জিপিডির প্রবৃদ্ধির হারে কারসাজি নেই: পরিকল্পনামন্ত্রী

kamalনিজস্ব প্রতিবেদক :

দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারের ক্ষেত্রে কোনো কারসাজি করা হয়নি বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘আমি আমার সংখ্যাগুলোকে জানি, আমি আমার বিভাগের ওপর আস্থা রাখি।’

আজ বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ অবকাঠামো’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, প্রবাসী আয় বা রেমিট্যান্স কমে গেছে বলে জিডিপির প্রবৃদ্ধি কম হবে, এটা ঠিক নয়। বিদেশ থেকে টাকা আসছে। তা অনেকটা ব্যাংকিং চ্যানেলের বাইরেও। এ বাস্তবতা মেনে নিতে হবে। তিনি বলেন, টাকার রং সাদা, কালো, হলুদ যা-ই হোক, তা বাংলাদেশে আসছে এবং তা জিডিপিতে অবদান রাখছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গত বরিবার সাময়িক হিসাবে জানায়, চলতি ২০১৬-১৭ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার হবে ৭ দশমিক ২৪ শতাংশ। আজ বিএনপি এ নিয়ে প্রশ্ন তুলেছে।

সেমিনারে জিডিপির হার নিয়ে কথা বলতে গিয়ে মুস্তফা কামাল আরও বলেন, রাজস্ব আয়ে আট বছর ধরে ১৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি হচ্ছে। রপ্তানি আয়েও প্রবৃদ্ধি আছে। তিনি বলেন, ‘জিডিপি প্রবৃদ্ধির হার ঘোষণা করলেই আমার স্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি বলেন এখন আমাকে সমালোচনা সহ্য করতে হবে। আমি তাঁকে বুঝিয়েছি, জিডিপির হার কীভাবে বেড়েছে। সে এখন বুঝতে পেরেছে।’

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান, ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) এদেশীয় পরিচালক ওয়েন্ডি জো ওয়ার্নার, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য আফতাব-উল ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল প্রমুখ বক্তব্য দেন।

স্টকমার্কেটবিডি.কম/এসএ

‘দেশের সব ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে কাজ করবে এফবিসিসিআই’

fbcciনিজস্ব প্রতিবেদক :

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর নবনির্বাচিত সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন) বলেছেন, ‘দেশের সব ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে কাজ করবে এফবিসিসিআই।

বুধবার (১৭ মে) নব নির্বাচিত পরিচালনা পর্ষদ ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের শিল্প-বাণিজ্যের উন্নয়নে এফবিসিসিআই এর বর্তমান পরিচালনা পর্ষদ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।’

শ্রদ্ধা নিবেদন শেষে ব্যবসায়ী নেতারা দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন।

সংগঠনের নবনির্বাচিত প্রথম সহসভাপতি শেখ ফজলে ফাহিম, সহসভাপতি মুনতাকিম আশরাফ এবং চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের পরিচালকরা এসময় উপস্থিত ছিলেন। এফবিসিসিআই এর সাধারণ পরিষদ সদস্যরাও পরিচালনা পর্ষদ নেতাদের সঙ্গে ছিলেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ মে) এফবিসিসিআই এর পরিচালনা পর্ষদ ২০১৭-২০১৯ মেয়াদকালের জন্য নির্বাচিত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এসএ

ব্যাংক এশিয়ার ১০ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন

asia.smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্যাংক এশিয়া কোম্পানি লিমিটেডের একজন স্পন্সর ১০ লাখ শেয়ার ক্রয় শেষ করেছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আমিরান জেনারেশন নামে কোম্পানিটির এই স্পন্সর ১০ লাখ শেয়ার ক্রয় করলেন।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করা হয়।

শর্তমোতাবেক ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হয় বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

  1. বৃটিশ আমেরিকান টোব্যাকো
  2. রেকিট বেনকাইজার
  3. গ্লাক্সো স্মিথক্লিন
  4. স্টাইলক্রাফট লিমিটেড
  5. লিন্ডে বাংলাদেশ লিমিটেড
  6. বাটা সু
  7. রেনেটা লিমিটেড
  8. ম্যারিকো বাংলাদেশ
  9. ইস্টার্ন লুব্রিকেন্টস
  10. ন্যাশনাল টি কোম্পানি।

শেয়ারবাজারে লেনদেন বাড়লেও সূচক সামান্য পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্য সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, বুধবার দিনের শেষে ডিএসইতে ৬৮৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার এই লেনদেন ৫৩৬ কোটি ১৩ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৬.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৫৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০০২ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৫৫টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রেকিট বেনকাইজার, গ্লাক্সো স্মিথক্লিন, স্টাইলক্রাফট লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, বাটা সু, রেনেটা লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ, ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড ও ন্যাশনাল টি কোম্পানি।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার এই লেনদেন ৪১ কোটি ১১ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৬.৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮১০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও ইফাদ অটোস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

স্পট মার্কেটে যাচ্ছে ঢাকা ব্যাংক

Spot-Market-230x155নিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেড স্পট মার্কেটে যাচ্ছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার ও রবিবার টানা ২ কার্যদিবস স্পট মার্কেটে লেনদেন করবে ঢাকা ব্যাংক লিমিটেড।

এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ মে।

স্টকমার্কেটবিডি.কম/এসএ

বুধবার স্পট মার্কেটে ১১ কোম্পানির লেনদেন

Spot-Market-230x155স্টকমার্কটে ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা ও ব্যাংকিং খাতের ১১ কোম্পানির লেনদেন আজ বুধবার স্পট মার্কেটে যাবে। বুধবার সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এই কোম্পানিগুলো – রুপালী ইন্স্যুরেন্স, রুপালি ব্যাংক, জনতা ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, প্রগতি ইন্স্যুরেন্স, বিডি জেনারেল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, নর্দান ইন্স্যুরেন্স ও মিডাস ফাইন্যান্স লিমিটেড স্পট মার্কেটে যাচ্ছে।

সিএসই সূত্র জানায়, বুধবার স্পট মার্কেটে লেনদেন করবে এই কোম্পানিগুলো।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া