গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে পোশাক শিল্প শ্রমিকদের বিক্ষোভ

gazipur-oborodh-5bffa1561ba7eস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর, ভবানীপুর, গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে একাধিক পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। রাজেন্দ্রপুরের এনএজেড কম্পোজিট লিমিটেডের শ্রমিকেরা রবিবার সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত থেমে থেমে বিক্ষোভ করে। এ সময় ভবানীপুর এলাকার গোল্ডেন গার্মেন্টস লিমিটেড, শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার জাবের জোবায়ের, বৈরাগীরচালা এলাকার হ্যামস শিল্প গ্রুপের কারখানাগুলোতে শ্রমিকরা বিক্ষোভ করে।

এনএজেড কারখানার শ্রমিক আতিকুর রহমান, শিবলী ও তাদের সহকর্মীরা জানায়, সম্প্রতি সরকার ঘোষিত বেতন কাঠামো উপেক্ষা করে কারখানা কর্তৃপক্ষ আগের কাঠামো অনুযায়ী বেতনভাতা দিয়ে আসছে। এ কারখানায় ৬ হাজার শ্রমিক কর্মরত আছে। বেতন না বাড়ানোয় শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় শ্রমিকরা গত সাতদিন ধরে আন্দোলন করে আসছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে শ্রমিকরা কারখানা এলাকায় থাকা একটি মোটরসাইকেল ও একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, ভবানীপুর এলাকায় একই সময় গোল্ডেন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা একই দাবিতে বিক্ষোভ করে পাশের মণ্ডল গার্মেন্টসে গিয়ে শ্রমিকদের কারখানা থেকে বের করার চেষ্টা করে। এসময় তারা গেইট ভাঙচুর করে। পরে বিকেল ৩টার দিকে শ্রমিকরা গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় শ্রমিক বিক্ষোভ করে। এ কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

এ ব্যাপারে কোনও কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি

স্টকমার্কেটবিডি.কম

স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করেছে বাজুস

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিলেও কয়েক ঘণ্টা পরে তা স্থগিত করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

রবিবার ( ২৩ ডিসেম্বর) বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার সই করা প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ক্রেতা সাধারণের অনুরোধে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

দেশের সব স্বর্ণ ব্যবসায়ীকে পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আগের দামে স্বর্ণ বিক্রি করতে ওই বিজ্ঞপ্তিতে অনুরোধ করেছে বাজুস।

আগের মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৭ হাজার ৪৭২ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৪৫ হাজার ১৯৮ টাকা ভরিপ্রতি বিক্রি হবে।

আর ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম রয়েছে ৪০ হাজার ১২৪ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি ২৭ হাজার ৫৮৫ টাকার।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য এক হাজার ৫০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বাংলাদেশে ২,৮০০ কোটি টাকা বিনিয়োগ করবে সৌদিরা

dollarস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশে দুই কারখানায় সাড়ে ৩৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে সৌদি আরবের কোম্পানি ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনস। ডলারের বিনিময় মূল্য ৮৪ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় এ বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা। সৌদি কোম্পানিটি এ দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে একটি সিমেন্ট কারখানা স্থাপন ও আরেকটি কারখানার আধুনিকায়নে বিনিয়োগ করবে।

শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, সিলেটের ছাতক সিমেন্ট কারখানার অব্যবহৃত জমিতে সৌদি-বাংলাদেশ মৈত্রী সিমেন্ট কোম্পানি লিমিটেড নামে একটি নতুন কারখানা করতে ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনস ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মধ্যে গত বৃহস্পতিবার একটি কৌশলগত অংশীদারি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ জন্য শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে সৌদি ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনসের প্রেসিডেন্ট মোহাম্মদ এন হিজি ও বিসিআইসির চেয়ারম্যান শাহ মো. আমিনুল হক চুক্তিতে সই করেন।

এ ছাড়া একই অনুষ্ঠানে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) আওতাধীন জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানির (জেমকো) উৎপাদনক্ষমতা বৃদ্ধি ও পণ্য বৈচিত্র্যকরণে বিনিয়োগের জন্য ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনসের সঙ্গে আরেকটি কৌশলগত অংশীদারি চুক্তি সই হয়। চুক্তিতে ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনসের প্রেসিডেন্ট এন হিজি ও জেমকোর ব্যবস্থাপনা পরিচালক সুলতান আহমেদ ভূঁইয়া স্বাক্ষর করেন।

শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনস বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে সার, সিমেন্ট, সিরামিক, ইলেকট্রনিকসসহ অন্যান্য খাতে বিনিয়োগ করেছে। এ প্রতিষ্ঠান সৌদি-বাংলাদেশ মৈত্রী সিমেন্ট কোম্পানি লিমিটেড নির্মাণে প্রাথমিকভাবে ৩০ কোটি মার্কিন ডলার ও জেমকো প্রকল্পে পর্যায়ক্রমে সাড়ে ৩ কোটি ডলার বিনিয়োগ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান মো. মিজানুর রহমানসহ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন করপোরেশন ও সংস্থার প্রধান এবং সৌদি প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

শিল্পসচিব বলেন, ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনসের সঙ্গে কৌশলগত অংশীদারি চুক্তি দ্বিপক্ষীয় বিনিয়োগের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এ বিনিয়োগ চুক্তির ধারাবাহিকতায় আগামী দিনে বাংলাদেশের আরও বড় প্রকল্পে সৌদি আরবের বিনিয়োগ আসবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সৌদি আরব সফরের পর দ্রুততার সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মোহাম্মদ এন হিজি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিনিয়োগবান্ধব অবকাঠামোর ব্যাপক অগ্রগতি হয়েছে। সৌদি-বাংলাদেশ দ্বিপক্ষীয় বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে।

চলতি বছরের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনসের তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশের শিল্প খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়। এর ধারাবাহিকতায় বাংলাদেশে ব্যবসায়িক সম্পর্ক জোরদার ও শিল্প খাতে বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করতে সৌদি আরবের ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনসের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/বি

এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার

usaস্টকমার্কেটবিডি ডেস্ক :

গত এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ সপ্তাহ পার করেছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। গত পুরো সপ্তাহ জুড়ে এই শেয়ারবাজারের প্রধান তিন সূচকই ব্যাপক দরপতন দেখেছে। মূলত চীনের সঙ্গে বাণিজ্য ইস্যু, ট্রাম্পের আপত্তি সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারণী সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব ফেলেছে শেয়ারবাজারে।

গত সপ্তাহে সবচেয়ে বেশি দরপতন হয়েছে নাসডাক সূচকটির। প্রযুক্তিনির্ভর কোম্পানি-ভিত্তিক এই সূচকের দর কমেছে ২০ শতাংশ। এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ৭ শতাংশ এবং ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল সূচক কমেছে ৬ দশমিক ৮ শতাংশ। ডাও জোনসের এই দরপতন ২০০৮ সালের পর শতাংশের দিক দিয়ে সবচেয়ে বড় দরপতন।

শেয়ারবাজার বিশ্লেষকেরা বলছেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন কিছুটা শান্ত। বেশ কয়েকটি অর্থনৈতিক নির্দেশক ভালো অবস্থানে আছে। এমন অবস্থায় ফেডের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।

গত এক সপ্তাহে ফেসবুক, টুইটারের শেয়ারের দর কমেছে ৬ শতাংশ। আমাজনের দরপতন হয়েছে ৫ শতাংশ। অ্যাপল ও মাইক্রোসফটের দর কমেছে ৩ শতাংশ। গত শুক্রবার সপ্তাহের শেষ কার্যদিবস নাসডাক সূচক কমে ৩ শতাংশ। এসঅ্যান্ডপি ৫০০ কমেছে ২ শতাংশ ও ডাও জোনস সূচক কমেছে ১ দশমিক ৮ শতাংশ। সূত্র : রয়টার্স

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. খুলনা পাওয়ার
  2. ইউনাইটেড পাওয়ার
  3. ইফাদ অটোস
  4. প্যারামাউন্ট টেক্সটাইল
  5. সোনারগাঁ টেক্সটাইল
  6. স্কয়ার ফার্মা
  7. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
  8. ড্যাফোডিল কম্পিউটারস
  9. ইনটেক লিমিটেড
  10. বেক্সিমকো লিমিটেড।

ডিএসইতে ৩৫৩ ও সিএসইতে ৬০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৩৫৩ কোটি টাকা দাঁড়িয়েছে। দিনশেষে সেখানে সূচকের উত্থান ছিল। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৩ কোটি ৬৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৪৬২ কোটি ৮৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২১৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৫০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৮ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৪টির। আর দর অপরিবর্তিত আছে ৪১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোস, প্যারামাউন্ট টেক্সটাইল, সোনারগাঁ টেক্সটাইল, স্কয়ার ফার্মা, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ড্যাফোডিল কম্পিউটারস, ইনটেক লিমিটেড ও বেক্সিমকো লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৯.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৯৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬০ কোটি ৬৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৪৬ কোটি ৬৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল কনফিডেন্স সিমেন্ট ও বিএসআরএম লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

৪ দিন শেয়ারবাজার লেনদেন বন্ধ থাকবে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাপ্তাহিক ছুটি, নির্বাচনের জন্য সাধারণ ছুটি ও ব্যাংক হলিডে মিলিয়ে ২০১৮ সালের শেষ ৪ দিন শেয়ারবাজার লেনদেন বন্ধ থাকবে। এ ৪ দিন শেয়ারবাজার লেনদেন হবে না। এ কারণে ২৭ ডিসেম্বর হবে শেষ কার্যদিবস।

রবিবার ডিএসই এ নিয়ে একটি নোটিস জারি করেছে।

২৮ ও ২ ‍ ৯ ডিসেম্বর শুক্র ও শনিবার। সাপ্তাহিক ছুটির কারণে এ দুদিন ব্যাংক বন্ধ থাকবে। ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের কারণে সাধারণ ছুটি। ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে, এদিন ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হবে না।

টানা এ ছুটির কারণে ২৭ ডিসেম্বর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বার্ষিক হিসাব চূড়ান্ত করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এমআই সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ-২’

mi cementস্টকমার্কেবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি এমআই সিমেন্ট লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ-২’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ড্যাফোডিল কম্পিউটারসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

dafodilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

জানা যায়, গত ১০ ডিসেম্বর শেয়ার দর ছিল ৩২.২০ টাকা। গত ২০ ডিসেম্বর সর্বশেষ তা ৪২.৩০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। সম্প্রতি দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আমান ফিডের ২০১৭ সালের ঋণমান প্রকাশ

aman-feed-ltdস্টকমার্কেবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আমান ফিড মিলস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ১’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম