খুলনা প্রিন্টিংয়ের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

KPPL1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত পেপার ও প্রিন্টিং খাতের কোম্পানি খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৯ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৭ পয়সা। এ হিসাবে চলতি বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানির লোকসান বেড়েছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.১৩ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২৭ পয়সা।
এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানির লোকসান বেড়েছে।

৩১ মার্চ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৭৬ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন পর্যন্ত ন্যাভ ছিল ১৫.৮৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

শেফার্ড ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আহবান

sherpardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ এপ্রিল আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটি ৩১ মার্চ ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর উত্তরা মডেল টাউনে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

অলিম্পিক এক্সেসরিজের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

Olympic-Accessoriesস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২৬ পয়সা। এ হিসাবে চলতি বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানির আয় ৫ পয়সা কমেছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৮২ পয়সা।
এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানির আয় কমেছে।

৩১ মার্চ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৪৪ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন পর্যন্ত ন্যাভ ছিল ১৬.১৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

২০১৭ সালে ১৩৫০ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা আয় বাংলাদেশের: বিশ্বব্যাংক

worldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সোমবার বিশ্বব্যাংক জানিয়েছে জানিয়েছে, ২০১৭ সালে বাংলাদেশ ১ হাজার ৩৫০ কোটি ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা আয় করেছে। বৈদেশিক মুদ্রা আয়ের হিসেবে বৈশ্বিকভাবে বাংলাদেশের স্থান নবম এবং দক্ষিণ এশিয়ায় তৃতীয়। ৬ হাজার ৯০০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয় করা ভারত ও ১৯ হাজার ৭০ কোটি ডলার আয় করা পাকিস্তান দক্ষিণ এশিয়ায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে।

অভিবাসন ও উন্নয়ন শীর্ষক সর্বশেষ অভি অবহিতকরণ বৈঠকে বিশ্বব্যাংক বলেছে, ২০১৬ সালে ১১.৫ শতাংশ পতনের পর থেকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ অপরিবর্তীত রয়েছে। সংস্থাটির ভাষ্য, ‘বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস সৌদি আরব, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কুয়েত ও মালয়েশিয়া থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আর্জিত হতে থাকায় দেশটিতে এখন বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে উর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।’ অন্যদিকে শ্রীলংকার বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ ২০১৭ সালে কমেছে শূন্য দশমিক নয় শতাংশ।

২০১৭ মেয়াদে নেপালের আয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ ৬৯০ কোটি ডলার যা দেশটির মোট দেশজ উৎপাদনের বড় অংশ জুড়ে রয়েছে—২৮.৯ শতাংশ। আর ২০১৭ সালে বাংলাদেশের আয় করা বৈদেশিক মুদ্রা দেশটির মোট দেশজ উৎপাদনের ৫.৪ শতাংশ ছিল। অভিবাসন ও উন্নয়ন শীর্ষক অবহিতকরণ সভায় মন্তব্য করা হয়েছে, বাংলাদেশ ২০১৭ সালে সৌদি আরবের শ্রমবাজার জাতীয়করণের ধাক্কা এড়িয়ে যেতে পারত যদি তার আগেই হয়ে যাওয়া চুক্তি অনুযায়ী ৪ লাখ শ্রমিক দেশটি পাঠিয়ে দিত। ওই চুক্তির আওতায় প্রেরিতব্য শ্রমশক্তির অর্ধেকরই নারী শ্রমিক হওয়ার কথা ছিল।

কিন্তু ২০১৮ সালে শ্রমশক্তি রফতানি কার্যক্রমের গতি মন্থর হয়ে পড়ে বাংলাদেশে। মাত্র ৫৯,৩৮২ জন শ্রমিককে সৌদি আরব পাঠানো হয়েছিল ওই মাসে। অথচ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ৮৫,০৩৮ জনকে পাঠানো সম্ভব হয়েছিল। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষ শ্রমশক্তি রফতানি প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ ১২টি দেশে সমন্বয়কারী পাঠাবার সিদ্ধান্ত নিয়েছে। সমন্বয়কারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে বাংলাদেশের ‘ব্যুরো অফ ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং’ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও ‘ইউনিভার্সাল মেডিকেলের’ সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। সূত্র : বাংলা ট্রিবিউন

স্টকমার্কেটবিডি.কম/এসটি

ব্র্যাক ব্যাংকের প্রথম প্রান্তিকের বোর্ড সভা ২৬ এপ্রিল

bracস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৬ এপ্রিল আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটি ৩১ মার্চ ২০১৮ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ট রাজধানীর তেজগাঁও প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

স্কয়ার ফার্মার তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা ২৯ এপ্রিল

square pharmaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চলতি বছরের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ এপ্রিল আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি ৩১ মার্চ ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ট রাজধানীর মহাখালিতে কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

প্রিমিয়ার সিমেন্টের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আহবান

primierস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের চলতি বছরের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ এপ্রিল আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি ৩১ মার্চ ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২ট ৩০মিনিটে রাজধানীর কাওরান বাজারে কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হব

স্টকমার্কেটবিডি.কম/এমএম

অলটেক্স ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

Alltex-Homtextileস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২.৪৯ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭৫ পয়সা। এ হিসাবে চলতি বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানির লোকসান বেড়েছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫.৫৩ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১.৫১ টাকা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানির লোকসান বেড়েছে।

৩১ মার্চ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯.৯৯ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩১ মার্চ পর্যন্ত ন্যাভ ছিল ২৬.১৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. আল-আরাফাহ ব্যাংক
  3. ব্র্যাক ব্যাংক
  4. গ্রামীন ফোন
  5. উসমানিয়া গ্লাস
  6. সিভিও পেট্রোকেমিক্যাল
  7. আলিফ ইন্ডাষ্ট্রিজ
  8. ইউনাইটেড পাওয়ার
  9. রূপালী লাইফ ইন্স্যুরেন্স
  10. স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসইতে ৪৮৫ ও সিএসইতে ৩৬ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৪৮৫ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে কিছুটা কমেছে। এদিন লেনদেনের সাথে সাথে সূচকও কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন অনেক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৬৫ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৪৯২ কোটি ৪১ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৭৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩০ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫২ টির। আর দর অপরিবর্তিত আছে ৫৪ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বেক্সিমকো লিমিটেড, আল-আরাফা, ব্র্যাক ব্যাংক, গ্রামীন ফোন, উসমানিয়া গ্লাস, সিভিও পেট্রোকেমিক্যাল, আলিফ ইন্ডাষ্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪১.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৭৮৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১২৬ টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০ টির।

এদিন লেনদেন হয়েছে ৩৬ কোটি ৫০ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ২১ কোটি ৯৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে গ্রামীন ফোন ও ব্র্যাক ব্যাংক লিমিটেড ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম