ইভেন্সি টেক্সটাইলের সর্বশেষ দর ২৪.৬০ টাকা

Evince-Textile-220x140স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাবুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভেন্সি টেক্সটাইলের লেনদেনের প্রথম দিনেই দর বেড়েছে ১৪ টাকা ৬০ পয়সা বা ১৪৬ শতাংশ। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটি সর্বশেষ দর এসে দাঁড়িয়েছে ২৪ টাকা ৬০ পয়সা দরে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ইভেন্সি টেক্সটাইল ১৯ টাকা ৯০ পয়সা দরে ডিএসইতে লেনদেন শুরু করে। এদিন শেয়ারটির দর ১৬ টাকা ৫০ থেকে ২৫ টাকা ১০ পয়সা পর্যন্ত উঠানামা করে।

লেনদেনের প্রথম দিনে কোম্পানিটি ১২ হাজার ৮৫৩ বারে ৯১ লাখ ৭২ হাজার ৮৬২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ১৭ কোটি ৫৭ লাখ টাকা।

ইভেন্সি টেক্সটাইলের অনুমোদিত মূলধন রয়েছে ১৫০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১২০ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সাউথইস্ট ব্যাংক ২০ লাখ শেয়ার কিনবে

southest-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের এক জন উদ্দোক্তা পরিচালক ২০লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। টাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মিস সুলতানা কাসেম নামে ব্যাংকের এক উদ্যোক্তা পরিচালক ব্যাংকটির ২০ লাখ শেয়ার বাজার দরে বিক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. একমি ল্যাব.
  2. ইভেন্সি টেক্সটাইল
  3. বিএসআরএম লি.
  4. ইসলামী ব্যাংক
  5. শাহজিবাজার পাওয়ার
  6. ডিবিএইচ
  7. লংকা বাংলা ফাইন্যান্স
  8. অরিয়ন ফিউশন
  9. লিন্ডে বিডি
  10. আইপিডিসি।

শেয়ারবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও মূল্য সূচক আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে লেনদেন সামান্য কমলেও বেড়েছে সূচক। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন বন্ধের দিন শনিবার সেখানে ৩৭১ কোটি ১ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১২১ পয়েন্টে । তবে ডিএসই-৩০ সূচক ০.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৮৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১ টির, কমেছে ১৬২ টির আর অপরিবর্তিত রয়েছে ৫২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাব., ইভেন্সি টেক্সটাইল, বিএসআরএম লি., ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ডিবিএইচ, লংকা বাংলা ফাইন্যান্স, অরিয়ন ফিউশন, লিন্ডে বিডি, আইপিডিসি।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল শনিবার সেখানে ৩৩ কোটি ৫০ টাকার শেয়ার লেনদেন হয়। এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এপ্রেক্স ফুটওয়ার ও ইভেন্সি টেক্সটাইল।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৯ টির, কমেছে ১১৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

ওয়ান ব্যাংকের বোর্ড সভা ২১ জুলাই

one bank-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২১ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

ইসলামিক ফাইন্যান্সের বোর্ড সভা ২১ জুলাই

islami fস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের বোর্ড সভা আগামী ২১ জুলাই আহ্বান করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

শর্তসাপেক্ষে সামিটের একীভূতকরণ স্কিম অনুমোদন

summitস্টকমার্কেট ডেস্ক:

আদালতের অনুমোদন পেয়েছে সামিট গ্রুপের প্রস্তাবিত একীভূতকরণ স্কিম। তবে এক্ষেত্রে স্বাধীন ভ্যালুয়ারের মাধ্যমে তালিকাবহির্ভূত দুই কোম্পানির সম্পদ মূল্যায়নের পরামর্শ দিয়েছেন আদালত।

কোম্পানি আইন অনুসারে বিশেষ সাধারণ সভায় (ইজিএম) একীভূতকরণের ব্যাপারে শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে উচ্চ আদালতের অনুমোদনও পায় সামিট। তবে কোম্পানিগুলোর মধ্যে শেয়ার বিনিময় হার সম্পর্কে প্রশ্ন ওঠায় এ বিষয়ে সম্মতি না দিয়ে উচ্চ আদালতে যায় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গেল মাসে এ বিষয়ে শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বেঞ্চ একীভূতকরণের অনুমতি দেন। তবে বিএসইসি ও স্টক এক্সচেঞ্জের কাছে শেয়ারবাজারের বাইরে থাকা দুই কোম্পানির নতুন ভ্যালুয়েশন রিপোর্ট জমা দেয়ার কথা বলে দেয়া হয়।

এ বিষয়ে সামিট পাওয়ার লিমিটেডের কোম্পানি সচিব স্বপন কুমার পাল বলেন, আমরা এখনো আদালতের আদেশের কপি হাতে পাইনি। ভ্যালুয়েশনের ব্যাপারে আদালতের কোনো রিকমেন্ডেশন থাকলে আমরা নিশ্চয়ই তা পালন করব।

পরবর্তীতে ভ্যালুয়েশন রিপোর্টে কোনো পরিবর্তন এলে শেয়ার বিনিময় হারে পরিবর্তন আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, প্রয়োজন হলে তা করতে কোনো বাধা নেই। একীভূতকরণের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিটি কোম্পানির ব্যবসায়িক দক্ষতা বাড়বে।

উল্লেখ্য, তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেডের সঙ্গে গ্রুপের আরেক তালিকাভুক্ত বিদ্যুত্ প্রতিষ্ঠান সামিট পূর্বাঞ্চল ছাড়াও শেয়াবাজারের বাইরে থাকা সামিট উত্তরাঞ্চল ও সামিট নারায়ণগঞ্জ পাওয়ার কোম্পানি লিমিটেডকে একীভূত করতে চায় সামিট গ্রুপ।

শেয়ারহোল্ডার ও উচ্চ আদালতের অনুমোদন পাওয়া স্কিম অনুসারে, সামিট পূর্বাঞ্চলের শেয়ারহোল্ডাররা তাদের প্রতিটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৩০৯টি শেয়ার পাবেন। অন্য দুই কোম্পানির মধ্যে সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানির শেয়ারহোল্ডাররা সামিট পাওয়ারে ১ দশমিক ৬৬৮টি শেয়ার পাবেন।

এছাড়া সামিট নারায়ণগঞ্জ পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ারহোল্ডাররা নিজ কোম্পানির প্রতিটি শেয়ারের বিপরীতে ১ দশমিক ৪৭৫টি সামিট পাওয়ার শেয়ার পাবেন।
স্টকমার্কেটবিডি.কম/এমআর

ওয়ান ব্যাংকের ১২ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা

one bank-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেডের এক জন উদ্দোক্তা পরিচালক ১২ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। টাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মিস ফারজানা চৌধুরি নামে ব্যাংকের এক উদ্যোক্তা পরিচালক ব্যাংকটির ১২ লাখ শেয়ার বাজার দরে বিক্রয় করবেন। তার হাতে মোট ৩ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৪৪০ টি শেয়ার রয়েছে।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

বিজিআইসির বোর্ড সভা ২০ জুলাই

bgic-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেডের বোর্ড সভা আগামী ২০ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় নিজেদের রাজধানীর মতিঝিলে অবস্থিত প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

এনসিসি ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই

ncc-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২৭ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় নিজেদের রাজধানীর মতিঝিলে অবস্থিত প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড