ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে মুন্নু স্টাফলার্স

block-mস্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মুন্নু স্টাফলার্স। কোম্পানিটির মোট ৪ কোটি ২৫ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক। কোম্পানির ২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে আরডি ফুড। কোম্পানির ১ কোটি ২৩ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- অরগন ডেনিমস ১৯ লাখ ৬৫ হাজার, বিডি ল্যাম্পস ৯ লাখ ৮৬ হাজার, বিকন ফার্মা ৩৩ লাখ ৫৮ হাজার, ডেল্টা ব্র্যাক হাউজিং ৩৯ লাখ ৪২ হাজার, ডেল্টা স্পিানার্স ১৫ লাখ ৭৯ হাজার, ফু-ওয়াং সিরামিকস ৫ লাখ ৯৫ হাজার, জেনারেশন নেক্সট ৬৭ লাখ ৯৮ হাজার, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস ৯ লাখ ৫৬ হাজার এবং রেনেটা ১১ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এ

ট্যুরিজম মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ

tourismস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার-২০১৯’ এর টাইটেল স্পন্সর হিসেবে থাকবে রাষ্টায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এ মেলাটি আগামী ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমান এবং টোয়াবের মধ্যে স্পন্সরশিপের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এবং টোয়াবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমানের মহাব্যবস্থাপক (বিক্রয়) শামসুল করিম, ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (বিপণন) সালাহ্উদ্দিন আহমেদ এবং টোয়াবের সহ-সভাপতি মো. ইফতেখার আলম ভূইঁয়া, টোয়াবের পরিচালক (মেলা ও বাণিজ্য) মো. তাসলিম আমিন শোভন ও টোয়াবের উপদেষ্টা তানভির আহমেদ উপস্থিত ছিলেন।

তিনদিনের এ মেলা চলাকালে অংশগ্রহণকারী সব সংস্থা দর্শনাথীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ট্যুর প্যাকেজ এবং হ্রাসকৃত মূল্যে টিকিট ক্রয়ের সুযোগ দেবে। এই ইভেন্টে ভারতের পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল ও ভুটানের জাতীয় পর্যটন সংস্থা অংশ নেবে। মেলায় ভারত, ভুটান, সংযুক্ত আরব আমিরাত, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলংকা, মালদ্বীপ ও ভিয়েতনামের ট্যুরিজম প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মেলার উদ্বোধন করবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

আদেশের পর রাসেলকে ৫ লাখ টাকা দিল গ্রিন লাইন কর্তৃপক্ষ

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

হাইকোর্টের আদেশের পর বাস চাপায় পা হারানো রাসেল সরকারকে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ। বুধবার বিকালে আদালতের মাধ্যমে এ টাকা প্রদান করা হয়। একই সঙ্গে বাকি ৪৫ লাখ টাকা আগামী এক মাসের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ দিতে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু সেই টাকা পরিশোধ না করায় বুধবার সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করে গ্রীন লাইন কর্তৃপক্ষ।

এ সময় গ্রিন লাইনের মালিক মো. আলাউদ্দিন ও তার আইনজীবীকে উদ্দেশ্যে হাইকোর্ট বিকাল ৩টার মধ্যে আদালত ক্ষতিপূরণের কিছু অংশ পরিশোধ করে আসার কথা বলেন। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

মন্দায় না পড়লেও ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি: আইএমএফ

imfস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বর্তমান বিশ্ব অর্থনীতি ‘ভেঙে যাওয়ার মুহূর্তে’ আছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। তিনি বলেন, বিশ্বব্যাপী মন্দার পূর্বাভাস না দিলেও অনেক নেতিবাচক ঝুঁকি রয়েছে।

গতকাল মঙ্গলবার প্রকাশিত হয় বৈশ্বিক অর্থনীতি নিয়ে আইএমএফের নিয়মিত প্রতিবেদন ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’। এতে পূর্বাভাস দেওয়া হয়, ২০১৯ সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৩ শতাংশ, যা গত বছরের তুলনায় কম। তবে ২০২০ সালে প্রবৃদ্ধি আবার ৩ দশমিক ৬ শতাংশে পৌঁছাবে। ২০১৮ সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় ৩ দশমিক ৬ শতাংশ।

শ্লথ প্রবৃদ্ধির কবলে থাকবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোজোনের মতো অঞ্চলগুলো। গত জানুয়ারিতে আইএমএফ পূর্বাভাসে বলা হয়, চলতি বছর যুক্তরাজ্যের প্রবৃদ্ধি হবে ১ দশমিক ২ শতাংশ, যা গত বছরের তুলনায় শূন্য দশমিক ৩ শতাংশ কম। ২০২০ সালে যে প্রবৃদ্ধি হবে বলে ধারণা করা হচ্ছিল, তা আরও কমবে। সেই সঙ্গে আগামী বছর জার্মানি ও ইতালির প্রবৃদ্ধি কমবে বলেও ধারণা করা হচ্ছে।

আইএমএফের আশঙ্কা, উন্নত দেশগুলোর সঙ্গে সঙ্গে লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর প্রবৃদ্ধিও কমবে। চলতি বছর চীনের প্রবৃদ্ধি সামান্য বাড়লেও আগামী বছর কমবে বলে আশঙ্কা করছে সংস্থাটি।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

রমজানে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান সংসদীয় কমিটির

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রমজানে অধিক মুনাফার লোভে নিত্যপণ্যের দাম না বাড়াতে এবং খাদ্যে ভেজাল না মেশাতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম। বুধবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, ‘খাদ্যে ভেজাল দেওয়া ব্যবসায়ীরা মানুষ পোড়ানো সন্ত্রাসীদের চেয়েও ভয়ঙ্কর। আগামী রমজানে সাধারণ মানুষকে ভেজালমুক্ত খাবার পরিবেশনে ব্যবসায়ীরা সচেতন থাকবেন।’

রমজানে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান জানিয়ে নাসিম আরও বলেন, ‘দয়া করে রোজার মাসে খাদ্যের দাম বাড়াবেন না। এ বছর সংযমে থাকুন। মানুষকে রোজায় শান্তিতে থাকতে দিন।’

কমিটির বৈঠকে মাদক এবং জঙ্গিবাদ নির্মূলের মত খাদ্যে ভেজাল নির্মূলেও অভিযান জোরদার করা, খাদ্যে ভেজাল ও দূষণ রোধে জিরো টলারেন্স প্রদর্শন, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্যের নিশ্চয়তা বিধান এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘পুষ্টি সমৃদ্ধ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা সবার দায়িত্ব। সরকার এ বিষয়ে জিরো টলারেন্সে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুধু রমজান মাসেই নয়, বছরের সবদিনই ইবাদতের দিন। তাই ইবাদতের দিনে দয়া করে জিনিসপত্রের দাম বাড়াবেন না।’

এসময় কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ, হুইপ আতিউর রহমান আতিক এবং খাদ্যসচিব আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করলে লাইসেন্স বাতিল : তথ্যমন্ত্রী

hasan-masud-20180318150740স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করলে লাইসেন্স বাতিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ বুধবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন।

তথ্যমন্ত্রী বলেন, বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার করে আইন লঙ্ঘন করলে, লাইসেন্স বাতিলসহ আর্থিক জরিমানা করা হবে। বাংলাদেশ সরকারের লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হলে আইন মানতেই হবে। আইন অনুযায়ী বাংলাদেশে বিদেশি কোনো টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা যাবে না।

তিনি বলেন, বিভিন্ন পণ্য-প্রসাধনীর প্রচারণায় দর্শকদের নজর কাড়তে আজকাল প্রায়শই দেশি বিজ্ঞাপনে বিদেশি মডেলদের দিয়ে কাজ করানো হয়। তবে বিদেশি মডেল দিয়ে বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে বিধি নিষেধ আনা হবে।
হাছান মাহমুদ বলেন, আমাদের দেশের বিজ্ঞাপণ নির্মাতা, কলাকুশলীদের দিয়ে বিজ্ঞাপন না বানিয়ে বিদেশ থেকে মডেল ও নির্মাতা ভাড়া করে বিজ্ঞাপন নির্মাণ করেন। সেক্ষেত্রেও একটি নীতিমালা হবে।

তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল এ নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি, বন্ধ করতে চায় না, শুধু বিজ্ঞাপন প্রচারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৈঠকে আরও বক্তব্য দেন- চ্যানেল ২৪-এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, ডিবিসি চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, অ্যাটকোর নতুন সভাপতি মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক বাবু ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

এসইবিএল ফার্ষ্ট ও এনএলআই ফার্স্ট মি. ফান্ডের ট্রাষ্টি সভা

boardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের কোম্পানি এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড লিমিটেডের চলতি বছরের ৩য় প্রান্তিকের ট্রাস্টি সভা আগামী ১৬ এপ্রিল আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই ট্রাস্টি সভায় ফান্ডটি ২০১৭ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টা ও ৩টা ১০ মিনিটে রাজধানীর গুলশানে ফান্ডটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ফান্ডটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. গ্রামীনফোন লিমিটেড
  2. মুন্নু সিরামিকস
  3. ফরচুন সুজ
  4. রেকিট বেনকাইজার
  5. ইউনাইটেড পাওয়ার
  6. বিএটিবিসি
  7. ইষ্টার্ণ ক্যাবলস
  8. এস্কোয়ার নিট কম্পোজিট
  9. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  10. মুন্নু স্টাফলার্স লিমিটেড।

ডিএসইতে ২৭৪ ও সিএসইতে ১২ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকেরও বড় পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৪ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৩৬৫ কোটি ৯১ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২১৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২২.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৭৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩১টির। আর দর অপরিবর্তিত আছে ৫৩ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – গ্রামীনফোন লিমিটেড, মুন্নু সিরামিকস, ফরচুন সুজ, রেকিট বেনকাইজার, ইউনাইটেড পাওয়ার, বিএটিবিসি, ইষ্টার্ণ ক্যাবলস, এস্কোয়ার নিট কম্পোজিট, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও মুন্নু স্টাফলার্স লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৪৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ১০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ১৮ কোটি ৯৩ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল এস্কোয়ার নিট কম্পোজিট ও ইউনাইটেড পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড