- সিএমসি কামাল
- ইসলামী ব্যাংক
- গ্রামীন ফোন
- স্কয়ার ফার্মা
- কনফিডেন্স সিমেন্ট
- বিডি থাই
- আরএকে সিরামিক্স
- ন্যাশনাল ব্যাংক
- ব্র্যাক ব্যাংক
- লিগ্যাসী ফুট।
Day: September 27, 2023
মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য নেই
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ২৩ নভেম্বর শেয়ার দর ছিল ৪০.৪০ টাকা। গতকাল ১৩ ডিসেম্বর সর্বশেষ তা ৫০.৮০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে।
কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। সম্প্রতি দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য কি তা জানতে চায় ডিএসই।
এ সময় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য তাদের কাছে নেই।
স্টকমার্কেটবিডি.কম/সুমন
মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধির তথ্য নেই
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং কোম্পানি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ২২ নভেম্বর শেয়ার দর ছিল ৯.৪০ টাকা। গতকাল ১৩ ডিসেম্বর সর্বশেষ তা ১১.২০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে।
কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। সম্প্রতি দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।
এ সময় মেট্রো স্পিনিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।
স্টকমার্কেটবিডি.কম/সুমন
আট বছর পরে ওটিসি থেকে মূল বাজারে আলিফ টেক্সটাইল
আট বছর ওভার দ্য কাউন্টার মার্কেটে (ওটিসি) থাকার পর এবার মূল বাজারে ফিরছে বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মূল বাজারে ফেরার জন্য অত্যাবশ্যকীয় সব শর্ত এরই মধ্যে পরিপালন করেছে কোম্পানিটি। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনাপত্তি পাওয়ার পর সর্বশেষ ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছ থেকেও মূল বাজারে ফেরার অনুমোদন পেয়েছে কোম্পানিটি। ১১ ডিসেম্বর পর্ষদ সভায় আলিফ ইন্ডাস্ট্রিজকে পুনঃতালিকাভুক্তির অনুমোদন দেয়া হয় বলে ডিএসই সূত্রে জানা গেছে।
জানতে চাইলে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান বলেন, প্রয়োজনীয় সব শর্ত পূরণ করায় আলিফ ইন্ডাস্ট্রিজকে ওটিসি থেকে মূল মার্কেটে ফিরে আসার অনুমোদন দিয়েছে ডিএসই। কোম্পানির পক্ষ থেকে লেনদেন শুরুর তারিখ নির্ধারণ করা হলে সে অনুযায়ী পদক্ষেপ নেবে ডিএসই।
উল্লেখ্য, দীর্ঘদিন লোকসানে থাকা, নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করা ও বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে না পারাসহ নানা অনিয়মের কারণে ‘জেড’ ক্যাটাগরির ৫১টি কোম্পানিকে নিয়ে ২০০৯ সালের ১ অক্টোবর ওটিসি মার্কেট চালু করে ডিএসই। পরবর্তীতে ১০ অক্টোবর আরো ২৯টি কোম্পানিকে ওটিসিতে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে আর্থিক অবস্থা পরিবর্তন ও সিকিউরিটিজ আইন পরিপালনের প্রতিবেদন জমা দেয়ায় ২০১১ সালের জুনে ১০টি ও পরবর্তীতে আরো দুটি কোম্পানিকে মূল বাজারে ফিরিয়ে আনে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সর্বশেষ ২০১৪ সালে ওটিসি থেকে মূল বাজারে আসা ওয়াটা কেমিক্যালস লিমিটেডের পর এবার মূল বাজারে আসছে আলিফ ইন্ডাস্ট্রিজ।
স্টকমার্কেটবিডি.কম/এমএইচ
সিএমসি কামালের নতুন নাম আলিফ ম্যানুফেক্চারিং
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিএমসি কামাল লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির নতুন নাম আলিফ ম্যানুফেক্চারিং কোম্পানি লিমিটেড করা হয়েছে। কোম্পানিটির নতুন ট্রেডিং কোড “ALIF”।
নতুন নামটি ১৮ ডিসেম্বর হতে কার্যকর করা হবে। এর আগে কোম্পানিটির নাম ছিল সিএমসি কামাল টেক্সটাইল মিলস লিমিটেড।কোম্পানিটির ট্রেডিং কোড “CMCKAMAL” ছিল।
স্টকমার্কেটবিডি.কম/সুমন
দেশবন্ধু পলিমারের শেয়ার দর বৃদ্ধির তথ্য নেই
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার কোম্পানি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ৫ ডিসেম্বর শেয়ার দর ছিল ১৮.১০ টাকা। গতকাল ১৩ ডিসেম্বর সর্বশেষ তা ২৩.৩০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে।
কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। সম্প্রতি দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।
এ সময় দেশবন্ধু পলিমারেরর পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।
স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.
প্রগ্রেসিভ লাইফের শেয়ার দর বৃদ্ধির তথ্য নেই
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ২১ নভেম্বর শেয়ার দর ছিল ৪৯.৭০ টাকা। গতকাল ১৩ ডিসেম্বর সর্বশেষ তা ৬৬.১০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে।
কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। সম্প্রতি দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।
এ সময় প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।
স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.
ফাইন ফুডসের মূল্য সংবেদনশীল তথ্য নেই
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ২২ নভেম্বর শেয়ার দর ছিল ২৯.৯০ টাকা। গতকাল ১৩ ডিসেম্বর সর্বশেষ তা ৩৯.১০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে।
কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। সম্প্রতি দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।
এ সময় ফাইন ফুডস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।
স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.
বিবিএস কেবলসের ২০ শতাংশ ডিভিডেন্ডের অনুমোদন
শেয়ারবাজারের প্রকৌশল খাতের তালিকাভুক্ত বিবিএস কেবলসের পরিচালনা পর্ষদ কর্তৃক ঘোষিত ২০ শতাংশ ডিভিডেন্ডের অনুমোদন দিয়েছে বিনিয়োগকারীরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত ৯তম বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকারীরা এ অনুমোদন দেয়।
বার্ষিক সাধারণ সভার (এজিএম) সভাপতিত্ব করেন বিবিএস কেবলস লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জি মোঃ বদরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু নোমান হাওলাদার, মোহাম্মদ রুহুল মাজিদ, হাছান মোর্শেদ চৌধুরী, আশরাফ আলী খান, সফিকুর রহামান, স্বাধীন পরিচালক সফিকুর রহমান উপস্থিত ছিলেন।
এসময় বিবিএস কেবলসের কোম্পানির সচিব নাজমুল হাসান ও প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামসহ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিবিএস ক্যাবলসের ব্যবস্থাপনা পরিচালক আবু নোমান হাওলাদার বলেন, বাংলাদেশের ৭৫ শতাংশ মানুষ বিদ্যুতের সুবিধা ভোগ করছে। সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ খাতের সম্প্রসারণে জন্য প্রতিনিয়তই কাজ করছে। তাই এখাতের অগ্রগতির সাথে আমাদের (বিবিএস কেবলস) ব্যবসাও প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে।
এজিএম এ কোম্পানির বিনিয়োগকারীরা জন্য ৫ শতাংশ নগদ ডিভিডেন্ড এবং ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ডের অনুমোদন দেয়। এসময় বিনিয়োগকারীদেও পক্ষ থেকে স্বল্প সময়ের মধ্যে ডিভিডেন্ড বিনিয়োগকারীদের বিও এবং ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য কোম্পানির কাছে জানানো হয়।
সভায় ডিভিডেন্ড ছাড়াও ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত লাভ লোকসান হিসাব ও স্থিতিপত্র এবং সেই সঙ্গে পরিচালকমন্ডলী ও নিরীক্ষকদের প্রতিবেদন গ্রহণ, বিবেচনা ও অনুমোদন দেয় বিনিয়োগকারীরা।
সভায় ৩০ জুন ২০১৮ হিসাব বছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়। এছাড়াও কোম্পানির সংঘবিধি অনুযায়ী পরিচালক নির্বাচন করা হয়।
স্টকমার্কেটবিডি.কম/এমএইচ