এবি ব্যাংকের ১৬৫ কোটি টাকা পাচারের মামলায় গ্রেফতার হওয়া ব্যাংকটির গ্রাহক ও ব্যবসায়ী সাইফুল হকের পাসপোর্ট ফিরিয়ে দেওয়া সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১২ জুন) চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
আদালতে দুদকের আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। তিনি সাংবাদিকে বলেন, ‘এর আগে এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাইফুল হকের জামিন মঞ্জুর করে তার পাসপোর্ট ২৪ ঘণ্টার মধ্যে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
এই আদেশের বিরুদ্ধে আমরা চেম্বার আদালতে আবেদন জানাই। আদালত আমাদের আবেদনের শুনানি নিয়ে সাইফুল হকের পাসপোর্ট ফেরতের আদেশ স্থগিত করেছেন। একইসঙ্গে হাইকোর্টের দেওয়া তার জামিনের বিরুদ্ধে দুদকের শুনানির জন্য আগামী ২৫ জুন দিন ধার্য করেছেন।’
হাইকোর্টের আদেশের পর সাইফুল হক জামিনে কারামুক্ত আছেন বলেও জানান দুদকের এই আইনজীবী।
স্টকমার্কেটবিডি.কম/এমএম/জেআর