সরকারের উন্নয়ন মেলার ২৮টি জেলায় অংশ নিবে স্টেকহোল্ডাররা

dse bsecনিজস্ব প্রতিবেদক :

সরকারের তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় দেশের ২৮টি জেলায় অংশ নিচ্ছে শেয়ারবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা। প্রান্তিক পর্যায়ে শেয়ারবাজার ও অর্থনীতির উন্নয়ন জানানো এ মেলার প্রধান লক্ষ্য।

রবিবার (০৮ জানুয়ারি) ডিএসইতে মেলা পূর্বক শেয়ারবাজারের স্টেকহোল্ডারদের সমন্বয়ে সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান, ডিবিএ’র সভাপতি আহমেদ রশিদ লালী, বিএমবিএ’র সভাপতি ছায়েদুর রহমান প্রমুখ।

মেলায় শেয়ারবাজার নিয়ন্ত্রন সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই), ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ), সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, এসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ডের সম্মিলিত ভাবে ২৮টি জেলায় ১টি করে স্টল থাকবে।

তিনদিনব্যাপী মেলা সোমবার (০৯ জানুয়ারি) থেকে শুরু হয়ে, চলবে (১১ জানুয়রি) বুধবার পর্যন্ত। ঢাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিল্পকলা একাডেমীতে মেলা চলবে।

মেলায় গত ৫ বছরের শেয়ারবাজারের উন্নয়ন প্রান্তিক জনগনের কাছে তুলা হবে। মেলা সুন্দরভাবে পরিচালনা করতে ৫৬ সদস্য বিশিষ্ট একটি তদারকি টিম গঠন করা হয়েছে। এদের মধ্যে দুই জন করে ২৮টি জেলার দায়িত্ব পালন করবেন। এছাড়াও সাত সদস্যের একটি পরির্দশক টিম থাকবে তারা ২৮টি জেলা পরির্দশন করবে।

প্রথমবার অনুষ্ঠিত মেলার স্লোগান হচ্ছে ‘দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় পুঁজিবাজার’।

ঢাকাসহ এই মেলায় অংশ নেওয়া জেলাগুলো হচ্ছে- বন্দর নগরী চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, কুমিল্লা, বগুড়া ফরিদপুর, বরিশাল, পাবনা, নরসিংদী, নারায়ণগঞ্জ, নওগাঁ, ময়মনসিংহ, টাঙ্গাইল, রংপুর, রাজশাহী, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, খুলনা, ফেনী, যশোর, জামালপুর, সিরাজগঞ্জ, গাজীপুর ও ব্রাক্ষণবাড়িয়া।

সরকারের উদ্যোগ, বাস্তবায়ন ও উন্নয়ন সম্পর্কিত এই মেলায় সরকারের উন্নয়ন সম্পর্কিত কার্যক্রম জনগণের কাছে তুলে ধরা হবে। এই লক্ষে এরই মধ্যে প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আর এই মেলার প্রধান সন্বয়কের দায়িত্ব পালন করছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান।

স্টকমার্কেটবিডি.কম/

১০০ কোটি টাকা মূলধন বাড়াবে গোল্ডেন হার্ভেষ্ট

goldenস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো লিমিটেড ১০০ কোটি টাকার অথোরাইজড মূলধন বৃদ্ধি করবে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির অথোরাইজড মূলধন ১০০ কোটি টাকা বাড়িয়ে মোট ২০০ কোটি টাকা করতে চায়। বতমানে এই মূলধনের পরিমাণ ১০০ কোটি টাকা রয়েছে।

গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) মূলধন বাজানোর বিষয়টিকে অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডাররা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

‘ক্ষুদ্র বিনিয়োগকারীদের সবসময় বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে’

muhitনিজস্ব প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারী সবসময় থাকবে। বিশেষ করে আমাদের এই অর্থনীতিতে তারা শেয়ারবাজারে সবসময়ই থাকবে। ক্ষুদ্র বিনিয়োগকারী বলে তাদেরকে বঞ্চিত করা যাবে না। তাদেরকে সবসময় বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে।

রবিবার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশব্যাপি ‘ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম’ এবং বিএসইসি’র নিজস্ব ভবন উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ট্রেক হোল্ডার, বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং নিয়ন্ত্রক সংস্থাকে আহবান জানাচ্ছি কোন নীতি ঘোষণার কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ন না হয় সে বিষয়ে সবসময় সচেষ্ট থাকতে।

তিনি বলেন, দু:খ জনক বিষয় হচ্ছে এ ধস ঘটছে আওয়ামী লীগ সরকারের মেয়াদে। তাই ২০১০ সালে ধসের পর এর কারণ খতিয়ে দেখতে কাজ শুরু করি আমরা। পুঁজিবাজারের ইতিহাসে প্রথম অর্থমন্ত্রী হিসেবে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে গিয়ে বৈঠক করি আমি। বৈঠকে আমার প্রথম প্রস্তাব ছিল, ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক করা। ওই সময় অনেকেই এতে বাধা দেয়। পরবর্তীতে সবার সহযোগিতায় অত্যন্ত সুন্দরভাবে আমরা কাজটি শেষ করি।

তিনি আরো বলেন, শেয়ারবাজার বড় বড় সঙ্কট কাটিয়ে উঠেছে। নানামূখী সংস্কার এবং উন্নয়নমূলক পদক্ষেপের কারণে আজ শেয়ারবাজার স্থিতিশীল। তবে বর্তমান সরকারের মেয়াদ আর মাত্র দুই বছর রয়েছে। এরমধ্যেই শেয়ারবাজার আরো স্থিতিশীল হবে এবং এগিয়ে যাবে।

আবুল মাল আবদুল মুহিত বলেন, এক সময় সাধারণ মানুষও বিনিয়োগকারী এবং শেয়ারবাজারে সংশ্লিষ্ট নিয়ন্ত্রকও বিনিয়োগকারী। তাই তাদেরকে আলাদা করা খুব কঠিন ছিল। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জের বর্তমান কমিশনের নেতৃত্বে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপের মাধ্যমে সেটি আলাদা করতে সক্ষম হয়েছি।

অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন ভবন ও দেশব্যাপী ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

রংপুর ফাউন্ড্রির সংবেদনশীল ও অপ্রকাশিত তথ্য নেই

rangpur-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রংপুর ফাউন্ড্রি লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৭ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ১০৮ টাকা এবং আজ ৮ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১৩৬.৬০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে রংপুর ফাউন্ড্রি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

গোল্ডেন সনের শেয়ার অফিস পরিবর্তন

goldenস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেনসন লিমিটেডের শেয়ার বিভাগের অফিস পরিবর্তন করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার বিভাগের অফিস রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গুলশান ২ নম্বরের ১০/বি ভবনে স্থানান্তর করা হয়েছে।

এখন থেকে সকল বিনিয়োগকারী ও স্টোক হোল্ডারদের এই অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

দুই বাজারেই সূচকের সাথে কমেছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। এদিন সেখানে সব ধরণের মূল্য সূচকও কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দিনের লেনদেনের সাথে কমেছে সূচকও। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৭৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ১২৪৫ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২৩.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫১৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২১৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৬০ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২১১টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বেক্সিমকো লিমিটেড, পেনিনসুলা, আরএসআরএম, ইফাদ অটোস, বিবিএস, সাইফ পাওয়ারটেক, আর্গন ডেনিমস, শাশা ডেনিমস, বিডি থাই ও এ্যাপোলো ইস্পাত।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৭৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও রতনপুর স্টিলস।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৩৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

মবিল যমুনার শ্রম আইন অমান্য

mjl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি মবিল যমুনা বাংলাদেশ লিমিটেড শ্রম আইন অমান্য করেছে। কোম্পানিটির নিরীক্ষক প্রতিষ্ঠানের মতামতে এ তথ্য জানা যায়। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ৩০ জুন পর্যন্ত ১৮ মাসের আর্থিক প্রতিবেদন নিয়ে কোয়ালিফাইড ওপিনিয়ন দিয়েছে মবিল যমুনার নিরীক্ষক প্রতিষ্ঠান। বলা হয়েছে, কোম্পানিটি ২০১৩ সাল থেকে বাংলাদেশ শ্রম আইন-২০১৩ অমান্য করে আসছে। আইন অনুযায়ী মুনাফার ৫ শতাংশ শ্রম কল্যান তহবিলে জমার করার কথা থাকলেও তা করছে না কোম্পানিটি।

৩০ জুন ২০১৬ পর্যন্ত ১৮ মাসের আর্থিক প্রতিবেদনে কোম্পানিটি শ্রম তহবিলের কোনো প্রভিশন রাখা হয়নি।

সম্বলিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির মুনাফা ২৩ কোটি ৬৯ লাখ টাকা কমেছে বলে জানিয়েছে নিরীক্ষক প্রতিষ্ঠান।

স্টকমার্কেটবিডি.কম/এস

বিএসইসির নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

pmনিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আগারগাঁওয়ে নবনির্মিত নিজস্ব ভবন উদ্বোধন করেছেন।

রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রী এ ভবন উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন কমিশনের প্রধান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ারবাজার-সংশ্লিষ্টরা।

স্টকমার্কেটবিডি.কম/এস

শেয়ারবাজার হবে উন্নত বাংলাদেশ বিনির্মাণে অর্থায়নের উৎস : প্রধানমন্ত্রী

pmনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার হবে উন্নত বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থায়নের এক নির্ভরযোগ্য উৎস। শেয়ারবাজার উন্নয়নে সরকারের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার আগারগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে নবনির্মিত সিকিউরিটিজ কমিশন ভবনের ফলক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশের কাতারে পৌঁছাবে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, কোনো তথ্য না নিয়ে বিনিয়োগ করে অনেক বিনিয়োগকারী সব হারিয়ে ফেলে। এর জন্য সরকার ও অর্থমন্ত্রীকে দোষারোপ করা হয়। কিন্তু গুজবে বিনিয়োগ করে লোকসান করলে দায়ভাব নিজের।

প্রধানমন্ত্রী বলেন, আমরা হুজুগে মাতাল। সব হারিয়ে হায় হায় করি। সেটা যাতে না হয়, তার জন্য শিক্ষা প্রয়োজন। আর সঠিক বিনিয়োগে সিদ্ধান্ত নিতে বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা দরকার। বিএসইসির দেশব্যাপি ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমে তা পূরণ হবে। এতে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়বে ও সঠিক জায়গায় বিনিয়োগ করে লাভবান হতে সহযোগিতা করবে।

এ সময় বিনিয়োগ করার আগে বিনিয়োগকারীদেরকে কোম্পানি সর্ম্পক্যে সার্বিক তথ্য জানার আহ্বান করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, সংসদ সদস্য, অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন কমিশনের প্রধান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্টকমার্কেটবিডি.কম/এ