কোনো সমস্যা রাতারাতি সমাধান হবে না, সময় দিতে হবে: নতুন অর্থমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে, সেটা মোকাবিলায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।

আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব বলেন সদ্য অর্থমন্ত্রী দায়িত্ব পাওয়া আবুল হাসান মাহমুদ আলী।

তিনি বলেন, সমস্যা সমাধানে অবশ্যই কাজ করব। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন হবে। কোনো সমস্যা রাতারাতি সমাধান হবে না। এ জন্য সময় দিতে হবে।

‘সামনে রমজান মাস। দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে সেদিকে উচ্চ অগ্রাধিকার থাকবে। এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে কাজ করব,’ যোগ করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব।’

স্টকমার্কেটবিডি.কম///

ডিসেম্বরে মূল্যস্ফীতি ৮ মাসের মধ্যে সর্বনিম্ন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় সামান্য কমেছে। এ মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ৪১ শতাংশ, যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন।

রবিবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিবিএস প্রতিবেদন থেকে জানা গেছে, ডিসেম্বরে গ্রাম-শহর নির্বিশেষে খাদ্য মূল্যস্ফীতি কমে ১০ শতাংশের নিচে নেমেছে, তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৮ শতাংশ। নভেম্বরে এ মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৫৬ শতাংশ, যা গত মাসে প্রায় ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।

বিবিএসের তথ্যানুযায়ী, গত অক্টোবর ও নভেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৯ দশমিক ৯৩ ও ৯ দশমিক ৪৯ শতাংশ। সে হিসাবে ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। ডিসেম্বরে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৪৮ শতাংশ, আর শহরে ৯ দশমিক ১৫ শতাংশ হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

এফবিসিসিআই’র স্থায়ী কমিটির চেয়ারম্যান হলেন আসিফ ইব্রাহিম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) চেয়ারম্যান জনাব আসিফ ইব্রাহিমকে এফবিসিসিআই-এর শেয়ারবাজার ও বন্ড সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে । এফবিসিসিআই সভাপতি জনাব মাহবুবুল আলম এবং বোর্ড, জনাব আসিফ ইব্রাহিমকে ২০২৩-২০২৫ মেয়াদে এই পদের জন্য মনোনীত করেছেন ।

৫২ সদস্যের এই স্থায়ী কমিটিতে রয়েছেন শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানসমূহ, ব্রোকারস, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিসমূহ, ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং দেশের স্বনামধন্য ব্যবসায়ীরা । গঠিত কমিটিটি বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় ও পুঁজিবাজারের মধ্যে ঘনিষ্ঠ ও সুদূর প্রসারি সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে ।

স্টকমার্কেটবিডি.কম////

বাণিজ্য প্রতিমন্ত্রীকে ডিএসই’র এমডির অভিনন্দন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারের একজন সু-পরিচিত ব্যক্তিত্ব ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট জনাব আহসানুল ইসলাম, এমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বাণিজ্য মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন৷ তাঁর এই অর্জনে ১২ জানুয়ারি ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ তাকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান৷ এসময় তাঁর সাথে ছিলেন ডিএসই’র প্রধান রেগুলেটরী কর্মকর্তা খাইরুল বাসার আবু তাহের মোহাম্মদ, ভারপ্রাপ্ত প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার মোঃ ছামিউল ইসলাম, মোহাম্মদ আসাদুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শফিকুর রহমান এবং সহকারী মহাব্যবস্থাপক অলক কুমার বসু৷

সৌজন্য সাক্ষাতকালে ড. এটিএম তারিকুজ্জামান বলেন, সরকারের এই গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ে প্রতিমন্ত্রী হিসেবে আপনার এই নিয়োগ আপনার দক্ষতার উপর সরকারের যে আস্থা রয়েছে তারই বহিঃপ্রকাশ৷ আমরা নিশ্চিত যে, শেয়ারবাজারের পাশাপাশি ব্যাংক, বীমা, চিকিত্সা, বস্ত্র, শিক্ষা এবং ঔষধ খাতের অভিজ্ঞতার আলোকে আপনার দক্ষ নেতৃত্ব, প্রজ্ঞা এবং দিক নির্দেশনায় বাণিজ্য মন্ত্রনালয় আগামীতে আরও বেশি সুনাম এবং সাফল্য অর্জন করবে। এছাড়াও আপনার করপোরেট জগতের বহুমূখী পেশাদারিত্ব অভিজ্ঞতায় বর্তমান শেয়ারবাজারের সকল প্রতিকুলতা অতিক্রম করে শেয়ারবাজারের উন্নয়ন তথা সার্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি৷

উল্লেখ্য যে, জনাব আহসানুল ইসলাম টিটু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসন থেকে সাংসদ নির্বাচিত হন৷ জনাব আহসানুল ইসলাম-এর নেতৃত্বে ২০১৩ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথকিকরণ বা ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন হয়৷ তিনি ১৯৯৩ সালে শেয়ারবাজারের সঙ্গে যুক্ত হন। শেয়ারবাজার বিষয়ে তাঁর রয়েছে ব্যাপক অভিজ্ঞতা৷ ১৯৯৭ থেকে ২০০০ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেন৷ ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে যুগান্তকারী পরিবর্তন আনয়নে ১৯৯৮ সালে গঠিত ডিএসই অটোমেশন প্রক্রিয়া কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন জনাব আহসানুল ইসলাম৷ তিনি শেয়ারবাজার উন্নয়নে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন৷

স্টকমার্কেটবিডি.কম////

আলেশা মার্টের চেয়ারম্যান গ্রেফতার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম।

তিনি বলেন, ‘আলেশা মার্টের চেয়ারম্যানকে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মঞ্জুরের বিরুদ্ধে তার বিরুদ্ধে শতাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনেও মামলা আছে। এই মামলার বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সিআইডির তথ্যমতে, ২০২০ সালের ২৬ জুলাই আলেশা মার্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতর থেকে নিবন্ধন পায়। প্রতিষ্ঠানটি ২০২০ সালের ১০ নভেম্বর ঢাকার উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয়। আনুষ্ঠানিকভাবে আলেশা মার্টের যাত্রা শুরু হয় ২০২১ সালের ৭ জানুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম////

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সময় ১০২ দফা বাড়লো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আবারও বেড়েছে। কোম্পানিটিকে আগামীকাল ১৫ জানুয়ারি থেকে ১০২ দফায় আরও ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২০১৮ সালের ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট করা হয়।

এরপর আবারো দ্বিতীয় দফায় ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত, ৩য় দফায় গত ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত, ৪র্থ দফায় ২৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর, ৫ম দফায় ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ৬ষ্ঠ দফায় ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর, ৭ম দফায় ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ৮ম দফায় ২৬ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, ৯ম দফায় ১১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর ও ২০১৯ সালের ১০ম দফায় থেকে ৩০ দফায় এই লেনদেন বন্ধ রাখা হয়।

৩০ দফায় ২০২০ সালের ২৭ ডিসেম্বর হতে ২০২১ সালের ১১ জানুয়ারি আর ৩১ দফায় ১২ জানুয়ারি হতে ২৭ জানুয়ারি। একই বছরের ৫২ দফায় ২৪ নভেম্বর হতে ৮ ডিসেম্বর, ৫৩ দফায় ৯ ডিসেম্বর হতে ২৩ ডিসেম্বর পর্যন্ত লেনদেন বন্ধ রাখা হয়।

আর ৫৪ দফায় ২০২১ সালের ২৪ ডিসেম্বর হতে ২০২২ সালের ৭ জানুয়ারি থেকে ৭৮ দফায় ২১ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি, ৭৯ দফায় ১০ জানুয়ারি হতে ২৪ জানুয়ারি, ৮০ দফায় ২৫ জানুয়ারি হতে ৭ ফেব্রুয়ারি এবং ৮১ দফায় ৯ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি, ৮২ দফায় ২৬ ফেব্রুয়ারি হতে ১২ মার্চ, ৮৩ দফায় ১৩ মার্চ হতে ২৭ মার্চ, ৮৪ দফায় ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল, ৮৫ দফায় ১২ এপ্রিল হতে ২৬ এপ্রিল, ৮৬ দফায় ২৭ এপ্রিল থেকে ১১ মে, ৮৭ দফায় ১৪ মে থেকে ২৭ মে, ৮৮ দফায় ২৮ মে থেকে ১২ জুন, ৮৯ দফায় ১৩ জুন থেকে ২৬ জুন , ৯০ দফায় ২ জুলাই থেকে ১৬ জুলাই, ৯১ দফায় ১৬ জুলাই থেকে ৩১ জুলাই, ৯২ দফায় ১ আগষ্ট থেকে ১৪ আগষ্ট, ৯৩ দফায় ১৬ আগষ্ট থেকে ৫ সেপ্টেম্বর, ৯৪ দফায় ৭ সেপ্টেম্বর হতে ২১ সেপ্টেম্বর, ৯৫ দফায় ২৪ সেপ্টেম্বর হতে ৮ অক্টোবর, ৯৬ দফায় ৯ অক্টোবর হতে ২৩ অক্টোবর, ৯৭ দফায় ২৫ অক্টোবর হতে ১১ নভেম্বর , ৯৮ দফায় ১২ নভেম্বর হতে ২৬ নভেম্বর, ৯৯ দফায় ২৭ নভেম্বর হতে ১১ ডিসেম্বর, ১০০ দফায় ২৭ নভেম্বর হতে ২৭ ডিসেম্বর, ১০১ দফায় ২৮ ডিসেম্বর হতে ১৪ জানুয়ারি এবং পরবর্তীতে ১০২ দফায় আগামীকাল ১৫ জানুয়ারি থেকে আরো ১৫ দিন পর্যন্ত লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেয় ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে সী পার্লস রিসোর্ট; ২য় রূপালী লাইফ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্লস রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৬ লাখ টাকা।

ওরিয়ন ইউফিউশনের ৩০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিডি থাই এলুমিনিয়ামের ২১ কোটি ৩৬ লাখ, দেশবন্ধু পলিমারের ১৯ কোটি ২৫ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৯ কোটি ২০ লাখ, কর্নফুলি ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৫৫ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৫১ লাখ, ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের ১৫ কোটি ২৫ লাখ ও বিএসসির ১৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. সী পার্লস রিসোর্ট
  2. রূপালী লাইফ ইন্স্যুরেন্স
  3. ওরিয়ন ইউফিউশন
  4. বিডি থাই এলুমিনিয়াম
  5. দেশবন্ধু পলিমার
  6. মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
  7. কর্নফুলি ইন্স্যুরেন্স
  8. ক্রিস্টাল ইন্স্যুরেন্স
  9. ইষ্টার্ণ ইন্স্যুরেন্স
  10. বিএসসি।

দিনশেষে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩০২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১১৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৬৪ কোটি ৯৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৫২ কোটি ৮৪ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮১টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৯টির আর অপরিবর্তিত আছে ১৭৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সী পার্লস রিসোর্ট এন্ড স্পা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইউফিউশন, বিডি থাই এলুমিনিয়াম, দেশবন্ধু পলিমার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, কর্নফুলি ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স ও বিএসসি।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৬০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৬৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১১ কোটি ১৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও ইষ্টার্ণ হাউজিং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ইন্টারন্যাশনাল লিজিংয়ের নতুন এমডি কাজী আলমগীর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কাজী আলমগীরকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দিয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড।

তিনি গতকাল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। এ সময় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ও ব্যাংকিং এবং বীমা বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জনের পর তিনি অগ্রণী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

স্টকমার্কেটবিডি.কম/////