এবি ব্যাংকের সাইফুল হকের পাসপোর্ট ফেরতের আদেশ স্থগিত

ab-bankস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এবি ব্যাংকের ১৬৫ কোটি টাকা পাচারের মামলায় গ্রেফতার হওয়া ব্যাংকটির গ্রাহক ও ব্যবসায়ী সাইফুল হকের পাসপোর্ট ফিরিয়ে দেওয়া সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১২ জুন) চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

আদালতে দুদকের আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। তিনি সাংবাদিকে বলেন, ‘এর আগে এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাইফুল হকের জামিন মঞ্জুর করে তার পাসপোর্ট ২৪ ঘণ্টার মধ্যে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

এই আদেশের বিরুদ্ধে আমরা চেম্বার আদালতে আবেদন জানাই। আদালত আমাদের আবেদনের শুনানি নিয়ে সাইফুল হকের পাসপোর্ট ফেরতের আদেশ স্থগিত করেছেন। একইসঙ্গে হাইকোর্টের দেওয়া তার জামিনের বিরুদ্ধে দুদকের শুনানির জন্য আগামী ২৫ জুন দিন ধার্য করেছেন।’

হাইকোর্টের আদেশের পর সাইফুল হক জামিনে কারামুক্ত আছেন বলেও জানান দুদকের এই আইনজীবী।

স্টকমার্কেটবিডি.কম/এমএম/জেআর

এসএমই ঋণের সুদ কমানোর উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভোক্তা ঋণ ও ক্রেডিট কার্ড ঋণ ছাড়া বাকি সব ঋণ এবং আমানতের সুদের হারের মধ্যে ব্যবধান ৪ শতাংশ নামিয়ে আনতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১২ জুন) সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বিশেষভাবে বলা আছে- অন্যান্য ঋণের সঙ্গে এসএমই খাতের ঋণের সুদের হার ও হিসাবায়ন করে ঋণ ও আমানতের গড়ভারিত সুদ হারের ব্যবধান ৪ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে।

এতোদিন কার্ড ও ভোক্তা ঋণ ছাড়া অন্যান্য খাতে ঋণ এবং আমানতের গড়ভারিত সুদ হারের ব্যবধান (স্প্রেড) ৫ শতাংশের মধ্যে সীমিত রাখার নির্দেশনা ছিল।

সাম্প্রতিক সময়ে ঋণে সুদের হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে গত ৩০ মে এই হার কমিয়ে স্প্রেড ৪ শতাংশ নামিয়ে আনার নির্দেশনা দিলেও এসএমই খাতের বিষয়ে পরিষ্কার করে কিছুই বলা ছিল না। ফলে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে ভুল বোঝাবোঝি হচ্ছিল। এই ভুল বোঝাবোঝি দূর করতে মঙ্গলবার নতুন নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, দেশের অর্থনৈতিক উন্নয়নে এসএমই খাতের ভূমিকা ও অগ্রাধিকার বিবেচনায় এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ দেশে অধিকতর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উক্ত খাতে প্রদত্ত ঋণের সুদ হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণের নিমিত্তে অন্যান্য ঋণের সঙ্গে এসএমই খাতের সুদ হার অন্তর্ভুক্ত করে ঋণ ও আমানতের গড়ভারিত সুদ হারের ব্যবধান ৪ শতাংশের মধ্যে সীমিত রাখার জন্য নির্দেশনা জারি করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম/জেআর

এসকে ট্রিমসের লটারীর ফলাফল প্রকাশ : বিজয়ীদের তালিকা দেখুন

SKTILস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া এসকে ট্রিমসের আইপিও লটারী ড্র অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে, আইইবি মিলিনায়তন, এ ড্র হয়।

লটারিতে বিজযীদের তালিকা দেখতে ক্লিক করুন…………………

সাধারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

ইলিজিবল ইনভেষ্টর

জানা গেছে, কোম্পানির আইপিওতে ৩০ গুনের বেশি আবেদন জমা পড়েছে।

এ ছাড়া, গত ১৪ মে থেকে ২২ মে পর্যন্ত এ কোম্পানির আইপিওতে বিনিয়োগকারীরা আবেদন করেন। এর আগে গত ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিএসইসির ৬২২তম কমিশন সভায় এর অনুমোদন দেয়া হয়। সভায় কোম্পানিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন।

জানা যায়, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড আইপিওর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ কোম্পানিটি যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নির্মাণ এবং আইপিও খাতে খরচ করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২.৭৯ টাকা । এছাড়া, বিগত তিন বছরের অার্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে ১.৩১ টাকা।

কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মান এবং আইপিওর খরচ বাবদ এ টাকা ব্যয় করবে।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম