করপোরেট গভর্ন্যান্স পুরস্কার পেল পেনিনসুলা চিটাগং

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রণোদনা খাতের কোম্পানি পেনিনসুলা চিটাগং লিমিটেড করপোরেট সুশাসনের জন্য প্রণোদনা ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) প্রদত্ত ৭ম করপোরেট গভর্ন্যান্স পুরস্কার-২০১৯ অর্জন করেছে।

গত শনিবার এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপির কাছ থেকে এ ব্রঞ্জ অ্যাওয়ার্ড গ্রহণ করে কোম্পানিটি।

বাণিজ্য সচিব ড. মো: জাফর উদ্দীন, আইসিএসবির প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ, এফসিএস ও কোম্পানির শীর্ষ কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

এ্যাটলাস বাংলাদেশের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এ্যাটলাস বাংলাদেশ লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৯৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.৪১ টাকা। এসময় কোম্পানিটির লোকসান কমেছে।

আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১.৪৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.৭৯ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩১ টাকা। যা গত বছরের ৩১ ডিসেম্বর ছিল ১২৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ২য় প্রান্তিকের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৩৭ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২.৩৬ টাকা। এসময় কোম্পানিটির আয় বেড়েছে।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৫.১১ টাকা। যা গত বছরের ৩১ ডিসেম্বর ছিল ৪০.৬০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

মার্জিন ঋণে ১২% সুদহার বাস্তবায়নের সময় বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে মার্জিন ঋণের বেঁধে দেওয়া সর্বোচ্চ ১২ শতাংশ সুদ হার বাস্তবায়ন করার সময়সীমা বেড়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই সুদহার কার্যকর হওয়ার কথা ছিল। এটি ৪ মাস পিছিয়ে ১ জুলাই নির্ধারণ করা হয়েছে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শীর্ষ ব্রোকার ও মার্চেন্টব্যাংকের সাথে এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএসইসিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক বাজার পরিস্থিতি বিবেচনা এবং ঋণদাতা মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারহাউজগুলোর অনুরোধে বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

গত ১৩ জানুয়ারি বিএসইসি মার্জিন ঋণের সর্বোচ্চ সুদের হার বেঁধে দিয়েছে। বিএসইসির নির্দেশনা অনুসারে, কোনো প্রতিষ্ঠান মার্জিন ঋণের জন্য ১২ শতাংশের বেশি সুদ নিতে পারবে না।

স্টকমার্কেটবিডি.কম/

ঘোষিত নগদ লভ্যাংশ পরিশোধে ব্যর্থ সুহৃদ ইন্ডাস্ট্রিজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে ঘোষিত নগদ লভ্যাংশ পরিশোধে ব্যর্থতার দায়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি।

বুধবার (২৭ জানুয়ারি) বিএসইসির ৫৭৯তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ পরিশোধে ব্যর্থতার বিষয়ে ডিপজিটরি আইন ১৯৯৯ এর ১৩ ধারা মোতাবেক ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

একই সাথে তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে সভায়।

স্টকমার্কেটবিডি.কম/

রহিমা ফুডের ২য় প্রান্তিকের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড করপোরেশন লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১.৫৫ টাকা। এসময় কোম্পানিটির আয় বেড়েছে।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯.৬৫ টাকা। যা গত বছরের ৩১ ডিসেম্বর ছিল ৯.২৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/