এডিএনের কাট অফ প্রাইস ৩০ : সর্বোচ্চ ও সর্বনিম্ন দর ৪৫ ও ১৫ টাকা

adn-telecom-logo-transস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫৭ কোটি টাকা উত্তোলনের জন্য এডিএন টেলিকম লিমিটেডের বিডিং শেষ হয়েছে। বিডিং শেষ কাট অফ প্রাইস ৩০ টাকা নির্ধারণ হয়েছে। বিডিংয়ে সর্বোচ্চ দর প্রস্তাব এসেছে ৪৫ টাকা। আর সর্বনিম্ন দর এসেছে ১৫ টাকা।

আজ বৃহস্পতিবার বিকাল ৫ টায় বিডিংটা শেষ হয়।

বিডিংয়ে মোট ৬০০টি দর প্রস্তাব পড়েছে। আর সর্বোচ্চ ৪৫ টাকায় ২টি দর প্রস্তাব এসেছে।

এছাড়া ৪০ টাকায় ১০টি, ৩৮ টাকায় ২টি, ৩৭ টাকায় ২টি, ৩৬ টাকায় ৩টি, ৩৫ টাকায় ১৫টি, ৩৩ টাকায় ২টি, ৩২ টাকায় ৪টি, ৩১ টাকায় ৪টি দর প্রস্তাব এসেছে।

সবচেয়ে বেশি শেয়ারের দর প্রস্তাব এসেছে ৩০ টাকায়। এই দরে ২৫টি দর প্রস্তাব এসেছে।

এছাড়া ২৯ টাকায় ৪টি, ২৮ টাকায় ১৬টি, ২৭ টাকায় ১৭টি, ২৬ টাকায় ৭টি, ২৫ টাকায় ৮৮টি, ২৪ টাকায় ৯টি, ২৩ টাকায় ১৫টি, ২২ টাকায় ৪৪টি, ২১ টাকায় ৭টি, ২০ টাকায় ৭৯টি, ১৯ টাকায় ১২টি, ১৮ টাকায় ১৫টি, ১৭ টাকায় ১৬টি, ১৬ টাকায় ১৫৯টি ও ১৫ টাকায় ৪৪টি দর প্রস্তাব দিয়েছে বিডাররা।

বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত নন-স্টপ এই বিডিং চলবে।

কোম্পানিটি আইপিওর মাধ্যমে বাজার থেকে ৫৭ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এই টাকা দিয়ে কোম্পানিটি ভৌত কাঠামো উন্নয়ন, ডাটা সেন্টার স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য দাঁড়িয়েছে ১৬ দশমিক ১৩ টাকা। আর কর পরবর্তী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ দশমিক ৫২ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/বি

চট্টগ্রামে সিএসই’র ২৩তম এজিএম অনুষ্ঠিত

Press-AGM-640x360স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ২৩তম বার্ষিক সাধারণ সভা আজ ৮ নভেম্বর চট্টগ্রামে অবস্থিত সিএসই’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিএসই চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন।

বার্ষিক সাধারণ সভায় সিএসই’র পরিচালক মমতাজ উদ্দিন আহমেদ এফসিএমএ, প্রফেসর ড. আইয়ুব ইসলাম, প্রফেসর এস এম সালামত হোসেন ভূঁইয়া, মির্জা আসলামন ইস্পাহানি, প্রদীপ লাল এফসিএ, এফসিএমএ, মেজর (অব.) এমদাদুল ইসলাম, শাহজাদা মাহমুদ চৌধুরী, মো: ছায়েদুর রহমান, সাইফুর রহমান মজুমদার এফসিএ এফসিএমএ,ব্যবস্থাপনা পরিচালক, রাজিব সাহা এফসিএস, কোম্পানি সেক্রেটারি উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ ২০১৭-১৮ অর্থবছরের ৫ শতাংশ লভ্যাংশ প্রদানের জন্য অনুমোদন দেয়। শেয়ারহোল্ডারগণ ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: ছায়েদুর রহমানকে নতুন ডিরেক্টর হিসেবে নির্বাচিত করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

লভ্যাংশ কম দেওয়ায় সাবমেরিনের ক্যাটাগরি পরিবর্তন

bsclস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। আগামী ১১ নভেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড ২০১৮ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এ

প্যাসিফিক ডেনিমসের ১ম প্রান্তিক বোর্ড সভা আহবান

pacificস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২টায় ঢাকার গুলশানে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

৬ প্রতিষ্ঠানের ২ কোটি ৮৩ লাখ টাকার শুল্ক ফাঁকি

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শুল্ক মূল্যায়ন ও অডিট (সিভিএ) বিভাগ ৬টি প্রতিষ্ঠানে অডিট অনুসন্ধান করে ২ কোটি ৮৩ লাখ টাকার রাজস্ব ফাঁকির অনিয়ম পেয়েছে ।

প্রতিষ্ঠানগুলো হলো সোলাইমান প্রিন্টিং, ইউনিলিভার বাংলাদেশ, রিধিকা ট্রেডিং, অপশন প্লাস, এসআর ট্রেডিং ও এলজে এন্টারপ্রাইজের। এদের ১৮টি আমদানি চালানে শুল্ক ফাঁকির এই অনিয়ম পাওয়া যায়।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক, শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের কমিশনার ড. মইনুল খান বাসসকে জানান, এনবিআর নির্ধারিত ন্যুনতম মূল্য থেকে কম মূল্যে এবং জালিয়াতি করে সিপিসি পরিবর্তনের মাধ্যমে তারা এই রাজস্ব ফাঁকি দিয়েছে। এর অধিকাংশ চালান চীন থেকে আমদানি করা।

ফাঁকিকৃত এই রাজস্ব আদায়ের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
চট্টগ্রাম ও বেনাপোল কাস্টমস হাউস থেকে আমদাকিৃত পণ্য ছাড় করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফারইষ্ট নিটিংয়ের ১ম প্রান্তিক বোর্ড সভা ১৩ নভেম্বর

fekdilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ নভেম্বর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় ঢাকার গুলশানে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

ভিএফএস থ্রেডসের ১ম প্রান্তিক বোর্ড সভা ১৩ নভেম্বর

vfs_logo_2স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ভিএফএস থ্রেডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ নভেম্বর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় ঢাকার মিরপুরে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

  1. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  2. এসকে ট্রিমস
  3. ইনটেক লিমিটেড
  4. বিবিএস ক্যাবলস
  5. ভিএফএস থ্রেডস
  6. মুন্নু সিরামিকস
  7. সায়হাম কটন
  8. এ্যাডভেন্ট ফার্মা
  9. ইউনাইটেড পাওয়ার
  10. শাশা ডেনিমস লিমিটেড।

প্রিমিয়ার সিমেন্টের ১ম প্রান্তিক বোর্ড সভা আহবান

Premier_Cementস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ নভেম্বর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় ঢাকার কারওয়ানবাজারে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

ডিএসইতে ৫৯৩ ও সিএইসইতে ২৫ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৫৯৩ কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে সেখানে লেনদেন ও সূচকের উত্থান হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৭০ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৪৪০ কোটি ৩ টাকা। এ হিসাবে লেনদেন প্রায় আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৫৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২১০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৫৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৯টির। আর দর অপরিবর্তিত আছে ৪৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – শেফার্ড ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, ইনটেক লিমিটেড, বিবিএস ক্যাবলস, ভিএফএস থ্রেডস, মুন্নু সিরামিকস, সায়হাম কটন, এ্যাডভেন্ট ফার্মা, ইউনাইটেড পাওয়ার ও শাশা ডেনিমস লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৩.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১০১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৪৩ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছে ২১ কোটি ৯৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল খুলনা পাওয়ার ও সিলভা ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড