বিভিন্ন অনিয়মের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার সাদ সিকিউরিটিজ ও এএনএফ ম্যানেজম্যান্টকে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৬১৯তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোঃ সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সাদ সিকিউরিটিজতে সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮এ(১) এবং রুল ৮এ (২) লংঘন করা হয়েছে। আর পরিচালক এবং তাদের পরিবারের সদস্যদের ঋণ প্রদান ও পর্যাপ্ত ব্যালেন্স না থাকা সত্ত্বেও টাকা উত্তোলনের মাধ্যমে বিএসইসির নির্দেশনা নং এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৩১ ও সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০ এর বিধি ৪(৪) এর ডিড অব এগ্রিমেন্টের ক্লস ৫ ভঙ্গ হয়েছে। এছাড়া নগদ হিসাবে ঋণ দিয়ে মার্জিণ রুলস ও ৫ লাখ টাকার উপরে নগদ লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুলস ৮(১)(সিসি)(আই) ভঙ্গ হয়েছে।
এএনএফ ম্যানেজম্যান্টে সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮এ(১) এবং রুল ৮এ (২) লংঘন করা হয়েছে। আর ডিলার হিসাব, ব্যবস্থাপনা পরিচালক, সিইও, অনুমোদিত প্রতিনিধি এবং তাদের পরিবারের সদস্যদের নামে হিসাব পরিচালনা এবং নগদ হিসাবে ঋণ প্রদানের মাধ্যমে বিএসইসির নির্দেশনা নং এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৩১ ও সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০ এর বিধি ৪(৪) এর ডিড অব এগ্রিমেন্টের ক্লস ৫ ভঙ্গ হয়েছে। এছাড়া ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে ঋণ দিয়ে মার্জিণ রুলস ভঙ্গ করেছে। এছাড়া বেক অফিস স্টক রিপোর্ট ও ডিপি হোল্ডিং রিপোর্ট এরমধ্যে গরমিল থাকার ফলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮এ এবং ডিপজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩ এর প্রবিধান ৩৪(১) ও ৩৪(২) লংঘন করেছে।
স্টকমার্কেটবিডি.কম/এমএইচ