মার্কেন্টাইল ব্যাংকের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.০৩ টাকা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ১৮ পয়সা কমেছে।

৩১ মার্চ ২০১৮ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২.৯০ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩১ মার্চ পর্যন্ত ন্যাভ ছিল ২১.৫৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

৬ লাখ শেয়ার কিনবে এনসিসি ব্যাংক

ncc1-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের একজন স্পনসর পরিচালক ৬ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আবদুস সালাম নামে এই স্পনসর পরিচালক প্রতিষ্ঠানটির ৬ লাখ শেয়ার কিনবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই স্পনসর পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সোস্যাল ইসলামী ব্যাংকের ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

siblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের একজন স্পনসর পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কামাল উদ্দিন আহমেদ নামে এই স্পনসর পরিচালক প্রতিষ্ঠানটির ১০ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার পর তার হাতে প্রতিষ্ঠানটির ১,১২,২৩,৭৩৮টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই স্পনসর পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইউনাইটেড ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

united-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের এক কর্পোরেট পরিচালক ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন নামে এই কর্পোরেট পরিচালক প্রতিষ্ঠানটির ১ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার পর তার হাতে প্রতিষ্ঠানটির  ৬৫,৯১,২৬১টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই কর্পোরেট পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

purabi-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ মে আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতাষ্ঠানটির ৩১ মার্চ ২০১৮ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টা রাজধানীর মতিঝিল প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতাষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

অ্যাকর্ড বাংলাদেশে থাকবে আরো ৬ মাস

garmetnsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের পোশাকখাতে নিরাপত্তার মান নিশ্চিত করতে আরও ৬ মাস কাজ করে যাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের ক্রেতাদের সংগঠন অ্যাকর্ড।

বৃহস্পতিবার (১০ মে) রাজধানীর কারওয়ানবাজারে বিজিএমইএ ভবনে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, অ্যাকর্ড দীর্ঘদিন ধরে এখানে কাজ করে করছে। তাদের কাজ বুঝে নেওয়ার জন্য বর্তমানে প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। বিষয়টি বিবেচনা করে সরকার আরও ৬ মাস মেয়াদ বাড়িয়েছে। সংবাদ সম্মেলন। ছবি: শাকিল আহমেদএই ৬ মাসের মধ্য সরকারের আরসিসি (রেমিডিয়েশন কো-অর্ডিনেশন সেল) সক্ষমতা অর্জন করবে বলেও মনে করেন বিজিএমইএ সভাপতি।

বিগত ৫ বছর ধরে কাজ করে যাওয়া অ্যাকর্ডের মেয়াদ এ মাসেই শেষ হওয়ার কথা ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

২০১৮-১৯ অর্থবছরে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

image-47307-1525944055স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে। এর বাইরে স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে ৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এটি অনুমোদন দেয়া হয়।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, অনুমোদিত এডিপিতে ১৪৫২টি প্রকল্প রাখা হয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্পের সংখ্যা ১২২৭টি, কারিগরি ১১৭ ও জেডিসিএফ দুটি প্রকল্প রয়েছে। এর বাইরে স্বায়ত্তশাসিত প্রকল্পের সংখ্যা ১০৫টি।

মন্ত্রী জানান, অনুমোদিত এডিপিতে বৈদেশিক সহায়তা থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০ হাজার কোটি টাকা। বাকি ১ লাখ ১৩ হাজার কোটি টাকা জোগান দেয়া হবে সরকারের (জিওবি) নিজস্ব খাত থেকে।

মোট বরাদ্দের মধ্যে আগামী ২০১৮-১৯ অর্থবছরের এডিপিতে অগ্রাধিকার পাবে এসব মেগাপ্রকল্প। ১০টি মেগাপ্রকল্পে অগ্রাধিকার দিতে গিয়ে স্থানীয় সরকার, বিদ্যুৎ বিভাগ, পরিবহন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, রেল, সেতু, স্বাস্থ্য, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, পানিসম্পদ মন্ত্রণালয়ে ১ লাখ ২৮ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ থাকবে, যা মোট এডিপির ৭৪ দশমিক শূন্য ৫ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

ওয়েস্টার্ন মেরিনের কর্পোরেট স্পনসরের শেয়ার বিক্রি সম্পন্ন

westernস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের এক কর্পোরেট স্পনসর ৬ লাখ ৬ হাজার ৪১২টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওয়েস্টার্ন মেরিন সার্ভিসেস লিমিটেড নামে এই কর্পোরেট স্পনসর কোম্পানিটির ৬ লাখ ৬ হাজার ৪১২টি শেয়ার বেচলেন।

এই উদ্দ্যোক্তা পরিচালক ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ওয়েস্টার্ন মেরিনের শেয়ার বিক্রি সম্পন্ন

westernস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ২ লাখ ৫১ হাজার ২৯২টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মো: শাহ আলম নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ২ লাখ ৫১ হাজার ২৯২টি শেয়ার বেচলেন।

এই উদ্দ্যোক্তা পরিচালক ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  2. বিবিএস ক্যাবলস
  3. বেক্সিমকো লিমিটেড
  4. ড্রাগন সোয়েটার
  5. বিএসআরএম লিমিটেড
  6. ইউনাইটেড পাওয়ার
  7. ডরিন পাওয়ার
  8. ব্র্যাক ব্যাংক
  9. ইফাদ অটোস
  10. লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।