বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন জমা ১৭ সেপ্টেম্বর

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে আগামী ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (০১ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী নতুন এ দিন ধার্য করেন।

গত ২ জুলাই একই আদালত প্রতিবেদন দাখিলের জন্য ১ আগস্ট দিন ধার্য করেছিলেন। এর আগে চলতি বছরের ১৩ মার্চ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী মামলাটির তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) ১৭ এপ্রিল প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়ে যায়। পরে হ্যাকার গ্রুপ অর্থপাচারের মাধ্যমে ওই টাকা ফিলিপাইনে পাঠিয়ে দেয়।

পরবর্তীতে ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা দায়ের করেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

পিপলস ইন্স্যুরেন্সে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে

peoples-Insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ৪ আগষ্ট রবিবার থেকে প্রতিষ্ঠানটি দুই স্টক এক্সচেঞ্জে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

উল্লেখ্য, ২০১৮ সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. ফরচুন সুজ
  2. বাংলাদেশ শিপিং করপোরেশন
  3. মুন্নু সিরামিকস
  4. ইউনাইটেড পাওয়ার
  5. জেনেক্স ইনফ্রোসিস
  6. বীকন ফার্মা
  7. জেএমআই সিরিঞ্জ
  8. স্কয়ার ফার্মা
  9. লিগাসী ফুটওয়ার
  10. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড ।

শেষদিন বড় উত্থানে শেয়ারবাজার

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকও বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিনে বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮১ কোটি ১৬ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৪৪৭ কোটি ৬০ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৬৯ পয়েন্টে। আর ডিএসই সূচক ১০.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৯২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১০.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৩৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৩টির। আর দর অপরিবর্তিত আছে ৫২টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ফরচুন সুজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার, জেনেক্স ইনফ্রোসিস, বীকন ফার্মা, জেএমআই সিরিঞ্জ, স্কয়ার ফার্মা, লিগাসী ফুটওয়ার ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড ।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭৯৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৭ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ১৭ কোটি ২৭ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ডরিন পাওয়ার ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

মার্কেন্টাইল ব্যাংকের ২০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ২০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, শাহেদ রেজা নামে এই উদ্দ্যোক্তা প্রতিষ্ঠানটির ২০ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট প্রায় ৫ কোটি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ন্যাশনাল ব্যাংকের এজিএমের দিন পরিবর্তন

nbl-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করেছে। ব্যাংকটির এজিএমটি আগামী ৮ আগষ্ট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমার পরিচালনা বোর্ডের সভায় ৩৬তম এই এজিএমের দিন পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনিবার্যকারণ বশত এই এজিএমটির দিন পরিবর্তন করা হয়।

এর আগে এই এজিএমের তারিখ নির্ধারণ করা হয় ২০ আগষ্ট। তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইরানের নতুন মুদ্রার নাম তুমান

000000000000000000স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইরানি মুদ্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন ঘোষণা অনুযায়ী, ইরানি মুদ্রা রিয়ালের নাম বদলে ‘তুমান’ রাখা হয়েছে।

পাশাপাশি ইরানের ব্যাংক নোট থেকে চার শূন্য বাদ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর ইরনা’র।

বুধবার ইরানি মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের নাম বদল সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদন করা হয়।
এ সিদ্ধান্ত কার্যকর হলে এক লাখ রিয়ালের নোট হয়ে যাবে ১০ তুমান।

জানা গেছে, ১৯৩০ সাল পর্যন্ত ইরানি মুদ্রার নাম তুমানই ছিল। কিন্তু পরবর্তীতে রিয়াল নাম গ্রহণ করার কারণে এক দেশের একই মুদ্রার দুই নাম হয়ে যায়।

এতে বিদেশিরা অনেক ক্ষেত্রে অর্থের হিসাবের সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়তেন।

নতুনভাবে রিয়াল থেকে তুমান করা হলে বিপুল পরিমাণ অর্থ বহন ও হিসাবের বিড়ম্বনা কমে যাবে। একইসঙ্গে ডলারের বিপরীতে তুমানের মান অনেকাংশে বেড়ে যাবে বলে আশা করছে ইরান।

গত জানুয়ারি মাসে কেন্দ্র্রীয় ব্যাংকের পক্ষ থেকে রিয়ালকে তুমানে পরিণত করা ও চার শূন্য বাদ দেওয়ার জন্য একটি বিল সরকারের কাছে জমা দেওয়া হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

১০০ টাকার প্রাইজবন্ডের ১ম পুরস্কার বিজয়ী ০৬১৭৮৯৮

prizebondস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ৯৬তম ড্র অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রথম পুরস্কার ৬ লাখ টাকা বিজয়ী নম্বর হচ্ছে ০৬১৭৮৯৮। দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা বিজয়ী নম্বর ০৪১৭৭২২ ও তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা বিজয়ী দু’টি নম্বর হচ্ছে ০১৭৬৮৩২, ০৭৮১৭৯৬। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী দুটি নম্বর হচ্ছে; ০১০৯১৫৩, ০৯০১০১৪।

বুধবার ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সেলিম রেজার সভাপতিত্বে এই ড্র অনুষ্ঠিত হয়।

৬ লাখ টাকা মূল্যমানের ৫৫টি পুরস্কারের জন্য নির্বাচিত হবে প্রতি সিরিজের একটি নম্বর।

৩ লাখ ২৫ টাকা মূল্যমানের ৫৫টি পুরস্কারের জন্য প্রতি সিরিজের একটি নম্বর নির্বাচিত হবে।

এছাড়াও ১ লাখ টাকা মূল্যমানের ১১০টি, ৫০ হাজার টাকার ১১০টি, ১০ হাজার টাকার ২ হাজার ২শটি পুরস্কারের জন্য প্রতিটি সিরিজের মোট ৪৬টি পুরস্কার দেওয়া হবে।

৫ম পুরস্কার প্রতিটি ১০ হাজার টাকার মোট ৪০টি নম্বর হলো প্রতি সিরিজের ০০১৩৩০৮ ০২৫০৮৯৭ ০৪২৪০৩৫ ০৬১৯২০১ ০৭৫৩৪৯৫ ০০১৩৮০৭ ০২৫৬৮৮০ ০৪৮৩৬২৩ ০৬৩০৪৫৯ ০৭৭৩১৪১ ০০২৭০২৯ ০২৭৮১২০ ০৫০১৭২৯ ০৬৪৪৩৭৬ ০৮৭১০০৬ ০০৫৭৮৮২ ০২৯২২৩৫ ০৫০৮০৭৪ ০৭০১০৯১ ০৮৭৫৩৭২ ০০৭৬৮৮৩ ০৩৫২৫২৯ ০৫৬৭০৬০ ০৭০১৩০৭ ০৮৯৩১৮৫ ০১৩৯৮৩৩ ০৩৬৯৬০৭ ০৫৬৯১৬৫ ০৭০৮১৪৩ ০৯০৮৩০৯ ০১৮৬৪৮৪ ০৩৯৯৯২৫ ০৫৭৮৩৭৪ ০৭১২৪৯৫ ০৯১৭৬৪৯ ০১৯০৭৩০ ০৪১৮৫৫৩ ০৫৯২৭৮৮ ০৭৩০৪২১ ০৯২৫৯০৯।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

বিডি ফাইন্যান্সের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

bd-finaceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১৮ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ২৩ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২ পয়সা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১৫.৪৮ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ১৬.৭৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড