সাত দিন বন্ধ থাকবে ট্রেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সোমবার (০৫ এপ্রিল) থেকে পরবর্তী সাত দিন যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে পণ্যবাহী ট্রেন চলাচল করবে।

শনিবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন দিতে যাচ্ছে সরকার।

স্টকমার্কেটবিডি.কম/

সোমবার থেকে বিমানের সব ফ্লাইট বন্ধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

লকডাউনে অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট বন্ধ থাকবে। আজ শনিবার (৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কামরুজ্জামান সোহেল।

তিনি বলেন, ‘লকডাউনের সময় অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।’

স্টকমার্কেটবিডি.কম/

ব্যাংক খোলা থাকলে শেয়াবাজারে চলবে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপ নিয়ন্ত্রণে সরকার দেশজুড়ে লকডাউন দিলেও ব্যাংক খোলা থাকলেই শেয়ারবাজারের লেনদেন হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আগেই ঘোষণা দেয় যে, কোভিড-১৯ মহামারিকালসহ যেকোনো সময় ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে শেয়ারবাজারের সকল লেনলেন চালু থাকবে। এ ব্যাপারে বিনিয়োগকারীদের কোনো ধরনের গুজবে কান না দেয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

শনিবার (৩ এপ্রিল) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার পরই বিষয়টি স্পষ্ট হবে। যদি ব্যাংক খোলা থাকে, তাহলে লকডাউনের মধ্যে শেয়ারবাজারেও লেনদেন চলবে। এদিকে ব্যাংক খোলার রাখার বিষয়ে সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সিদ্ধান্ত নিবে।

তবে শেয়ারবাজার বিনিয়োগকারীরা চান যেন লক ডাউনে শেয়ারবাজার বন্ধ না থাকুক। স্বল্প পরিসরে হলেও দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেনের পক্ষে বিনিয়োগকারীরা। এবিষয়ে একাধিক বিনিয়োগকারী স্টকমার্কেটবিডি.কমকে বলেন, শেয়ারবাজারে সবকিছুই অটোমেটেড। লেনদেন করার জন্য বিনিয়োগকারীদের ব্রোকারেজ হাউসে যাওয়ার দরকার নেই। সুতরাং লেনদেন বন্ধ না করে শেয়ারবাজার চালু রাখা উচিত।

দেশে করোনা ভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ কথা বলা হয়েছে। সেখানে জানানো হয়েছে, দ্রুত ছড়াতে থাকা করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার দুই-তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

ফরহাদ হোসেন বলেছেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনে যাচ্ছে সরকার। তবে শিল্প কলকারখানা খোলা থাকবে এবং সেগুলোতে শিফটিং ডিউটি চলবে।

স্টকমার্কেটবিডি.কম/

১১৭ জনকে চাকরি দেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১৩ ধরনের পদে মোট ১১৭ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

আবেদনের সময়সীমা : ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত।

আবেদন ফি : ১-৬ ক্রমিকের পদের ক্ষেত্রে ৪০০ টাকা, ৭-১১ ক্রমিকের পদে ৩০০ টাকা এবং ১২-১৩ ক্রমিকের পদের ফি ১৫০ টাকা।

অনলাইনে আবেদনের লিংক : https://erecruitment.sec.gov.bd

পদের তালিকা ও সংখ্যা
১. সহকারী পরিচালক (সাধারণ)

পদের সংখ্যা ৫৭টি (গ্রেড-৯)।

বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০ টাকা।

২. সহকারী পরিচালক (লিগ্যাল সার্ভিস)

পদের সংখ্যা ৪টি (গ্রেড-৯)

বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০ টাকা।

৩. সহকারী পরিচালক (এমআইএস)

পদের সংখ্যা ৪টি (গ্রেড-৯)।

বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০ টাকা।

৪. জনসংযোগ কর্মকর্তা

পদের সংখ্যা ২টি (গ্রেড-৯)।

বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০ টাকা।

৫. হিসাবরক্ষণ কর্মকর্তা

পদের সংখ্যা ১টি (গ্রেড-৯),

বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০ টাকা।

৬. ব্যক্তিগত কর্মকর্তা

পদের সংখ্যা-২১টি (গ্রেড-১০),

বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

৭. লাইব্রেরিয়ান

পদের সংখ্যা-১ (গ্রেড-১০)

বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

৮. সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা

পদের সংখ্যা ৪টি (গ্রেড-১৩)

বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০ টাকা।

৯. ক্যাশিয়ার

পদের সংখ্যা ১টি (গ্রেড-১৪)

বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০ টাকা।

১০. মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট

পদের সংখ্যা ১টি (গ্রেড-১৪)

বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০ টাকা।

১১. অভ্যর্থনাকারী

পদের সংখ্যা ১টি (গ্রেড-১৬)

বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০ টাকা।

১২. গাড়িচালক

পদের সংখ্যা ৩টি (গ্রেড-১৬),

বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০ টাকা।

১৩. অফিস সহায়ক

পদের সংখ্যা ২৭টি (গ্রেড-২০),

বেতন স্কেল : ৮২৫০-২০০১০ টাকা।

►   অর্থ বিভাগ নেবে ৫৪ জন

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে ছয় ধরনের পদে নিয়োগ পাবেন মোট ৫৪ জন।

পদের তালিকা ও যোগ্যতা (সংক্ষেপে)
১. কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)-১টি।

যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ২৫ (বাংলা) ও ৩০ (ইংরেজি) শব্দ।

বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০ টাকা।

২. সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)-৭টি।

যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে ইংরেজি ও বাংলায় শব্দের গতি থাকতে হবে যথাক্রমে ৭০ ও ৪৫ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ২৫ (বাংলা) ও ৩০ (ইংরেজি) শব্দ।

বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০ টাকা।

৩. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)-৬টি।

যোগ্যতা : এইচএসসি পাস। কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ।

বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০ টাকা।

৪. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬)-১১টি।

যোগ্যতা : এইচএসসি পাস। কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ।

বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০ টাকা।

৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষ) (গ্রেড-১৬)-২টি।

যোগ্যতা : এইচএসসি পাস। কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ।

বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০ টাকা।

৬. অফিস সহায়ক (গ্রেড-২০)-২৭টি।

যোগ্যতা : এসএসসি বা সমমান।

বেতন স্কেল : ৮২৫০-২০০১০ টাকা।

আবেদনসংক্রান্ত তথ্য পাওয়া যাবে http://mof.teletalk.com.bdhttps://mof.gov.bd ওয়েবসাইটে।

স্টকমার্কেটবিডি.কম/

সারাদেশে লকডাউন : খোলা থাকবে শিল্প প্রতিষ্ঠান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

দেশে করোনা ভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। শনিবার (৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ কথা বলা হয়েছে। সেখানে জানানো হয়েছে, দ্রুত ছড়াতে থাকা করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার দুই-তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

ফরহাদ হোসেন বলেছেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনে যাচ্ছে সরকার। তবে শিল্প কলকারখানা খোলা থাকবে এবং সেগুলোতে শিফটিং ডিউটি চলবে।

দেশে প্রথমবার করোনা শনাক্ত হওয়ার পর বেশ কিছু দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেই ছুটির পর ধাপে ধাপে কার্যক্রম স্বাভাবিক হয় দেশে। ওই বছরের শেষদিকে সংক্রমণ ও মৃত্যুহার কমতে থাকলেও মার্চের শেষ থেকেই হুট করে বাড়তে থাকে। গত ক’দিনে সংক্রমণ শনাক্তে আগের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। মৃত্যুও হচ্ছে অর্ধশতসংখ্যক।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। গতকাল ২ এপ্রিল পর্যন্ত দেশে করোনা শনাক্তের সংখ্যা ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জন। মৃত্যু হয়েছে নয় হাজার ১৫৫ জনের।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ২.৭২ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) পৌনে তিন শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৬.৪৩ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৬.৮৮ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৪৫ পয়েন্ট বা ২.৭২ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৫৬ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৪.৭০ পয়েন্টে, বস্ত্র খাতের ১৬.৫৮ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৮.০৫ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৯.০৪ পয়েন্টে, বীমা খাতের ১৮.২৬ পয়েন্টে, বিবিধ খাতের ৫০.৪৮ পয়েন্টে, খাদ্য খাতের ১২.২৭ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১০.৭৯ শতাংশ, চামড়া খাতের (-) ১৩.৬৪ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৮.৬১ পয়েন্টে, আর্থিক খাতের ৬৯.১৮ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৪৯.৯৭ পয়েন্টে, পেপার খাতের ৬৭.২৬ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১২.৬৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৫.৪০ পয়েন্টে, সিরামিক খাতের ২৬.০২ পয়েন্টে এবং পাট খাতের পিই (-) ৪১.৭১ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে সিএপিএম আইবিবিএল মি. ফান্ড

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৮.৩৬ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, উক্ত সপ্তাহে শেয়ারটির ৬ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৫৯ লাখ টাকা ছিল।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ১৮.৩০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির ৪৫ কোটি ৭৬ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৪৪ লাখ টাকা ছিল।

সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড দর বাড়ার তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ১২.৩৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির ২ কোটি ৯৪ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭৩ লাখ টাকা ছিল।

এই তালিকায় থাকা শীর্ষ ১০টি কোম্পানি হচ্ছে- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের ১০.৯৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৬৩ শতাংশ, নিটল ইন্স্যুরেন্স কোম্পানির ৮.৪০ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ৮.৩৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৭.০৯ শতাংশ, রহিমা ফুড কর্পোরেশনের ৬.৬৩ শতাংশ ও হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের ৬.৪৪ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

সাপ্তাহিক দর কমার শীর্ষে আইএফআইসি ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার শীর্ষে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫.৯৭ শতাংশ। ডিএসইর সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ২৯ কোটি ৫৩ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৩৮ লাখ টাকা ছিল।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১৪.১৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি মোট ২ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৬১ লাখ টাকা ছিল।

অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১৩.৫৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি মোট ৬ কোটি ৬৭ লাখ টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬৬ লাখ টাকা ছিল।

এই তালিকায় থাকা শীর্ষ ১০টি কোম্পানি হচ্ছে- আমান কটন ফাইবার্সের ১৩.১০ শতাংশ, শ্যামপুর সুগার মিলসের ১২.১০ শতাংশ, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের ৮.২০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৭.৪৬ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৬.৭৬ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৫৯ শতাংশ ও প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের ৬.৩৫ শতাংশ দর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

করোনায় চলে গেলেন প্রভাতী ইন্স্যুরেন্সের এমডি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: আব্দুস সালাম করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

গতকাল শুক্রবার রাত ৯.৩০ মিনিটে রাজধানীর আনোয়ার খানঁ মর্ডান হাসপাতালে লাইভ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তিনি এই বিমাটিতে গত ২০১৬ সালে এমডি হিসেবে যোগদান করেন। এই পদের পূর্বে তিনি একই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন।

এম এ সালাম ছাত্রজীবনের সকল স্তরে কৃতীত্বের স্বাক্ষর রাখেন। তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যশোর বোর্ডে প্রথম স্থান অধিকার করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে এমএ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন।

এম এ সালাম ইংরেজি প্রভাষক হিসেবে সাত বছর লিবিয়ায় সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন এবং পরবর্তী সময়ে তিনি ফেডারেল ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানিতে দায়গ্রহণ, দাবি ও পুনঃবিমা বিভাগের দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইন্স্যুরেন্স একাডেমি ও ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে ইংরেজি ও বিমা বিষয়ের ওপর প্রভাষণ দিয়ে থাকেন। তিনি দেশে ও বিদেশে বহুবিধ কোর্স, সেমিনার ও ওয়ার্কশপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

তিনি ১৯৫৬ সালে বরগুনা জেলায় বামনা উপজেলায় এক সম্ভান্ত এক মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন।

প্রভাতী পরিবারের পক্ষ থেকে তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ মহান আল্লাহর দরবারে তাঁর পারলৌকিক শান্তি কামনা করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

 

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৯ কোটি ৫৯ লাখ টাকার।

রবি আজিয়াটা লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেন হয়েছে ৯৪ কোটি ১৭ লাখ টাকার।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফাইন্যান্সের ৭৩ কোটি ৭৮ লাখ, স্কয়ার ফার্মার ৬৩ কোটি ৩২ লাখ, লাফার্জহোলসিম বিডির ৫৬ কোটি ৫৩ লাখ, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ৪৯ কোটি ৫৮ লাখ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪৫ কোটি ৭৬ লাখ, রহিমা ফুড কর্পোরেশনের ৪১ কোটি ২১ লাখ ও রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের ৩৯ কোটি ১৮ লাখ টাকা লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা