বাংলাদেশি বংশোদ্ভূত শফিকুর আতর ব্যবসায়ী থেকে বিমানের মালিক

uuuuuuuuuuuuuস্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রথমবারের মতো শরিয়াহ এয়ারলাইন্স চালু হতে যাচ্ছে ব্রিটেনে। আর এর পেছনে কলকাঠি নাড়ছেন ৩২ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা কাজী শফিকুর রহমান; যিনি মাত্র ৬শ ডলার দিয়ে ব্রিটেনে আতর ব্যবসার মাধ্যমে নিজের উদ্যোক্তা-জীবন শুরু করেন।

আর এখন ব্রিটেনে শরিয়াহ এয়ারলাইন্স চালুর যে উদ্যোগ তিনি নিয়েছেন তার জন্য ব্রিটিশ গণমাধ্যমগুলোর নজর কেড়েছেন তিনি। এই এয়ারলাইন্সে কোনো অ্যালকোহল পরিবেশন করা হবে না, ইসলামি বিধি মেনে খাবার দেয়া হবে। এ ছাড়া কেবিন ক্রুদের পোশাকের বিষয়েও এখানে থাকবে কড়াকড়ি। আপাতত যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রুটে উড়বে শুধু শফিকুর প্রতিষ্ঠিত ‘ফিরনাস এয়ারওয়েজের’ বিমান।

১৯৯৭ সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান শফিকুর। একটি মাত্র জিএসসিই নিয়েই স্কুল ছাড়েন তিনি। এরপর পকেটে ৬শ ডলার নিয়ে আতর আমদানি করে আতরের ব্যবসা শুরু করেন।

এর আগে পূর্ব লন্ডনে বেড়ে ওঠা শফিকুরকে সেখানকার একটি বিমানবন্দরে পরিচ্ছনতাকর্মীর কাজও করতে হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

যথাযথ উদ্যোগের অভাবে এখনও পিছিয়ে আছে হাওড়বাসী

uuuuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘চ্যালেঞ্জ অব সাসটেইনেবল লাইভলিহুড অব হাওড় কমিউনিটিস অব বাংলাদেশ : ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এক আলোচনা সভায় , হাওড় অঞ্চলকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব উল্লেখ করে পিছিয়ে পড়া হাওড়বাসীর উন্নয়নে পরিবেশবান্ধব পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের দাবি জানিয়েছে অক্সফাম সিএনআরএস ও প্রতীক ও নামে কয়েকটি সংগঠন।

শনিবার (৩০ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচকরা বলেন, হাওড়াঞ্চলে যেসব মূল্যবান সম্পদ রয়েছে সেগুলো কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব। এছাড়া এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে গড়ে তোলা সম্ভব পর্যটন কেন্দ্র। কিন্তু যথাযথ উদ্যোগের অভাবে এখনও পিছিয়ে আছে হাওড়বাসী। নানা দুর্ভোগ নিয়ে তারা শিক্ষা, চিকিৎসা থেকে অনেক দূর পিছিয়ে রয়েছে। শিক্ষায় পিছিয়ে থাকায় তারা মূলস্রোতধারায় কম আসতে পারছে। এ জন্য প্রয়োজন এই অঞ্চলের মানুষের জন্য বিশেষ প্রকল্পভিত্তিক পরিকল্পনা প্রণয়ন।

তারা বলেন, হাওড়াঞ্চলে পরিকল্পিত কোনো রাস্তা নেই। ফলে রাস্তা ঘাটের অভাবে যোগাযোগ ও ফসল তোলার সময় অনেক ক্ষতি হয়। হাওড়ে উৎপাদিত ফসল ঠিকমতো ঘরে তুলতে পারলে পাল্টে যাবে তাদের অর্থনীতির চেহারা। দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে সবদিক থেকে পিছিয়ে আছে হাওড় এলাকা।

আলোচনায় অংশ নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমি হাওড়ের মানুষ। আজও পিছিয়ে আছে এ অঞ্চলের মানুষ। স্বাস্থ্য, শিক্ষাসহ সব বিষয়ে তারা বৈষম্যের শিকার। পানি থাকার কারণে স্বাভাবিকভাবে হাওড়ে বছরে একটি ফসল হয়। যদি পরিকল্পিতভাবে ২/৩টি ফসল উৎপাদন করা যায়, তাহলে হাওড়াঞ্চল দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে।

আলোচনা সভায় সিএনআরএসের পরিচালক আনিসুল ইসলাম, হাওড় উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মজিবুর রহমানসহ আয়োজক সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রধান আসছেন আজ

1530363260_10স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশ সফরে আসছেন আজ। ঢাকায় আসার পর তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও তারা বৈঠক করবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, অ্যান্টোনিও গুতেরেস জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআরের প্রধান থাকাকালে ২০০৮ সালে একবার রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছিলেন। কিন্তু জাতিসংঘ মহাসচিব হিসেবে এটাই তার প্রথম বাংলাদেশ সফর। অন্যদিকে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের এটি দ্বিতীয় সফর। ২০১৬ সালে বিশ্ব দারিদ্র্য নিরসন দিবস পালন অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে ঢাকায় এসেছিলেন তিনি।

গত বছরের আগস্টে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর নিধন অভিযান শুরুর পর থেকে বাংলাদেশে প্রায় সাত লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। বর্তমানে বর্ষা মৌসুমে এই রোহিঙ্গারা অনেকে ঝুঁকি নিয়ে বসবাস করছে। এসব রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি প্রত্যাবাসন চুক্তি হলেও এখনো পর্যন্ত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়নি।

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার দাবি রোহিঙ্গাদের ফেরার মতো উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি মিয়ানমারে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে এই দুই আন্তর্জাতিক সংস্থার প্রধানের বাংলাদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বিসিআইএম ভুক্ত দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহবান

fbcciস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এফবিসিসিআই বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে তেল পরিশোধন, ওষুধখাত, পর্যটন এবং কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের জন্য বিসিআইএম সদস্যভুক্ত দেশগুলোকে আহবান জানিয়েছে।

এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম বিসিআইএম সদস্য দেশগুলোকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ঔষধ, পাটপণ্য, চামড়াজাত পণ্য, আসবাব সামগ্রী, প্লাস্টিক সামগ্রী ও সিরামিক পণ্য আমদানির ও আহ্বান জানান। শেখ ফজলে ফাহিম চীনের কুনমিং-এ সম্প্রতি অনুষ্ঠিত ১৩তম চায়না-সাউথ এশিয়া বিজনেস ফোরামে অংশ নেন।

চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি), সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এবং ইউনান প্রাদেশিক সরকার যৌথভাবে এ ফোরামের আয়োজন করে। এবারের ফোরামের থিম ছিল‘আন্ত:যোগাযোগ, অংশীদারিত্ব এবং পারস্পরিক লাভের লক্ষ্যে সহযোগিতা’।

শেখ ফাহিম বিসিআইএম বিজনেস ফোরাম এবং বিজনেস ম্যাচিং সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি তার প্রবন্ধে বলেন যে, এফবিসিসিআই সিল্ক রোড চেম্বার অব ইন্টারন্যাশনাল কমার্স (এসআরসিআইসি)-এর উল্লেখযোগ্য সদস্য হিসেবে দক্ষিণ এশীয় অঞ্চলে বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। শেখ ফাহিম তার প্রবন্ধে চীন এবং দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের উপায় তুলে ধরেন।

ফোরামে এফবিসিসিআই এবং সিসিপিআইটি-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মূলত দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা শক্তিশালী করা এবং তথ্য বিনিময় আরও উন্নত করার লক্ষ্যে এ স্মারক স্বাক্ষরিত হয়।

শেখ ফাহিম ফোরামের বাইরে ও ওসিসিপিআইটি নেতৃবৃন্দ এবং সদস্য দেশগুলোর প্রতিনিধিবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

স্টকমার্কেটবিডি.কম/বি

সাউথইস্ট ব্যাংকের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

bg20180630181214স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত ভোটে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ বণ্টন ও ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীগুলো অনুমোদিত হয়।

শনিবার (৩০ জুন) সকাল ১১টায় রাজধানীর অফিসার্স ক্লাবে ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন শেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং ২০১৭ সালে ব্যাংকের পরিচালন ফলাফল, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দক্ষতা ও মুনাফা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত কর্মসূচির ওপর আলোকপাত করেন।

এতে চেয়ারম্যান আলমগীর কবির তার বক্তব্যে ব্যাংকের উচ্চ প্রবৃদ্ধি অর্জনে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের জন্য পরিচালক এবং শেয়ারহোল্ডারদের প্রশংসা করেন। তিনি ব্যাংকের পরিচালন দক্ষতার মান ও মুনাফা বৃদ্ধির জন্য শেয়ারহোল্ডারদের উত্থাপিত সুচিন্তিত ও গঠনমূলক পরামর্শসমূহ বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ভ্যাটের আওতায় পড়বে উবার ও পাঠাও

uberস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৮-১৯ অর্থবছরের বাজেটে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল ব্যবসাকে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু কোন কোন ক্ষেত্রে ও কীভাবে এ ভ্যাট আরোপ হবে, তা বাজেট বক্তব্যে পরিষ্কার করে বলেননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার অর্থবিল পাসের সময় এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ব্যাখ্যা অনুযায়ী, এখন থেকে ইলেকট্রনিক নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে ইন্টারনেট বা ওয়েব বা সামাজিক মাধ্যম (যেমন ফেসবুক) বা মোবাইল অ্যাপ্লিকেশনভিত্তিক প্ল্যাটফর্ম বা এমন মাধ্যম ব্যবহার করে বিজ্ঞাপন, পরিবহন যোগাযোগ স্থাপন (যেমন উবার, পাঠাও), ই-কমার্সভিত্তিক গাড়ি, আসবাবপত্র, এয়ারকন্ডিশন, ফ্রিজার, রেফ্রিজারেটর, টেলিভিশন, ওয়াশিং মেশিন, ক্যামেরা, হোম থিয়েটার, গয়না, বিদেশি ব্র্যান্ডের পোশাক ও জুতা ইত্যাদি পণ্য বা সেবা কেনাবেচা করলে ৫ শতাংশ ভ্যাট দিতে হবে।

তবে টেলিকম অপারেটরদের প্রদত্ত যেকোনো ধরনের মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিসের ক্ষেত্রে এ ভ্যাট অন্তর্ভুক্ত হবে না।
অন্যদিকে তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার সংজ্ঞা পরিষ্কার করেছে এনবিআর।

স্টকমার্কেটবিডি.কম/বি

শিক্ষার মান বাড়াতে সাড়ে ৭১ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

worldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক শিক্ষা ও সরকারি পরিসংখ্যানের গুণগত মান উন্নয়নের দুই প্রকল্পে সাড়ে ৭১ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ৫ হাজার ৮০০ কোটি টাকা। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এতে সই করেন ইআরডি সচিব কাজী শফিকুল আযম ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। এ সময় উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সবার জন্য মানসম্পন্ন শিক্ষা কর্মসূচিতে ৭০ কোটি ডলার দেওয়া হবে। অপর প্রকল্পটি হলো ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ডেভেলপমেন্ট অব স্ট্যাটিসটিকস ইমপ্লিমেন্টেশন সাপোর্ট প্রজেক্ট। এই প্রকল্পে দেড় কোটি ডলার দেওয়া হবে।

দুটি ঋণের অর্থ ছয় বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে এবং সুদের হার ওপর বার্ষিক দশমিক ৭৫ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডিএসইতে পিই রেশিও বেড়েছে .৮৮ শতাংশ

PEস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও বেড়েছে দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক ৮৮ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৪.৯৫ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪. ৮২ পয়েন্ট।

বিশ্লেষকদের মতে, পিই রেশিও যতদিন ১৫ এর ঘরে থাকে ততদিন বিনিয়োগ নিরাপদ থাকে।

সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯.১ পয়েন্টে, সিমেন্ট খাতের ৪৭ পয়েন্টে, সিরামিক খাতের ২৩ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৮.৪ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২৮.২ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩.১ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১১ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ১৯.৩ পয়েন্টে।

এছাড়া পাট খাতের পিই রেশিও মাইনাস ৩৬.৯ পয়েন্টে, বিবিধ খাতের ২৯.৩ পয়েন্টে, এনবিএফআই খাতে ১৭.২ পয়েন্ট, কাগজ খাতের মাইনাস ১২.২ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৯.৭ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ২৯.৮ পয়েন্টে, চামড়া খাতের ১৮.১ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৯.৮ পয়েন্টে, বস্ত্র খাতের ২১.২ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতে মাইনাস ২১ .৯ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সপ্তাহের ব্যবধানে দুই শেয়ারবাজারেই বেড়েছে লেনদেন

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। লেনদেন বাড়লেও সপ্তাহ শেষে কমেছে সব ধরণের সূচক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ৩৫৪১ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ২৬৫৭ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩৩.২৯ শতাংশ বেশি।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৭০৮ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৬৬৪ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৬.৬৩ শতাংশ বেশি।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৮৪,৭৩৭ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৮৭,৭৭৫ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে কমেছে ৭৮ শতাংশ।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৩৬.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ২১.৮৬ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯৫৯ পয়েন্টে। শরিয়াহ সূচক .৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৬৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪৩৭ কোটি টাকার শেয়ার। সার্বিক সূচক কমেছে ১ দশমিক ৩৬ শতাংশ।

সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টি কোম্পানির। আর দর কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড