লিগ্যাসি ফুটওয়ারের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা

legaciস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়ার লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে আগামী ১৯ অক্টোবর।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.১১ টাকা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য (ন্যাভ) দাঁড়িয়েছে ১৮.৭৫ টাকা। এই বছর এনওসিএফপিএস দাঁড়িয়েছে ঋণাত্বত .০৩ টাকা।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিতে পারে নাই।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

  1. শাহজালাল ব্যাংক
  2. যমুনা ব্যাংক
  3. উত্তরা ব্যাংক
  4. এক্সিম ব্যাংক
  5. ডাচ বাংলা ব্যাংক
  6. ইফাদ অটোস
  7. গ্রামীন ফোন
  8. আইএফআইসি ব্যাংক
  9. আল আরাফাহ ব্যাংক
  10. ন্যাশনাল ব্যাংক।

সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এ নিয়ে টানা ছয় কার্যদিবস ধরে শেয়ারবাজারে দরপতন চলছে। তবে আগের দিনের তুলনায় টাকার অংকে আজ লেনদেন কিছুটা বেড়েছে।

বুধবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬০৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করে ২১৭৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ২৩১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার দর।

এদিন টাকায় লেনদেন হয়েছে ৭৭৫ কোটি ৩৪ লাখ ২০ হাজার টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয় ৭১৫ কোটি ২২ লাখ ২ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৬০ কোটি ১২ লাখ ১৮ হাজার টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে – শাহজালাল ব্যাংক, যমুনা ব্যাংক, উত্তরা ব্যাংক, এক্সিম ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইফাদ অটোস, গ্রামীন ফোন, আইএফআইসি ব্যাংক, আল আরাফাহ ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৩৯৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির কমেছে ১৭২টির ও দর অপরিবর্তিত রয়েছে ২২টির। যা টাকায় লেনদেন হয়েছে ৬৫ কোটি ৪১ লাখ ৩৬ হাজার টাকা।

দিনশেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বিএটিবিসি ও শাহজালাল ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬.৪ শতাংশ হবে : বিশ্বব্যাংক

worldবিশেষ প্রতিবেদক :

শরণার্থীদের জন্য সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত আছে বলে জানিয়েছেন বাংলাদেশে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। তিনি বলেন, অন্যান্য দাতা সংস্থার মতো বিশ্বব্যাংকও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আজ বুধবার সংস্থার ঢাকা কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চিমিয়াও ফান বলেন, বাংলাদেশে এখন যে শরণার্থী সমস্যা চলছে, তাতে বিশ্বব্যাংক সহায়তা দিতে প্রস্তুত আছে। বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি আইডিএ-১৮–তে ‘রিফিউজি ফান্ড’ নামে নতুন একটি তহবিল গঠন করা হয়েছে। এর পরিমাণ ২০০ কোটি ডলার। যেকোনো দেশ প্রয়োজনে তিন বছরে সর্বোচ্চ ৪০ কোটি ডলার ঋণ পেতে পারে। বাংলাদেশও এই তহবিল পাওয়ার যোগ্য।

সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন অর্থনৈতিক দিক তুলে ধরেন সংস্থাটির মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন।

চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হবে বলে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই প্রবৃদ্ধি হবে মূলত শিল্প ও সেবা খাতনির্ভর। বিশ্বব্যাংক বলছে, প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশের মূল চ্যালেঞ্জগুলো হলো অবকাঠামো উন্নয়ন ও মানসম্মত কর্মসংস্থান তৈরি।

এর আগে চলতি বছরের জুনেও প্রবৃদ্ধি পূর্বাভাস ৬ দশমিক ৪ শতাংশ হবে বলে জানায় সংস্থাটি।

‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে চলতি বছরের বাজেট বাস্তবায়নে বেশ কিছু অপ্রত্যাশিত চাপ রয়েছে বলে উল্লেখ করা হয়। যেমন: খাদ্যে ভর্তুকি, রোহিঙ্গাদের ত্রাণ সংস্থান। এ ছাড়া দেশের অর্থনৈতিক ঝুঁকির বিষয়গুলো হলো নির্বাচনের আগের বছর হওয়ায় চলতি বছরে বড় ধরনের সংস্কারের সম্ভাবনা কম, রপ্তানি কমে যাওয়া ও রেমিট্যান্স প্রবাহে দুর্বলতা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ফারইষ্ট নিটিং এণ্ড ডায়িংয়ের বোর্ড সভা আহবান

fekdilস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইষ্ট নিটিং এণ্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৫ অক্টোবর আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

গাড়ি ও মোটর সাইকেল শেয়ারিং সেবায় নামছে ‘বাহন’

Bahonবিশেষ প্রতিবেদক :

ব্যক্তিগত গাড়ি ও মোটর সাইকেলের রাইড শেয়ারিং সেবা নিয়ে ঢাকার রাস্তায় নামছে ‘বাহন’। বুধবার সকাল থেকেই নগরবাসী বাহনের অ্যাপ ব্যবহার করে মোটর সাইকেল অথবা প্রাইভেটকার সেবা পাবেন বলে জানিয়েছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক সানাউল্লাহ মোরশেদ।

আগে থেকে চালু থাকা উবার, স্যাম ওপাঠাওয়ের মতো সার্ভিসগুলোর সঙ্গে যাত্রীসেবার প্রতিযোগিতায় নামতে যাত্রী ও নিবন্ধিত চালকদের জন্য বেশ কিছু সুযোগ ও মূল্যছাড় দিয়েছে বাহন।

২০১৬ সালের ২২ নভেম্বর ঢাকায় ব্যক্তিগত যানবাহন দিয়ে যাত্রীসেবা দেওয়া শুরু করে মোবাইল অ্যাপভিত্তিক প্রতিষ্ঠান উবার। এরপর একইভাবে মোটর সাইকেলে যাত্রীসেবা দেওয়া শুরু করে পাঠাও ও স্যাম। দ্রুতই এগুলো জনপ্রিয় হয়ে ওঠে।

মোরশেদ জানান, বাহনের অ্যাপ ইতোমধ্যেই প্লে স্টোর ও অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটের মাধ্যমেও এর সেবা নেওয়া যাবে।

“এর ‘ট্র্যাক রাইড’ ফিচারের মাধ্যমে যাত্রীরা পরিবার অথবা বন্ধুদেরকে চলতি পথে তাদের অবস্থান জানাতে পারবেন, যা যাত্রী নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে।”

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, যাত্রীদের বিলাসী সেবা পূরণের জন্য বাহনের রয়েছে প্রিমিয়াম সার্ভিস। আর বাহনের ইকোনমিতে পাবেন সুলভমূল্যে আরামদায়ক সার্ভিস।

এছাড়াও থাকছে বাহন বাইক সার্ভিস, যাতে মোটরসাইকেল সেবা নেওয়া যাবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিডিং প্রক্রিয়ায় ইস্যু মূল্য নির্ধারণে ডিএসই-সিএসই ও বসুন্ধরা পেপার

basuবিশেষ প্রতিবেদক :

ভালো শেয়ারের চাহিদা ও বিনিয়োগকারীর আস্থা ফেরাতে শেয়ারবাজারে আসছে বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে মূলধন তুলতে ইতিমধ্যে ইলেকট্রনিক বিডিং সম্পাদনের মাধ্যমে ইস্যু মূল্য বা কাট-অফ প্রাইস নির্ধারণে অনুমোদন পেয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে বিডিং প্রক্রিয়ায় ইস্যু মূল্য নির্ধারণে ইলেকট্রনিক সাবক্রিপশন সিস্টেম সফটওয়্যার ব্যবহার ও টেকনিক্যাল সহায়তায় বসুন্ধরা পেপার মিলস, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। নিজস্ব কারিগরি সহায়তায় সফটওয়্যারটি তৈরি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

বসুন্ধরা পেপার মিলের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন কোম্পানি সচিব এম নাসিমুল হাই; এফসিএস, ডিএসইর পক্ষে লিস্টিং ম্যানেজার জলিলুর রহমান ও সিএসইর পক্ষে আইটি বিভাগের ডিজিএম হাসনাইন বারী। এ ছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মাজেদুর রহমান, প্রধান রেগুলিটরি কর্মকর্তা জিয়াউল হাসান খান, বসুন্ধরা পেপারের নির্বাহী পরিচালক (অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স) মির্জা মুজাহিদুর ইসলাম ও অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (কোম্পানি অ্যাফেয়ার্স অ্যান্ড সেক্রেটারিয়েট বিভাগ) এম মাজেদুল ইসলাম এবং বসুন্ধরা পেপার মিলের ইস্যু ম্যানেজার এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়্যারম্যান ও মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রমুখ।

বসুন্ধরা গ্রুপের আরেক অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস শেয়ারবাজারে তালিকাভুক্ত। দীর্ঘদিন থেকেই কোম্পানিটি বিনিয়োগকারীর আগ্রহের শীর্ষে ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বছর বছর লভ্যাংশ প্রদানের মাধ্যমে বিনিয়োগকারীর এ আস্থা অর্জিত হয়েছে। বসুন্ধরা পেপার মিলসও শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে সেই ধারাবাহিকতা বজায় রেখে বিনিয়োগকারীর আস্থা অর্জন করবে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বসুন্ধরা পেপার মিলস শেয়ার ছেড়ে ২০০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটির অথরাইজড মূলধন ৫০০ কোটি আর পরিশোধিত মূলধন ১৪৭ কোটি ৭৪ লাখ টাকা। বসুন্ধরা পেপার মিলস তিনটি ইউনিটের মাধ্যমে পেপার ও পেপারসামগ্রী উৎপাদন করে দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করছে।

নারায়ণগঞ্জের সোনাগাঁয় মেঘনা ঘাটে ইউনিট-১ ও ইউনিট-২ এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় ইউনিট-৩ চালু রয়েছে। গত ২৭ আগস্ট ইলেকট্রনিক বিডিং সম্পাদনের মাধ্যমে কাট-অফ প্রাইস নির্ধারণের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কোম্পানি সচিব নাসিমুল হাই বলেন, ‘বসুন্ধরা পেপার মিলের টার্নওভার এক হাজার কোটি টাকা। মুনাফাও ভালো। সবচেয়ে বেশি করাদাতা প্রতিষ্ঠান। বর্তমানে বিশ্বের ২৩টি দেশে পেপার রপ্তানি করা হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে পরিধি আরো বাড়বে। ৫০টির বেশি দেশে রপ্তানি সম্ভব হবে। পেপার মিলসের তালিকাভুক্তির পর বসুন্ধরা গ্রুপের ফুড অ্যান্ড বেভারেজ ও বসুন্ধরা এলপিজি গ্যাসকেও তালিকাভুক্ত করা হবে। ’

মাজেদুর রহমান বলেন, ‘আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে কেবল টাকাই উত্তোলন হয় না, করপোরেট গভর্নেন্সের দিক থেকে বিনিয়োগকারীর সঙ্গে কোম্পানির সখ্য ও সম্পর্কও তৈরি হয়।’

তিনি বলেন, ‘আমরা বসুন্ধরা গ্রুপের মতো বড় বড় কম্পানিকে বাজারে আনতে চায়। এতে ভালা শেয়ারের জোগান বাড়বে। কেবল পেপার মিলস না, বসুন্ধরা গ্রুপের অন্যান্য ইউনিটও শেয়ারবাজারে আসবে বলে আশা করি। ’

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ

worldবিশেষ প্রতিবেদক :

বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক বা গ্লোবাল কম্পিটিটিভ ইনডেক্সে (জিসিআই) সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ২০১৭-১৮ সালের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ১৩৭টি দেশের মধ্যে ৯৯তম অবস্থান পেয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০৬।

বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে দেখা যায়, এ বছর ভারত পিছিয়েছে। দেশটির অবস্থান ৪০তম। গত বছরের চেয়ে পিছিয়েছে এক ধাপ। অন্যদিকে এই সূচকে এগিয়েছে পাকিস্তান। পাকিস্তান ১২২তম অবস্থান থেকে এ বছর ১১৫তম অবস্থানে পৌঁছেছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে মালয়েশিয়ার অবস্থান সবচেয়ে ভালো। দেশটির অবস্থান এবার ২৩তম।

এবার ১৩৭টি দেশের তথ্য নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের সূচকে শীর্ষস্থানে রয়েছে সুইজারল্যান্ড, তাদের স্কোর ৫ দশমিক ৯। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, জার্মানি, হংকং, সুইডেন, যুক্তরাজ্য, জাপান, ও ফিনল্যান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ৮ অক্টোবর

simtex-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৮ অক্টোবর আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

তালিকাভুক্তির পরে ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৯ শতাংশ : এডিবি

adbবিশেষ প্রতিবেদক :

চলতি ২০১৭-১৮ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী গত অর্থবছরের (৬ দশমিক ৯ শতাংশ) মতো এবারও প্রবৃদ্ধি অপরিবর্তিত থাকবে। এডিবি মনে করে, দুর্বল অভ্যন্তরীণ চাহিদা, কৃষিখাতে এবং কর্মসংস্থান খাতের মন্থর আয় প্রবৃদ্ধি, প্রবাসী আয় কমে যাওয়া প্রভৃতি কারণে প্রবৃদ্ধি বাড়বে না। যদিও চলতি অর্থবছরে ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

মঙ্গলবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৭ আপডেট সাসটেইনিং ডেভেলপমেন্ট থ্রু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে এডিবি। সংস্থাটির ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় চলতি অর্থবছরে কৃষিখাতে প্রবৃদ্ধি কম হবে। এডিবির হিসাবে এবছর কৃষিখাতে প্রবৃদ্ধি ২ দশমিক ৬ শতাংশ হবে। রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ায় অভ্যন্তরীণ চাহিদাও এবার কম। এর প্রভাবে শিল্পখাতের প্রবৃদ্ধিতে পড়বে। এডিবির হিসাবে শিল্পখাতে মডারেট প্রবৃদ্ধি হবে, যা ১০ দশমিক ২ শতাংশ। কৃষি এবং শিল্পখাতের মন্থর প্রবৃদ্ধির ফলে সেবা খাতে প্রবৃদ্ধি ৬ শতাংশেই সীমাবদ্ধ থাকবে।

এডিবি মনে করে, সার্বিকভাবে ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে তখনই, যখন রাজনৈতিক স্থিতিশীল অব্যাহত থাকবে, যা ভোক্তা চাহিদা বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা তৈরি করবে। কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখবে, কিন্তু বেসরকারি খাতে ঋণ প্রবাহ ঠিক রাখবে। বন্যার দীর্ঘমেয়াদী প্রভাবে চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৬ শতাংশ হবে বলে মনে করে এডিবি। যদিও সরকার এবছর গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশে রাখার লক্ষ্য ঠিক করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাইভেট খাতে বিনিয়োগ বাড়াতে সরকার যোগাযোগ এবং জ্বালানি খাতে ব্যাপক বিনিয়োগ করছে। মহাসড়ক, গ্রামীণ সড়ক এবং বিদ্যুত ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে চলমান বেশ কয়েকটি প্রকল্প বেসরকারী বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ