১৯৬৪ সালে আমি শেয়ারবাজারে বিনিয়োগ করি : অর্থমন্ত্রী

muhitনিজস্ব প্রতিবেদক :

বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করতে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’২০১৭ এর উদ্বোধন করা হয়েছে। আজ ২ অক্টোবর ঢাকার শিল্পকলা একাডেমিতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন করেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার সাকিব-আল-হাসানসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী জানান, ১৯৬৪ সালে আমি শেয়ারবাজারে ইনভেষ্ট করি। কিন্তু দেশ বিভাগের পর আমি সেই ইনভেষ্ট আর তুলতে পারিনি। বর্তমান শেয়ারবাজার স্থিতিশীল পর্যায়ে রয়েছে। নতুন নতুন প্রডাক্ট বাজারে আসছে। আর পাঠ্যবইয়ে যেন শেয়ারবাজার সম্পর্কে কোনো বিষয় লিপিবদ্ধ করা হয় সে বিষয়ে সরকার বিবেচনা করবে বলে জানান অর্থমন্ত্রী।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন বলেন, ২০১০ সালে শেয়ারবাজারে যে মন্দাবস্থা তৈরি হয়েছিল বর্তমান অর্থমন্ত্রীর হাত ধরেই এই বাজার স্থিতিশীল পর্যায়ে এসেছে। বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা প্রদানের জন্য ফিন্যান্সিয়াল লিটারেসি চালু করা হয়েছে। এই কার্যক্রমকে আরো এগিয়ে নিতে বিশ্বের ৮১টি দেশে বিনিয়োগ সপ্তাহ পালিত হচ্ছে এবং তার দিচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় ৮ম শ্রেণীর পাঠ্যবইয়ের মাধ্যমে শেয়ার মার্কেট সম্পর্কে শিক্ষা দেয়া হচ্ছে। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এ ধরনের কোনো সুযোগ নেই। তাই আগামীতে পাঠ্যবইয়ে যেন বাংলাদেশের শেয়ারবাজার সম্পর্কে বিভিন্ন তথ্যমূলক বিশ্লেষণধর্মী লেখা যেন লিপিবদ্ধ করা হয় সেজন্য সরকারের প্রতি অনুরোধ জানান খায়রুল হোসেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিদেশিরা পড়াশুনার পর শেয়ারবাজারে বিনিয়োগ করেন : সাকিব

sakibনিজস্ব প্রতিবেদক :

বিদেশি খেলোয়াড়রা শেয়ারবাজার বিষয়ে পড়াশুনা করে বিনিয়োগ করেন বলে জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় সাকিব আল হাসান। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৭’ উদ্বোধনকালে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘আমি যখন দেশের বাইরে খেলতে যাই তখন দেখি বিদেশি খেলোয়াড়রা (বিশেষ করে ইংল্যান্ডের খেলোয়াড়রা) মাঠে বসে পড়াশুনা করছে। আমি তাদের জিজ্ঞেস করলাম কি নিয়ে পড়াশুনা করছ। তখন তারা আমাকে বলল স্টক এক্সচেঞ্জ বিষয়ে পড়াশুনা করছি। অর্থাৎ তারা শেয়ারবাজার বিষয়ে পড়াশুনা করে জেনে বুঝে বিনিয়োগ করেন।’

বিনিয়োগকারীদের উদ্দেশ্য সাকিব আল হাসান বলেন, যেহেতু পুঁজি আপনার তাই জেনে বুঝে আপনাকেই বিনিয়োগ করতে হবে। এজন্য পড়াশুনার বিকল্প নেই।

অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের উৎসাহ দিতে ও দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছা দূত হিসেবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কাজ করবেন সাকিব আল হাসান।

অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিতি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান।

বিশ্বজুড়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) ডাকে প্রথমবারের মতো ৮১টি দেশে এ দিবস উদযাপন করা হচ্ছে। বাংলাদেশেও এ সপ্তাহ উদযাপন করছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

সোমবার ২ অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ চলবে ৮ অক্টোবর পর্যন্ত। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বিনিয়োগ বিষয়ে সচেতন করাই এর উদ্দেশ্য।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

২০২১ সালে বাংলাদেশের ডুইং বিজনেস সূচক ৯৯তম হতে চায় : বিডা

bidaবিশেষ প্রতিবেদক :

বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচক বা ডুইং বিজনেস ইনডেক্সে বাংলাদেশ আগামী বছর উল্লেখযোগ্য উন্নতি করবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, যে সংস্কারকাজ চলছে, তার প্রতিফলন এ বছর ডুইং বিজনেসে দেখা যাবে না। আগামী বছর প্রতিফলন স্পষ্ট হবে।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক দরজায় সকল সেবা বা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার (ওএসএস) নিয়ে এক কর্মশালা শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বব্যাংকের এ বছরের ‘ডুইং বিজনেস রিপোর্ট’ চলতি মাসে প্রকাশিত হবে। এ প্রতিবেদনে ৩১ মের আগে করা সংস্কারগুলো বিবেচনায় আসবে।

ডুইং বিজনেস সূচকের মাধ্যমে একটি দেশে ব্যবসা করা কতটা সহজ, তার তুলনামূলক চিত্র উঠে আসে। বিনিয়োগ আনতে এক বছর আগে সরকার এক সূচকে উন্নতির জন্য বিভিন্ন সংস্কারের উদ্যোগ নেয়। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ডুইং বিজনেস সূচকে ৯৯তম হতে চায়। এ তালিকায় ১৮৯টি দেশের মধ্যে এখন বাংলাদেশের অবস্থান ১৭৬তম। প্রতিবছর অক্টোবর মাসে বিশ্বব্যাংক ডুইং বিজনেস প্রতিবেদন প্রকাশ করে।

অনুষ্ঠানে কাজী আমিনুল ইসলাম বলেন, ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে হলে ব্যাপক বিনিয়োগ দরকার। এ জন্য ব্যবসা করা সহজ করতে হবে। এত দিন বিনিয়োগকারীদের অভিযোগ ছিল, এ দেশে সেবা পেতে হিমশিম খেতে হয়। তিনি বলেন, ‘আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারবেন এবং সেবা সহজে পাবেন।’

বিশ্বব্যাংক গোষ্ঠীর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ এম মাশরুর রিয়াজ বলেন, বাংলাদেশ যে উদ্যোগগুলো নিয়েছে, তাতে ডুইং বিজনেস সূচকে উল্লেখযোগ্য উন্নতি হবে। তবে ভালোর কোনো শেষ নেই। তিনি বলেন, ব্যবসায় পরিবেশের উন্নতি একটি দীর্ঘমেয়াদি বিষয়। এক-দুই বছরে এতে অনেক উন্নতি আশা করা যায় না।

প্রেস ব্রিফিংয়ের আগে ওএসএসের খুঁটিনাটি বিষয় নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

দেশের উৎপাদন সক্ষমতা ৯০ ভাগে উন্নীত হওয়া প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

tofailবিশেষ প্রতিবেদক :

বাংলাদেশের উৎপাদন সক্ষমতা ৭০ ভাগ থেকে ৯০ ভাগে উন্নীত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্ববাণিজ্যে আগের চেয়ে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে। এখন রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে উৎপাদন আরও বাড়াতে হবে।’

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০১৭’ উপলক্ষে আয়োজিত ‘টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উন্নয়নশীলতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বর্তমান উৎপাদন সক্ষমতা ৭০ ভাগ, এটা ৯০ ভাগ হওয়া প্রয়োজন। এখন অর্থনৈতিক, সামাজিকসহ সব ক্ষেত্রে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। দক্ষজনশক্তি তৈরিতে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে দেশব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি একসময় কৃষিনির্ভর ছিল। ১৯৭২-৭৩ সালে জিডিপিতে কৃষির অবদান ছিল প্রায় ৭৮ ভাগ, এখন তা নেমে এসেছে ১৫ ভাগে। ৭৩ সালে শিল্পখাতে অবদান ছিল খুবই সামান্য। এখন শিল্পখাতের অবদান ৩২ ভাগ। একসময় আমাদের জাতীয় বাজেট বৈদেশিক সাহায্যের ওপর নির্ভর ছিল ৯০ ভাগ। এখন আমরা নিজেদের অর্থেই বাজেট করি।’

প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে বাংলাদেশ পেপারলেস ট্রেডের সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনকে (এনপিও) যথাযথ দায়িত্ব পালন করে ২০২১ সালের মধ্যে ডিজিটাল মধ্যমআয়ের দেশ গড়ে তুলতে সহযোগিতা করতে হবে।’ তিনি বলেন, ‘সরকার ও রফতানিকারকদের বিশেষ উদ্যোগে বাংলাদেশের পোশাক কারখানাগুলো গড়ে উঠছে কমপ্লায়েন্স ফ্যাক্টরি হিসেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানের পর সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে বিশ্বের ১০টি তৈরি পোশাক ফ্যাক্টরিকে এনার্জি অ্যান্ড ইনভায়রনমেন্টাল ডিজাইন সার্টিফিকেট দিয়ে থাকে। এবার ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল যে ১০টি তৈরি পোশাক ফ্যাক্টরিকে এলইইডি সার্টিফিকেট দিয়েছে, এরমধ্যে বাংলাদেশের রয়েছে ৭টি।’

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘মিয়ানমার থেকে জীবন বাঁচাতে পালিয়ে এসে প্রায় ৯ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের সময়ও প্রায় ১ লাখ বাংলাদেশি ভারতে আশ্রয় নিয়েছিল। মানবিক কারণে সাময়িকভাবে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাসীর প্রশংসা পাচ্ছেন। প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে, মাদার অব হিউম্যানিটি। কিন্তু বিএনপি নেত্রী বিদেশে অবস্থান করছেন, রোহিঙ্গাদের পাশে দাঁড়াননি।’

সেমিনারটির আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অরগানাইজেশন (এনপিও)। শিল্প সচিব মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে এই সেমিনারে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের পরিচালক এস এম আশরাফুজ্জামান।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

‘ট্রেড-বেইজড মানি লন্ডারিং’ বাংলাদেশের জন্য বড় হুমকি: দুদক চেয়ারম্যান

dudokবিশেষ প্রতিবেদক :

‘ট্রেড-বেইজড মানি লন্ডারিং’ বাংলাদেশের জন্য বড় হুমকি, বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি মনে করেন, অবৈধ অর্থপাচার ঠেকাতে বিদ্যমান আইনি দুর্বলতাও এর অন্যতম কারণ।

সোমবার ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অ্যান্টি-করাপশন অ্যাডভাইজার জোরানা মার্কোভিকের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘সাইবার ক্রাইম, অর্থপাচার এবং বড় বড় দুর্নীতিগুলোর পূর্ণাঙ্গ অনুসন্ধান বা তদন্ত করার মতো দক্ষ মানবসম্পদের অভাব রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধান বা তদন্তে কী ধরনের সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে হবে, যার মাধ্যমে বিষয়টি আদালতে প্রমাণ করা যাবে, সেসব বিষয়ে আমাদের তদন্তকারী কর্মকর্তাদের সক্ষমতারও ঘাটতি রয়েছে। তাই কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের স্বার্থে আরও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদক চায় সরকারি সেবা দেওয়ার পদ্ধতিগত উন্নয়নের মাধ্যমে দুর্নীতির উৎস বন্ধ করতে। কমিশনের সম্পদ পুনঃরুদ্ধার ইউনিট না থাকায় মামলা নিষ্পত্তির পরও জনগণের সম্পদের সঠিক ব্যবস্থাপনা করা যাচ্ছিল না। তাই দুদকের নিজস্ব সম্পদ পুনঃরুদ্ধার ইউনিট গঠনের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে।’

কমিশনের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনওডিসি সহযোগিতা করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘এক্ষেত্রে ইউএনওডিসির সহযোগিতা প্রয়োজন। জাতিসংঘ দুর্নীতিবিরোধী কনভেনশনের বিধান অনুযায়ী দুদক ইতোমধ্যেই ভুটানের দুর্নীতি দমন কমিশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এছাড়া রাশিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’

আগামীকাল মঙ্গলবারও (৩ অক্টোবর) একই সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দুদকের বৈঠক হবে। মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, সচিব ড. মো. শামসুল আরেফিন, ইউএনওডিসির কনসালটেন্ট রিাচার্ড ই. মেসিক, দুদক মহাপরিচালক মো. মঈদুল ইসলাম, মো. আতিকুর রহমান খান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

স্টাইল ক্রাফটের বোর্ড সভা আহবান

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইল ক্রাফট লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১০ অক্টোবর আহবান করা হয়েছে। সোমবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. আমরা নেটওয়ার্কস
  2. এক্সিম ব্যাংক
  3. ইসলামী ব্যাংক
  4. প্রিমিয়ার ব্যাংক
  5. ঢাকা ব্যাংক
  6. শাহজালাল ব্যাংক
  7. ন্যাশনাল ব্যাংক
  8. উত্তরা ব্যাংক
  9. আইএফআইসি ব্যাংক
  10. ইউসিবি।

বেসরকারি চাকরিজীবীদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক

nrbবিশেষ প্রতিবেদক :

বেসরকারি চাকরিজীবীদের এবার বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। করযোগ্য আয় থাকুক, না-ই থাকুক; তাঁদের রিটার্ন জমা দিতেই হবে। তাঁরা সঠিকভাবে রিটার্ন জমা দিয়েছেন কি না, তা খতিয়ে দেখবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যে প্রতিষ্ঠানে চাকরি করেন ওই করদাতা, সেই প্রতিষ্ঠানের ডিসেম্বর মাসের বেতন বাবদ খরচের হিসাব-নিকাশ যাচাই-বাছাই করবেন কর কর্মকর্তারা।

গত অর্থবছরে ব্যবসা বা পেশার নির্বাহী বা ব্যবস্থাপনা পদে নিয়োজিত বেতনভোগী কর্মীর কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। এর ফলে গতবার প্রায় সাত লাখের বেশি এমন বেসরকারি চাকরিজীবী টিআইএন নিয়েছিলেন। এ বছর তাঁদের রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তাই এবার অনেকেই প্রথমবারের মতো আয়কর বিবরণী জমা দেবেন।

এখনই তাঁদের প্রস্তুতি নিতে হবে। সংগ্রহ করতে হবে ব্যাংক হিসাব, বিনিয়োগের দলিল, যাতায়াত, বাড়িভাড়াসহ বিভিন্ন দলিলাদির অনুলিপি। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন মাসের মধ্যে যত আয়-ব্যয় করেছেন, সেই হিসাব আয়কর বিবরণীতে থাকতে হবে। রিটার্ন জমা দিতে হবে আগামী ৩০ নভেম্বরের মধ্যে। অন্যদিকে টিআইএন সনদ না নিলে কিংবা রিটার্ন জমা না দিলে আপনার প্রতিষ্ঠান আপনাকে যে বেতন-ভাতা দিয়েছে, তা নিজেদের খরচ হিসেবে দেখাতে পারবেন না।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

৩০ অক্টোবরের মধ্যে চাল ব্যবসায়ীদের লাইসেন্স নেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর

kamrul minবিশেষ প্রতিবেদক :

চালের আমদানিকারক, মজুদদার, আড়তদার, পাইকারি ব্যবসায়ী ও খুচরা ব্যবসায়ীদের খাদ্য অধিদফতর থেকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে লাইসেন্স নেওয়ার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, ‘এছাড়া ১৫ দিন অন্তর চাল ব্যবসায়ীদের গুদামে মজুদ করা চাল ও গমের হিসাব স্থানীয় খাদ্য দফতরকে অবহিত করতে হবে।’

সোমবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের (আরসি ফুড ও ডিসি ফুড) সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

কামরুল ইসলাম বলেন, ‘আরসি ফুড ও ডিসি ফুড কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা এলাকায় ফিরে গিয়ে ১০ অক্টোবরের মধ্যে ব্যবসায়ীদের নোটিশ দেবেন। আগামী ৩০ অক্টোবরের মধ্যে ব্যবসায়ীদের অবশ্যই লাইসেন্স গ্রহণ করতে হবে। যেসব ব্যবসায়ী লাইসেন্স নেবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘কন্ট্রোল অব এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট-১৯৫৬ আইনের আওতায় এ নির্দেশ দেওয়া হয়েছে। এ আইনের আওতায় একজন ব্যবসায়ী তিনশ মেট্রিক টন চাল ও গম তার গোডাউনে সর্বোচ্চ ৩০ দিন মজুদ রাখতে পারবেন। যদি এ সময়ের মধ্যে তার পণ্য বিক্রি না হয় তাহলে ১৫ দিন পরপর মজুদ পণ্যের তথ্য স্থানীয় খাদ্য দফতরকে জানাতে হবে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘যারা তেল, চিনি, আটা, লবণের ব্যবসা করে তারাও এখন চালের ব্যবসা করছেন। তারা বাণিজ্যমন্ত্রণালয় থেকে লাইসেন্স নিলেও অবহেলা ও অবজ্ঞার কারণে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য দফতর থেকে লাইসেন্স নেননি। আমাদের কর্মকর্তারাও এ বিষয়ে সতর্ক ছিলেন না। আজকের এ বৈঠকে আমি কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চালের দাম নিম্নমুখী। এটি আরও কমবে। সরকারি গুদামে প্রতিদিনিই মজুদ বাড়ছে।’

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ডিএসইতে কমেছে শরীয়াহ সূচক : লেনদেনে শীর্ষে আমরা নেট

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যর্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর কমলেও বেড়েছে লেনদেন।

সোমবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬০৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৩৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৭৯ পয়েন্ট কমে অবস্থান করে ২১৭৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ২২৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর।

এদিন টাকায় লেনদেন হয়েছে ৯২৫ কোটি ৮৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয় ৬২৪ কোটি ৮৩ লাখ টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে – আমরা নেটওয়ার্কস, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ঢাকা ব্যাংক, শাহজালাল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, উত্তরা ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও ইউসিবি।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৪২৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির কমেছে ১৬০টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৯টির। যা টাকায় লেনদেন হয়েছে ৫৬ কোটি ৮১ লাখ টাকা। যা গতদিন ছিল ২৯ কোটি ২৬ লাখ টাকা।

দিনশেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আমরা নেটওয়ার্কস ও ঢাকা ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এমএ