পপুলার লাইফ ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ বিতরণ

populer lifস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৮ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ১০ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

অবৈধ চাল মজুদকারীদের গ্রেফতারের নির্দেশ

tofailনিজস্ব প্রতিবেদক :

অবৈধভাবে চাল মজুদকারীদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, প্রতিটি জেলা প্রশাসক ও পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে, যেন অবৈধভাবে চাল মজুদকারীদের প্রয়োজনে গ্রেফতার করা হয়।

রবিবার সচিবালয়ে অটোমিল মালিক অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, অবৈধভাবে মজুদকারীদের জন্য চালের দাম বাড়ছে। এজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। চালের অবৈধ মজুদ পেলেই মালিককে গ্রেফতার করতে হবে।

জানা গেছে, বৈঠকে চাল সংকট কাটাতে দেশের কোথায় এবং কোন গুদামে চাল মজুদ আছে সে বিষয়টি জানতে চান বাণিজ্যমন্ত্রী। একপর্যায়ে বাংলাদেশ রাইস মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক লায়েক আলীর নাম উঠে আসে। তাদের মধ্যে আব্দুর রশিদের বাড়ি কুষ্টিয়ায়। কুষ্টিয়া ও নওগাঁয় তার চালের মিল ও গুদাম আছে। সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনী তার গুদামে অভিযান চালিয়ে অতিরিক্ত চাল মজুদের প্রমাণ পায়। এসময় তাকে মাত্র ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি জানতে পেরে বাণিজ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে কুষ্টিয়ার এডিসি ও নওগাঁর ডিসি এবং দুই জেলার এসপির সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী তাদের বলেন, রশিদের মতো লোকরে কোন আইনে মাত্র ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি অতিরিক্ত চাল মজুদ করে যে অপরাধ করেছেন তাতে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা উচিত ছিল। এ মুহূর্তে আবারও তার গুদামে অভিযান চালান। সেখানে মজুদ করা অতিরিক্ত চাল ও ধান জব্দ করে তাকে গ্রেফতার করুন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

লেনদেনের শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

FIRSTSBANKস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিনে আজ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। আর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির ৭টিই ব্যাংকিং খাতের। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৩ হাজার ৬৩২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৪৬ কোটি ২৩ লাখ টাকা। সর্বোচ্চ দর ছিল ১৮ টাকা। সর্বনিম্ন দর ছিল ১৬.১০ টাকা। আর সর্বশেষ ১৭.৭০ টাকায় লেনদেন হয়।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির ২ হাজার ৪২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৪৩ কোটি ৬০ লাখ টাকা। সর্বোচ্চ ২৭ টাকা। সর্বনিম্ন দর ছিল ২৪.২০ টাকা। আর সর্বশেষ ২৭ টাকায় লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। এদিন কোম্পানিটির ২ হাজার ১৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৪০ কোটি ৪৪ লাখ টাকা। সর্বোচ্চ দর ছিল ৬৪.১০ টাকা। সর্বনিম্ন দর ছিল ৬২.৭০ টাকা। আর সর্বশেষ ৬৩.৯০ টাকায় লেনদেন হয়।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এ্যাগরো ডেনিম লিমিটেডের বাজার দর ২৮ কোটি ৩ লাখ টাকা, সিটি ব্যাংক ব্যাংক লিমিটেডের বাজার দর ২৫ কোটি ৯৬ লাখ, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের বাজার দর ২৩ কোটি ৫৩ লাখ, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বাজার দর ২৩ কোটি ১ লাখ টাকা, প্রাইম ব্যাংক লিমিটেডের বাজার দর ২১ কোটি ৮৬ লাখ টাকা, এক্সিম ব্যাংক লিমিটেডের বাজার দর ২১ কোটি ৬৫ লাখ টাকা ও সিএমসি কামাল টেক্সটাইল মিলস্ লিমিটেডের বাজার দর ২০ কোটি ৬৯ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া/মোদক.

প্রভাতী ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

provati-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে আরগাস ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেড (এসিআরসিএল)। সম্প্রতি এই রেটিং প্রকাশ করে আলফারের্টি। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমাটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ-’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ  ‘এসটি-২’ এসেছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যন্ত নিরীক্ষিত এবং ২য় প্রান্তিক অনিরীক্ষিত, হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

পদ্মা ইসলামী লাইফের বোর্ডসভা আহবান

padma lifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ডসভা আগামী ২৪ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির সর্বশেষ ৩১ ডিসেম্বর২০১৬  পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা দুই ৫০ মিনিটে পুরানা পল্টন, ঢাকা নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আর সর্বশেষ ২০১২ সালে কোম্পানিটি ৮ বোনাস শেয়ার ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

এ্যাপেক্স ফুটওয়ারের বোর্ডসভা ২৪ সেপ্টেম্বর

apex-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডের বোর্ডসভা আগামী ২৪ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির সর্বশেষ ১ জানুয়ারি ২০১৬ থেকে ৩০ জুন ২০১৭ পর্যন্ত ১৮ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

চামড়া শিল্প খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে তিনটায় গুলশান, ঢাকা নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এই বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ পর্যন্ত শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে। গত বছর ২০১৫ সালে কোম্পানিটি ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. ফার্স্ট সিকিউরিটি ব্যাংক
  2. আল-আরাফাহ্ ব্যাংক
  3. লংকাবাংলা ফাইন্যান্স
  4. এ্যাগরো ডেনিম
  5. সিটি ব্যাংক
  6. প্রিমিয়ার ব্যাংক
  7. মার্কেন্টাইল ব্যাংক
  8. প্রাইম ব্যাংক
  9. এক্সিম ব্যাংক
  10. সিএমসি কামাল।

ডিএসইতে লেনদেন ৮৩ কোটি বেড়েছে, সিএসইতে ২৮ কোটি টাকা

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় কোম্পানির শেয়ারদর কমলেও লেনদেন ৮৩ কোটি ৭৯ লাখ  টাকা বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১২০৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় কোম্পানির শেয়ারদর কমলেও লেনদেন ২৮ কোটি ৮৫ লাখ টাকা বেড়েছে। এদিন সেখানে লেনদেন হয়েছে ১৮৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়। ডিএসই সূত্রে জানা যায়, আজ রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে দিন শেষে ১২০৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবসের চেয়ে ৮৩ কোটি ৭৯ লাখ টাকা বেড়েছে। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৪২৪ কোটি ৩৬ লাখ টাকা।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.৬৬ পয়েন্ট বেড়ে পয়েন্টে অবস্থান করছে ৬২৪০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৬.৩১ বেড়ে ১৩৯১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ১.৪৩ বেড়ে ২২২৬ পয়েন্টে অবস্থান করছে। এদিনডিএসইতে লেনদেনকৃত ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৫২টির ও অপরিবর্তিত ছিল ৪১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, আল-আরাফাহ্ ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, এ্যাগরো ডেনিম, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক, এক্সিম ব্যাংক ও সিএমসি কামাল।

এদিকে, আজ রবিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৮৪ কোটি ১৭  লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবসের চেয়ে ২৮ কোটি ৮৫ বেশি। গত বৃহস্পতিবার এই লেনদেন ছিল ১৫৫ কোটি ৩২ লাখ টাকা ।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯৭.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৬৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সিআইবিএল ও সিঙ্গার বিডি।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

ডিএসই’র নোটিশের জবাব দিল খুলনা প্রিন্টিং

KPPL1স্টকমার্কেট ডেস্ক :

ঢাকা  স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সিএসই সূত্রে জানা যায়,  মাত্র ৫ দিনের ব্যধবানে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২২৮ শতাংশ। গত ১০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার দর ছিল ১০৩ টাকা। গত ১৪ সেপ্টেম্বর সর্বশেষ তা ৩৮৩ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি ১৩ সেপ্টেম্বর তা জানতে কোম্পানিটিকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় সিএসই।

এ সময় খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

রাজধানীতে সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি

vegetableনিজস্ব প্রতিবেদক :

রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। গত সপ্তাহের মতোই চলতি সপ্তাহে ৫০ টাকার নিচে কোনো সবজি নেই। শনিবার রাজধানীর রামপুরা ও মেরাদিয়া বাজার ঘুরে দেখা গেছে, পটল, করলা, ধুন্দল, ঢেঁড়স ও বেগুনসহ সব সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। জানা গেছে, কোরবানির ঈদের পরে বাজারে সবজির সরবরাহ কম থাকার অজুহাতে সব ধরনের সবজির দাম কেজিতে ৫ টাকা বেড়ে যায়। সরবরাহ সঙ্কট কাটিয়ে এখন বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমেনি।

খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারদের কাছ থেকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে। তাই তাদেরও চড়া দামে বিক্রি করতে হচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। ঢেঁড়স ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পটল, করলা, চিচিঙ্গা, বেগুনসহ সব ধরনের সবজির দাম ৫০ টাকার উপরে।

রামপুরা বাজারের সবজি বিক্রেতা শেখ রাসেল বলেন, পাইকারী বাজার থেকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

তিনি বলেন, প্রতিকেজি পটল ৬০ টাকা দরে বিক্রি করছি। শিম বিক্রি করছি ১০০ টাকা কেজি দরে। এছাড়া করলা, পটল, বরবটির দাম ৫৫ থেকে ৬০ টাকা।

এদিকে, প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায় এবং আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১১০ টাকায়।

মাংসের বাজার ঘুরে দেখা গেছে, মুরগি, গরু ও খাসির মাংসের দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ