শীর্ষ-১০ তালিকায় ৭ টিই ব্যাংক

high indexনিজস্ব প্রতিবেদক :

মঙ্গলবারের লেনদেনেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষ তালিকায় ব্যাংকগুলো আধিপত্য লক্ষ করা গেছে। এদিন দর বাড়ার শীর্ষে ১০ কোম্পাপনির মধ্যে এসেছে ৭টি ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

টপ টেন গেইনারে উঠে আসা ব্যাংকগুলো হল- ইসলামি ব্যাংক, সোশ্যাল ইসলামি ব্যাংক, পূবালি ব্যাংক, এক্সিম ব্যাংক, সাউথইষ্ট ব্যাংক, সিটি ব্যাংক ও রূপালি ব্যাংক।

এদিন ৯.৮৪ শতাংশ দর বেড়ে ইসলামি ব্যাংক টপ টেন গেইনারের দ্বিতীয় স্থান দখল করেছে। এছাড়া ৯.৪৪ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে সোশ্যাল ইসলামি ব্যাংক, ৮.৬০ শতাংশ বেড়ে পঞ্চম স্থানে পূবালি ব্যাংক, ৭.৩৪ শতাংশ বেড়ে ষষ্ঠ স্থানে সাউথইষ্ট ব্যাংক, ৭.২৪ শতাংশ বেড়ে সপ্তম স্থানে এক্সিম ব্যাংক, ৬.৭৪ শতাংশ বেড়ে অষ্টম স্থানে সিটি ব্যাংক ও ৬.৩৫ শতাংশ বেড়ে ১০ম স্থানে উঠে এসেছে রূপালি ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এম

ফরচুন সুজের বোর্ড সভা ২৯ জানুয়ারি

fortuneস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের বোর্ড সভা আগামী ২৯ জানুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি এদিন বেলা ৪ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

বিডিকমের বোর্ড সভা ৩০ জানুয়ারি

bdcomস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি বিডিকম লিমিটেডের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি এদিন বেলা ৩ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ফারইষ্ট নিটিংয়ের বোর্ড সভা ৩০ জানুয়ারি

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইষ্ট নিটিং এণ্ড ডায়িং লিমিটেডের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি এদিন বেলা সাড়ে ৩ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. ইসলামী ব্যাংক
  2. বেক্সিমকো লিমিটেড
  3. সামিট পাওয়ার
  4. সিটি ব্যাংক
  5. ন্যাশনাল ব্যাংক
  6. লংকাবাংলা
  7. বারাকা পাওয়ার
  8. এক্সিম ব্যাংক
  9. এবি ব্যাংক
  10. আরএকে সিরামিক্স।

ডিএসইতে ২০১৩ ও সিএসইতে ১১৯ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২০১৩ কোটি টাকা। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনের লেনদেনের পরিমাণ ১১৯ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২১৮০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ২১৮০ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৮.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭০৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩০১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৫.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৪০ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৯৯ টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – ইসলামী ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, সামিট পাওয়ার, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, লংকাবাংলা, বারাকা পাওয়ার, এক্সিম ব্যাংক, এবি ব্যাংক ও আরএকে সিরামিক্স।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১১৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ১১৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল মবিল যমুনা ও বেক্সিমকো লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭০৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

তথ্য ছাড়াই বাড়ছে প্যারামাউন্ট টেক্সটাইলের দর

paraস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১২ কার্যদিবসের ধরে বাড়ছে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার দর। গত ৮ জানুয়ারী কোম্পানিটির শেয়ার দর ছিল ২০.১০ টাকা। যা ২৩ জানুয়ারী বেড়ে দাড়ায় ২৭.৭০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭.৬০ টাকা বা ৩৭.৮১ শতাংশ।

এর আগে গত ২৩ জানুয়ারী কোম্পানির কাছে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তারই জবাবে দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাইফ পাওয়ারটেকের বোর্ড সভা ২৯ জানুয়ারি

SAIF powerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের বোর্ড সভা আগামী ২৯ জানুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি এদিন বেলা সাড়ে ৩ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

বুকবিল্ডিং সিস্টেমে দুই দিনের মক টেষ্ট : পাইপলাইনে আমরা নেটওয়ার্কস

bsecনিজস্ব প্রতিবেদক :

বুকবিল্ডিং সিস্টেমে বিডিংয়ের মাধ্যমে শেয়ার কিনতে মক টেস্ট শুরু হচ্ছে আজ। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। বিডিংয়ে অংশ নিতে হলে হতে হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। এজন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তথ্যও হালনাগাদ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হালনাগাদ না করলে কোনো প্রতিষ্ঠান বিডিংয়ে অংশ নিতে পারবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

এদিকে বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে শেয়ারবাজারে আসছে তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড। এই পদ্ধতি অনুযায়ী প্রথমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে নিলামের মাধ্যমে শেয়ার বিক্রি করা হবে। যে দামে তাদের জন্য সংরক্ষিত শেয়ার বিক্রি শেষ হবে; সেই দামে (কাট অফ প্রাইস) প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির প্রস্তাব করা হবে। ওই দাম থেকে ১০ শতাংশ ছাড়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আইপিওর মাধ্যমে শেয়ার বিক্রির প্রস্তাব করা হবে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় এই মক টেস্ট শুরু হবে। চলবে ২৬ জানুয়ারি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। বিডিংয়ের সময় হলো— আজ দুপুর সাড়ে ১২টা থেকে ২৬ জানুয়ারি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আর সাবমিশন পিরিয়ড হবে বুধবার ২৫ জানুয়ারি বেলা সাড়ে ৪টা থেকে ২৬ জানুয়ারি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

গত মাসের শেষ দিকে আমরা নেটওয়ার্কস লিমিটেডকে নিলামের মাধ্যমে কাট-অফ প্রাইস নির্ধারণের অনুমতি দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির অনুমোদনের ফলে আমরা নেটওয়ার্কস লিমিটেড শেয়ারের কাট-অফ প্রাইস নির্ধারণ করার জন্য বিডিং করতে পারবে।

নিলামে ১২টি ক্যাটাগরির প্রায় আড়াইশ প্রতিষ্ঠান অংশ নিতে পারবে। শেয়ারবাজার থেকে কোম্পানিটি ৫৬ কোটি ২৫ লাখ টাকা উত্তোলন করবে। এই টাকা দিয়ে কোম্পানির ডাটা সেন্টার প্রতিষ্ঠা, দেশের বিভিন্ন স্থানে ওয়াই-ফাই হটস্পট প্রতিষ্ঠা করা, আইপিওর কাজ ও ঋণ পরিশোধ করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ