আর্থিক খাতে সুশাসনের আরো উন্নতি করতে হবে: গভর্নর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের আর্থিক খাতে সুশাসনের আরো উন্নতি করতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবীর।

তিনি বলেন, “এ খাতে সুশাসনের উন্নতির মাধ্যমে আর্থিক খাতের অবদান আরো বাড়ানো সম্ভব। এটা খুবই গুরুত্বপূর্ণ।”

মঙ্গলবার রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি হোটেলে শীর্ষ করদাতা প্রতিষ্ঠানের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে গত অর্থবছরের সেরা করদাতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লার্জ ট্যাক্সপেয়ার ইউনিট-এলটিইউ আয়োজিত ওই অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, এনবিআর সদস্য আলমগীর হোসেন, এলটিইউ কমিশনার ইকবাল হোসেন, ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মনিরুল মওলা, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এ সময় বক্তব্য দেন।

স্টকমার্কেটবিডি.কম/

ওমানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর প্রস্তাব দিলেন পররাষ্ট্রমন্ত্রী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ওমানের সঙ্গে বাণিজ্য বাড়াতে দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য বা মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশ-ওমানের মধ্যে আয়োজিত এক ওয়েবিনারে তিনি এ প্রস্তাব দেন।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

‘বাংলাদেশ-ওমান দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ: সুযোগ ও চ্যালেঞ্জ’- শীর্ষক এ ওয়েবিনারে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এতে আরো বক্তব্য দেন ওমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ খলিফা আলহার্থে, ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমানসহ অনেকে।

ওয়েবিনারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ ও ওমানের মধ্যে গত এক দশকে দ্বিপক্ষীয় বাণিজ্য তেমন বাড়েনি। তবে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ও বৈচিত্র্যময় করতে আমাদের আরও অনেক সুযোগ রয়েছে। আমাদের বিশ্বমানের পণ্য যেমন তৈরি পোশাক, সিরামিকস, ফার্মাসিউটিক্যালস, চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ, পাট-পাটজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য ইত্যাদি পণ্য ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য স্থানে রপ্তানি হচ্ছে। আমাদের বিশ্বাস, আমাদের ব্যবসায়ীরা ওমানের বাজারে আরো অনেক বেশি প্রতিযোগিতামূলক দামে পণ্য সরবরাহ করতে পারবেন।

তিনি বলেন, ওমানের বাজারে আমাদের পণ্যের প্রবেশাধিকার সহজ করার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। এ ক্ষেত্রে আমরা সুপারিশ করতে চাই, আমাদের দুই দেশের পারস্পরিক বাণিজ্যিক সুবিধার জন্য দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা মুক্ত বাণিজ্য চুক্তি হতে পারে।

বাংলাদেশ সরকার বিদ্যমান এক্সক্লুসিভ ইকোনমিক জোন ছাড়াও আরো ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। আইটি শিল্পের জন্য বেশ কয়েকটি হাই-টেক পার্ক প্রতিষ্ঠা করা হয়েছে। ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোন’ এবং ‘হাই-টেক পার্কে’ ওমানি বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/

শীর্ষ করদাতা সম্মাননা পেল শেয়ারবাজারের যে সব কোম্পানি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের শীর্ষ করদাতা ইউনিটকে বিশেষ সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শীর্ষ ৩০ করদাতা ইউনিটের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। এই তালিকায় রয়েছে অধিকাংশ শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীতে অবস্থিত স্কাইসিটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে করদাতাদের হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন ও সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ গোলাম নবী।

বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ করদাতা ইউনিটের সেরা কর দাতাদের নিয়ে বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ), ঢাকা।

সম্মাননা দেওয়া ৩০ বৃহৎ করদাতা প্রতিষ্ঠানের এর মধ্যে রয়েছে-

ব্যাংকিং খাত:
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সপার্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং প্রাইম ব্যাংক লিমিটেড।

সেবা ও অন্যান্য খাত:
গ্রামীণ ফোন লিমিটেড, শেফরন বাংলাদেশ ব্লক থার্টিন অ্যান্ড ফোর্টিন লিমিটেড এবং এম জে এল বাংলাদেশ লিমিটেড।

নন-ব্যাংকিং আর্থিক খাত:
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড।

বীমা খাত:
আমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ও সাধারণ বীমা করপোরেশন।

ম্যানুফ্যাকচারিং খাত:
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিকালস লিমিটেড, সেখ আকিজ উদ্দিন লিমিটেড, উত্তরা মোটর্স লিমিটেড, উত্তরা অটো মোবাইলস লিমিটেড, পারফেক্ট টোব্যাকো কোম্পানি লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, হেলথকেয়ার ফার্মাসিউটিকালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিকালস লিমিটেড এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়া উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষকেও এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা দেওয়া প্রতিষ্ঠানের মধ্যে- বাংলাদেশ ব্যাংক লিমিটেড, গ্রামীণ ফোন লিমিটেড এবং তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

প্রগতি ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, বিমাটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ‘এএএ’। অন্যদিকে স্বল্প মেয়াদি ঋণমান এসেছে এসটি-১।

২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

লেনদেনের শীর্ষে লংকাবাংলা; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১১৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৮৯ কোটি ৪৯ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্স ফার্মা লিমিটেড ৭০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্যারামাউন্ট টেক্সটাইলের ৫২ কোটি ৩৭ লাখ, ওয়ালটন হাইটেকের ৪৯ কোটি ৭০ লাখ, বিএটিবিসির ৩৯ কোটি ৪৭ লাখ, লাফার্জ হোলসিম বিডির ৩৭ কোটি ৯ লাখ, সাইফ পাওয়ারটেকের ৩৬ কোটি ১৮ লাখ, আইপিডিসির ৩৪ কোটি ৪৬ লাখ ও ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেষ্টেমন্ট লিমিটেডের লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

  1. লংকাবাংলা ফাইন্যান্স
  2. বেক্সিমকো লিমিটেড
  3. বেক্স ফার্মা
  4. প্যারামাউন্ট টেক্সটাইল
  5. ওয়ালটন হাইটেক
  6. বিএটিবিসি
  7. লাফার্জ হোলসিম বিডি
  8. সাইফ পাওয়ারটেক
  9. আইপিডিসি
  10. ইসলামিক ফাইন্যান্স লিমিটেড।

দিনের লেনদেন বাড়লেও কমেছে সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচকের বড় পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিন মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৭.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৭১৪০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২২.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২৬১১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২০৯৭ কোটি ৪০ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২০৪০ কোটি ৫৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩০০টির, আর দর অপরিবর্তিত আছে ২৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, বেক্স ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, ওয়ালটন হাইটেক, বিএটিবিসি, লাফার্জ হোলসিম বিডি, সাইফ পাওয়ারটেক, আইপিডিসি ও ইসলামিক ফাইন্যান্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৭১.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৮৫৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ২২৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৮ কোটি ২ লাখ টাকা। । গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছিল ৬৭ কোটি ৪৩ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স ও সাউথ বাংলা ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

১০ ই-কমার্স প্রতিষ্ঠানে নিরীক্ষক নিয়োগে চিঠি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকাসহ ১০ ই-কমার্স প্রতিষ্ঠানে পৃথক নিরীক্ষা করতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তালিকায় থাকা অন্য সাত ই-কমার্স প্রতিষ্ঠান হল- সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকম, বুম বুম, আদিয়ান মার্ট, নিড ডটকম ডটবিডি ও আলেশা মার্ট।

বাংলাদেশ ব্যাংক গত রবিবার (১২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়কে উল্লিখিত ই-কমার্স প্রতিষ্ঠানে স্বাধীন নিরীক্ষক নিয়োগ দিয়ে নিরীক্ষা করার পরামর্শ দিয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, ১০ ই-কমার্স প্রতিষ্ঠানের সর্বশেষ আর্থিক অবস্থা, ক্রেতা ও মার্চেন্টদের কাছে মোট দায়ের পরিমাণ এবং চলতি ও স্থায়ী মূলধনের পরিমাণ জানা দরকার।

বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি ই-ভ্যালি ছাড়া অন্য ৯টি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেন ও আর্থিক তথ্য জানতে চেয়ে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি পাঠিয়েছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়কে এ চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, এর আগে তিন দফায় ইভ্যালি তাদের দায়-দেনার বিবরণ বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এগুলোর সত্যতা যাচাই ও পরবর্তী সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়।

স্টকমার্কেটবিডি.কম/

একমি পেস্টিসাইডের আইপিও আবেদনের দিন নির্ধারণ

একমি পেস্টিসাইড কোম্পানির লোগো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য একমি পেস্টিসাইড লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের দিন নির্ধারণ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি জানায়, কোম্পানির আইপিও আবেদন জমা নেওয়া শুরু হবে আগামী ১২ অক্টোরব। বিনিয়োগকারীদের এই আবেদন ১৮ অক্টোরব পর্যন্ত গ্রহণ করা হবে।

প্রতিটি আবেদনের সাথে ১০ টাকার অভিহিত শেয়ার মূল্যের সমপরিমাণ বা ১০,০০০ টাকা করে জমা দিতে হবে।

গত ১৯ জুলাই বিএসইসির ৭৮৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

একমি পেস্টিসাইডস ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা উত্তোলন করবে।

বাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি কারখানার ভবন নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বরের নিরিক্ষিত আর্থিক বিবরনী অনুযায়ি শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৮৪ পয়সা। এ কোম্পানিটির ওইসময়ের ১ম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ৪৮ পয়সা।

একমি পেস্টিসাইডস শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পরবর্তী ৪ বছর বোনাস শেয়ার দিতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে বিএসইসি।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ/

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেডের তৃতীয় প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা বোর্ড।

দক্ষিণ পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ (সি-মি-উই)-৬ নামে নতুন একটি সাবমেরিন কেবল কনসোর্টিয়াম গঠনের আন্তর্জাতিক উদ্যোগ চলছে। বাংলাদেশ এই কনসোর্টিয়ামের মাধ্যমেই তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হবে। এর আগে বাংলাদেশ সি-মি-উই-৪ এবং সি-মি-উই-৫ সাবমেরিন কেবল কনসোর্টিয়ামে যুক্ত হয়েছে।

ক্রমবর্ধমান ইন্টারনেটের চাহিদা মেটাতে কনসোর্টিয়ামের মাধ্যমে তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ।

স্টকমার্কেটবিডি.কম/এস