বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের নগদ লভ্যাংশ বিতরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স লিমিটেডের গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমানিটি গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২২ অর্থবছরে ঘোষিত নগদ লভ্যাংশটি নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।

আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেবিডি.কম/রাজু

এস আলম গ্রুপের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া সিঙ্গাপুরে প্রায় ১ বিলিয়ন ডলারের ব্যবসায়িক সাম্রাজ্যসহ বিদেশে বিপুল পরিমাণ সম্পত্তির মালিকানার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে আজ রবিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ সাংবাদিকদের বলেন, ‘দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত পরিচালনা করে দুই মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘একই সঙ্গে এস আলম গ্রুপের মালিকের বিরুদ্ধে উঠা অভিযুক্ত কর্মকাণ্ড ঠেকাতে তাদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।’

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্ট বেঞ্চে পত্রিকার প্রতিবেদন উপস্থাপন করেন। পরে যে নথির ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে তা দুই মাসের মধ্যে আদালতে জমা দিতে সংশ্লিষ্ট পত্রিকাকে আদেশ দেওয়া হয়।

‘এস আলমের আলাদিনের চেরাগ’ শিরোনামে একটি ইংরেজি দৈনিকে গত ৪ আগস্ট প্রকাশিত প্রতিবেনে বলা হয়, এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম সিঙ্গাপুরে অন্তত ১ বিলিয়ন ডলারের ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন, যদিও বিদেশে বিনিয়োগ বা তহবিল স্থানান্তরের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে কোনো অনুমতি নেওয়ার কোনো রেকর্ড নেই। বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত ১৭ কোম্পানিকে দেশের বাইরে বিনিয়োগের অনুমতি দিয়েছে এবং সেই তালিকায় এস আলমের নাম নেই।

স্টকমার্কেটবিডি.কম/////

পপুলার লাইফ ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা ১৩ আগস্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ আগস্ট দুপুর ২টা ৩৫ মিনিটে ফান্ডটির ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ফান্ডটির ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ঋণ পরিশোধে চাপ বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঋণ পরিশোধে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ বাড়ছে। ২০২২-২৩ অর্থবছরেই আগের বছরের তুলনায় ৩৭ শতাংশের বেশি ঋণ পরিশোধ করতে হয়েছে। আর এটি গত ছয় বছরের হিসাব ধরলে পরিশোধের পরিমাণ দ্বিগুণ হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রাথমিক হিসাবে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে সব মিলিয়ে ২৭৪ কোটি ডলার ঋণের সুদ ও আসল পরিশোধ করতে হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ২০১ কোটি ডলার ঋণ পরিশোধ করেছিল বাংলাদেশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে ৭৩ কোটি ডলার ঋণ পরিশোধ বেড়েছে।

অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে সম্প্রতি জানানো হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে ৩২৮ কোটি ডলার পরিশোধ করতে হবে। ছয় বছর পর (২০২৯-৩০ অর্থবছর) তা বেড়ে দাঁড়াবে ৫১৫ কোটি ডলার। বাংলাদেশ যদি আর কোনো ঋণ না-ও নেয়, তবু ২০৬২ সাল পর্যন্ত ঋণের সুদাসল পরিশোধ করতে হবে।

অর্থনৈতিক সংকটে সরকারের বৈদেশিক মুদ্রায় আয় অনেক কমে গেছে। সে তুলনায় ব্যয় বেড়েছে। এতে সরকারের চলতি ও আর্থিক হিসাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে। রপ্তানি পরিস্থিতি ভালো হলেও প্রবাসী আয়ে ওঠানামা রয়েছে। ডলারে নেওয়া বেসরকারি খাতে ঋণের বড় অংশই আর নবায়ন হচ্ছে না। আর এমন এক সময়ে সরকারের নেওয়া ঋণ পরিশোধ করতে গিয়েও ডলার খরচ বেশি হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ প্রায় অর্ধেক কমে গেছে।

স্টকমার্কেটবিডি.কম/////

বিজিআইসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী লিঃ (বিজিআইসি)-এর ৩৮ তম বার্ষিক সাধারণ সভা ০৩ আগস্ট ২০২৩ ইং তারিখে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। শুরুতে শেয়ারহোল্ডারসহ উপস্থিত সকলে কোম্পানীর প্রতিষ্ঠাতা এম এ সামাদসহ বিজিআইসি পরিবারের প্রয়াত অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার চির শান্তির জন্য দোয়া করেন।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান জনাব তওহিদ সামাদ। অনুষ্ঠানে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন।

উক্ত বার্ষিক সাধারণ সভায় দেশের বেসরকারী খাতে প্রতিষ্ঠিত প্রথম সাধারণ বীমা কোম্পানী বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী লিঃ (বিজিআইসি) ২০২২ সালে তাদের বর্তমান প্রায় ৫৪.০৩ কোটি টাকা পরিশোধিত মূলধনের উপর ১২% নগদ লভ্যাংশ অনুমোদন করে।

অন্যান্যদের মধ্যে কোম্পানীর ভাইস-চেয়ারম্যান জনাব সেলিম ভূঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট পরিচালক জনাব মুস্তাফা জামান আব্বাসী, পাবলিক পরিচালক জনাব মো. শাকিল রিজভী, মনোনীত পরিচালক জনাব অরুনাংশু দত্ত, মনোনীত পরিচালক জনাব এম মনজুর মাহমুদসহ ফিনান্সিয়াল কনসালটেন্ট জনাব এ জেড চৌধুরী উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন এ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানী সেক্রেটারী জনাব সাইফুদ্দিন আহমেদ।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস; ২য় জেএমআই হসপিটাল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির১৪ কোটি ২৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ২ লাখ।

লিগাসি ফুটওয়ার লিমিটেড ১৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ২৬ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিসের ১২ কোটি ১৮ লাখ, মেট্রো স্পিনিংয়ের ১১ কোটি ১৯ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ১০ কোটি ২ লাখ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৮৩ লাখ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৯ কোটি ৬৪ লাখ ও জেমিনী সী ফুড লিমিটেডের ৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

  1. ফু-ওয়াং ফুডস
  2. জেএমআই হসপিটাল
  3. লিগাসি ফুটওয়ার
  4. খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ
  5. আলিফ ইন্ডাস্ট্রিস
  6. মেট্রো স্পিনিং
  7. সি পার্ল বিচ রিসোর্ট
  8. এমারেল্ড অয়েল
  9. সোনালী লাইফ ইন্স্যুরেন্স
  10. জেমিনী সী ফুড ।

দুই এক্সচেঞ্জেই সূচক ও লেনদেনে বড় পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকই কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩১৫ পয়েন্টে।আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৪৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৭ কোটি ৬৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৮৫ কোটি ৭৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৪টির আর দর অপরিবর্তিত আছে ১৬০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং ফুডস, জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং, লিগাসি ফুটওয়ার, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, আলিফ ইন্ডাস্ট্রিস, মেট্রো স্পিনিং, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও জেমিনী সী ফুড লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৪.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬৬৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ৭৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৮৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১৮ কোটি ৩১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং ও ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

৬ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভায় ফান্ডগুলোর ৩০ জুন,২০২৩ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হচ্ছে-

এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ১৩ আগস্ট বিকাল ৩:৩০টায় অনুষ্ঠিত হবে।

ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ট্রাস্টি সভা আগামী ১৩ আগস্ট বিকাল ৩:৩০টায় অনুষ্ঠিত হবে।

ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ১৩ আগস্ট বিকাল ৩:৩০টায় অনুষ্ঠিত হবে।

আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ১৩ আগস্ট বিকাল ৩:৩০টায় অনুষ্ঠিত হবে।

ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ১৩ আগস্ট বিকাল ৩:৩০টায় অনুষ্ঠিত হবে।

ইবিএল ১ম মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১৩ আগস্ট বিকাল ৩:৩০টায় অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

বিশ্ববাজারে কমেছে পাম তেলের দাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে কমল পাম তেলের দাম। গতকাল বৃহস্পতিবার বিশ্ববাজারে পাম তেলের দাম ২.৩২ শতাংশ কমে প্রতি টন হয় তিন হাজার ৮২৪ মালয়েশিয়ান রিংগিত। এক সপ্তাহে এই তেলের দাম কমেছে ৫.০২ শতাংশ। বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, জুলাই মাসে মালয়েশিয়ান পাম তেলের দাম প্রতি টন চার হাজার মালয়েশিয়ান রিংগি হয়, যা ছিল চার মাসে সর্বোচ্চ।

কিন্তু সরবরাহ বাড়ায় এখন আবার দাম কমে প্রতি টন তিন হাজার ৯০০ রিংগিতে নেমেছে।

অন্যদিকে আরেক শীর্ষ সরবরাহকারী ইন্দোনেশিয়া আগস্টের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত অপরিশোধিত পাম তেলের দাম নির্ধারণ করেছে ৮২৬.৪৮ ডলার, যা জুলাইয়ের ৭৯১.০২ ডলার থেকে বেশি। জুলাই মাসে মালয়েশিয়ার পাম তেল রপ্তানি বেড়েছে। জুন মাসের চেয়ে জুলাইতে দেশটির পাম তেল রপ্তানি বাড়ে ৭.৮ শতাংশ।

চাহিদা বেড়েছে আমদানিকারক ভারত থেকে। মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল জানায়, ২০২৩ সালের দ্বিতীয় ভাগে বেঞ্চমার্ক পাম তেলের দাম থাকবে প্রায় তিন হাজার ৭০০ থেকে চার হাজার ২০০ মালয়েশিয়ান রিংগিতের মধ্যে। দীর্ঘ মেয়াদে বাজারে সরবরাহ ভালো থাকবে। সূত্র : ট্রেডিং ইকোনমিকস

স্টকমার্কেটবিডি.কম/////