সংযোজন না করে মোটরসাইকেল উৎপাদনের পরামর্শ মন্ত্রীর

indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সংযোজনের পরিবর্তে মোটরসাইকেল উৎপাদনে বিনিয়োগ বাড়াতে উদ্যোক্তাদের পরামর্শ দিয়েছেন শিল্প মন্ত্রী আমির হোসেন আমু। জাতীয় স্বার্থ সংরক্ষণ করে নতুন এ শিল্প বিকাশের পথে উদ্ভূত যে কোনো সমস্যার সামাধানে সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরনের নীতি সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি শিল্প উদ্যোক্তাদের আশ্বস্ত করেন।

বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠক করেন করেন বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলারস্ অ্যান্ড ম্যানুফ্যাকচারাস্ অ্যাসোসিয়েশনের (বিএমএএমএ) নেতারা। এ সময় দেশের উদীয়মান মোটরসাইকেলের জন্য আলাদা একটি শিল্পপার্ক স্থাপনের দাবি জানিয়েছেন এ শিল্পখাতের উদ্যোক্তারা।

উদ্যোক্তারা বলেন, ইতোমধ্যে বাংলাদেশে পাঁচটিরও বেশি উদ্যোক্তা প্রতিষ্ঠান মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং শুরু করেছে। ফলে দেশে মোটরসাইকেলের মূল্য প্রায় ৫০ শতাংশ কমে এসেছে। আগামী ছয় মাসের মধ্যে কমপক্ষে আরও চারটি প্রতিষ্ঠান মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং শুরু করবে।

এ সময় শিল্পমন্ত্রী বলেন, দেশে মোটরসাইকেল শিল্প বিকাশের ফলে জনগণের যাতায়াতের সুবিধার পাশাপাশি কর্মসংস্থানের পরিমাণ দিন দিন বাড়ছে। বিশেষ করে শিক্ষিত বেকারদের জন্য এ শিল্প কর্মসংস্থানের সুযোগ অবারিত করেছে।

বৈঠকে ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিম, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ ও এ.এস.এম ইমদাদুদ দস্তগীর, বিএমএএমএ’র সভাপতি ও উত্তরা মটর লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমান, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউশিরো ইশি ও অর্থবিভাগের প্রধান আশিকুর রহমান, টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব কুমার রায়, রাসেল ইন্ডাস্ট্রিজের পরিচালক শামসুল বাসার, আফতাব অটো মোবাইলস লিমিটেডের ঊর্ধ্বতন ব্যবস্থাপক শাহাদাত হোসেন মিয়া, স্পিডোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহদাদুর রহমান এবং এসিআই মোটরস্ লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলামসহ অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা ৭০ হাজারের বেশি

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে বর্তমানে কোটিপতি আমানতকারীর সংখ্যা ৭০ হাজার ৪৬৩ জন। একবছর আগে এ সংখ্যা ছিল ৬৫ হাজার ৯৫১ জন। একবছরের ব্যবধানে দেশের ব্যাংকিং খাতে কোটিপতি আমানতকারী বেড়েছে ৪ হাজার ৫১২ জন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

২০১৮ সালের মার্চ পর্যন্ত সময়ের তথ্য নিয়ে তৈরি এই প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ কোটি টাকার বেশি আমানত রাখা ব্যক্তি রয়েছেন ৯৪১ জন। ২০১৭ সালের একই সময়ে এ ধরনের ব্যক্তির সংখ্যা ছিল ৭৮৪ জন।

প্রতিবেদনের তথ্য বলছে, এককোটি টাকা আমানত রাখা ব্যক্তি ৫৪ হাজার ৯৭০ জন। ২০১৭ সালের মার্চ পর্যন্ত এ সংখ্যা ছিল ৫২ হাজার ৮৭। এই হিসাবে একবছরের ব্যবধানে এককোটি টাকার ওপরে আমানত রাখা ব্যক্তির সংখ্যা বেড়েছে ২ হাজার ৮৮৩ জন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের সেপ্টেম্বরে ব্যাংকে কোটিপতি আমানতকারী ছিল ৬২ হাজার ৩৮ জন। ফলে গত দেড় বছরের ব্যবধানে কোটিপতি আমানতকারী বেড়েছে ৮ হাজার ৪২৫ জন।

স্টকমার্কেটবিডি.কম/বি

সৌদি আরব থেকে দেশে ফিরলেন আরও ১০৭ শ্রমিক

labourস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তিন দিনের ব্যবধানে ১০৭ পুরুষ শ্রমিক সৌদি আরব থেকে দেশে ফিরলেন। বুধবার (১০ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে।

গত চারদিনের ব্যবধানে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭১ জন পুরুষ শ্রমিক। এ নিয়ে ফিরে আসা শ্রমিকের সংখ্যা দাঁড়ালো ৪৭৮ জন। তবে এর বাইরে আরও কয়েকটি ফ্লাইটে পুরুষ শ্রমিকদের ফেরত আসার খবর জানা গেছে।

বিমানবন্দর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বুধবার ফিরে আসা পুরুষ শ্রমিকরা সবাই দাম্মাম থেকে ফিরেছেন। এর আগে সবাই দাম্মামের ডিপোর্ট সেন্টারে আটক ছিলেন। বিমান বন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও এর সত্যতা নিশ্চিত করেছেন।
ফিরে আসা শ্রমিকরা বলছেন তারা একসঙ্গে ১০৭ জন দেশে ফিরেছেন। তাদের সবারই অভিযোগ, সৌদি সরকার ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। সেখানে কথা শোনার মতো কেউ নেই।

সৌদি ফেরত নারায়ণগঞ্জের স্বপন বলেন, ‘সৌদি সরকার রাস্তা থেকে ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ধরে জেলে দিচ্ছে। দেশে ফেরার অপেক্ষায় আছে কমপক্ষে হাজার খানেক মানুষ। প্রতিদিন পুলিশ ধরছে আর জেলে দিচ্ছে।’

স্টকমার্কেটবিডি.কম/বি

১০ জনের মধ্যে বাছাই হবে বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) হওয়ার জন্য আবেদন করেছিলেন ১২ জন ব্যাংকার। তাদের মধ্যে থেকে মঙ্গলবার (৯ অক্টোবর) আটজনের সাক্ষাৎকার নিয়েছে সরকারের গঠন করা সার্চ কমিটি। ১২জন প্রার্থী আবেদন করলেও ১০ জনকে সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হয়। এর মধ্যে দুইজন অংশ নেননি। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সাক্ষাৎকারে অংশ নেওয়াদের মধ্য থেকে তিন জনের নাম পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ে। এর মধ্য থেকে যে কোনও একজনকে ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হবে ।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) নিয়োগের জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদকে প্রধান করে একটি বাছাই (সার্চ) কমিটি গঠন করেছে সরকার। এই কমিটি যোগ্য প্রার্থী বাছাই করে নিয়োগের জন্য সরকারের কাছে সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতে নতুন ডিজি নিয়োগ দেওয়া হবে।

সাক্ষাৎকারে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মাসুম কামাল ভূঁইয়া, মো.আব্দুর রহিম, মো. ইস্কান্দার মিয়া, সেখ মোজাফফর হোসেন, অশোক কুমার দে ও সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা। ইউসিবির সাবেক এমডি এ ই আব্দুল মুহাইমেন ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি মো. লিয়াকত হোসেন মোড়ল।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, মঙ্গলবার ডিজি পদে নিয়োগে ৯-১০ জন প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল।

সাক্ষাৎকারে অংশ নেননি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক লাইলা বিলকিস আরা ও সাবেক নির্বাহী পরিচালক সুলতান আহাম্মদ।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নরের মধ্যে আবু হেনা মোহা. রাজী হাসানের মেয়াদ শেষ হয়েছে গত ১০ সেপ্টেম্বর। এরপর কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় সর্বোচ্চ এ পদে নিয়োগের জন্য গত ২৯ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

ই-পোস্ট প্রকল্পকে গতিশীল করার উদ্যোগ নিয়েছে সরকার

Postস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-পোস্ট প্রকল্পের কার্যক্রম ই-ক্যাবের মাধ্যমে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ৬৪টি জেলা পোস্ট অফিসের ই-কমার্স পণ্যের ডেলিভারি সুষ্ঠভাবে সম্পন্ন করতে ১০০টি স্মার্টফোন দেওয়া হলো।

বুধবার (১০ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ পোস্ট অফিসের (ঢাকা জিপিও) প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর শেষে স্মার্টফোনগুলো হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ই-পোস্ট দেশের ডিজিটাল কমার্সের উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদার বলেন, ‘বাংলাদেশ পোস্ট অফিস ও ই-ক্যাবের যৌথ উদ্যোগে ৬৪টি জেলা পোস্ট অফিসে ই-কমার্স সেবার কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে এটি একটি মাইলফলক হবে।’

ই-ক্যাবের (ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি শমী কায়সার বলেন, ‘ই-পোস্ট সার্ভিস ব্যবহার করে পোস্ট অফিসের মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ই-কমার্স সেবা পৌঁছে যাবে।’

ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, ‘ই-ক্যাব বাংলাদেশের ডিজিটাল ই-কমার্স সেবার মান বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। ই-পোস্ট তারই একটি সার্থক রূপায়ণ।’

স্টকমার্কেটবিডি.কম/বি

অর্থপাচারের কারণ দক্ষতা ও প্রযুক্তির অভাব : বিআইবিএম

BIBMস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কারিগরি দক্ষতা ও উন্নত প্রযুক্তির অভাবকে অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থপাচারের প্রধান দুই কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণায়।

বুধবার এক সেমিনারে নতুন পেমেন্ট সিস্টেমে (অনলাইন ও মোবাইল) অর্থপাচার সংক্রান্ত একটি গবেষণা প্রবন্ধে বিআইবিএমের পরিচালক (প্রশিক্ষণ) শাহ মো. আহসান হাবিব এ তথ্য জানান।

মিরপুরে বিআইবিএম মিলনায়তনে এই সেমিনার হয়।

বিআইবিএমের গবেষণায় দেখা গেছে, ৫৬ শতাংশ ব্যাংকই মনে করে অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থপাচারের পেছনে ভূমিকা রয়েছে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কারিগরি দক্ষতা না থাকা। আর ৪১ শতাংশ ব্যাংক উন্নত প্রযুক্তির অভাবকে দায়ী করেছে।

এছাড়া ২১ ও ১৮ শতাংশ ব্যাংক নজরদারির অভাব ও দ্রুত লেনদেনকে অর্থপাচারে দায়ী করেছে।

অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ে অর্থপাচারে রোধে ‘ক্যাশলেস সোসাইটি’ সৃষ্টির উপর জোর দেন সেমিনারে অংশ নেওয়া অতিথিরা।

আইপে সিস্টেম লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন বলেন, “আমাদের ক্যাশসেল সোসাইটির দিকে এগিয়ে যেতে হবে, যদি তা করা সম্ভব হয় নজরদারি আরও বৃদ্ধি করা সম্ভব হবে এবং অপরাধ কমে আসবে।”

তিনি বিভিন্ন মোবাইল ব্যাংকিং (বিকাশ-রকেট) প্রতিষ্ঠানে মধ্যে লেনদেন চালুর আহ্বান জানান।

সাউথ-ইস্ট ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক এস এম মাইনুদ্দীন চৌধুরী বলেন, “অর্থপাচার প্রতিরোধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একটি ক্যাশলেস ইকোসিস্টেমের মধ্যে চলে আসা প্রয়োজন।

“প্রযুক্তিগত সমস্যা প্রতিরোধে প্রযুক্তিগত সমাধানেরই প্রয়োজন।”

এজেন্ট নির্বাচনের সময় ব্যাংকগুলোকে আরও সতর্ক হবার পরামর্শ দেন ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাইনুদ্দীন আহমেদ।

তিনি বলেন, “এজেন্ট নিয়োগ নিয়ে ব্যাংকগুলোর মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা বন্ধ করতে হবে।”

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক লীলা রশিদ, বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী, বিআইবিএমের অধ্যাপক বরকত-এ-খোদা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

অলিম্পিক এক্সেসরিজের বাৎসরিক বোর্ড সভা ১৮ অক্টোবর

olimpic ...smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সোয়া ৩টায় রাজধানী পল্টনে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

আইটি কনসালটেন্টসের বাৎসরিক বোর্ড সভা ২৫ অক্টোবর

ITC-Logo-230x155স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আইটি কনসালটেন্টস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৩টায় রাজধানী তেজগাঁয়ে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে আইটি কনসালটেন্টস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. খুলনা পাওয়ার
  2. সামিট পাওয়ার
  3. ইউনাইটেড পাওয়ার
  4. এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস
  5. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  6. সিলভা ফার্মা
  7. ইফাদ অটোস
  8. ড্রাগন সোয়েটার স্পিনিং
  9. বিবিএস ক্যাবলস
  10. স্টাইল ক্রাফট লিমিটেড।

লেনদেন স্থিতিশীল থাকলেও উভয় শেয়ারবাজারেই সূচকের পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের মতো স্থিতিশীল রয়েছে। তবে দিনশেষে ডিএসইতে সূচকগুলোর বড় পতন হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮০১ কোটি ৯৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৮০১ কোটি ২১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের প্রায় সমান রয়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯২২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৯টির। আর দর অপরিবর্তিত আছে ৫২টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিলভা ফার্মা, ইফাদ অটোস, ড্রাগন সোয়েটার স্পিনিং, বিবিএস ক্যাবলস স্টাইল ক্রাফট লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৭৮০ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৩৫ কোটি ৬২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ২৭ কোটি ৪৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সামিট পাওয়ার ও খুলনা পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড