এনআরবিসি ব্যাংক ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। গত বৃহস্পতিবার (১০ জুন) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, আলোচিত বন্ড হবে একটি নন-কনভার্টেবল আনসিকিউরড কুপন বন্ড যা ব্যাসেল-৩ এর শর্তমোতাবেক ব্যাংকের টায়ার-২ এর মূলধন হিসেবে বিবেচিত হবে। ব্যাংকের উত্তরোত্তর প্রবৃদ্ধি, বর্তমান মাইক্রোক্রেডিট প্রোগ্রাম এবং সারাদেশের ক্রেডিট কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে বন্ড ইস্যুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্ড ইস্যুর এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদন এবং বিধিসমূহ পরিপালন সাপেক্ষ কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/

গোল্ডেনসন লোকসান থেকে মুনাফায়

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান গোল্ডেনসন লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৬.২০ টাকা।

নয় মাসে (জুলাই,২০-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৬৬ টাকা। গত বছরের এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ১৩.৩৭ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০.২৮ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ২০.২৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ফরচুন সুজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১১টির বা ৫৬.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ফরচুন সুজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ফরচুন সুজের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬ টাকায়। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৯.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর ১৩.৩০ টাকা বা ৫১.১৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফরচুন সুচ ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর কপারটেকের ৪৫.৮৫ শতাংশ, রিং শাইনের ৩৯.৭৪ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ২৯.০৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ২৮.১৩ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২৭.৬৬ শতাংশ, নুরানী ডাইংয়ের ২৭.১৪ শতাংশ, দেশ গার্মেন্টসের ২৬.১৮ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৫.৬৪ শতাংশ এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ২৫.১৮ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

সাপ্তাহিক দর পতনের শীর্ষে এনসিসি ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা ৩৮.২৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর গতন হয়েছে। সপ্তাহটিতে এনসিসি ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস এনসিসি শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮ টাকায়। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর ৩.৯০ টাকা বা ২১.৬৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে এনসিসি ব্যাংক ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর সাউথইস্ট ব্যাংকের ১৬.৭৭ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ১৬.৭৬ শতাংশ, এক্সিম ব্যাংকের ১৪.৮৪ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ১৪.৬৯ শতাংশ, এবি ব্যাংকের ১৪.৩৮ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ১৩.২৭ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১২.৫০ শতাংশ, জিবিবি পাওয়ারের ১২.০৫ শতাংশ এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ১১.৯৯ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসইতে সপ্তাহের ব্যবধানে পিই অপরিবর্তিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে (৬-৩ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৮.৪৮ পয়েন্টে। যা সপ্তাহ শেষেও ১৮.৪৮ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও অপরিবর্তিত রয়েছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৫৬ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২২.০১ পয়েন্টে, বস্ত্র খাতের ৩৩.৯০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৯.৩২ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৬.১২ পয়েন্টে, বীমা খাতের ২৬.৬৬ পয়েন্টে, বিবিধ খাতের ৬০.২৩ পয়েন্টে, খাদ্য খাতের ১৯.৭৬ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১১.৭১ শতাংশ, চামড়া খাতের ৮৪.৯০ পয়েন্টে, সিমেন্ট খাতের ১৪.৪৮ পয়েন্টে, আর্থিক খাতের ৪২.৯৪ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৫১.৮০ পয়েন্টে, পেপার খাতের ৯৭.১৬ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১১.৫১ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ২০.৪৫ পয়েন্টে, সিরামিক খাতের ২৮.৪৭ পয়েন্টে এবং পাট খাতের পিই (-) ৩৮.৪৮ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/

প্রধানমন্ত্রীর তহবিলে ২ কোটি টাকা অনুদান দিলো সাইফ পাওয়ারটেক

প্রধানমন্ত্রীর হাউস কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স এবং করোনা সহায়তা তহবিলে গতকাল সাইফ পাওয়ার অনুদান প্রদান করে। ভিডিও কনফারেন্সের এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : পিএমও

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর দুই তহবিলে ২ কোটি টাকা অনুদান দিয়েছে দেশের বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। করোনা সহায়তা তহবিল ও ‘হাউস কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স’ তহবিলে এই অনুদান দেওয়া হয়।

গত বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে এই অনুদান তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। একই অনুষ্ঠানে আরো কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর তহবিলে অর্থ সহায়তা দিয়েছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের হাতে অনুদানের চেক তুলে দেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রিড়া ব্যক্তিত্ব সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো: রুহুল আমিন।

অনুষ্ঠানে পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ, বিবিএ, ঢাকা চেম্বার, চট্টগ্রাম চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, এস আলম গ্রুপ, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, ওয়ালটন, পিএইচপি, প্রাণ-আরএফএল, বেঙ্গল ও শেলটেকসহ বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে অনুদান দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১০৮০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০০ কোটি ৬৩ লাখ টাকার।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেন হয়েছে ২৬৩ কোটি ৬৩ লাখ টাকার।

এই তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ ২৫৮ কোটি ৩৭ লাখ, ন্যাশনাল ফিডস মিলের ১৭২ কোটি ৭০ লাখ, সন্ধানী ইন্স্যুরেন্সের ১৬৯ কোটি ৯৬ লাখ টাকার, ইফাদ অটোসের ১৬৯ কোটি ২৯ লাখ টাকার, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১৬৬ কোটি ১৭ লাখ টাকার, এনআরবিসি ব্যাংকের ১৬০ কোটি ৩০ লাখ টাকার ও গ্লোবাল ইন্স্যুরেন্সের ১৪৬ কোটি ৮৭ লাখ টাকা লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১০০০ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে প্রায় এক হাজার কোটি টাকা বেড়েছে। এসময় গত সপ্তাহের তুলনায় সূচক ও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ১২ হাজার ১৮৮ কোটি ২৩ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৪ দিনে হয়েছিল ১০ হাজার ২৫৮ কোটি ৬৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১৮.৮১ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ২ হাজার ৪৩৭ কোটি ৬৪ লাখ টাকার হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৮.৮১ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৫১ কোটি ৭৩ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১.৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২০৫ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৬.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৯৯ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২১১টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার ও ইউনিটের দর। আর ৪টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৮ হাজার ৯৪৭ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৯ হাজার ৯৩৭ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ৯৯০ কোটি টাকা বা ০.১৯ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/