লংকাবাংলা ফাইন্যান্সের এজিএমের স্থান ঘোষণা

lankaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ৩০ মার্চ বেলা ১১টায় ধানমণ্ডীর মাইডাস সেন্টারে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে। কোম্পানির রেকর্ড ডেট ছিল ৯ মার্চ।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে লংকাবাংলা ফিন্যান্সের পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

বেঙ্গল উইন্ডসরের উদ্যোক্তা-পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রি

bengleস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেডের একজন স্পন্সর ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। মঙ্গলবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

হুমায়ন কবির নামে কোম্পানিটির এই স্পন্সর ১০ লাখ শেয়ার ক্রয় করবে।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করবে।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

১৭ লাখ শেয়ার কিনবে মালেক স্পিনিং

malekস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের একজন স্পন্সর ১৭ লাখ শেয়ার ক্রয় করবে। মঙ্গলবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মতিন চৌধুরী নামে কোম্পানিটির এই স্পন্সর ১৭ লাখ শেয়ার ক্রয় করবে।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক ও ব্লক মার্কেটে ক্রয় করবে।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের বোর্ড সভা স্থগিত

ucblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এর আগে আগামীকাল ১৫ মার্চ প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি আহবান করেছিল।

এই বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে ব্যাংকটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্থগিত করা বোর্ড সভার দিন নির্ধারণ করে পরে জানানো হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

 

শেয়ার কিনবে ইবনে সিনা ট্রাষ্ট

ibnস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা লিমিটেডের একটি কর্পোরেট স্পন্সর শেয়ার ক্রয় করবে। মঙ্গলবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ইবনে সিনা ট্রাষ্ট নামে কোম্পানিটির এই কর্পোরেট স্পন্সরের প্রতিনিধি আতাউর রহমান ১ হাজার শেয়ার ক্রয় করবে।

এই কর্পোরেট স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক ও ব্লক মার্কেটে ক্রয় করবে।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. আইএফআইসি
  2. লংকাবাংলা ফাইন্যান্স
  3. এ্যাকটিভ ফাইন
  4. বেক্সিমকো লিমিটেড
  5. ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক
  6. সিটি ব্যাংক
  7. রতনপুর স্টিল
  8. ন্যাশনাল ব্যাংক
  9. আল আরাফাহ ব্যাংক
  10. ফার কেমিক্যালস।

ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের বৃহৎ শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সব ধরণের সূচক বাড়লেও লেনদেন কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, মঙ্গলবার ডিএসইতে ৯৬৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ১০০১ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়। আজ দিনশেষে দিনের লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২১.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩০৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৪৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৫০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – আইএফআইসি, লংকাবাংলা ফাইন্যান্স, এ্যাকটিভ ফাইন, বেক্সিমকো লিমিটেড, ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক, সিটি ব্যাংক, রতনপুর স্টিল, ন্যাশনাল ব্যাংক, আল আরাফাহ ব্যাংক ও ফার কেমিক্যালস।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ৬২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ন্যাশনাল ব্যাংক ও মাইডাস ফাইন্যান্স।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬১২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

 

স্টকমার্কেটবিডি.কম/এম

ট্রাম্পের সীমান্তে দেয়াল নির্মাণে সিমেন্ট দিবে লাফার্জহোলসিম

imagesনিজস্ব প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বিতর্কিত’ মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে সিমেন্টসহ অন্যান্য উপকরণ সরবরাহ করতে চায় ফ্রান্স-সুইজারল্যান্ডভিত্তিক লাফার্জহোলসিম। এক সাক্ষাৎকারে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা অলসেন এ বিষয়ে তাদের আগ্রহের কথা জানান। খবর এএফপি।

প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় ২ হাজার কোটি ডলার ব্যয়ে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। এ নিয়ে মেক্সিকো সিটি ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সংকট এবং বিশ্বজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

অলসেন বলেন, যুক্তরাষ্ট্রে যে কোনো ধরনের অবকাঠামোগত প্রকল্পে উপকরণ সরবরাহে আমরা প্রস্তুত। আমরা সিমেন্ট জগতে নেতৃস্থানীয়। সুতরাং সব ক্রেতাকেই সমান গুরুত্ব দেবো। যুক্তরাষ্ট্রে বেশি বেশি ভবন নির্মাণ বা অবকাঠামোগত উন্নয়ন আমাদের জন্য ইতিবাচক।

বিতর্কিত এ দেয়াল নির্মাণে সিমেন্ট বা অন্য উপকরণ সরবরাহে কোম্পনির সুনামে কোনো প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, লাফার্জহোলসিম কোনো রাজনৈতিক বিষয়ে জড়িত নয়। ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহই আমাদের লক্ষ্য। বিষয়টিকে আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখছি না।

এছাড়া ২০১৩ ও ২০১৪ সালে সিরিয়ায় কারখানা চালু রাখতে সশস্ত্র গোষ্ঠীকে লাফার্জহোলসিমের অর্থ দেওয়ার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ওই প্রকল্পে অর্থায়নের বিষয়ে কোম্পানিটিকে সতর্ক করেছিলেন। এছাড়া কোম্পানিকে যে কোনো প্রকল্পে বিড করার ক্ষেত্রে সতর্ক হতে বলেছেন।

যুক্তরাষ্ট্র সরকার গত মাসের শেষ দিকে দেয়াল নির্মাণ প্রকল্পে অংশগ্রহণে আগ্রহী কোম্পানিগুলোর কাছ থেকে আবেদনপত্র জমা নিয়েছে। ওই প্রাথমিক তালিকায় ৬০০ কোম্পানির মধ্যে লাফার্জহোলসিমও রয়েছে। এ প্রকল্পে অরাজনৈতিক ভূমিকায় কোম্পানিটির জনপ্রিয়তায়, বিশেষ করে ইউরোপে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞায় ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার সমর্থন দিয়েছিল। এতে কোম্পানিটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এমনকি কয়েক হাজার গ্রাহক তাদের সেলফোন থেকে উবারের অ্যাপ ডিলিট করে দেন। তাই হোলসিম বিতর্কিত দেয়াল নির্মাণে উপকরণ সরবরাহ করলে একই ধরনের প্রতিক্রিয়া আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে কোম্পানিটি সরাসরি সাধারণ ক্রেতাদের কাছে সিমেন্ট বিক্রি না করায় খুব সামান্যই প্রভাব পড়বে বলে মনে করছেন অনেকে।

যুক্তরাষ্ট্রে লাফার্জহোলসিমের প্রতিদ্বন্দ্বী আয়ারল্যান্ডের সিমেন্ট উৎপাদনকারী সিআরএইচ। ইতোমধ্যে কোম্পানিটি ট্রাম্পের দেয়াল নির্মাণে কোনো ধরনের উপকরণ সরবরাহ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।

২০১৫ সালে ফ্রান্সের সিমেন্ট উৎপাদনকারী কোম্পানি লাফার্জ ও সুইজারল্যান্ডের হোলসিম অধিগ্রহণের মাধ্যমে একটি কোম্পানিতে পরিণত হয়। এ গ্রুপ কোম্পানিটি প্রত্যাশা করছে, ট্রাম্প প্রশাসনের প্রায় ১ ট্রিলিয়ন ডলারের অবকাঠামো বিনিয়োগ কর্মসূচিতে তারা সিমেন্ট ও অন্য উপকরণ সরবরাহ করবে।

সিমেন্ট উৎপাদনকারী এ প্রতিষ্ঠানটি ২০১৫ সালে লোকসানে থাকলেও গত বছর মুনাফায় ঘুরে দাঁড়ায়। আগামী সপ্তাহে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এ বিষয়ে অলসেন বলেন, কী পরিমাণ কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দেওয়া হবে, সে বিষয়ে আমি নির্দিষ্ট করে বলতে পারবো না তবে কর্মসংস্থান সৃষ্টি করবো। এদিকে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের খরচ ধারণার চেয়ে বেশি হওয়ার আশঙ্কা থাকলেও তা কমিয়ে আনবেন বলে সম্প্রতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইট বার্তায় খরচ কমানোর এ দাবি করেন তিনি। তবে এটি কীভাবে সম্ভব, তা পরিষ্কার করেননি ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের (ডিএইচএস) একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে দেখা যায়, মেক্সিকো সীমান্তজুড়ে দেয়াল নির্মাণে সম্ভাব্য ব্যয় ২ হাজার ৬০ কোটি ডলার। এর আগে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প জানিয়েছিলেন, ওই দেয়াল নির্মাণে ১ হাজার ২০০ কোটি ডলার খরচ হবে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারের অংশ ছিল অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিতে মেক্সিকো সীমান্তজুড়ে দেয়াল নির্মাণের। এমনকি তিনি ওই দেয়াল নির্মাণের অর্থ মেক্সিকোকেই দিতে হবে বলে দাবি জানিয়েছিলেন। তবে মেক্সিকো এ অর্থ দিতে অস্বীকার করেছে।

বিবিএসের ৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

BBSস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেডের একজন স্পন্সর ৫ লাখ শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। মঙ্গলবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আশরাফ আলী খান নামে কোম্পানিটির এই স্পন্সর ৫ লাখ শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

এসআইবিএলের শেয়ার ছাড়ল ফাউন্টেইন প্রাইভেট

siblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি স্যোসাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) একটি করপোরেট স্পন্সর ১ কোটি ৪৬ লাখ শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। মঙ্গলবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ফাউন্টেইন প্রাইভেট লিমিটেড নামে ব্যাংকটির এই স্পন্সর ১ কোটি ৪৬ লাখ শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হয়েছে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর