‘বাংলাদেশ পোশাক শিল্পের নিরাপত্তা উন্নয়নে অগ্রগতি অর্জন করেছে’

garmentsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত পাঁচ বছরে অ্যালায়েন্স আমাদের সদস্য ব্র্যান্ডগুলো ও অ্যালায়েন্স-অধিভুক্ত কারখানার মালিকরা বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা উন্নয়নে অভাবিত অগ্রগতি অর্জন করেছে। একইসঙ্গে সহায়তা করেছে পোশাক রপ্তানিতে সারা বিশ্বে নেতৃত্বের অবস্থান আরও সুদৃঢ় করতে।

পঞ্চম ও চূড়ান্ত বর্ষে অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটির নিরাপত্তা ফলাফল নিয়ে এক প্রতিবেদনে অ্যালায়েন্স এক্সিকিউটিভ ডিরেক্টর ও সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি একথা বলেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি পোশাকশিল্প নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, অ্যালায়েন্স-অধিভুক্ত কারখানাগুলো জুড়ে ৯৩ শতাংশ সংস্কার কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছে– যার ভেতর জীবনের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন ৯০ শতাংশ আইটেমের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। ৪২৮টি অ্যালায়েন্স-অধিভুক্ত কারখানা তাদের সংশোধনী কর্ম পরিকল্পনায় (ক্যাপ) উল্লেখিত সমস্ত মেরামত কাজ সম্পন্ন করেছে।

প্রায় ১৬ লাখ শ্রমিক অগ্নিকাণ্ডের জরুরি মুহূর্তে নিজেদের কীভাবে রক্ষা করতে হবে, সে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে। অ্যালায়েন্স অধিভুক্ত কারখানাগুলোর বাইরে অন্য কারখানাগুলোতে এই প্রশিক্ষণের বিস্তার ঘটানোর লক্ষ্যে অ্যালায়েন্স একটি স্থানীয় প্রশিক্ষণ অংশীদার গঠন করেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ২৮ হাজার সিকিউরিটি গার্ড অগ্নি নিরাপত্তা ও জরুরি ভবন ত্যাগ প্রক্রিয়া বিষয়ক প্রশিক্ষণ নিয়েছে। ১৫ লাখেরও বেশি শ্রমিক বর্তমানে ২৪ ঘণ্টা চালু গোপন শ্রমিক হেল্পলাইন ব্যবহারের সুযোগ পেয়েছে, যা একটি স্থানীয় সংস্থা ফুলকির কাছে হস্তান্তর করা হয়েছে। ১৮১টি শ্রমিক সেফটি কমিটি গঠন করা হয়েছে, এর ফলে শ্রমিকরা ম্যানেজমেন্টদের সঙ্গে আলোচনার টেবিলে বসে তাদের কারখানার নিরাপত্তা বিষয়ক সমস্যার সমাধান করতে পারবে।

প্রতিবেদন প্রকাশ উপেলক্ষে জেমস এফ মরিয়ার্টি বলেন, পোশাকশিল্পের অগ্রগতি বজায় রাখতে অবশ্যই একটি চলমান প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। আমাদের সদস্য ব্র্যান্ডগুলোর কাছে অ্যালায়েন্স চলে যাওয়ার পর বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

ঢাকার মার্কিন দূতাবাস অ্যালায়েন্সের এ অর্জনের ব্যাপক প্রশংসা করেছে। মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, মার্কিন দূতাবাস কারখানাগুলোতে নিরাপত্তা পর্যবেক্ষণ ও শ্রমিক ক্ষমতায়নে ব্র্যান্ডগুলোর এই প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

কর্মসংস্থান উন্নয়নে ২৫০ মিলিয়ন ডলার দিবে বিশ্ব ব্যাংক

worldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্ব ব্যাংক দ্রুত পরিবর্তনশীল পারিপার্শ্বিকতায় বেশি পারিশ্রমিক ও গুণগত মানসম্পন্ন আরো বেশি চাকরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের ডেভেলপমেন্ট পলিসি অপারেশন সহায়তা দেবে।

বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী, যুবক ও অস্বচ্ছল জনগোষ্ঠীসহ নাগরিকদের জন্য অধিক ও ভাল চাকরির সুযোগ সৃষ্টির বাধাগুলো দূর করতে বাংলাদেশকে শক্তিশালী এক কর্মপন্থা ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচিভিত্তিক কর্মসংস্থান উন্নয়ন ঋণ দেয়া হবে।

এতে বলা হয়, বাংলাদেশের বলিষ্ঠ অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও চাকরি সুযোগ সৃষ্টির গতি মন্থর হয়ে তা তৈরি পোশাক খাতে সীমাবদ্ধ হয়ে পড়েছে।

২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে চাকরির হার ২ দশমিক ৭ শতাংশ থেকে ১ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে।

বিশ্ব ব্যাংকের বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফান বলেন, বাংলাদেশ প্রবৃদ্ধি হার বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে অসাধারণ অগ্রগতি সাধন করেছে। তবে অর্থনৈতিক এই প্রবৃদ্ধির সঙ্গে চাকরি সৃষ্টির হার তাল মেলাতে পারেনি। বাংলাদেশের উচ্চ-মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য অর্জনে অধিক ও উন্নত চাকরির সুযোগ একটি পূর্বশর্ত।

উৎপাদন খাতে বহুমুখিতায় অধিক হারে কর্মসংস্থান সৃষ্টিতে এই সংস্কার বিনিয়োগ পরিবেশ, ব্যবসা-বাণিজ্যের বাধা অপসারণ এবং শুল্ক ও বাণিজ্য সহায়তা আধুনিকায়নে সহায়তা করবে।

বিশ্ব ব্যাংকের লিড ইকোনোমিস্ট এন্ড টাস্ক টিম লিডার টমাস ফারোলি বলেন, এই কর্মসূচি শ্রমঘন কর্মকান্ডে বিনিয়োগ বৃদ্ধি, চাকরির গুণগত মানোন্নয়ন, ঝুঁকি সহনীয়তা বৃদ্ধি এবং চাকরিতে নারী, যুবক ও অভিবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়তা করবে। এতে বাজারভিত্তিক দক্ষতারও সৃষ্টি হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

মোবাইলে কলচার্জ আর না বাড়াতে হাইকোর্টের নির্দেশ

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রাহকদের মতামত না নিয়ে মোবাইল ফোনে কলচার্জ বাড়ানো হয়েছে। এ নিয়ে করা এক রিটে হাইকোর্ট জানিয়েছেন, মোবাইল ফোনে আর কলচার্জ বাড়বে না। সেই সঙ্গে বিদেশে কল করার ক্ষেত্রেও চার্জ বাড়ানো হবে না। বৃহস্পতিবার হাইকোর্ট এই নিদের্শনা দিয়েছেন।

গতকাল বুধবার আইন সাংবাদিকদের সংগঠন ল’ রিপোটার্স ফোরামের সদস্য এম. বদিউজ্জামান, মেহেদী হাসান ডালিম, মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাশিদুল হাসান ‘জনস্বার্থে’ এই রিট আবেদন করেন। শুনানি শেষে মহিউদ্দিন আহমদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

চার মাস আগে হঠাৎ দেশের মোবাইল ফোন অপারেটরগুলোর জন্য একই কলরেট চালু করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সব মোবাইল অপারেটরে প্রতি মিনিট সর্বোচ্চ ২ টাকা এবং সর্বনিম্ন ৪৫ পয়সা কলরেট নির্ধারণ করে দেয়া হয়। এতে করে আগে গ্রাহকরা ২৫ পয়সা রেটে যে কথা বলতে পারছিলেন, সেই সুযোগ উঠে যায়।

মহিউদ্দিন আহমদ বলেন, গ্রাহকদের মতামত না নিয়েই মোবাইল ফোনে কলচার্জ বাড়ানো হয়েছে। বিষয়টি মোটেই সাধারণ মানুষের কাছে কাম্য নয়।

এ বিষয়ে বৈধতা চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট করেছিলাম। রিটে নতুন করে কলচার্জ বাড়ানোর ওপর নিষেধাজ্ঞা চেয়েছিলাম। হাইকোর্ট আজ আদেশে সেই নিষেধাজ্ঞা দিয়েছে। এতে করে আর কলচার্জ বাড়ানো হচ্ছে না।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সোনার ভরিতে শুল্ক–কর চলতি মাসেই প্রজ্ঞাপন

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রতি ভরি সোনার আমদানি শুল্ক এবং মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) নির্ধারণে চলতি ডিসেম্বর মাসেই প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সচিবালয়ে গতকাল বুধবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ–বিষয়ক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। সোনার শুল্ক-কর নির্ধারণে বাণিজ্যসচিবকে আহ্বায়ক করে গত ৫ নভেম্বর পাঁচ সদস্যের যে কমিটি গঠন করা হয়, সেই কমিটিরই বৈঠক হয় গতকাল।

বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, অর্থসচিব আবদুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, বাণিজ্যসচিব মফিজুল ইসলাম, বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি গঙ্গাচরণ মালাকার প্রমুখ উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘সোনা নীতিমালা করা হয়েছে। এখন হয়েছে শুল্ক-কর নির্ধারণের বৈঠক। বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। চলতি মাসেই একটি প্রজ্ঞাপন জারি হবে।’ মন্ত্রিসভা গত ৩ অক্টোবর সোনা নীতিমালা অনুমোদন করলে বাণিজ্য মন্ত্রণালয় পরে তা প্রজ্ঞাপন আকারে জারি করে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

লভ্যাংশ কম দেওয়ায় ‘বি’ ক্যাটাগরিতে বেঙ্গল উইন্ডসর

bengleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মো প্লাস্টিকস লিমিটেড লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামী ১৭ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, বেঙ্গল উইন্ডসর লিমিটেড গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এ

  1. স্কয়ার ফার্মা
  2. ইউনাইটেড পাওয়ার
  3. জেএমআই সিরিঞ্জ
  4. ওয়াটা কেমিক্যালস
  5. মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
  6. আলহাজ টেক্সটাইল
  7. ন্যাশনাল টি কোম্পানি
  8. রূপালী লাইফ ইন্স্যুরেন্স
  9. অলিম্পিক ইন্ডাস্ট্রি
  10. ইফাদ অটোস লিমিটেড।

ডিএসইতে ৪৯৯ ও সিএসইতে ২৫ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৪৯৯ কোটি টাকা দাঁড়িয়েছে। দিনশেষে সেখানে সূচকের পতন ছিল। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৯ কোটি ৬৯ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৪৮৭ কোটি ৩৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২০৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৪৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৩টির। আর দর অপরিবর্তিত আছে ২৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, ওয়াটা কেমিক্যালস, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইল, ন্যাশনাল টি কোম্পানি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রি ও ইফাদ অটোস লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১২৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৩ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিএটিবিসি ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

এ্যাপেক্স ফুটওয়ারের নগদ লভ্যাংশ প্রেরণ

apex-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।

৩০ জুন ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরে এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ১৪ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এম

তসরিফা ইন্ডাস্ট্রিজের পরিচালকের বিক্রি সম্পন্ন

Tosrifa-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ১ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, লাইরা রেজ্বোয়ান হাসান নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ১ লাখ শেয়ার বিক্রি করলেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৬৭ লাখ ৪১ হাজারটি শেয়ার ছিল।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি সম্পন্ন করলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি