আইসিএমএবি বেস্ট অ্যাওয়ার্ড পেল শেয়ারবাজারের ৩২ কোম্পানি

icmabস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩২টি কোম্পানি ও প্রতিষ্ঠান। ২০১৭ সালের জন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বার্ষিক প্রতিবেদনের ভিত্তিতে ১৩টি ক্যাটাগরিতে তাদের কর্মকাণ্ড বিচার-বিশ্লেষণ করে এ পুরস্কার দেয়া হয়েছে।

শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, সাউথ এশিয়ান ফেডারেশন অফ অব অ্যাকাউন্ট্যান্টসের প্রেসিডেন্ট সিএ (ড.) সুবোধ কুমার কার্ন, আইসিএমএবির প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম এফসিএমএসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ২০০৭ সাল থেকে নিয়মিত এ পুরস্কার প্রদান করে আসছে। ২০১৭ সালের পুরস্কারের জন্য ১৩টি ক্যাটাগরির মধ্যে রয়েছে।

সরকারি বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে জনতা ব্যাংক লিমিটেড। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক কার্যক্রম) ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জিতেছে যথাক্রমে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (সাধারণ কার্যক্রম) ক্যাটাগরিতে প্রথম পুরস্কার জিতেছে ব্র্যাক ব্যাংক । ইস্টার্ন ব্যাংক দ্বিতীয় এবং দ্য সিটি ব্যাংক তৃতীয় পুরস্কার জিতেছে। ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে প্রথম পুরস্কার জিতেছে আইডিএলসি ফাইন্যান্স লিমিডেট। লংকাবাংলা ফাইন্যান্স দ্বিতীয় ও ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স তৃতীয় পুরস্কার জিতেছে। সাধারণ বীমা ক্যাটাগরিতে প্রথম পুরস্কার জিতেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। আর রিলায়েন্স ইন্স্যুরেন্স দ্বিতীয় ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স তৃতীয় পুরস্কার পেয়েছে। বস্ত্র ক্যাটাগরিতে প্রথম পুরস্কার জিতেছে এনভয় টেক্সটাইল লিমিটেড।

এছাড়া মতিন স্পিনিং মিলস দ্বিতীয় ও রহিম টেক্সটাইল মিলস লিমিটেড তৃতীয় পুরস্কার জিতেছে। ওষুধ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার জিতেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। আর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস দ্বিতীয় ও রেনাটা তৃতীয় পুরস্কার জিতেছে। সামিট পাওয়ার বিদ্যুৎ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার জিতেছে। আর আশুগঞ্জ পাওয়ার স্টেশন দ্বিতীয় ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন তৃতীয় পুরস্কার জিতেছে। বহুজাতিক কোম্পানি ক্যাটাগরিতে প্রথম পুরস্কার জিতেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। ২য় পুরস্কার জিতেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ প্রথম পুরস্কার জিতেছে সিমেন্ট ক্যাটাগরিতে। এছাড়া প্রিমিয়ার সিমেন্ট দ্বিতীয় এবং এম.আই. সিমেন্ট তৃতীয় পুরস্কার পেয়েছে। বিবিধ উৎপাদন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার জিতেছে আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড।

এছাড়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজ দ্বিতীয় এবং এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ) তৃতীয় পুরস্কার জিতেছে। বিবিধ বাণিজ্য ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড এবং বিবিধ সেবা ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কাস।
স্টকমার্কেটবিডি.কম/জেড

আশুলিয়ায় সুতা তৈরির কারখানায় আগুন

Savar-Snaching1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে কারাখানার রাতের শিফটে শ্রমিকরা কাজ করার সময় একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে রাতের শিফটে কাজ করার সময় একটি মেশিন থেকে আগুন লাগে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এনবিআরের ভ্যাট সপ্তাহ শুরু সোমবার

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ’ উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর (সোমবার) থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এদিন সকাল সাড়ে ৮টায় এনবিআরের সামনে ‘জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের’ উদ্বোধন করবেন এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

এ তথ্য জানাতে রোববার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ সংবাদ সম্মেলন করবেন এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সেগুনবাগিচার এনবিআরের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার (৮ ডিসেম্বর) এ সংক্রান্ত তথ্য জানিয়েছেন এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন।

এর আগের সকাল সাড়ে ৮টায় এ সপ্তাহের উদ্বোধন করবেন এনবিআরের চেয়ারম্যান।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্যাংকিং খাত থেকে ২২ হাজার ৫০২ কোটি টাকা লোপাট: সিপিডি

cpdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে দেশের ব্যাংকিং খাত থেকে ২২ হাজার ৫০২ কোটি টাকা লুটপাট হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

শনিবার ( ৮ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে আমাদের করণীয় কী’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য তুলে ধরে সিপিডি।

সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় সেমিনারে ম‍ূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

প্রতিবেদনে বলা হয়েছে, অনিয়ম ও দুর্নীতির কারণে গেলো এক দশকে ব্যাংক থেকে সাড়ে ২২ হাজার ৫০২ কোটি টাকা লোপাট হয়েছে। যা পদ্মাসেতু নির্মাণ খরচের চার ভাগের তিন ভাগ।

সংস্থাটির মতে, ২০০৯ সাল থেকে ২০১৭ সাল অবধি সরকারি-বেসরকারি ও বাংলাদেশ ব্যাংক মিলিয়ে ১৪টি ব্যাংকের মাধ্যমে এসব অর্থ খোয়া গেছে।

বাড়তি খেলাপি ঋণ, যাচাই-বাছাই ছাড়‍া ঋণ অনুমোদন, ঋণ দেওয়ায় রাজনৈতিক প্রভাব বিস্তার, ব্যাংকারদের পেশাদারিত্বের অভাবে চরম সংকটাপন্ন অবস্থায় এখন দেশের ব্যাংক খাত।

একইসঙ্গে রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের অনুমোদন, পরিচালনা পর্ষদে রাজনৈতিকদের যুক্ত করা, পরিচালকের দুর্বৃত্তায়ন, দুর্বল ব্যাংক ব্যবস্থাপনা ও সবশেষে ঋণ দেওয়ায় সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ভঙ্গুর হচ্ছে দেশের ব্যাংকগুলো।

ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ, নতুন ব্যাংক অনুমোদন না দেওয়া, দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী বিচারিক ব্যবস্থাসহ জরুরি ভিত্তিতে পাঁচটি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি।

স্টকমার্কেটবিডি.কম/বি

আমরা-পলিকম আগামীদিনের ভিডিও সম্মেলন সেবা প্রদর্শন

IMG_3396 (2)স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমরা নেটওয়ার্কস লিমিটেড ও পলিকম ইনকর্পোরেশন এক অনুষ্ঠানে যৌথভাবে ভবিষ্যতের ভিডিও সম্মেলন সেবা প্রদর্শনের মাধ্যমে এ-ক্ষেত্রে মানুষের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেছে।

সম্প্রতি গুলশানে লেকশোর হোটেলের ব্যান্কুয়েট হলে সন্ধ্যা ৬.৩০ থেকে ৯টা পর্যন্ত অনুষ্ঠানটি আয়োজিত হয় – যার মূল উদ্দেশ্য ছিল ভিডিও সম্মেলন পরিসরে ব্যবসায়িক ও কর্পোরেট গ্রাহকদের জন্য পলিকম-এর সর্বশেষ সাফল্য তুলে ধরা।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন পলিকম-এর ভারত, সার্ক ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট মিনহাজ জিয়া; পলিকম ভারতের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক অনির্বান আচার্য। আমরা কোম্পানিজ-এর পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ ফারুক আহমেদ, চেয়ারম্যান, সৈয়দ ফারহাদ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক এবং সারফুল আলম, প্রধান পরিচালন কর্মকর্তা।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন পলিকম-এর ভারত, সার্ক ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট মিনহাজ জিয়া। জনাব জিয়া বলেন, “কর্মক্ষেত্র উল্লেখযোগ্যভাবে বদলে যাচ্ছে। ভবন ও সংশ্লিষ্ট খরচ কমানোর জন্য কোম্পানিগুলো সারিবদ্ধ কুঠুরি থেকে উন্মুক্ত কর্মক্ষেত্রের দিকে যাচ্ছে এবং কর্মীদের নমনীয় কর্মব্যবস্থা প্রস্তাব করছে। ভিডিও সম্মেলন সেবার মতো প্রযুক্তি এই রূপান্তর সমর্থন করছে এবং প্রতিষ্ঠানের সব পর্যায়ে ব্যবসা ও যোগাযোগ উন্নয়নে সহায়তা করছে। আগামী প্রজন্মের দলগত সমন্বয়ে সবচেয়ে বড় অনুঘটক হবে ভিডিও সম্মেলন।”

আমরা কোম্পানিজ-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ বলেছেন, “এখানে এসে অনুষ্ঠান সফল করার জন্য আমাদের অংশীদার পলিকমকে আমরা ধন্যবাদ জানাই। পলিকম-এর সঙ্গে ইতোমধ্যে থাকা দৃঢ় অংশীদারিত্বকে আমরা আরও মজবুত করতে চাই এবং আমাদের গ্রাহকদের বিভিন্ন ধরণের পরিষেবা প্রদান অব্যাহত রাখতে চাই। কার্যকর ও দক্ষ যোগাযোগ এবং গতিশীলতা আগামীদিনের ব্যবসাকে চালিত করবে, এবং ‘আমরা’ ভবিষ্যতে এই গতির নেতৃত্ব দিতে আগ্রহী।”

আমরা নেটওয়ার্কস লিমিটেড পরপর দুইবার “পলিকম পার্টনার অফ দি ইয়ার – সার্ক রিজিওন” পুরস্কারে ভূষিত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সপ্তাহজুড়ে মূলধন বাড়লেও কমেছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহজুড়ে উভয় শেয়ারবাজারের লেনদেন কমেছে । তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন দশমিক ৪৮ শতাংশ বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৩৫ কোটি লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৪.৭৭ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ১৫৩ কোটি ৮৮ লাখ টাকার।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন দাড়িয়েছে ৩ লাখ ৮৩ হাজার ৬২৫ কোটি টাকা। যা আগের সপ্তাহে ছিল ৩ লাখ ৮১ হাজার ৭৮২ কোটি টাকা। এ হিসাবে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে দশমিক ৪৮ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৬০০ কোটি ৭০ লাখ টাকার। এর আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৬৩০ কোটি ৭৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৪.৭৭ শতাংশ বেশি কম।

গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ০.৭৩ পয়েন্ট বেড়ে ১২২৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ০.৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৮৬২ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। এর মধ্যে ২২৪টির দর বেড়েছে, দর কমেছে ১০০টির ও শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে ২২টির। আর তিনটি কোম্পানির কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি