দর বাড়ার শীর্ষে এস.আলম কোল্ড রোল্ড

11স্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দর বাড়ার শীর্ষে রয়েছে এস.আলম কোল্ড রোল্ড স্টিল মিলস। এই শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ৩৬ টাকা ৫০ পয়সা দরে। এদিন কোম্পানিটি এক হাজার ৫৮৮ বারে ২৬ লাখ ৪০ হাজার ৩৯৮টি শেয়ার লেনদেন করেছে।

দর বাড়ার দ্বিতীয় স্থানে রয়েছে সি অ্যান্ড এ টেক্সটাইল। আজ শেয়ারটির দর ৮০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ৫৫৫ বারে ১ কোটি ৬৫ লাখ ১৭ হাজার ৭৭৬টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের ২ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৪৫ শতাংশ দর বেড়েছে।

দর বাড়ার শীর্ষে  থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এইচ.আর টেক্সটাইল, ইভিন্স টেক্সটাইল, জিবিবি পাওয়ার, আফতাব অটো, সিএমসি কামাল, ফু-ওয়াং সিরামিক ও ফ্যামিলিটেক্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ব্লক মার্কেটে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২০৬ কোটি টাকার লেনদেন

block-mস্টকমার্কেট ডেস্ক :

ব্লক মার্কেটে বৃহস্পতিবার অলিম্পিক ইন্ডাস্ট্রিজ সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে । আজ কোম্পানিটি ৬০ লাখ ৭৬ হাজার ৫৯৬টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২০৬ কোটি ৬০ লাখ টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ৮৫ লাখ ২৬ হাজার ৫০৬টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২১৭ কোটি ৪৩ লাখ টাকা।

আরএসআরএম স্টীল ১০ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৬ কোটি ২৯ লাখ টাকা।

সিটি ব্যাংক ১০ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ২ কোটি ৬৭ লাখ টাকা।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানির মধ্যে ফারইস্ট নিটিং ৩ লাখ ও এমজেএলবিডি ১ লাখ শেয়ার লেনদেন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

  1. আফটাব অটোস
  2. শাশা ডেনিমস
  3. ইফাদ অটোস
  4. অলিম্পিক এক্সেসরিজ
  5. রতনপুর স্টিলস
  6. জিবিবি পাওয়ার
  7. কাসেম ড্রাইসেল
  8. সিটি ব্যাংক
  9. আর্গন ডেনিম
  10. ফরচুন সুজ ।

হাজার কোটি টাকা ছাড়ালো ডিএসইর লেনদেন

high indexনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে লেনদেনের পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এদিন সেখানে আগের দিনের চেয়ে লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৫৮ কোটি টাকার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ১৪৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৮৬৪ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৬১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৯৫ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১২৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এইদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হলো – আফটাব অটোস, শাশা ডেনিমস, ইফাদ অটোস, অলিম্পিক এক্সেসরিজ, রতনপুর স্টিলস, জিবিবি পাওয়ার, কাসেম ড্রাইসেল, সিটি ব্যাংক, আর্গন ডেনিম ও ফরচুন সুজ ।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৪৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল অলিম্পিক এক্সেসসরিজ ও ফরচুন সুজ লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

রতনপুর স্টিলসের পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রি

RSRMস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিলস মিলস লিমিটেডের দুইজন স্পন্সর ১০ লাথ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার বিক্রি করবেন তারা। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

মিজানুর রহমান ও শামসুর নাহার রহমান কোম্পানির এই দুই স্পন্সর ৫ লাখ করে মোট ১০ লাখ বোনাস শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করবেন। তাদের হাতে কোম্পানির মোট যথাক্রমে ২১,৬০,০০০ ও ৬৯,৮৪,০০০ টি শেয়ার রয়েছে।

তিনি এই ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

রবিবার ম্যাকসন স্পিনিংয়ের লেনদেন চালু

Maksonsস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেড রেকর্ড ডেটের কারণে আজ কোম্পানিটির লেনদেন বন্ধ রয়েছে। এই কোম্পানিটি আগামী রবিবার থেকে লেনদেন চালু হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বৃহস্পতিবার এ কোম্পানির বার্ষিক বোর্ড সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। আর এ কারণে লেনদেন স্থগিত রাখে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ইমাম বাটনের দর বাড়ার কারণ নেই

imamস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণ নেই বলে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছেন। যা ডিএসইর’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর এইচ.আর.টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর ছিল ১১.১০ টাকা। গতকাল ৭ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার ১২.৭০ টাকায় দাঁড়িয়েছে।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বেক্সিমকো সিনথেটিকসের লোকসান ৪৩ পয়সা

beximcoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো সিনথেটিকস লিমিটেডের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় লোকসান বেরেছে।বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়েছে।

সূত্র থেকে জানা যায়, কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (জুলাই’– সেপ্টেম্বর’) তিন মাসে (জুলাই- সেপ্টেম্বর)শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৩ পয়সা। আগে একই বছর কোম্পানিটির শেয়ার ছিল ২৫ পয়সা।

কোম্পানিটির প্রথম ৩ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহের পরিমান (এনওসিএফপিএস) কমেছে ০.০৬ টাকা। আগে ছিল ০.০৭ টাকা।

কোম্পানিটির ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা ৯১ পয়সা। যা আগে সম্পদের পরিমাণ ছিল ২৩ টাকা ৩৪ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

জিএসপির ২৮ কোটি টাকার জমি ৯৫ কোটি

GSPFINANস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স লিমিটেড সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। কোম্পানির জমির পুনর্মূল্যায়নের ফলে মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৯৫ কোটি টাকার উপরে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়েছে।

ডিএসই জানায়, কোম্পানিটির মালিকানায় শাহবাগের পরিবাগে ২১.১৮ কাঠা জমি আছে। এই জমির পূর্ব মূল্য ছিল ২৮ কোটি ৮১ লাখ টাকা।

এসব জমির পূন:মূল্যায়ন করেছে কোম্পানিটি। যা ইতোমধ্যে পরিচালনা বোর্ড অনুমোদন করেছে।

পূন:মূল্যায়নের পর কোম্পানিটির এসব জমির মূল্য বেড়ে ৯৫ কোটি ৩৪ লাখ টাকা দাঁড়িয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এমএ

এক ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৪৮৩ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ৪৮৩ কোটি টাকা ছাড়িয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৮৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচকও ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৯৫ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার সঙ্গে লেনদেন চলছে । লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ০২৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

স্টকমার্কেটবিডি.কম/এসএম