ডিসেম্বরের পর অ্যালায়েন্সের কার্যক্রম থাকবে না: মরিয়ার্টি

b6ec3f3711da3aaf59691ec691f7d308-5b548761b4b00স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি আগামী ডিসেম্বরের পর বাংলাদেশে কার্যক্রম চালাবে না। এই সময়ের মধ্যে অ্যালায়েন্সের সদস্য কারখানার সব ধরনের সংস্কারকাজ শেষ হয়ে যাবে।

রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে আজ রবিবার বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ও ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।

তিনি বলেন, ‘ডিসেম্বরের পর অ্যালায়েন্স আর বাড়তি সময় চাইবে না। এই সময়ের মধ্যে জোটের প্রাথমিক দায়িত্ব সম্পন্ন হয়ে যাবে। তবে অ্যালায়েন্সের ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান চায় যেসব কারখানার সংস্কারকাজ শেষ হয়েছে, তা কোনো সংস্থার অধীনে তদারকি হয়। ব্র্যান্ডরা চায় সংস্কারকাজের ধারাবাহিকতা যেন বজায় থাকে। এ জন্য সরকার ও মালিকপক্ষের সঙ্গে আমরা কথা বলছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যালায়েন্সের বোর্ড সদস্য বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি তপন চৌধুরী, ভিএফ করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট শন কেডি, ব্র্যাক ইউকের চেয়ার শিমন সুলতানা, ওয়ালমার্টের প্রতিনিধি মারকো রেইজ প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র পদে সিরাজুল ইসলাম

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র পদে পরিবর্তন আনা হয়েছে। মুখপাত্র দেবাশিস চক্রবর্তীকে সরিয়ে সিরাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা দুজনই কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক। ব্যাংক-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলা মুখপাত্রের দায়িত্ব।

বাংলাদেশ ব্যাংকের ভোল্টে রক্ষিত সোনার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি নির্বাহী পরিচালক দেবাশিস চক্রবর্তী। এর ফলে এ-সংক্রান্ত প্রতিবেদন নিয়ে বিপাকে পড়ে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পাওয়া সিরাজুল ইসলাম আজ রবিবার বিকাল থেকে দায়িত্ব পালন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে জাপানের পথে বাণিজ্যমন্ত্রী

tofail Ministerস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ আয়োজনে আজ দুপুরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। দেশটিতে অবস্থানকালে বাণিজ্যমন্ত্রী জাপানের পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, বাণিজ্য ও শিল্পমন্ত্রী, এবং জেটরোর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম দেশ। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে জাপানের অবদান অপরিসীম। বাংলাদেশ বিগত ২০১৬-২০১৭ অর্থ বছরে ১.০১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য জাপানে রফতানি করেছে।

একই সময়ে আমদানি করেছে ১.৮৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। জাপান বাংলাদেশকে শুল্কমুক্ত জিএসপি সুবিধা প্রদান করেছে, ফলে জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পণ্যের রফতানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মো. সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমই’র প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, পরিচালক মনির হোসেন, ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সারাফাতসহ ছয় সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

আগামী ২৭ জুলাই বাণিজ্যমন্ত্রী দেশে ফিরবেন বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

‘ভালসারটান’ ওষুধ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

medicine-20180722192136স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ‘ভালসারটান’ ওষুধ বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। রবিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।

এ ওষুধের জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেন অন্য কোনো ওষুধে না ব্যবহার করা হয় সেদিকে সতর্ক থাকার জন্য সব ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান তিনি।

পাশাপাশি ‘ভালসারটান’ ওষুধ ব্যবহার না করার লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে একটি বিশেষজ্ঞ প্যানেল দ্বারা যাচাই-বাছাই করে মতামতসহ গণমাধ্যমে সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ওষুধ প্রশাসনের প্রতি নির্দেশ প্রদান করেন।

সম্প্রতি গণমাধ্যমে ‘ভালসারটান’ ওষুধের ক্ষতিকারক দিক সম্পর্কে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী এ পদক্ষেপ নেন।

জানা গেছে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্টেশন (এফডিএ) রিপোর্টে বলা হয়, ‘ভালসারটান’ ওষুধ সেবনে লিভার, ফুসফুস ও স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। এটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুক্রবার একটি জাতীয় দৈনিকে এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

আজকের সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, ওষুধ প্রশাসনের পরিচালক ডা. গোলাম কিবরিয়া, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান, সমিতির উপদেষ্টা আবদুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

আগামীকাল বন্ধ হয়ে যাচ্ছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

1532284691_62স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কয়লা সংকটের কারনে আগামীকাল সোমবার সকাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে দেশের একমাত্র কয়লাভিত্তিক দিনাজপুরের বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপ বিদুৎ কেন্দ্রটি। এতে বিদুৎ সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের আট জেলা। বড়পুকুরিয়া তাপবিদুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আব্দুল হাকিম জানান, কয়লা সরবরাহকারী প্রতিষ্ঠান বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিঃ (বড়পুকুরিয়া কয়লা খনি) কতৃপক্ষ কয়লা সরবরাহ করতে না পারায়, তাপ বিদুৎ কেন্দ্রটি বন্ধ করতে বাধ্য হচ্ছেন তারা।

জানা গেছে, বড়পুকুরিয়া কয়লা খনিতে উত্তোলনকৃত কয়লার মধ্যে ১ লাখ ৪০ হাজার মে. টন কয়লা ঘাটতি রয়েছে। এই কারনে ১৯ জুলাই বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি), কোম্পানীর সচিব (জিএম প্রশাসন)কে প্রত্যাহার করে নেয়া হয়। একই কারনে মহাব্যবস্থাপক (জিএম) মাইনিং এন্ড অপরেশন, ও উপ-মহাব্যবস্থাপক (স্টোর)কে সাময়িক বহিস্কার করা হয়। যদিও খনি কতৃপক্ষ বলছে, ঘাটতি নয়, ১ লাখ ৪০ হাজার টন কয়লা সিস্টেম লস হয়েছে। তাদের দাবী, গত ১১ বছরে ১ কোটি ১০ লাখ টন কয়লা উত্তোলন করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ৪০ হাজার টন কয়লা সিস্টেম লস হয়েছে।

বিদুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নর্দান ইলেক্ট্রি সাপ্লাই কোম্পানী লিঃ নেসকো-এর রংপুর জোন এর প্রধান প্রকৌশলী শাহাদৎ হোসেন সরকার জানান, রংপুর বিভাগের ৮ জেলায় প্রতিদিন ৬৫০ মেগাওয়াট বিদুতের প্রয়োজন। এর মধ্যে ৫২৫ মেগাওয়াট বিদুৎ আসে বড়পুকুরিয়া তাপ বিদুৎ কেন্দ্র থেকে। কিন্তু কয়লা সংকটের কারনে গত এক মাস থেকে বড়পুকুরিয়া তাপ বিদুৎ কেন্দ্রের ২টি ইউনিট বন্ধ থাকায়, সেখান থেকে মাত্র ১৫০ মেগাওয়াট বিদুৎ আসতো। এই কারনে গত এক মাস থেকে বিদুতের কিছু ঘাটতি দেখা দিয়েছে। এখন পুরোপুরি বিদুৎ কেন্দ্রটি বন্ধ হওয়ায়, এই ঘাটতি আরো বাড়লো।

তিনি জানান, বড়পুকুরিয়া তাপবিদুৎ কেন্দ্রটি বন্ধ হলেও, বাইরে থেকে বিদুৎ এনে চাহিদা পুরোন করা হবে। তবে এতে বিদুতের ভোল্টেজ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই সাথে লোড শেডিংও হতে পারে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিঃ-এর মহা ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান জানান, আগামী আগষ্ট মাসের মধ্যে বড়পুকুরিয়া খনিতে নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হবে। কয়লা উত্তোলন শুরু হলেই কয়লার এই সংকট থাকবে না বলে তিনি আশা করেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ১৬ লাখ

indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গরু, মহিষ, ছাগল, ভেড়া মিলিয়ে দেশে এখন এক কোটি ১৬ লাখ ‘কোরবানিযোগ্য’ গবাদি পশু রয়েছে বলে জানিয়েছে সরকার।

প্রাণিসম্পদ মন্ত্রণালয় রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোরবানিযোগ্য এসব গবাদিপশুর মধ্যে ৪৪ লাখ ৫৭ হাজার গরু ও মহিষ এবং ৭১ লাখ ছাগল ও ভেড়া রয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে, সারা বছরে দেশে প্রায় দুই কোটি ৩১ লাখ ১৩ হাজার গরু, মহিষ, ছাগল ও ভেড়া জবাই হয়। এর অর্ধেকই জবাই হয় কোরবানির ঈদের সময়।

গত বছর ঈদের আগে দেশে কোরবানিযোগ্য গবাদিপশু ছিল এক কোটি চার লাখ ২২ হাজার। সরকার গত কয়েক বছর ধরে বলে আসছে, দেশি গরু-ছাগলেই কোরবানির মওসুমের চাহিদা মেটানোর সক্ষমতা বাংলাদেশের তৈরি হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে সরকার এবার কোরবানির ঈদের ছুটি রেখেছে ২১ থেকে ২৩ অগাস্ট। অর্থাৎ, ১২ অগাস্ট জিলহজ মাসের চাঁদ উঠলে ২২ অগাস্ট বাংলাদেশের মুসলমানরা কোরবানির ঈদ উদযাপন করবেন।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ সামনে রেখে সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের সভাপতিত্বে ‘কোরবানির হাটে ভেটেরিনারি সেবা সংক্রান্ত’ এক আন্তঃমন্ত্রণালয় সভায় এবারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

ব্রিটেনের কাছ থেকে জিএসপি প্লাস প্রত্যাশা করছে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

tofailস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্রিটেন আগ্রহী বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। এরপর আর জিএসপি সুবিধা থাকবে না। এ জন্য ব্রিটেনের কাছে কাছ থেকে জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা প্রত্যাশা করছে বাংলাদেশে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ।’

রবিবার (২২ জুলাই) ঢাকায় বনানীস্থ বাণিজ্যমন্ত্রীর বাসভবনে বাংলাদেশে সফররত ব্রিটিশ এমপি রোশনারা আলীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রফতানিতে তৃতীয় বৃহত্তম বাজার ব্রিটেন। বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশ ব্রিটেনকে গুরুত্ব দেয়। ব্রিটেনের কাছে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা পেয়ে আসছে বাংলাদেশ। ব্রিটেনে দিন দিন বাংলাদেশের রফতানি বাড়ছে।’

তিনি আরও বলেন, ‘ব্রিটিন ইউরোপিয়ন ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর (ব্রেক্সিটের পর) বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরও বাড়বে। বাংলাদেশ এ বিষয়ে ব্রিটেনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। বর্তমানে উভয় দেশের বাণিজ্য প্রায় চারশ কোটিন মার্কিন ডলার। যা আরও বাড়ানো সম্ভব।’

রোশনারা আলী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নয়নে ব্রিটেন খুশি। বাংলাদেশের উন্নয়নের অংশীদার ব্রিটেন। ব্রিটেনের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী। ব্রিটেনে বাংলাদেশের তৈরি অনেক পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। উভয় দেশের আন্তরিক প্রচেষ্টায় দুদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ অনেক বাড়ানো সম্ভব। এজন্য প্রয়োজনীয় বাণিজ্য সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।’

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

সনদ ছাড়া গরু-মহিষের নাড়িভুঁড়ি রফতানিকারকদের ভর্তুকি নয়

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রফতানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) সনদপত্র ছাড়া সরকারি ভর্তুকি (নগদ সহায়তা) পাবে না গরু মহিষের নাড়ি, ভুঁড়ি, শিং ও রগ রফতানিকারকরা। রবিবার(২২ জুলাই) এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনটি দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রফতানির বিপরীতে সরকারি ভর্তুকি সংক্রান্ত নীতিমালায় আংশিক সংশোধন করা হয়েছে। ফলে এখন থেকে গরু মহিষের নাড়ি, ভুঁড়ি, শিং ও রগ রফতানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সঙ্গে রফতানি উন্নয়ন ব্যুরোর সনদপত্র দাখিল করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় কিংবা নিরীক্ষার জন্য অডিট ফার্মের নিকট অপেক্ষমাণ ভর্তুকির আবেদনসহ সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী ভর্তুকির জন্য আবেদনের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

জাহিন স্পিনিংয়ের রাইট সাবস্ক্রিপশন বাতিল : পূনরায় আবেদন

zahinস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্প্রতি রাইট শেয়ার ছাড়ার অনুমোদন পাওয়া কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেডের সাবস্ক্রিপশন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পাশাপাশি এই রাইটের জন্য কোম্পানিটিকে আবার আবেদন করতে বলা হয়েছে।

রবিবার (২২ জুলাই) কমিশনের ৬৫২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে গত ২৯ জুলাই হতে জাহিন স্পিনিং লিমিটেডের রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শুরু হওয়ার কথা ছিল। আর এটা ২৬ আগষ্ট পর্যন্ত চলবে বলে জানানো হয়। রাইট শেয়ারের রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ৫ এপ্রিল।

গত ০৭ মার্চ ৬৩৩তম সভায় কোম্পানিটিকে রাইট অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ।

এতে বলা হয়, জাহিন স্পিনিং লিমিটেডকে রাইট (১:১ অর্থাৎ একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার) শেয়ারের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। এর ফলে ৯ কোটি ৮৫ লাখ ৫২ হাজার ৭০০টি সাধারণ শেয়ার ১০ টাকা দামে ছেড়ে বাজার থেকে টাকা উত্তোলনের অনুমোদন পেলো কোম্পানিটি। উত্তোলিত ৯৮ কোটি ৫৫ লাখ ২৭ হাজার টাকা দিয়ে ব্যবসা সম্প্রসারণ, চলতি মূলধন এবং আংশিক ঋণ পরিশোধ করবে তারা।

স্টকমার্কেটবিডি.কম/জেড

সিলভা ফার্মাসিটিক্যালস আইপিও : সাবস্ক্রিপশন ২৯ জুলাই

Silvaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাবস্ক্রিপশন চলবে আগামী ২৯ জুলাই হতে ৫ আগষ্ট পর্যন্ত। রবিবার সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত ১১ জুন কোম্পানিটিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে মোট ৩০ কোটি টাকা উত্তোলন করবে।

আইপিওর মাধ্যমে উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ ও ঋণ পরিশোধ করবে।

৩০ জুন ২০১৭ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ (এনএভি) ১৬ টাকা ৪৮ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম