মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

megna-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে বিমাটি।

আগামী ২৮ সেপ্টেম্বর বিমার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২ আগষ্ট।

আগের বছর ২০১৫ সালে ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়। ২০১৪ সালে এই লভ্যাংশ ছিল ১৩ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

bbনিজস্ব প্রতিবেদক :

উত্তরাঞ্চলসহ সারাদেশের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা পেয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। করপোরেট সামাজিক দায়িত্ব (সিএসআর) কার্যক্রমের আওতায় এ উদ্যোগ নিতে বলা হয়েছে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের। বুধবার (১২ জুলাই) তাদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বন্যাদুর্গতদের মধ্যে আর্থিক এবং ত্রাণসহায়তা হিসেবে খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ বিতরণের জন্য বলা হয়েছে নির্দেশনায়। বাণিজ্যিক ব্যাংকগুলোকে জানানো হয়েছে, বন্যায় বিভিন্ন অঞ্চলের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ঘরবাড়ি ও গবাদিপশুর।

উত্তরাঞ্চলসহ সারাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় জনগোষ্ঠীর আর্থিক ও ত্রাণসামগ্রী প্রয়োজন। তাই সার্বিক টেকসই উন্নয়নের লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের সিএসআর কার্যক্রমের আওতায় অবিলম্বে বন্যাদুর্গতদের জন্য উদ্যোগ নিতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায়।

স্টকমার্কেটবিডি.কম/হালিমা

বাল্ক ও ফরেন ওয়েন্ডোতে কমিশন হার কমালো সিএসই

CSE-Final-Logoনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে বাল্ক ও ফরেন ওয়েন্ডোতে লেনদেনের জন্য কমিশনের হার কমানাের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বুধবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এই সিদ্ধান্ত মোতাবেক, ব্লক ও ফরেইন লেনদেনে ০.০০৪ শতাংশ (৫০ লাখের ওপরে) হারে কমিশন ধার্য করা হবে।

পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ১ জুলাই ২০১৭ থেকে এই কমিশন হার বহাল থাকবে বলে জানিয়েছে সিএসই।

সূত্র মতে, এতোদিন বাল্ক ট্রানজেকশন এবং ফরেন ট্রানজেকশনে কমিশন চার্জ ০.০০৬ শতাংশ ছিলো। সেখানে ০.০০৪ শতাংশ কমিশন চার্জ নির্ধারণ করে গত ২২ জুন সংশ্লিষ্ট সকল ট্রেকহোল্ডারদের চিঠি পাঠিয়েছে সিএসই। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিদেশি ও বড় বিনিয়োগকারীদের লেনদেনে আগ্রহ তৈরি করার জন্য সিএসইর কমিশন চার্জ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যা ১ জুলাই ২০১৭ তারিখ থেকে কার্যকর হবে। কমিশন চার্জ কমানোয় অধিক পরিমাণ লেনদেন হবে। এতে ট্রেকহোল্ডার ও সিএসই’র সার্বিক লেনদেন আগের তুলনায় বৃদ্ধি পাবে বলে মনে করছে সিএসই।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

প্রাইম ইন্স্যুরেন্স ১১ পরিচালকের শেয়ার ক্রয়

prime-insurance-logo-mm-230x155স্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১ জন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

শেয়ার ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন মো. জাকিউল্লাহ শহীদ, ড. ফাতেমা রওশন জাহান, হাসিনা খান, মাহানূর উম্মেল আরা, সাবিহা খালেক, কাজী সালেহমুল হক,  রাহেলা হোসেন, তাহেরা আখতার, নিলুফার হোসেন, মাহবুবা হক ও নাজমা হক।

তাদের শেয়ারের সংখ্যা যথাক্রমে ৬২ হাজার ৯০৪টি, ৬২ হাজার ৯০৫টি, ৬২ হাজার ৯০৫টি, ৬২ হাজার ৯০৫টি, ৬২ হাজার ৯০৫টি, ৬২ হাজার ৯০৪টি, ৬২ হাজার ৯০৫টি,৬২ হাজার ৯০৫টি, ৬২ হাজার ৯০৪টি, ৬২ হাজার ৯০৪টি ও৬২ হাজার ৯০৫টি।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পৃথকভাবে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এসব পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

রূপালী লাইফের বোর্ড সভা ১৯ জুলাই

rupaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ১৯ জুলাই আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির সর্বশেষ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের এই কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে তিনটায় কাকরাইল নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০১৬ বছরের লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

ন্যাশনাল লাইফের দুটি বোর্ড সভার দিন পরিবর্তন

nlicস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দুইটি বোর্ড সভার দিন পরিবর্তন করেছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা ১৮ জুলাই বেলা ৩টা ৩০ মিনিটে কারওয়ানবাজারে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এর আগে এসব বোর্ড সভা আগামী ১৭ জুলাই আহবান করা হলেও তা পিছিয়ে ১৮ জুলাই করা হয়। পরে সেটা স্থগিত করে পরিচালনা বোর্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, আরেকটি বোর্ড সভায় বিমার সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

  1. কেয়া কসমেটিক্স লি.
  2. জেনারেশন নেক্সট টেক্সটাইল
  3. ইফাদ অটোস
  4. ফুয়াং ফুড
  5. বেক্সিমকো ফার্মাসিটিক্যালস
  6. ইসলামী ব্যাংক লি.
  7. তুংহাই টেক্সটাইল
  8. নুরানী টেক্সটাইল
  9. সাইফ পাওয়ার
  10. অগ্নি সিস্টেমস লি.

কমেছে সবধরনের সূচক, তিন-চতুর্থাংশ শেয়ারই দর হ্রাস

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতন হয়েছে। এদিন সেখানে কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরণের মূল্য সূচকের সাথে কমেছে দিনের লেনদেন ও শেয়ারের দর। দুই বাজারেরই তিন-চতুর্থাংশ শেয়ারের দর হ্রাস পেয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, বুধবার দিনের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯১৪ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪০৬ কোটি টাকা কম । গতকাল মঙ্গলবার সেখানে ১৩২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৯.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১০.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২১১৬ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২৩২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর। ৭০ শতাংশ কোম্পানির শেয়ারদর কমেছে।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– কেয়া কসমেটিক্স লি., জেনারেশন নেক্সট টেক্সটাইল, ইফাদ অটোস, ফুয়াং ফুড, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস, ইসলামী ব্যাংক লি., টঙহাই টেক্সটাইল, নুরানী টেক্সটাইল, সাইফ পাওয়ার ও অগ্নি সিস্টেমস লি.।

এদিকে, বুধবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৬ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। গতকাল মঙ্গলবার এই লেনদেন ৭৬ কোটি ৭০ লাখ টাকা ছিল। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে ১৯ কোটি ৭১ লাখ টাকা কমেছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৬৬.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৪৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ২১২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। ৭৫ শতাংশ শেয়ারের দর কমেছে।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ব্যাংক কেয়া কসমেটিক্স লি. ও জেনারেশন নেক্সট টেক্সটাইল ।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

অপ্রতিরোধ্য কেয়া কসমেটিকসের শেয়ার : নোটিশের পরও কমছে না দর

keyaস্টকমার্কেট ডেস্ক :

নোটিশের পরও কমছে না শেয়ারবাজারে তালকিাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের শেয়ার দর। সম্প্রতি কোম্পানির শেয়ার দর টানা বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য অপ্রকাশিত নেই বলে কোম্পানিটি একাধিকবার জানানো হয়েছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৩ জুন কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৪ টাকা। গত ৯ জুলাই কোম্পানির শেয়ারের দর বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১৮.১০ টাকায়। এ সময় কোম্পানিটির দর ৪.১০ টাকা অর্থ্যাৎ ২৯.২৮ শতাংশ বেড়েছে। এর আগেও কোম্পানিটির কাছে শেযার বাড়ার কারণ জানতে চাইলে ৯ জুলাই কোম্পানাটি ডিএসইকে জানায়, এই দর বাড়ার কোনো কারণ নেই।

তবে ৯ জুলাইও একবার এই নোটিস প্রকাশ করে ডিএসই ও সিএসই। কোম্পানিটির শেয়ারের দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই ও সিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য কিনা… তা জানতে চায় তারা।

এ সময় কেয়া কসমেটিকস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য কোম্পানিটির নিকট নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক

৯ ডিজিটের নতুন ই-বিআইএন স্থগিত

nrbবিশেষ প্রতিবেদক :

ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধনের ক্ষেত্রে অনলাইনে ৯ ডিজিটের ইলেকট্রনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (ই-বিআইএন) স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে ১৯৯১ সালের ভ্যাট আইন অনুযায়ী সনাতনী পদ্ধতিতে ১১ ডিজিটের বিআইএন (বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর) নিবন্ধন ব্যবস্থা চালু থাকবে। গত রোববার এনবিআরের ২০১৭-১৮ অর্থবছরের ভ্যাট আদায় কৌশল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে ১ জুলাই থেকে সনাতনী পদ্ধতির ১১ ডিজিটের বিআইএনের মাধ্যমে কোনো ব্যবসায়িক কার্যক্রম চালানো যাবে না বলে ঘোষণা দেয় এনবিআর।

গত ২৮ জুন প্রধানমন্ত্রী সংসদে নতুন ভ্যাট আইন দুই বছরের জন্য স্থগিত করেন। পরে ২৯ জুন এনবিআর ঘোষণা করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিআইএন, ই-বিআইএন দুটিই চলবে। তবে ৯ জুলাই এনবিআর ই-বিআইএন আপাতত স্থগিত ঘোষণা করে। এর মধ্য দিয়ে ভ্যাট অনলাইনের সর্বশেষ কার্যক্রম প্রায় স্থগিত করে দিয়েছে এনবিআর। তবে প্রকল্প চলমান রয়েছে।

সভায় নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ আওতায় গত ২৩ মার্চ থেকে অনলাইনে ই-বিআইএন ইস্যু করার যে কার্যক্রম নেওয়া হয়েছে তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এখন থেকে সব করদাতা ১১ ডিজিটের বিআইএন ব্যবহার করবেন।

তবে ইতোমধ্যে যেসব প্রতিষ্ঠান ১১ ডিজিটের বিআইএন পুনর্নিবন্ধন করে ৯ ডিজিটের নিবন্ধন নিয়েছে তাদের পুনরায় নিবন্ধন নিতে হবে না। যেসব নতুন প্রতিষ্ঠান অনলাইনে ৯ ডিজিটের ই-বিআইএন নিয়েছে তাদের সনাতনী পদ্ধতিতে আবার বিভাগীয় ভ্যাট দফতর থেকে ১১ ডিজিটের বিআইএন নিবন্ধন নিতে হবে বলে সভায় বলা হয়।

স্টকমার্কেটবিডি.কম/কেএস