটি কমান্ড দেয়ার ৩ সেকেন্ড পর আরেকটি কমান্ড দেয়া যাবে।

এর ইউভি (আল্ট্রা ভায়োলেট) কেয়ার প্রযুক্তি ঘরের বাতাসে ছড়িয়ে থাকা ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করবে। ফ্রস্ট ক্লিন প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে এসির অভ্যন্তরে জমা বরফ গলিয়ে বাইরে বের করে দেবে। ফলে এই এসি ব্যবহার ও রক্ষণাবেক্ষণ হবে নির্ঝঞ্জাট।

ওয়ালটন এসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর রহমান বলেন, ২০১০ সাল থেকে বাংলাদেশে নিজস্ব কারখানায় এসি উৎপাদন শুরু করেন তারা। ওয়ালটনের রয়েছে দেশ-বিদেশের প্রকৌশলীদের নিয়ে গঠিত শক্তিশালী আরএন্ডডি (গবেষণা ও উন্নয়ণ) বিভাগ। যাদের নিয়মিত গবেষণায় একের পর এক অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারের এসি উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ক্রেতাদের জন্য ভয়েস কমান্ড এসি এনেছে ওয়ালটন।

ওয়ালটনের রয়েছে ১২ সিরিজের ৯৬ মডেলের এসি। এক, দেড় এবং দুই টনের স্পিøট এসির পাশাপাশি স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, হোটেলের মতো মাঝারি স্থাপনার জন্য ৪ ও ৫ টনের ক্যাসেট ও সিলিং টাইপ এসি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। বড় স্থাপনার জন্য ওয়ালটনের রয়েছে ভেরিয়্যাবল রেফ্রিজারেন্ট ফ্লো বা ভিআরএফ এবং চিলার ।

সম্প্রতি ইনভার্না সিরিজের সুপারসেভার মডেলের ইউরোপীয় স্ট্যান্ডার্ডের নতুন এসি বাজারে ছেড়েছে ওয়ালটন। যা দেশের সবচেয়ে বিদ্যুৎ সাশ্রয়ী শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পরীক্ষায় দেখা গেছে ইকো মুডে এক টনের ইনভার্না (সুপারসেভার) এসি চালালে প্রতি ঘন্টায় বিদ্যুৎ বিল আসে মাত্র ২ টাকা ৮৮ পয়সা।

ওয়ালটন কারখানায় সম্মেলনে অংশ নিয়েছিলেন সারা দেশের সহস্রাধিক এসি সার্ভিস এক্সপার্ট।

কর্তৃপক্ষ জানায়, অনলাইন অটোমেশনের আওতায় এসির গ্রাহকদের আরো সহজে দ্রুত বিক্রয়োত্তর সেবা দেয়ার লক্ষ্যে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনা করছে ওয়ালটন। এখন চলছে ক্যাম্পেইন সিজন ৯। এর আওতায় ওয়ালটন এসি কিনে গ্রাহকরা ২১ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ পাচ্ছেন। নগদ মূল্যের পাশাপাশি ওয়ালটন এসি কিস্তি এবং ইএমআই সুবিধায় কেনার সুযোগ রয়েছে। পাশাপাশি যে কোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ২৫ শতাংশ ছাড়ে গ্রাহকরা ওয়ালটনের নতুন এসি কিনতে পারছেন। আছে ফ্রি ইন্সটলেশন সুবিধা।

কর্তৃপক্ষ জানায়, ওয়ালটন এসি আইএসও-১৭০২৫ অনুসারে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পরে বাজারজাত করা হয়। তাই এসিতে এক বছরের রিপ্লেসমেন্টের পাশাপাশি ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা দিচ্ছে ওয়ালটন। ওয়ালটন এসি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে ওয়ালটনের রয়েছে ৭৬টি সার্ভিস সেন্টার। পাশাপাশি সার্ভিস পার্টনারদের মাধ্যমে দেশব্যাপী এসি গ্রাহকদের সেবা দিচ্ছে ওয়ালটন। এদিকে ওয়ালটনের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী এবং টেকনিশিয়ানগণ প্রতি ১০০ দিন পর পর এসি ক্রেতাদের ফ্রি সার্ভিস দিচ্ছেন।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে ৫৪ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ২০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩২ লাখ ৫৪ হাজার ১৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৪ কোটি ১৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।

বার্জার পেইন্টস ১৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

বিকন ফার্মা ১৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, বিডি থাই অ্যালুমিনিয়াম, বার্জার পেইন্টস, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, সিভিও পেট্রোকেমিক্যাল, জিবিবি পাওয়ার, আইএফআইসি ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, লিগ্যাসি ফুটওয়্যার, এমটিবি, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, রিপাবলিক ইন্স্যুরেন্স, রবি ও সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

কালো টাকা বিনিয়োগের সুযোগ বাড়ানো প্রস্তাব বিএমবিএর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে অপ্রদর্শিত আয় বা কালো টাকা বিনিয়োগের সুযোগ বাড়াতে চায় বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। এজন্য কর হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করতে চায় সংগঠনটি।

বৃহস্পতিবার (০৪ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির সভাপতি ছায়েদুর রহমান এ কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বর্তমানে কালো টাকা বিনিয়োগে ১০ শতাংশ হারে কর দিতে হচ্ছে। রাজস্ব বোর্ডের এই সিদ্ধান্তে শেয়াবাজারে বিনিয়োগ কিছুটা হলেও বেড়েছে। নির্ধারিত এই কর হার ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার প্রস্তাব এবং এর পাশাপাশি মেয়াদ আরও এক বছর (২০২১-২০২২ অর্থবছর) বাড়ানোর জন্য অনুরোধ করে সংগঠনটি।

আলোচনায় আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ও মার্চেন্ট ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের ও সংগঠনের পক্ষে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।

এছাড়া মার্চেন্ট ব্যাংকের কর্পোরেট কর হার ২৫ শতাংশ করা; লেনদেনের ওপর কর হার আগের অবস্থায় অর্থাৎ শূন্য দশমিক ১৫ শতাংশ হার নির্ধারণ করা; তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে গেট হার ১০ শতাংশ করা এবং তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে কর হার কমিয়ে ২০ শতাংশ করার সুপারিশ করেছে সংগঠনটি।

বর্তমানে মার্চেন্ট ব্যাংকগুলোর বৃহৎ কর হার ৩৭.৫০ শতাংশ। যা হতাশাজনক। বাংলাদেশে বর্তমানে ৬৩টি মার্চেন্ট ব্যাংক কর্মরত আছে। শেয়ারবাজারের ধীরগতি, কোভিড-১৯ ব্যবসার সীমাবদ্ধতা থাকায় বেশির ভাগ মার্চেন্ট ব্যাংক অপারেটিং চালানােই সম্ভব হচ্ছে না। এ অবস্থায় কর্পোরেট কর হার ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়।

সভায় এনবিআরের আয়কর নীতি’র সদস্য মো. আলমগীর হোসেন, শুল্ক ও ভ্যাট প্রশাসন বিভাগের সদস্য মো. সাইফুল ইসলাম, ভ্যাট নীতির সদস্য মো. মাসুদ সাদিকসহ বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের নেতারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৮৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ১০ কোটি ৬ লাখ ৯৯ হাজার ৯৪৭টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা রবি আজিয়াটা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৩ কোটি ৫৫ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড ৪৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেবিবি পাওয়ার, বিএটিবিসি, ওরিয়ন ফার্মা, লংকা বাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, বীকন ফার্মাসিউটিক্যালস ও লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/