বিএসসির বহরে যুক্ত হবে ২১ জাহাজ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ শিপিং করপোরেশনের চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ২০১৮-১৯ সালে বিএসসির বহরে ছয়টি নতুন জাহাজ যুক্ত হয়েছে। আরও চারটি নতুন জাহাজ সংযোজনের প্রক্রিয়া চলমান আছে। বিএসসি বর্তমানে আর্থিক সক্ষমতা বিবেচনায় নিজস্ব অর্থে জাহাজ ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করেছে। বিএসসির বহরে বিভিন্ন ক্যাটাগরির ২১টি জাহাজ যুক্ত হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিশ্বের ১২টি মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশে একটি আছে। সেটির অবস্থান নবম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটাইম বিশ্ববিদ্যালয়টি চট্টগ্রামে অবস্থিত। মেরিটাইম সেক্টরের উন্নয়নে চারটি নতুন মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি জানান, আরও তিনটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে। একটি নতুন মেরিটাইম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। আরও চারটি মেরিটাইম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লুতে বিএসসির ৪৬তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কক্সবাজারের মাতারবাড়িতে ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ হচ্ছে। কয়লা, এলএনজি ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল পরিবহন ছাড়াও রাষ্ট্রীয় প্রয়োজন ও আর্থিকভাবে লাভজনক বিবেচনায় বিভিন্ন সাইজ ও ধরণের জাহাজ ক্রয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে।

‘ইতোমধ্যে ওই পরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম চলমান আছে। এসব পরিকল্পনাকে সামনে রেখে ইতোমধ্যে জাতীয় সংসদে দি বাংলাদেশ ফ্লাগ ভেসেলস (প্রটেকশন অব ইন্টারেস্ট) অ্যাক্ট-২০১৯ পাশ হয়েছে। ফলে সরকারি তহবিলে আমদানি বা রপ্তানি করা পণ্য সমুদ্রপথে পরিবহনের ক্ষেত্রে বিএসসি অগ্রাধিকার পাবে,’ বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএসসি দীর্ঘদিন পর চট্টগ্রামের কৈবল্যধামে তাদের নিজস্ব জায়গায় আনসার ক্যাম্প ও পাহাড়ি চৌকি প্রতিষ্ঠা করেছে। ফলে ১২ দশমিক ৭৭ একর জায়গাটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যাবে। সেখানে বিএসসির অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অদ্য ১৬.১১.২০২৩ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৬তম বার্ষিক সাধারণ সভা রেডিসন ব্লু হোটেল চট্টগ্রাম বে-ভিউ (মোহনা হল, লেভেল-৪) অনুষ্ঠিত হয়।

উল্লিখিত সাধারণ সভায় মাননীয় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও বিএসসি পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এমপি মহোদয় সভাপতিত্ব করেন। এছাড়ও বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব ও বিএসসি পরিচালনা পর্ষদের জনাব মোঃমোস্তফা কামাল মহোদয় এবং বিএসসি পরিচালনা পর্ষদের সম্মানিত অন্যান্য সদস্যবৃন্দ।

৪৬তম বার্ষিক সাধারণ সভায় বিএসসি’র সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোঃ জিয়াউল হক সম্মানিত শেয়ারহোল্ডার ও উপস্থিত সুধীবৃন্দ উদ্দেশ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২০২২-২৩ অর্থ বছরের সামগ্রিক কর্মকান্ডের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয় ২০২২-২৩ অর্থ বছরে বিএসসি’র পরিচালনা আয় ছিল ৫১৫.৪৩ কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে আয় হয়েছে প্রায় ১৫১.৮০ কোটি টাকা। সর্বমোট আয় হয়েছে প্রায় ৬৬৭.২৩ কোটি টাকা। অন্যদিকে পরিচালনা ব্যয় ছিল ২৮৬.৮২ কোটি টাকা এবং প্রশাসনিক ও আর্থিক খাতে ব্যয় ছিল ৮৮.৮২ কোটি অর্থাৎ সর্বমোট ব্যয় হয় ৩৭৫.৬৪ কোটি টাকা।

২০২২-২৩ অর্থ বছরে কর সমন্বয়ের পর সংস্থার নীট মুনাফা হয়েছে ২৪৬.২৯ কোটি টাকা। গত ২০২১-২২ অর্থ বছরে বিএসসি’র মোট আয় হয়েছিল ৫১৭.৩৯ কোটি টাকা ও মোট ব্যয় হয়েছিল ২৪৪.৩২ কোটি টাকা এবং কর সমন্বয়ের পর নীট মুনাফা হয়েছিল ২২৫.৮১ কোটি টাকা। ২০২১-২২ অর্থ বছর থেকে ২০২২-২৩ অর্থ বছরে বিএসসির নীট আয় বেড়েছে প্রায় ২০.৪৮ কোটি টাকা। বিএসসি পরিচালনা পর্ষদ কর্তৃক সম্মানিত শেয়ারহোল্ডারগণকে ২০২২-২৩ অর্থ বছরের নীট লাভ হতে ২৫% (পঁচিশ) হারে নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ট) প্রদানের সুপারিশ করা হয়েছে মর্মে তিন সভায় অবহিত করেন।বিএসসির লাভের ধারা অব্যাহত থাকলে আগামীতে আরো বেশি লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

বিএসসি বর্তমান সরকারের সুযোগ্য দিক নির্দেশনা ও সক্রিয় সহযোগিতায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ব্লু-ইকোনমির ধারণা বাস্তবায়নের লক্ষ্যে এসডিজি গোলস-২০৩০ এবং রুপকল্প-২০৪১ এর সাথে সামঞ্জস্য রেখে একটি স্বয়ংসম্পূর্ণ আন্তর্জাতিক শিপিং সংস্থা গড়ে তোলার লক্ষ্যে মিশ্র বাণিজ্যিক জাহাজ বহর সৃষ্টিসহ আনুষাঙ্গিক নানাবিধ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে চীন সরকারের ঋণ সহায়তায় গত ২০১৮-১৯ অর্থ বছরে ৬(ছয়)টি নতুন জাহাজ (প্রতিটি প্রায় ৩৯,০০০DWT সম্পন্ন ৩টি নতুন প্রোডাক্ট অয়েল ট্যাংকার ও ৩টি নতুন বাল্ক ক্যারিয়ার) ক্রয় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে যার মধ্যে বর্তমানে ০৫টি জাহাজ বিএসসির বহরে আছে। উক্ত জাহাজসমূহ বিশ্বব্যাপী বাণিজ্যিকভাবে নিয়োজিত করা হয়েছে। যার মাধ্যমে আয় হওয়া বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে।

দেশে আমদানিতব্য ক্রুড অয়েল বিএসসির নিজস্ব জাহাজের মাধ্যমে পরিবহনের জন্য ও দেশের জ্বালানী নিরাপত্তার স্বার্থে কয়লাসহ বিভিন্ন পণ্য যেমন: খাদ্যশস্য, সিমেন্ট ক্লিংকার, ক্লে এবং বাল্ক কার্গো ইত্যাদি পরিবহনের Uninterrupted supply chain গড়ে তোলার জন্য নতুন প্রতিটি ১,১৪,০০০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ২ (দুই) টি নতুন ক্রুড অয়েল মাদার ট্যাংকার ও নতুন প্রতিটি ৮০,০০০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ২টি মাদার বাল্ক ক্যারিয়ার অর্জনের জন্য গৃহীত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ “জি টু জি ভিত্তিতে ০২টি ক্রুড ওয়েল মাদার ট্যাংকার এবং ০২টি মাদার বাল্ক ক্যারিয়ার জাহাজ সংগ্রহ” শীর্ষক প্রকল্পটি গত ১৮-০৪-২০২৩ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদন লাভ করেছে।

এছাড়া, এ প্রকল্পের অধীনে ০৪টি জাহাজ ক্রয় সম্পর্কিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)’র প্রস্তাব/সুপারিশ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গত ১৭-০৭-২০২৩ তারিখে অনুমোদিত হয়েছে। উক্ত অনুমোদনের আলোকে ইতোমধ্যে China National Machinery IMP. & EXP. Corporation এর সাথে জাহাজ নির্মাণের চুক্তি স্বাক্ষর করা হয়েছে। উক্ত ৪টি জাহাজ বিএসসির বহরে শীঘ্রই যুক্ত হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) প্রতি বছর ৩৫ লক্ষ মেট্রিক টন ডিজেল অয়েল এবং ৪ লক্ষ মেট্রিক টন জেট ফুয়েল আমদানী করে, যা বিদেশী জাহাজের মাধ্যমে পরিবহন করা হয়। ইস্টার্ন রিফাইনারি কর্তৃক বাস্তবায়নাধীন Single Point Mooring (SPM) with Double pipeline শীর্ষক প্রকল্প সমাপ্ত হলে আমদানিকৃত ডিজেল ও জেট ফুয়েল পরিবহনের জন্য ২ (দুই)টি ৮০,০০০ টন ক্ষমতা সম্পন্ন মাদার প্রোডাক্ট অয়েল ট্যাংকার ক্রয় প্রকল্প/পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবং ন্টেইনার পরিবহন বাণিজ্যে বৈশ্বিক ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় বিএসসির লাভজনক ও সফল অংশগ্রহণ নিশ্চিতকরণে নতুন১২(বার)টি সেলুলার কন্টেননার জাহাজ (প্রতিটি ২,৫০০ থেকে ৩,০০০ TEUs)অর্জনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া, ভবিষ্যৎ চাহিদার ভিত্তিতে নিজস্ব ও বৈদেশিক অর্থায়নে আরো বিভিন্ন আকার ও ধরণের জাহাজ ক্রয় প্রকল্প এবং দেশে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ, ডকিং, মেরামত ইত্যাদি কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে আন্তর্জাতিক মানের শিপইয়ার্ড নির্মাণ প্রকল্প গ্রহণ করা হচ্ছে
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৬তম বার্ষিক সাধারণ সভা আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ আশরাফুল আমিন, উপ-সচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন), বিএসসি, চট্টগ্রাম।

স্টকমার্কেটবিডি.কম////

পি কে হালদারের সহযোগী সিদ্দিকুরের ২৩ কোটি টাকার শেয়ার ‘ফ্রিজ’

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ভারতে গ্রেপ্তার প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সহযোগী এবং এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের ২৩ কোটি টাকার শেয়ার ফ্রিজ (লেনদেন স্থগিত) করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত বুধবার (১৫ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে ওই অস্থাবর সম্পত্তি ফ্রিজ করা হয়েছে।

ফ্রিজ করা সম্পত্তির মধ্যে রয়েছে—সিদ্দিকুর রহমানের নামে সিমটেক্স ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের ১০ টাকা মূল্যের মোট ১৬ কোটি ৭২ লাখ ৮৭ হাজার ৩৯০ টাকার ১ কোটি ৬৭ লাখ ২৮ হাজার ৭৩৯টি শেয়ার, তার আত্মীয় মাহফুজা রহমানের নামে ২ কোটি ৩৮ লাখ ৭১ হাজার ৫৫০ টাকার, নিয়ার রহমান সাকিবের নামে ১ কোটি ৩৫ লাখ ৩ হাজার ৬০০ টাকার, ইসতিয়াক রহমান ইমরানের নামে ১ কোটি ৪৯ লাখ ৬১ হাজার ৪৩০ টাকার এবং অপর আত্মীয় মো. ইনসাফ আলী শেখের নামে ১ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ৩০০ টাকার শেয়ার। সব মিলিয়ে ২৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ফ্রিজ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার পূর্বক প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠান অ্যান্ড বি ট্রেডিংয়ের নামে জাল রেকর্ডপত্রাদি প্রস্তুত করে তা সঠিক হিসাবে ব্যবহার করে ওই অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের মালিককে ঋণ পেতে প্রত্যক্ষ সহযোগিতা করেন ও সংশ্লিষ্ট ঋণের বেনিফিসিয়ারী কর্তৃক এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট থেকে ৪৪ কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। পরে বিভিন্ন লেয়ারিংয়ের মাধ্যমে ওই অর্থ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির হিসাবে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে গোপনে পাচার করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৯, ৪২০, ৪৬৮, ৪৭১, ১০৯ ও ১৯৪৭ সনের দুদক আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ও (৩) ধারায় মামলা দায়ের করা হয়। সূত্র : বাংলা নিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/////

১১০০ কোটি টাকায় বাংলালিংকের ২ হাজার টাওয়ার কিনছে সামিট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সামিট কমিউনিকেশনস গ্রুপের কোম্পানি সামিট টাওয়ারস লিমিটেড ১ হাজার ১০০ কোটি টাকায় বাংলালিংকের ২ হাজার টাওয়ার কিনছে।

বাংলালিংকের মূল কোম্পানি ভিওন এক বিবৃতিতে জানিয়েছে, টাওয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ প্রাথমিকভাবে বাংলালিংকের আর্থিক প্রতিশ্রুতি পূরণ ও কোম্পানির ডিজিটাল সম্প্রসারণে ব্যয় করা হবে।

বর্তমানে বাংলালিংকের ৬ হাজার ৩৪টি টাওয়ার আছে, সেখান থেকে এক তৃতীয়াংশ সামিট টাওয়ারে স্থানান্তর করবে, যার ফলে বাংলাদেশি কোম্পানির ব্যবস্থাপনায় সাইটের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে যাবে।

সামিটের নতুন টাওয়ার অধিগ্রহণের ফলে দেশের টাওয়ার ব্যবসায় প্রতিযোগিতা আরও বাড়বে। বর্তমানে এই সেক্টরের মার্কেট লিডার ইডটকো বাংলাদেশ।

ইডটকো এখনো এই ব্যবসায়ের প্রভাবশালী অংশীদার এবং বর্তমানে তাদের ১৫ হাজার ৯৫৫টি টাওয়ার আছে। এছাড়া, এটি অন্যান্য টেলিকম কোম্পানির ২ হাজারের বেশি সাইট পরিচালনা করে।

তবে সামিট কমিউনিকেশনসের একটি শক্তিশালী ফাইবার নেটওয়ার্ক ও সাবমেরিন কেবল লাইসেন্স আছে। ফলে, বাজারে তারা শক্তিশালী অংশীদার হিসেবে আবির্ভূত হবে।

তারা ৫৩ হাজার কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক পরিচালনা করে এবং বাংলাদেশের ইন্টারনেট চাহিদার ৩৫ শতাংশ পূরণ করে। কোম্পানিটি দেশের প্রথম বেসরকারি সাবমেরিন ক্যাবল নির্মাণ করছে।

সামিট কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ আল ইসলাম বলেন, ‘টাওয়ার, ফাইবার ও সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আমরা সমন্বিত যোগাযোগ অবকাঠামো গড়ে তুলব ও ওয়ান স্টপ সার্ভিস প্রদান করব।’

তিনি আরও বলেন, ‘নতুন টাওয়ারের মাধ্যমে আমরা বাংলালিংকের পাশাপাশি অন্যান্য অপারেটরকেও সেবা দেব।’

এর আগে, ২০১৫ সালে ৫ হাজার ২৫৮টি টাওয়ার ইডটকো বাংলাদেশ লিমিটেডের কাছে ২৫০ মিলিয়ন ডলারে বিক্রি করেছিল রবি। এটি তখন মোবাইল ফোন অপারেটরটির সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা ছিল। সূত্র : ডেইলি স্টার

স্টকমার্কেটবিডি.কম/////

পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে, বেড়েছে ইউরোপে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের তৈরি পোশাকের প্রধান বাজার ইউরোপ ও আমেরিকায় কমছে রপ্তানি আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে পোশাক রপ্তানি ৭.০৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩.৯৯ শতাংশ। তবে ইউরোপের এককভাবে বৃহত্তম বাজার জার্মানিতে প্রায় সাড়ে ১১ শতাংশ রপ্তানি কমেছে।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ২০২৩-২৪ সালের জুলাই-অক্টোবর মাসে পোশাক রপ্তানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ৩.০৫ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বিজিএমইএ সূত্রে এসব তথ্য জানা যায়। ইপিবি সূত্র আরো জানায়, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও ইতালিতে রপ্তানিতে যথাক্রমে ১৮.০৭ শতাংশ, ২.৫৬ শতাংশ, ১২.৭৩ শতাংশ এবং ৯.৮৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম রপ্তানি বাজার জার্মানিতে ২০২২-২৩ সালের জুলাই-অক্টোবর সময়ে রপ্তানি ২.০৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১১.৪৯ শতাংশ হ্রাস পেয়ে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবরে রপ্তানি ১.৮১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বছর ওয়ারি ৩.০৫ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধিসহ ২০২৩-২৪ সালের জুলাই-অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ২.৫৭ বিলিয়ন মার্কিন ডলার ছিল।

একই সময়ে যুক্তরাজ্য ও কানাডায় রপ্তানি যথাক্রমে ১৪.৬৩ শতাংশ (ধনাত্মক) প্রবৃদ্ধি এবং ১.৫৩ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধির সঙ্গে ১.৮ বিলিয়ন মার্কিন ডলার এবং ৪৬২.৮৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

এদিকে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবরের মধ্যে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ে ২.৪৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১৭.০১ শতাংশ বেড়ে ২.৮৬ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় রপ্তানি যথাক্রমে ২৩.০৩ শতাংশ, ৪৫.৪৪ শতাংশ এবং ২৯.৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে ভারতে পোশাক রপ্তানি ১২.৮ শতাংশ কমেছে।

এ ছাড়া ২০২৩-২৪ সালের জুলাই-অক্টোবরে বিশ্বে মোট রপ্তানি হয়েছে ১৪.৭৮ বিলিয়ন মার্কিন ডলার, যা এক বছর আগের একই সময়ে ১৩.৯৫ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ৫.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পোশাক রপ্তানির সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিজিএমইএ পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নে আমাদের পোশাক রপ্তানি যৎসামান্য বেড়েছে। এটি আসলে পর্যাপ্ত নয়। ইউরোপের কয়েকটি দেশে হয়তো সামান্য বেড়েছে কিন্তু ইউরোপের এককভাবে বৃহত্তম বাজার জার্মানিতে প্রায় সাড়ে ১১ শতাংশ রপ্তানি কমেছে—এটা অবশ্যই আমাদের কাছে উদ্বেগের বিষয়।’

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস; ২য় এমারেল্ড অয়েল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৫ লাখ টাকা।

মুন্নু সিরামিকসের ১৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খুলনা পেপার এন্ড প্যাকেজিংর ১৪ কোটি ১২ লাখ, বিডি থাই এলুমিনিয়ামের ১২ কোটি ৫৩ লাখ, সেন্ট্রাল ফার্মার ১২ কোটি ৪২ লাখ, প্যাসিফিক ডেনিমসের ১১ কোটি ৬৬ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৮ কোটি ৩৪ লাখ, এসকে ট্রিমসের ৮ কোটি ৬ লাখ ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ফু-ওয়াং ফুডস
  2. এমারেল্ড অয়েল
  3. মুন্নু সিরামিকস
  4. খুলনা পেপার এন্ড প্যাকেজিং
  5. বিডি থাই এলুমিনিয়াম
  6. সেন্ট্রাল ফার্মা
  7. প্যাসিফিক ডেনিমস
  8. খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ
  9. এসকে ট্রিমস
  10. কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।

ডিএসইতে ৩৬০ ও সিএসইতে ৬ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৫৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ২১১৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬০ কোটি ৭৬ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৪৫ কোটি টাকা।

ডিএসইতে দিনভর ২৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬২টির আর দর অপরিবর্তিত আছে ১৬২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ফু-ওয়াং ফুডস, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিকস, খুলনা পেপার এন্ড প্যাকেজিং, বিডি থাই এলুমিনিয়াম, সেন্ট্রাল ফার্মা, প্যাসিফিক ডেনিমস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, এসকে ট্রিমস ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৪১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ৩৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ১২ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ১৮ কোটি ৫০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সেন্ট্রাল ফার্মা ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

রিনসাইন টেক্সটাইলের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি রিনসাইন টেক্সটাইল লিমিটেড বাৎসরিক বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৭  নভেম্বর এই বোর্ড সভাটি আহবান করা হয়েছে। এর আগে বোর্ড সভাটি আহবান করা হলেও তা স্হগিত করা হয়।

সূত্র থেকে জানা যায়, এদিন বেলা ৪ টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, গত ৩০ জুন শেষ হওয়া ২০২৩ সালের কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি