বান্দরবানের ছয় শাখায় লেনদেন স্থগিত, রাঙ্গামাটি-খাগড়াছড়িতে সতর্কতা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডাকাতির ঘটনায় সোনালী ব্যাংকের বান্দরবানের উপজেলা পর্যায়ের ৬টি শাখায় লেনদেন সাময়িক স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে পার্বত্য জেলা রাঙ্গামাটির ১৯টি এবং খাগড়াছড়ির ৯টি শাখায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সতর্কভাবে লেনদেন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সোনালী ব্যাংকের জিএম (দক্ষিণ) সাইফুল আজিজ।

এই তিন জেলার ব্যাংকগুলোকে প্রয়োজনের বাইরে লেনদেন না করতে বলা হয়েছে।

মূলত ভল্ট খুলতে না পেরে ক্যাশ কাউন্টারে যেসব টাকা পাচ্ছে সেগুলো নিয়ে যাওয়ার টার্গেট নেওয়া হয়েছে। এ কারণে সব টাকা ভল্টে রেখে লেনদেন স্থগিত ও বাড়তি নিরাপত্তা নিয়ে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর মধ্যে রাঙ্গামাটিতে সোনালী ব্যাংকের শাখা রয়েছে ১৯টি, খাগড়াছড়িতে ৯টি। বান্দরবানে সোনালী ব্যাংকের শাখা রয়েছে ৭টি।

বান্দরবানের শাখাগুলো হচ্ছে রোয়াংছড়ি, থানচি, লামা, আলীকদম, রুমা, বান্দরবান ও নাইক্ষ্যাংছড়ি।

এর আগে, বুধবার বেলা ১১টার দিকে বান্দরবানের থানচিতে সোনালী এবং কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে।

স্টকমার্কেটবিডি.কম///

১২ কেজি এলপিজির দাম ৪০ টাকা কমলো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম প্রতিকেজির মূল্য ৪০ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এতে ১২ কেজি এলপিজির দাম দাঁড়াল এক হাজার ৪৪২ টাকা। আজ বুধবার বিইআরসি সমন্বিত দামের কথা জানিয়েছে।

মার্চ মাসে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪৮২ টাকা। ফেব্রুয়ারিতে মাসে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৪৩৩ টাকা থেকে ৪১ টাকা বাড়িয়ে এক হাজার ৪৭৪ টাকা করা হয়েছিল।

জানুয়ারি মাসে ১২ কেজির দাম এক হাজার ৪০৪ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে এক হাজার ৪৩৩ টাকা করা হয়েছিল।

আজকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৬ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ৬৭ টাকা ৬৮ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম////

টিসিবির জন্য ৩৪৭ কোটি টাকার ডাল ও তেল কিনছে সরকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে মসুর ডাল, সয়াবিন তেল ও রাইস ব্রান তেল কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ৩৪৭ কোটি ২ লাখ ৮০ হাজার টাকা। এরমধ্যে ১০ হাজার টন মসুর ডাল, এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল এবং ৫০ লাখ লিটার রাইস ব্রাণ তেল রয়েছে।

বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান অনুমোদিত প্রস্তাবগুলো নিয়ে সাংবাদিকদের জানান।

স্টকমার্কেটবিডি.কম////

ডট বিডি ডোমেইনের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) আওতায় ডট বিডি ডোমেইন নিবন্ধিত প্রায় ৪০ হাজার সরকারি-বেসরকারি ওয়েবসাইট আছে। কিন্তু, আজ বুধবার সকাল থেকে ‘কারিগরি ত্রুটির’ কারণে ব্যবহারকারীরা কয়েক হাজার ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না।

বিটিসিএলের পিআর অ্যান্ড মার্কেটিংয়ের জিএম মীর মোহাম্মদ মোরশেদ বলেন, ‘আজ সকাল ৮টা ৪০ মিনিটে সিস্টেমে একটি সমস্যা ধরা পড়ে। এটি সংশোধনের জন্য কাজ চলছে।’

ডট বিডি ডোমেইন বলতে বাংলাদেশের টপ লেভেল ডোমেইন বোঝায়। এটি সাধারণত বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত ওয়েবসাইটগুলির জন্য ব্যবহৃত হয়, যেমন সরকার, ব্যবসা, সংস্থা ও ব্যক্তি।

তবে বিটিসিএলের আরেকটি ডোমেইন ডট বাংলা যথাযথভাবে কাজ করছে বলে জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম////

রুমার পর থানচির দুই ব্যাংক থেকে টাকা লুুট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বান্দরবানের রুমা উপজেলার পর এবার থানচিতেও ব্যাংকে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাতে রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংক শাখায় অভিনব সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনার ১৬ ঘণ্টা পর আজ থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংক শাখায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

আজ বুধবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা থানচি বাজার ঘিরে ফেলে সবার কাছ থেকে মোবাইল সেট ও নগদ টাকা কেড়ে নেয়।

পরে তারা সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ঢুকে ক্যাশ কাউন্টার থেকে টাকা লুট করে বস্তাভর্তি করে এবং গুলি ছুড়তে ছুড়তে চলে যায়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, থানচিতে হামলাকারীরা স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল আর্মি’ (কেএনএ) ইউনিফর্ম পড়া ছিল। কারো কারো মুখে মাস্ক পড়া থাকলেও প্রায় সবার হাতেই ছিল অত্যাধুনিক অস্ত্র।

থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি। তিনি বলেন, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে আছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

স্টকমার্কেটবিডি.কম////

আগামী অর্থবছরের বাজেট হবে ৮ লাখ কোটি টাকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার ৮ লাখ কোটি টাকা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। তিনি বলেন, আগামী বাজেটে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের প্রতিফলন ঘটবে এবং বাজেট হবে জনগণের বাজেট।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) আয়োজনে অনুষ্ঠিত ‘বাজেট ২০২৪-২৫: মূল চ্যালেঞ্জ ও উত্তরণ’ শীর্ষক প্রাক্‌-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে শহীদুজ্জামান সরকার এসব কথা বলেন।

র‍্যাপিড চেয়ারম্যান আবদুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মো. নাসির শাহরিয়ার জাহেদী। আলোচনায় অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ, প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি মো. রেফায়েত উল্লাহ মৃধা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন র‍্যাপিডের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম আবু ইউসুফ।

প্রতিমন্ত্রী বলেন, পাঁচ লাখ কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। বাণিজ্য-আমদানি সংকোচন করায় রাজস্ব খাতে কিছুটা ভয়ের কারণ হয়েছে। কোনো কোনো জায়গায় সীমাবদ্ধতা হয়তো আছে। এর সঙ্গে আমাদের অর্জনগুলোও বিবেচনা করতে হবে। আমাদের জীবনযাত্রার মান বেড়েছে, মানুষের চাহিদার ধরন বেড়েছে।

মূল প্রবন্ধে বলা হয়, দেশে এখনো পরোক্ষ কর বেশি। অথচ উন্নত বিশ্বে বেশি হচ্ছে প্রত্যক্ষ কর। এত দিন এসব জায়গায় সংস্কার আনা যায়নি। ২০০৯-১০ অর্থবছরের তুলনায় বাজেটের আকার ৮ গুণ বাড়লেও সে অনুযায়ী রাজস্ব আয় বাড়েনি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন নিয়েও উদ্বেগ রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

দিনশেষে ডিএসইতে লেনদেনের সাথে সূচকের উত্থান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭৭৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১১.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০১৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৯৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৬৭ কোটি ৬৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৬৮টির আর অপরিবর্তিত আছে ৪৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মালেক স্পিনিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিকস, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, স্কয়ার ফার্মা, সেন্ট্রাল ফার্মা, আইটি কনসালটেন্টস, গোল্ডেন সন ও বীকন ফার্মা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং: ২য় স্থানে আলিফ ইন্ডাস্ট্রিজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ২৯ লাখ টাকা।

শাইনপুকুর সিরামিকসের ২৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাভেলো আইসক্রিমের ১৯ কোটি ২৮ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৪ কোটি ৩৪ লাখ, স্কয়ার ফার্মার ১২ কোটি ৩০ লাখ, আইটি কনসালটেন্টসের ১১ কোটি ৬৯ লাখ, গোল্ডেন সনের ৯ কোটি ৬ লাখ, বীকন ফার্মার ৯ কোটি ২ লাখ ও স্কয়ার ফার্মার ৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. মালেক স্পিনিং
  2. আলিফ ইন্ডাস্ট্রিজ
  3. শাইনপুকুর সিরামিকস
  4. লাভেলো আইসক্রিম
  5. এশিয়াটিক ল্যাবরেটরিজ
  6. স্কয়ার ফার্মা
  7. সেন্ট্রাল ফার্মা
  8. আইটি কনসালটেন্টস
  9. গোল্ডেন সন
  10. বীকন ফার্মা।