ইসলামিক ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিকের আয় কমেছে

islami fস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় কোম্পানির আয় কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরে জানুয়ারি হতে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় আয় হয়েছে ৮৩ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৮৪ পয়সা।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিমার শেয়ার প্রতি সম্পদ মূল্য তুলে ধরা হয়।

৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৩.৩১ টাকা। এর আগের বছর এ সময় এর পরিমাণ ১১.৭০ টাকা ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম

জিবিবি পাওয়ারের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

gbb-smbdস্টকমার্কেট প্রতিনিধি :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১.০৬ টাকা।

আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ৩ ডিসেম্বরর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বিবিএস ক্যাবলসের লভ্যাংশ ঘোষণা : ইপিএস ৪.১২ টাকা

bbsস্টকমার্কেট প্রতিনিধি :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.১২ টাকা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯.১৭ টাকা।

আগামী ১২ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। এজিএমটি গাজীপুর নিজস্ব কারখানায় অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট ১৬ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বিডি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

bd-finance-logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি বিডি ফাইন্যান্স লিমিটেড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরে জানুয়ারি হতে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় আয় হয়েছে ৩ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৭৬ পয়সা।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিমার শেয়ার প্রতি সম্পদ মূল্য তুলে ধরা হয়।

৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৪.৯১ টাকা। এর আগের বছর এ সময় এর পরিমাণ ১৫.৯৪ টাকা ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম

এস আলম কোল্ডের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

s alomস্টকমার্কেট প্রতিনিধি :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১১ টাকা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯.৫৫ টাকা।

আগামী ১২ জানুয়ারি কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১৪ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এসডিজিতে অভ্যন্তরীণ সম্পদ কাজে লাগাতে অর্থমন্ত্রীর আহবান

muhitনিজস্ব প্রতিবেদক :

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের ক্ষেত্রে বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল না থেকে অভ্যন্তরীণ সম্পদ কাজে লাগাতে উন্নয়নশীল দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার ঢাকার একটি হোটেলে গ্লোবাল পার্টনারশিপ ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট কো-অপারেশনের স্টিয়ারিং কমিটির চতুর্দশ সভায় এ আহ্বান জানান তিনি।

সভার শুরুতে সভাপতির বক্তৃতায় বাংলাদেশের অর্থমন্ত্রী বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভাল করায় বাংলাদেশ বিশ্বে প্রশংসিত হয়েছে। প্রবল ইচ্ছাশক্তির কারণেই বাংলাদেশের পক্ষে তা সম্ভব হয়েছে।

“উন্নয়নশীল দেশগুলোকে কেবল বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের দেশের সম্পদের ব্যবহারে উদ্যোগী হতে হবে।”

মুহিত বলেন, ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্য যে টেকসই উন্নয়নমাত্রা ঠিক কার হয়েছে তা অনেক উচ্চাকাঙ্ক্ষী এবং সমন্বিত।

“সম্পদের ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষী। কোনো কোনো ক্ষেত্রে মিলিয়ন ডলার খরচ ও বৈদেশিক সাহায্যের বিষয় বলা আছে।

কেনিয়ার নাইরোবিতে গ্লোবাল পার্টনারশিপের গত সভার প্রসঙ্গ টেনে মুহিত বলেন, “আগের সভায় আমরা সহযোগিতার ক্ষেত্রে ছয়টি অগ্রাধিকার চিহ্নিত করেছিলাম। সেগুলোর অগ্রগতি এবার জানা যাবে।”

সভায় জার্মানির ফেডারেল মিনিস্ট্রি অব ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের মহাপরিচালক ডোমিনিক শিলার বলেন, “গ্লোবাল পার্টনার ও স্টিয়ারিং কমিটির মধ্যে সহযোগিতার ক্ষেত্রে সমন্বয় তৈরি করার ক্ষেত্রে এই সভা ভূমিকা রাখবে। আমি চাইব, দেড় দিনের এ সভায় আমরা কেবল সারাংশে পড়ে না থেকে বিস্তারিত আলোচনার দিকে যাব।”

উগান্ডার অর্থ, পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী হারুনা ক্যাসোলো কিয়েউন বলেন, “এসডিজি উচ্চাকাঙ্ক্ষী, তা ঠিক। সেই উচ্চাকাঙ্ক্ষা অর্জনে আমাদের উদ্যোগ নেওয়ার সময় এসেছে।”

স্টকমার্কেটবিডি.কম/এমএ

এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ৫ প্রকল্প অনুমোদন

ecnec-smbdস্টকমার্কেট প্রতিনিধি :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ঢাকা- আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পসহ পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৩৪ হাজার ৫৬৭ কোটি ৩৪ লাখ টাকা।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।

একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের উপস্থাপিত পাঁচটি (নতুন) প্রকল্পের মোট ব্যয় সরকারি অর্থায়ন থেকে করা হবে ১২ হাজার ৪০২ কোটি ৬৫ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ২২ হাজার ১৬৪ কোটি ৬৯ লাখ টাকা। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনাসচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস ১.২৮ টাকা

bgicস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তৃতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরে জানুয়ারি হতে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৮ টাকা। এর আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয়  ছিল ১.৩৬ টাকা।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিমার শেয়ার প্রতি সম্পদ মূল্য তুলে ধরা হয়।

৯ মাসে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২০.০৭ টাকা। আগের বছর এ সময় ১৯.৮৭ টাকা ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম