সিলকো ফার্মাসিউটিক্যালসকে ৩০ কোটি টাকা আইপিও অনুমোদন

Silco-logo-v-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বিএসইসি।

বুধবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৬৯তম সভায় প্রতিষ্ঠানটিকে এ অনুমোদন দেওয়া হয়।

সিলকো ফার্মাসিউটিক্যালস শেয়ারবাজারে ৩ কোটি শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ভবন নিমার্ণ, যন্ত্রপাতি ক্রয়, ডেলিভারি ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৬ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫.৪১ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে পালন করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড, ইবিএল ইনভেষ্টমেন্ট লিমিটেড ও সিটিজেন সিকিউরিটিজ ও ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রান্তিক শিল্প বিকাশে কাজ করছে জিপিএইচ ইস্পাত

gphস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জিপিএইচ ইস্পাত দেশের ইস্পাত সংশ্লিষ্ট প্রান্তিক শিল্পগুলোর বিকাশ সুসংহত করে এ শিল্পকে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে কাজ করছে। আমাদের ভিশন, দেশের ইস্পাত খাত সমৃদ্ধ এবং ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়নে সহায়তা করা।

বুধবার (১৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত জিপিএইচ ইস্পাত লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আলমগীর কবির সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, জিপিএইচ ইস্পাতের প্রাতিষ্ঠানিক মূল্যবোধ হচ্ছে ‘দলবদ্ধতা ও উদ্যোক্তা দৃষ্টিভঙ্গি’ এবং প্রাতিষ্ঠানিক বিশ্বাস হচ্ছে ‘সামাজিক সুবিধার প্রচার, ফলাফল অভিযোজন এবং কর্মীদের আত্মোপলব্ধির ওপর গুরুত্বারোপ’।

ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান ও আগামীর চাহিদা পূরণে জিপিএইচ অত্যাধুনিক প্রযুক্তির ‘স্টেট অব দ্য আর্ট’ স্টিল প্ল্যান্ট তৈরি করছে। ২০১৯ সালের প্রথমার্ধে এটি উৎপাদনে যাবে। সার্বিক প্রচেষ্টার মাধ্যমে জিপিএইচ দেশের শিল্প চেন ও ভ্যালু চেনকে নিখুঁত ও সহজতর করবে। আমরা পরিবেশবান্ধব সবুজ শিল্পায়ন ও টেকসই উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল, পরিচালক মো. আশরাফুজ্জামান, মো. আব্দুল আহাদ, মো. আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক এমএ মালেক, বেলায়েক হোসেন, গ্রুপের নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব আবু বকর সিদ্দিক, নির্বাহী পরিচালক (প্ল্যান্ট) ইঞ্জিনিয়ার মাদানী এম ইমতিয়াজ হোসেন, নির্বাহী পরিচালক (এফ অ্যান্ড বিডি) কামরুল ইসলাম অ্যাডভাইজার-ইন্টারনাল অডিট আরাফাত কামাল ও প্রধান অর্থ কর্মকর্তা এইচএম আশরাফ উজ জামান।

সভায় গত ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং ২০১৭-১৮ অর্থবছরে শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ট অনুমোদন হয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

২০১৯ সালে ২৩ হাজার টনে উন্নীত করবে প্রিমিয়ার সিমেন্ট

pcn-bg20181219165213স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দৈনিক ৮ হাজার টন থেকে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে ২০১৯ সালে ২৩ হাজার টনে উন্নীত করার কাজ চলছে বলে জানিয়েছেন প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক।

তিনি বলেন, দেশে পদ্মা সেতুসহ এমন কোনো বড় প্রকল্প নেই যেখানে প্রিমিয়ার সিমেন্টের উপস্থিতি নেই।

বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম ক্লাবের অডিটোরিয়ামে প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০৪১ পর্যন্ত ভিশন রয়েছে আমাদের। মার্কেট শেয়ারে আমরা চতুর্থ-পঞ্চম অবস্থানে এসেছি। মান ও ওজনে আপস নেই আমাদের। সগর্বে বলতে পারি, নিজের অন্তরকে পরিষ্কার করে বলতে পারি-বার্ষিক প্রতিবেদনের বাইরে আর কিছু নেই।

তিনি বলেন, আমি কোম্পানি থেকে পারিশ্রমিক নিইনি। মোবাইলের বিল নিইনি। আমি চাই কর্মসংস্থান সৃষ্টি হোক। প্রতিষ্ঠানটি দেশের অগ্রগতির কাজে আসুক। আমরা যত পুরস্কার পেয়েছি তার মালিক আমাদের কর্মী, গ্রাহক ও বিনিয়োগকারী।

সভায় উপস্থিত ছিলেন সিএসইর এমডি মো. সাইফুর রহমান মজুমদার, প্রিমিয়ার সিমেন্টের পরিচালক মো. জাহাঙ্গীর আলম, মো. এরশাদুল হক, তারিক আহমেদ, উপদেষ্টা আবুল কালাম, ফখরুল ইসলাম, হাসনাত মো. আবু ওবায়দা, সিএফও শফিকুল ইসলাম তালুকদার, সচিব কাজী শফিকুর রহমান, গ্রুপ অডিটর সেলিম রেজা প্রমুখ।
সভায় ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হয়। এ ছাড়া প্রিমিয়ার সিমেন্টের অধীনে থাকা ন্যাশনাল সিমেন্টে ৪০ শতাংশ শেয়ার থেকে ২৫ শতাংশ বিক্রির সিদ্ধান্ত অনুমোদন হয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

বসুন্ধরা পেপারের ২৫তম এজিএম অনুষ্ঠিত

iccb20181219165934স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ডিসেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ‘রাজদর্শন’ হলে কোম্পানিটির ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এ প্রস্তাব অনুমোদন করেন।

কোম্পানির উপদেষ্টা এ আর রশিদীর সভাপতিত্বে এজিএমে উপস্থিত ছিলেন- স্বতন্ত্র পরিচালক খাজা আহমেদুর রহমান, কোম্পানির পরিচালক মো. ইমরুল হাসান ও নাজমুল আলম ভূইয়া, উপদেষ্টা আবু তাইয়েব ও ময়নাল হোসেন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান এফসিএ, প্রধান অর্থ কর্মকর্তা মির্জা মুজাহিদুল ইসলাম এবং কোম্পানি সচিব এম নাসিমুল হাই এফসিএস-সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিধিবদ্ধ নিরীক্ষকরা।

সভাপতির বক্তব্যে এ আর রশিদী বলেন, বসুন্ধরা পেপারের কাগজ আন্তর্জাতিকমানের। এ কারণে দেশের পাশাপাশি ২৩টির বেশি দেশে তা রফতানি হচ্ছে। আর আইপিওর টাকায় মেশিনারিজ আমদানি করে কারখানায় স্থাপন করা হচ্ছে। এ মেশিনারিজে উৎপাদন শুরু হলে আরো বেশি কাগজ ও সামগ্রী বাজারে সরবরাহ করতে পারবে বসুন্ধরা পেপার মিলস।

সভায় কোম্পানির ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক বিবরণী, নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী ও প্রতিবেদন অনুমোদন হয়। প্রতিবেদন অনুসারে কোম্পানির আর্নিং পার শেয়ার (ইপিএস) দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৩ পয়সা। নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ৪৯ দশমকি ১৮ পয়সা।

এজিএমে ভালো লভ্যাংশ দেওয়ায় শেয়ারহোল্ডাররা সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ, ধারাবাহিক মুনাফা অর্জন ও কোম্পানির উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ এবং রফতানি বৃদ্ধির উদ্যোগকে শেয়ারহোল্ডাররা স্বাগত জানান।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ইয়ার ক্লোজিং ২৭ ডিসেম্বর

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ক্লোজিং আগামী ২৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

এর আগে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত আরেকটি নির্দেশনা জারি করা হয়েছে। যা সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়।

বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় উল্লেখ করা হয়, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এ বছরের বার্ষিক হিসাব ক্লোজিং আগামী ২৭ ডিসেম্বর নির্ধারণ করা হলো। পাশাপাশি ৩১ ডিসেম্বর যথারীতি ব্যাংক হলিডে অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

১৬৮ দেশে প্রায় ১ কোটি ২০ লাখ বাংলাদেশি কাজ করছে

labourস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বের ১৬৮টি দেশে বর্তমানে প্রায় ১ কোটি ২০ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছে। নিয়মিত রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে তারা অসামান্য অবদান রাখছেন।

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম মঙ্গলবার সিউলে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন।

অপরদিকে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করেছে।

এ উপলক্ষে আজ বুধবার টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বক্তৃতা করেন।

তিনি জাপান প্রবাসী বাংলাদেশিসহ সকল অভিবাসীকে দেশের উন্নয়নে ও সুনাম বৃদ্ধিতে আরো বেশি দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সাথে কাজ করার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে উভয় দেশেই দূতাবাসের অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দেয়া বাণী পাঠ করা হয়।

আজ ঢাকায় প্রাপ্ত পৃথক সরকারি তথ্য বিবরণীতে এসব কথা জানানো হয়। টোকিওস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা দিবসটির তাৎপর্য ও গুরত্ব তুলে ধরে বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে এবং অভিবাসীদের কল্যাণে বাংলাদেশের বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশি অভিবাসীদের সম্ভাবনা ও সার্থকতা নিয়ে একটি ভিডিও ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

জেনেক্স ইনফোসিসের আইপিও আবেদন ৩৬গুণ : লটারী বৃহস্পতিবার

genexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন চাহিদার চেয়ে ৩৬গুণ বেশি জমা পড়েছে। আগামীকাল বৃহস্পতিবার কোম্পানিটির আইপিও আবেদনের লটারি অনুষ্ঠিত হবে।

১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় রাজধানীর রমনায় আইবি মিলনায়তনে এই লটারি অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি জানায়, কোম্পানির ২০ কোটি টাকার আইপিও আবেদন বিপক্ষে মোট ৩৫.৭৫গুণ আবেদন করে বিনিয়োগকারীরা। তাই লটারির মাধ্যমে এই শেয়ার বরাদ্দ করবে তারা।

কোম্পানিটির আইপিও সাবস্ক্রিপশন গত ১৮ নভেম্বর হতে শুরু হয়। এই আবেদন গ্রহণ চলে ২৯ নভেম্বর পর্যন্ত।

সম্প্রতি কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) । গত ৪ সেপ্টেম্বর ৬৫৬তম কমিশন সভায় এ আইপিও অনুমোদন দেয়া হয়েছে।

জেনেক্স ইনফোসিস শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০২ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৯৭ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে পালন করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. স্কয়ার ফার্মা
  2. ইউনাইটেড পাওয়ার
  3. ব্র্যাক ব্যাংক
  4. জেএমআই সিরিঞ্জ
  5. ইফাদ অটোস
  6. ইনটেক লিমিটেড
  7. মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
  8. ড্যাফোডিল কম্পিউটারস
  9. খুলনা পাওয়ার
  10. ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসইতে ৩৯৭ ও সিএসইতে ২৪ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৩৯৭কোটি টাকা দাঁড়িয়েছে। দিনশেষে সেখানে সূচকের মিশ্রবাস্থা ছিল। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৭ কোটি ৯৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৩৩৪ কোটি ৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২০৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৩৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২০৯ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭৮টির। আর দর অপরিবর্তিত আছে ৫৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক, জেএমআই সিরিঞ্জ, ইফাদ অটোস, ইনটেক লিমিটেড, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটারস, খুলনা পাওয়ার ও ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ০.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪৭ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৩০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৩ কোটি ৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল কনফিডেন্স সিমেন্ট ও বিএসআরএম লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সালভো কেমিক্যালসের ২০১৭ সালের ঋণমান প্রকাশ

salvoস্টকমার্কেবিডি ডেস্কঃ

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ওষুধ খাতের কোম্পানি সালভো কেমিক্যালস লিমিটডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এ্যান্ড সার্ভিসেস লিমিটেড। (সিআরআইএসএল)। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম