সোনালী ও রূপালীর এমডি অদল-বদল, অগ্রণীতে অপরিবর্তিত

Ataur-masud-samsulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাষ্ট্রায়ত্ত দুটি ব্যাংক সোনালী ও রূপালী ব্যাংকের এমডি অদল-বদল করছে সরকার। এই দফায় আরেকটি ব্যাংক অগ্রণীর এমডি আগের জনই থাকছেন।

সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) হতে যাচ্ছেন আতাউর রহমান প্রধান। তিনি এখন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

আতাউরকে সোনালী ব্যাংকে পাঠিয়ে এই ব্যাংকটির এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে রূপালী ব্যাংকের এমডি করা হচ্ছে।

অগ্রণী ব্যাংকের এমডি শামস-উল ইসলামকে একই ব্যাংকের এমডির দায়িত্বেই থাকবেন।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই তিন এমডির মেয়াদ তিন বছর করে বাড়িয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন তিন ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পঠানো হয়েছে।

নিয়ম অনুযায়ী, পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রস্তাব অনুমোদন হলে তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

আল হাজ টেক্সটাইলের মূল্য সংবেদনশীল তথ্য নেই

alhazস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আল হাজ টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে আল হাজ টেক্সটাইল লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

মেঘনা লাইফ সাড়ে তিন কোটি টাকার জমি কিনবে

meghna-life-insurance-company-ltd-logস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে সাড়ে ৩ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই বিমাটি রাজধানীর বাইরে বগুড়া জেলায় এই জমি কিনবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে মোট ৩ কোটি ৫৫ লাখ টাকা।

শেয়ারহোল্ডার ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে জমিটি কিনবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. অরিয়ন ইনফিউশন
  3. ফরচুন সুজ
  4. জেএমআই সিরিঞ্জ
  5. বাংলাদেশ শিপিং করপোরেশন
  6. মুন্নু সিরামিকস
  7. বীকন ফার্মা
  8. খুলনা পাওয়ার
  9. সিলকো ফার্মা
  10. আলহাজ টেক্সটাইল লিমিটেড ।

ডিএসইতে বাড়লেও সিএসইতে লেনদেন অর্ধেকে নেমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকের ফথণ হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ কমে অর্ধেকে নেমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৪২ কোটি ৯৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৪৮৫ কোটি ৩৬ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২৩ পয়েন্টে। আর ডিএসই সূচক ০.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২০৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৪১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৪টির। আর দর অপরিবর্তিত আছে ৩৭টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে –ইউনাইটেড পাওয়ার, অরিয়ন ইনফিউশন, ফরচুন সুজ, জেএমআই সিরিঞ্জ, বাংলাদেশ শিপিং করপোরেশন, মুন্নু সিরামিকস, বীকন ফার্মা, খুলনা পাওয়ার, সিলকো ফার্মা ও আলহাজ টেক্সটাইল লিমিটেড ।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৯৭৭ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৯ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৭ টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ২১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৪৪ কোটি ২০ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল অরিয়ন ইনফিউশন ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

শ্রমিক কল্যাণ তহবিলে ইউনিলিভার ও বিএসআরএমের ৯ কোটি টাকা

122747garments-labour-processionস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৯ কোটি ৪৫ লাখ টাকা দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ এবং বিএসআরএম বাংলাদেশ। মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সিইও এবং এমডি কেদার লেলে এবং বিএসআরএম’র ডিএমডি তপন সেনগুপ্ত নিজ নিজ কোম্পানির পক্ষে মোট ৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৮৪ টাকার চেক হস্তান্তর করেন।

ইউনিলিভার গত অর্থ বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৬ কোটি ১৯ লাখ ২৫ হাজার ৪৮৪ টাকা এবং বিএসআরএম মোট পাঁচটি চেকের মাধ্যমে ৩ কোটি ২৬ লাখ ১০০০ টাকার চেক প্রদান করেছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক কোম্পানি মিলে ১৪০টি কোম্পানি এ তহবিলে অর্থ দিয়েছে। এ তহবিলে ২০ আগস্ট পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৩৭০ কোটি টাকা। অন্যদিকে এ তহবিল হতে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের ৯ হাজার শ্রমিককে প্রায় ৩০ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ফিন্যান্স ডিরেক্টর জাহিদুল ইসললাম মালিথা, লিগ্যাল ডিরেক্টর রাশেদুল কাইয়ুম, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স শামীমা আক্তার এবং বিএসআরএম’র জেনারেল ম্যানেজার কর্পোরেট অ্যাফেয়ার্স কাজী আনোয়ার আহমেদ এবং ম্যানেজার (আইআর) মো. ইসমাইল উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

ব্যাংকের লাগামহীন খরচে বাঁধ বসালো বাংলাদেশ ব্যাংক

bankস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকব্যাংকগুলোর বিলাসী খরচে লাগাম টানল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ব্যাংক ৫০ লাখ টাকার বেশি দামের সেডান (প্রাইভেট কার) এবং এক কোটি টাকার বেশি দামের এসইউভি (জিপ) কিনতে পারবে না। ব্যাংকের চেয়ারম্যান ছাড়া অন্য পরিচালকেরা ব্যাংকের টাকায় কেনা গাড়ি ব্যবহার করতে পারবেন না। মূলত সুদের হার কমানোর অংশ হিসেবে নতুন করে মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারি করে এই বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে ব্যাংকগুলোর পরিচালন ব্যয় কমাতে জমি কেনা, অফিস ভাড়া, সাজসজ্জা এবং পরিচালনা পর্ষদের সভাসহ অন্য যে কোনো সভা আয়োজনের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। শহরে ব্যাংকের নতুন শাখার ক্ষেত্রে ৬ হাজার বর্গফুট এবং পল্লি এলাকায় ৩ হাজার বর্গফুটের বেশি জায়গা ব্যবহার করা যাবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অপ্রয়োজনীয় ব্যয় পরিহার ব্যাংকের আয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। একই সঙ্গে ব্যবসার প্রসারে সুদ/চার্জ/ফি ইত্যাদি প্রতিযোগিতামূলক করার সক্ষমতা বাড়ায়। সম্প্রতি কোনো কোনো ব্যাংকে উচ্চ ব্যয় নির্বাহের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়, অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে লিজ ফাইনান্সিং সুবিধা গ্রহণ করে কোনো মোটরগাড়ি সংগ্রহ করা যাবে না। দেশীয়ভাবে সংযোজনকারী প্রতিষ্ঠান থেকে গাড়ি কেনার মাধ্যমে এ খাতে ব্যয়ের বার্ষিক প্রবৃদ্ধি শতকরা ১০ ভাগের মধ্যে সীমিত রাখতে হবে। সকল যানবাহন অন্তত পাঁচ বছর ব্যবহারের পর প্রতিস্থাপন করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, শাখা স্থানান্তরের ক্ষেত্রে প্রতি বর্গফুটের জন্য ১ হাজার ২৫০ টাকার বেশি ব্যয় করা যাবে না। বিদ্যুৎ ব্যবহার, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম কেনার ক্ষেত্রেও বিলাসী ব্যয় পরিহার করতে হবে। সভা অনুষ্ঠান, বিজনেস ডেভেলপমেন্ট, ও অন্যান্য ক্ষেত্রে ব্যয় কমাতে হবে। ভ্রমণ ও যাতায়াত ভাতা, আপ্যায়ন খরচ, স্টেশনারি এবং বিবিধ খরচের নামে অপ্রয়োজনীয় ব্যয় কমানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড