আইপিও প্রক্রিয়া শেষ করে লেনদেনে আসছে ভিএফএস থ্রেড ডায়িং

vfs_logo_2স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইপিও’র সকল প্রক্রিয়া শেষ করে ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের লেনদেন শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। বুধবার সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আবেদন জমা পড়েছে চাহিদার প্রায় ৪৬ গুণ বেশি। এসব আবেদনের লটারী ড্র হয় ১৯ জুলাই।

কোম্পানিটির আইপিও আবেদন চাহিদার চেয়ে ৪৫.৫৭ গুণ বেশি পড়ে। এসব আবেদনের মধ্যে থেকে লটারির মাধ্যমে আইপিও শেয়ার বরাদ্দ দেওয়া হয়।

এর আগে গত ২৪ জুন হতে ২ জুলাই পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ করা হয়।

কোম্পানিটিকে ২২ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২৮ মে কমিশনের ৬৩৮তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।

শেয়ারবাজার থেকে উত্তোলিত ২২ কোটি টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নিমার্ণ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যে নাফটা বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা

US-Canadaস্টকমার্কেটবিডি ডেস্ক :

ওয়াশিংটন ও কানাডা উত্তর আমেরিকান মুক্ত বাণিজ্য চুক্তি বা নর্থ আমেরিকান ফ্রি-ট্রেড এগ্রিমেন্ট (নাফটা) টিকিয়ে রাখতে বুধবার বিস্তারিত বাণিজ্য আলোচনা শুরু করতে যাচ্ছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিশিয়া ফ্রিল্যান্ড একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

তিনি বলেন, এ আলোচনা সহজ হবে কারণ মেক্সিকো সোমবার যুক্তরাষ্ট্রের সাথে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তি করার ব্যাপারে ‘জোরালো সিদ্ধান্ত’ নিয়েছে।

ফ্রিল্যান্ড বলেন, ‘মেক্সিকোর এমন প্রচেষ্টা কিছু গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে আমাদের পথ সুগম করে দিয়েছে। এক্ষেত্রে আমি মনে করি এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা ফলপ্রসু হবে।’

স্টকমার্কেটবিডি.কম/বি

৮ মিলিয়ন মার্কিন ডলার দুবাইয়ে পাচারের অভিযোগ

dudokস্টকমার্কেটবিডি ডেস্ক :

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৮ মিলিয়ন মার্কিন ডলার দুবাইয়ে পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ আগষ্ট) সকাল ১০টা থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান। বেলা দেড়টায় এ প্রতিবেদন লেখার সময় তাঁদের জিজ্ঞাসাবাদ চলছিল।

যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁরা হলেন আরএকে পেইন্টস ও আশালয় হাউজিংয়ের পরিচালক এস এ কে একরামুজ্জামান এবং ঝুলপার বাংলাদেশ লিমিটেড ও রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান। দুদক সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

এ দুজনসহ মোট নয়জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

জিডিপিতে মৎস্য খাতের অবদান ৩ দশমিক ৫৭ শতাংশ : নারায়ণ চন্দ্র

narayanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র বলেছেন, ‘মৎস্যজীবীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি সাধন, কর্ম-সংস্থানের নতুন সুযোগ সৃষ্টিসহ বৈদেশিক মুদ্রার্জনের ক্ষেত্রে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। দেশের মোট জনগোষ্ঠীর ১১ শতাংশের বেশি মানুষ মৎস্য খাতের ওপর নির্ভরশীল। আমাদের জিডিপির (মোট দেশজ উৎপাদন) ৩ দশমিক ৫৭ শতাংশ অর্জিত হয় মৎস্য খাত থেকে।’

বুধবার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) উদ্যোগে ‘বার্ষিক গবেষণা-পরিকল্পনা প্রণয়ন ২০১৮-১৯’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামীকাল বৃহস্পতিবার (৩০ আগস্ট) এ কর্মশালা শেষ হবে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিআরএসি) মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় দেশের বিভিন্ন মৎস্য গবেষক, বিজ্ঞানী, শিক্ষক, এনজিও-এর প্রতিনিধি, খামারিসহ অনেকে অংশ নেন।

দুই দিনব্যাপী এ কর্মশালায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ৫০টি গবেষণা-প্রস্তাবনা উপস্থাপন করবেন এবং বিজ্ঞানীদের প্রয়োজনীয় পরামর্শ দেবেন। মাঠপর্যায়ে প্রাপ্ত বিভিন্ন প্রস্তাবের সমন্বয়ে গঠিত এসব পরিকল্পনা-প্রস্তব নিয়ে সংশ্লিষ্টরা দুই দিনব্যাপী বিভিন্ন সংশোধনী ও পরামর্শ দিয়ে একটি বার্ষিক গবেষণা পরিকল্পনা প্রণয়নে সরকারকে সহায়তা দেবেন।

বিআরএফআই-এর ডিজি ড. ইয়াহিয়ার সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. কবির ইকরামুল হক, মৎস্য অধিফতরের ডিজি গোলজার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

দ্যা পেনিনসুলার বাৎসরিক বোর্ড সভা ৬ সেপ্টেম্বর

the-peninsula-chittagongস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও প্রণোদনা খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা তিনটায় চট্টগ্রামের অফিসে কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বি

জুলাইয়ে কোম্পানির ২৮৩৬ কোটি টাকার ভ্যাট আদায়

nrbস্টকমার্কেটবিডি ডেস্ক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন মূল্য সংযোজন করের (ভ্যাট) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে লক্ষ্যমাত্রার তুলনায় বেশি রাজস্ব আহরণ করেছে। এ সময়ে এলটিইউ ২ হাজার ৫৯৭ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ২ হাজার ৮৩৬ কোটি টাকার রাজস্ব আয় করেছে।

এ বিষয়ে ভ্যাট এলটিইউ কমিশনার মুহাম্মদ মুবিনুল কবীর বলেন, সময়োপযোগী কর্মকৌশল গ্রহণ এবং প্রতিষ্ঠান পরিদর্শন, ভ্যাট অডিট ও বকেয়া আদায় কার্যক্রম জোরদার চলতি বছরের রাজস্ব আয়ের সূচনা ভাল হয়েছে। এর ফলস্বরুপ বছরের প্রথম মাসে লক্ষ্যমাত্রার তুলনায় বেশি রাজস্ব আয় করতে সক্ষম হয়েছি।

তিনি জানান, চলতি অর্থবছরে এলটিইউয়ের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬০ হাজার ৮১৭ কোটি টাকা। বছরশেষে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

মুবিনুল কবীর বলেন, নিয়মিত পরিদর্শন ও অডিটের মাধ্যমে কর ফাঁকি রোধ করা হচ্ছে। যার প্রভাব রাজস্ব আয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে।কোন প্রতিষ্ঠান যেন কর রেয়াতের অসৎ ব্যবহার করতে না পারে, সেদিকেও সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, বিগত ২০১১৭-১৮ অর্থবছরে জুলাই মাসে রাজস্ব আয় ছিল ৩ হাজার ১৬৮ কোটি টাকা। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি

মাইডাস ফাইন্যান্সের ৩ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা

midasস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা ৩ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, রোকেয়া আফজাল রহমান নামে এই উদ্দ্যোক্তা পরিচালক ৩ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। তার হাতে মোট ৮,১১,৮০৯টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. আইপিডিসি
  3. বারাকা পাওয়ার
  4. বেক্সিমকো লিমিটেড
  5. খুলনা পাওয়ার
  6. স্কয়ার ফার্মা
  7. নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট
  8. বিবিএস ক্যাবলস
  9. এ্যাক্টিভ ফাইন
  10. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড।

ডিএসইতে লেনদেন সামান্য বাড়লেও সিএসইতে অর্ধেক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। তবে এদিন সেখানে সবগুলো সূচক কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের তুলনায় সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৩ কোটি ৩৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৬১১ কোটি ৭১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬১০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৬৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮২টির। আর দর অপরিবর্তিত আছে ৪১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, আইপিডিসি, বারাকা পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার, স্কয়ার ফার্মা, নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট, বিবিএস ক্যাবলস, এ্যাক্টিভ ফাইন ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪০.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৪৩৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৩৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২২টির।

এদিন লেনদেন হয়েছে ৩১ কোটি ৯২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৬১ কোটি ৫১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও বিডি ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বড়পুকুরিয়া কয়লা দুর্নীতিতে আরও আটজনকে জিজ্ঞাসাবাদ

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্নীতির মামলার তদন্তের অংশ হিসেবে খনির সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) আট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ আগষ্ট) সকাল থেকে দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সামছুল আলম এই জিজ্ঞাসাবাদ করছেন। দুদক সূত্র প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

জিজ্ঞাসাবাদের মুখোমুখি ব্যক্তিরা হলেন সদ্য সাবেক এমডি হাবিব উদ্দিন আহমদ, সাবেক দুই কোম্পানি সচিব আবুল কাশেম প্রধানিয়া ও মোশারফ হোসেন সরকার, মহাব্যবস্থাপক (জেনারেল সার্ভিস) মাসুদুর রহমান হাওলাদার, ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) অশোক কুমার হালদার, ব্যবস্থাপক (মেইনটেন্যান্স অ্যান্ড অপারেশন) আরিফুর রহমান, ব্যবস্থাপক (ডিজাইন, কন্সট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স) জাহিদুল ইসলাম ও উপব্যবস্থাপক (সেফটি ম্যানেজমেন্ট) একরামুল হক।

একই মামলায় গতকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হয় মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) আবু তাহের মো. নুরুজ্জামান চৌধুরী, উপমহাব্যবস্থাপক এ কে এম খালেদুল ইসলাম, উপব্যবস্থাপক (মেইনটেন্যান্স অ্যান্ড অপারেশন) মোরশেদুজ্জামান, উপব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) হাবিবুর রহমান, উপব্যবস্থাপক (মাইন ডেভেলপমেন্ট) জাহেদুর রহমান, উপব্যবস্থাপক (ভেন্টিলেশন ম্যানেজমেন্ট) সত্যেন্দ্র নাথ বর্মণ, ব্যবস্থাপক (নিরাপত্তা) সৈয়দ ইমাম হাসান ও উপমহাব্যবস্থাপক (মাইন প্ল্যানিং অপারেশন) জোবায়ের আলীকে।

স্টকমার্কেটবিডি.কম/জেড