আমরা চিনিশিল্প বিক্রি করবো না: শিল্পমন্ত্রী

mojidস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন বলেছেন, ‘চিনিশিল্পকে লোকসান কাটিয়ে লাভজনক করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন, সেই নির্দেশ মোতাবেক শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের দক্ষ হয়ে সবার প্রচেষ্টায় চিনিকে লাভজনক শিল্পে পরিণত করতে হবে। কী কী কারণে চিনিশিল্পে লোকসান হচ্ছে, খতিয়ে দেখতে হবে। আমাদের অনেক কিছু আছে তা কাজে লাগিয়ে দিয়ে বিশ্ববাজারে টিকে থাকতে হবে।

চিনিশিল্পে অনেকের লোভ আছে, এটি সম্ভাবনাময় শিল্প। কিন্তু আমরা তা বিক্রি করবো না।’

শনিবার (৩১ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু অ্যান্ড কোং লিমিটেড চিনিকল পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

এসময় আরও ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, “প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর শিল্প, কল-কারখানায় আধুনিকতার ছোঁয়া লেগেছে।

তিনি বলেন, শ্রমিক যাতে চাকরি না হারায়, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদেশ থেকে যে ‘র’ সুগার আনা হতো, তার ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। এর কারণ, দেশীয় চিনিকল রক্ষা করা।”

স্টকমার্কেটবিডি.কম/বি

ভারতে ২৭টি ব্যাংক একীভূতকরণ করবে কেন্দ্রীয় ব্যাংক

IndiaModiStatementস্টকমার্কেটবিডি ডেস্ক :

ব্যাংক ব্যবস্থার আমূল সংস্কারের লক্ষ্যে ২৭টি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংককে একীভূত করে ১২টিতে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে ভারত সরকার।

পাহাড়সম ঋণের বোঝা নিয়ে ডুবন্তপ্রায় ব্যাংকিং খাতকে পুনর্গঠন করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ফেরাতে শুক্রবার সাংবাদিকদের সামনে মেগাপরিকল্পনা হাজির করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার গত সাড়ে ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এপ্রিল-জুন সময়ে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৫ শতাংশ হারে বেড়েছে, যা ২০১৩ সালের প্রথম প্রান্তিকের পর থেকে সর্বনিম্ন।

এমন পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর দ্বিতীয় দফার সরকারের ব্যাংক খাত সংস্কার ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম উদ্যোগ নেওয়া হলো।

ভারতের অর্থমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে রয়টার্স লিখেছে, “আমরা পরবর্তী প্রজন্মের ব্যাংক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি।”

মোট ২৭টির মধ্যে ১০টি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক চারটিতে একীভূত হচ্ছে জানিয়ে তিনি বলেন, ওরিয়েন্টাল ব্যাংক অব কমার্স ও ইউনাইটেড ব্যাংক নয়াদিল্লিভিত্তিক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একীভূত হচ্ছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) পর এটা হবে দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক।

দক্ষিণ ভারতের কানাড়া ব্যাংক ও সিন্ডিকেট ব্যাংক একীভূত হচ্ছে। মিশে যাচ্ছে ইউনিয়ন, অন্ধ্র ও কর্পোরেশন ব্যাংক। এলাহাবাদ ব্যাংকের সঙ্গে সংযুক্ত হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক।

অর্থসচিব রাজীব কুমারের বরাতে আনন্দবাজার লিখেছে, এসব একীভূতকরণ এর আগে দেনা ব্যাংক, বরোদা ব্যাঙ্ক ও বিজয়া ব্যাংকের সংযুক্তিকরণের মতই মসৃণ হবে। কোনও কর্মী ছাঁটাই হবে না।

এনডিটিভি খবরে বলা হয়েছে, এ সংস্কার পরিকল্পনার আওতায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বাজারদর অনুযায়ী আকর্ষণীয় বেতন-ভাতা দিয়ে প্রধান ঝুঁকি কর্মকর্তা নিয়োগ করতে পারবে বলেও ঘোষণা দেন অর্থমন্ত্রী।

ঋণ ও বিনিয়োগের ঝুঁকি পর্যালোচনার জন্য আন্তর্জাতিক চর্চা অনুযায়ী ভারতের বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও এ পদ রয়েছে।

অর্থনীতির মন্দার মধ্যে পরিস্থিতি মোকাবেলায় গত সপ্তাহে বিদেশি বিনিয়োগকারীদের আয়ের উপর বাড়তি সারচার্জ কর আরোপের সিদ্ধান্ত বাতিলের ঘোষণা দেয় ভারত।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসইতে পিই কমেছে ০.২২ পয়েন্ট

PE-300x197স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১.৫৯ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৩.৮১ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৩.৫৯ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.২২ পয়েন্ট বা ১.৫৯ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৪০ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৮.৯৫ পয়েন্টে, বস্ত্র খাতের ১৫.০৬ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৮.২৮ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৪.৭১ পয়েন্টে, বীমা খাতের ১২.১৩ পয়েন্টে, বিবিধ খাতের ২৪.৬০ পয়েন্টে, খাদ্য খাতের ১৬.৯৫ পয়েন্টে, চামড়া খাতের ২২.৬৩ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৭.৫৮ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৩.৪২ পয়েন্টে, আর্থিক খাতের ১৮.৬৮
পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ২০.৮৪ পয়েন্টে, পেপার খাতের ৩২.০৯ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১১.৭৩ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৬.০৯ পয়েন্টে, সিরামিক খাতের ২০.৮৬ পয়েন্টে এবং পাট খাতের পিই ৪৫০.৩৭ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

ডিএসইতে ৫ দিনে বাজার মূলধন কমেছে ৭,৫৯৫ কোটি টাকা

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান প্রধান সূচক কমেছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এসপ্তাহে লেনদেনের পরিমাণ ও বাজার মূলধন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৮৮ হাজার ৪৪০ কোটি টাকা আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার ৮৪৫ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে মূলধন বেড়েছে ৭৫৯৫ কোটি টাকা বা ১.৯৬ শতাংশ।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ২৪৩ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫.৩২ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৬৯ কোটি ৫৯ লাখ টাকার।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ৭০ লাখ টাকার। আগের সপ্তাহের ৫ দিনের গড় লেনদেন হয়েছিল ৪৬০ কোটি ৬৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ২.৬০ শতাংশ কম।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪৯.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮০০ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ২৩.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৮৩ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৫৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৮ টির, কমেছে ৩০২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির শেয়ার ও ইউনিট দর। আর ২টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম